রূপা হক

ব্রিটিশ লেখক ও লেবার পার্টির রাজনীতিবিদ

রূপা আশা হক: (রাবেয়া "রূপা" আশা হক; জন্ম ২ এপ্রিল ১৯৭২)  একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিক, লেখক এবং কলামিস্ট। তিনি ২০১৫ সালের নির্বাচনে একজন নির্বাচিত এবং পার্লামেন্ট সদস্য। তিনি লন্ডনের ইলিং বরোর ডেপুটি মেয়র ছিলেন। এছাড়া সাবেক একজন প্রভাষক তিনি।

রূপা হক
আনুষ্ঠানিক ছবি, ২০১৯
সংখ্যাগরিষ্ঠ২৭৪ (০.৫%)
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ মে ২০১৫
ব্যক্তিগত বিবরণ
জন্মরূপা আশা হক
(1972-04-02) ২ এপ্রিল ১৯৭২ (বয়স ৫২)
লন্ডন, যুক্তরাজ্য
রাজনৈতিক দললেবার
সন্তান
ওয়েবসাইটওয়েবসাইট

প্রাথমিক জীবন

সম্পাদনা

রূপা হকের বাবা মুহম্মাদ হক (আবেদুল)[] এবং মা রোশান আরা হক (দুলালী বিশ্বাস)। তারা ১৯৬০ সালে সন্তানদের জন্য আরো বেশি উন্নত সুযোগ-সুবিধা এবং শিক্ষার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) থেকে অভিবাসী হয়ে ব্রিটেনে যান।[] পাবনা শহরে তার বাবার বাড়ি মকসেদপুর এবং তার মায়ের বাড়ি কুঠিপাড়া।[][] মিস্টার হক লন্ডনে একটি ভারতীয় রেস্তোরা চালু করেন। নব্বইয়ের শুরুর দিকে কাউন্সিল রেস্তোরাটির ইজারা পুনরায় নবায়ন না করায় ব্যবসাটি গুটিয়ে নিতে হয়। তিনি হ্যারোতে আরেকটি রেস্তোরা চালু করেন এবং পরে অবসর নেন।[]

বার্মিংহামের কুইনস শার্লটস হসপিটালে জন্ম হয় রূপা হকের।[] ১৯৮০ সালে আটবছর বয়সে বিবিসির স্কুল প্রোগ্রামে তিনি অংশ নেন।[]

ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে গ্রাজুয়েশন ডিগ্রী নেন তিনি। ১৯৯৯ সালে তিনি পিএইচডি সম্পন্ন করেন ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তার বিষয়বস্তু ছিল পূর্ব লন্ডন এবং ফ্রান্সের আলসার যুব সমাজের উপর পর্যবেক্ষণ থেকে যুব সংস্কৃতি।

শিক্ষকতা পেশা

সম্পাদনা

১৯৯৮ সালে মিজ হক ম্যানচেস্টারে চলে যান।[] ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত তিনি প্রভাষক ছিলেন।[][]

২০০৪ সাল থেকে ২০১৫ পর্যন্ত তিনি কিংসটন ইউনিভার্সিটর সমাজবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞান বিষয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে পড়িয়েছেন। তিনি মিডিয়া এবং কালচারাল স্টাডিজ বিষয়েও পড়িয়েছেন।[]

লেখক এবং গণমাধ্যমে কর্মজীবন

সম্পাদনা

রূপা হক ট্রিবিউন, গার্ডিয়ান, নিউ স্টেসম্যান, প্রগ্রেস ম্যাগাজিন এবং দ্য টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্টে লিখেছেন।[] তার গবেষণার ক্ষেত্রে যুব সংস্কৃতি এবং পপ সংগীত বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।[১০][১০]

২০০৬ সালে তার “বিয়ন্ড সাবকালচার: ইয়ুথ, পপ অ্যান্ড আইডেনটিটি ইন অ্যা পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড” –বইটি প্রকাশিত হয়।[১১] ২০০৭ সোলে ব্রিটিশ সোশিওলজিকাল অ্যাসোসিয়েশন ফিলিপ আব্রাহাম মেমোরিয়াল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল এই বইটি।

২০১২ সালে তার ২য় বই মেকিং সেন্স অব সাবরাবিয়া থ্রু পপুলার কালচার প্রকাশিত হয়।

২০১১ সালে লেবার পার্টির ‘হোয়াট নেক্সট ফর লেবার?’ ক্যাম্পেইনের কন্ট্রিবিউটর ছিলেন তিনি।

