চ্যানেল এস
চ্যানেল এস একটি যুক্তরাজ্যভিত্তিক ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেল, যা মূলত ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের জন্য লক্ষ্য করা হয়েছে। এই চ্যানেলটি ২০০৪ সালের ১৬ ডিসেম্বর মাহি ফেরদৌস জলিল, একজন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, প্রতিষ্ঠা করেন।[১] প্রথমে এটি স্কাই-এ এটিএন গ্লোবালের সঙ্গে টাইমশেয়ারিং চুক্তির মাধ্যমে সম্প্রচার শুরু করে এবং পরে ২০০৫ সালে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা সম্প্রচার করতে শুরু করে। বর্তমানে এটি স্কাই চ্যানেল ৭৭৭-এ পাওয়া যায়। চ্যানেলটি নিজেকে "বিশ্বজুড়ে ব্রিটিশ বাংলাদেশিদের কণ্ঠস্বর" হিসেবে দাবি করে[২] এবং সম্প্রদায়ের প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠান প্রচার করে। এর স্লোগান হলো "কমিউনিটির জন্য কাজ করছি"।
চ্যানেল এস | |
---|---|
উদ্বোধন | ১৬ ডিসেম্বর ২০০৪ |
মালিকানা | চ্যানেল এস গ্লোবাল লিমিটেড |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) |
স্লোগান | ওয়ার্কিং ফর দ্যা কমুনিটি' |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | বাংলা, সিলেটি, ইংরেজি |
প্রচারের স্থান | যুক্তরাজ্য |
প্রধান কার্যালয় | ওয়ালথাসট, লন্ডন |
ওয়েবসাইট | www.chsuk.tv |
চ্যানেল এস উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোতে প্রেস্টিজ হাউসে অবস্থিত। এটি বাংলা, সিলেটি এবং কিছু ব্রিটিশ ইংরেজি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। এটি প্রথম বাংলাদেশি চ্যানেল যা সিলেটি ভাষায় উল্লেখযোগ্য পরিমাণে কন্টেন্ট সম্প্রচার করেছে, যা যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে একটি বিশ্বস্ত অনুসারী গোষ্ঠী তৈরি করেছে, যাদের অধিকাংশই সিলেট অঞ্চল থেকে আগত।[৩] ২০০৪ সালে চ্যানেলটি চালু হওয়ার পর থেকে চ্যানেল এস এবং বাংলা টিভির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে, যেখানে চ্যানেল এস বৈশাখী মেলার সম্প্রচার অধিকার অর্জন করেছে। যুক্তরাজ্যে একটি জরিপে দেখা গেছে, চ্যানেল এস যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দেখা বাংলা টিভি চ্যানেল।[২]
বিতর্ক
সম্পাদনা২০০৭ সালের জুনে ফার্স্ট সলিউশন মানি ট্রান্সফার, যা চ্যানেল এস-এর একজন ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে পরিচালিত একটি আর্থিক সেবা প্রতিষ্ঠান, দেউলিয়া হয়ে যায় এবং এর ফলে জনসাধারণের কাছ থেকে শত শত হাজার পাউন্ড ঋণ হয়।[৪] চ্যানেল এস-এর চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল বাংলা টিভির বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আবেদন করেন, যাতে চ্যানেল এস বা তার চেয়ারম্যানের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ সম্প্রচার করা না হয়। পাশাপাশি তিনি কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন, যারা এই অভিযোগগুলো করেছিলেন।[৫]
এপ্রিল ২০০৮ পর্যন্ত, চ্যানেল এস (অন্যান্য বাংলা চ্যানেলের সঙ্গে) যোগাযোগ আইন ২০০৩ লঙ্ঘনের অভিযোগে অফকমের তদন্তের আওতায় ছিল। এটি ২০০৮ সালের লন্ডন মেয়র নির্বাচন চলাকালে লিবারেল ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করেছিল। চ্যানেলটি স্থানীয় লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী জালাল রজনউদ্দিনের বিজ্ঞাপন গ্রহণ করেছিল।[৬] অফকম তদন্তে চ্যানেল এস-কে টিভি বিজ্ঞাপন কোড লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে।[৭][৮]
২০০৮ সালের ৪ আগস্ট, লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল (মোহাম্মদ ফেরদৌস) ক্রয়ডন ক্রাউন কোর্টে গাড়ি বীমা জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই দলটি ভুয়া গাড়ি বীমা দাবি করার ষড়যন্ত্রে জড়িত ছিল এবং তাদের AXA বীমা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়।[৯] জলিলের গ্রেপ্তারের পর চ্যানেল এস এবং বাংলা টিভির মধ্যে এক ধরনের গণমাধ্যম যুদ্ধ শুরু হয়। বাংলা টিভি জলিল এবং চ্যানেল এস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচার করে, যা প্রচারণা এবং ঘটনাটি নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার সৃষ্টি করে। এই পরিস্থিতি সম্প্রদায় এবং রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, এবং অনেকে এটি বাংলা টিভির মাধ্যমে চ্যানেল এস-এর ওপর আক্রমণ হিসেবে দেখেন।[১০][১১][১২] জলিল তার সাজা ভোগ করে ৭ মাস পরে মুক্তি পান এবং ২০০৯ সালের ৩০ মার্চ চ্যানেল এস কমিউনিটি অ্যাওয়ার্ডসে অংশ নেন।[১৩] তবে, ২০১৩ সালের জুলাইয়ে জলিল অর্থপাচারের জন্য দোষী সাব্যস্ত হন, যা একটি বীমা জালিয়াতির অংশ ছিল, এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।[১৪][১৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Channel-S TV to air programme in Bangladesh"। The Daily Star। ৪ ডিসেম্বর ২০০৫।
- ↑ ক খ "Channel S"। Channel S।
- ↑ Núñez-de la Mora, Alejandra; Chatterton, Robert T.; Choudhury, Osul A.; Napolitano, Dora A.; Bentley, Gillian R. (২০০৭)। "Childhood Conditions Influence Adult Progesterone Levels"। PLOS Med। Public Library of Science। 4 (5): e167। ডিওআই:10.1371/journal.pmed.0040167 । পিএমআইডি 17503960। পিএমসি 1868040 ।
The study performed here made use of a 'natural experiment' resulting from widespread migration of people from Bangladesh to the UK. 95% of these individuals come from one particular region of Bangladesh, Sylhet.
- ↑ "Millions lost as firm goes bust"। BBC News। ৪ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০০৭।
- ↑ Press Conference by Jalil (Chairman of Channel S) refuting allegations linking him to First Solution ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১৬ তারিখে (Language: Bengali, Sylheti)
- ↑ "Three Bengali community TV stations face possibility of closure"। Respect Renewal। ৩ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Welsh, James (১০ ডিসেম্বর ২০০৬)। "Digital Spy: Channel S fined for Lib Dem ads"। Digital Spy।
- ↑ "Channel S found in breach of rules"। Eastern Eye। ১৪ মার্চ ২০১৩। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৫।
- ↑ "Car Fraud Gang Sentenced"। City of London Police। ২৫ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ rajibdebmanna (২০০৮-০৮-০৭)। "