২০১৩ সালে তার বই অন দ্য এজ: দ্য কনটেস্টেড কালচার অব ইংলিশ সাবারবিয়া আফটার 7/7 এবং মেকিং সেন্স অব সাবারবিয়া থ্রু পপুলার কালচার প্রকাশিত হয়।[১২][১৩]

চ্যানেল এস, বাংলা টিভি, চ্যানেল ফোর, বিবিসি নিউজ টুয়েন্টিফোর এ তাকে দেখা গেছে। রেডিওতে বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রাম এবং বিবিসি রেডিও ফাইভ লাইভ এবং বিবিসি এশিয়ান নেটওয়ার্কেও তিনি কাজ করেছেন।[]

রূপা হক ডিআর হক নামের আড়ালে একজন মিউজিক ডিজেও ছিলেন এবং  জন পিল-এর জন্য বাংলায় জিঙ্গেল গেয়েছেন। ১৭ বছর বয়সে তিনি হসপিটাল রেডিওর জন্য ডিজে হিসেবে কাজ শুরু করেন।[১৪][১৫][১৬]

 
রূপা হক, ২০০৬

রাজনৈতিক জীবন

সম্পাদনা

২০০৪ সালে তিনি ইউরোপিয়ান পার্লমেন্টে নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে দাঁড়ান।  

২০০৫ সালে তিনি লেবার পার্টির হয়ে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হন।

২০০৮ সালে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র এবং কমনওয়েলথ টিমের সদস্য হিসেবে “আন্ডারস্ট্যান্ডিং ইসলাম” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে আসেন।[১৭]

২০১০ সালে তিনি লন্ডন বরাহ অব ইলিং এর ডেপুটি মেয়র নির্বাচিত হন।

২০১৩ সালে লেবার পার্টি তাকে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে কনজারভেটিভ পার্টির এমপি অ্যাঞ্জি ব্রের বিপক্ষে চ্যালেঞ্জ হিসেবে নমিনেশন দেয়।

তিনি নির্বাচনে ২২ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

রূপা হক রাফি নামে এক পুত্র সন্তানের মা।[১৮] ইংরেজি ছাড়াও তিনি বাংলা, ফরাশি এবং হিন্দি ভাষায় পারদর্শী।[১৯] রূপা হকের অনুজ সহোদরা ব্লু পিটার এর উপস্থাপিকা কনি হক[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Konnie Huq: my family wanted me to marry a Muslim"The Daily Telegraph। ১০ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  2. Gates, James (৩ জুন ২০১০)। "Blue Peter star's sister is new deputy mayor"। London: Get West London। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪ 
  3. Lewis, Roz (২৬ জুন ২০১১)। "Konnie Huq talks about money"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  4. Asad, Saikat Afroz (১০ মে ২০১৫)। "Rupa Huq's relatives at Pabna overjoyed at her win in UK polls"Bdnews24.com। Bangladesh। ১৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৫ 
  5. Iziren, Adeline (২৯ মে ২০১০)। "Konnie Huq: My family values"The Guardian। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  6. "Dr Rupa Huq"। Kingston University। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  7. "Dr Rupa Huq"। Kingston University। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  8. Ahmed, Syed Shah Salim (১ ডিসেম্বর ২০১৩)। "Legendary researcher Rupa will be win the next Election 2015"। GBNEWS24.com। ৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৪ 
  9. "Make Justice Work Ambassador: Rupa Huq"। Make Justice Work। ২০১২। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  10. "Dr Rupa Huq"। Girls & Digital Culture। ১৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  11. "On the Edge: The Contested Cultures of English Suburbia by Rupa Huq"Times Higher Education। ২৫ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৪ 
  12. "Konnie Huq: My family values"The Daily Telegraph। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১২ 
  13. "Making Sense of Suburbia through Popular Culture"। Bloomsbury Academic। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  14. "Spin doctor Rupa aims to be No 1"Manchester Evening News। Manchester। ১০ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৪ 
  15. "Blue Peter links of aspiring MP"BBC News। ৩ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫ 
  16. "Ealing MP takes to the turntables for her birthday bash"। Ealing Times। ২৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  17. Karim, Mohammed Abdul; Karim, Shahadoth (নভেম্বর ২০১৫)। British Bangladeshi Who's Who (পিডিএফ)। British Bangla Media Group। পৃষ্ঠা 14। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৫ 
  18. Huq, Rupa (১৩ নভেম্বর ২০১৫)। "As an MP and a mother I've found out how sexist Westminster is"The Guardian। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৫ 
  19. Eaton, George (৭ মে ২০১৫)। "The war at home: the battle for Ealing Central & Acton"New Statesman। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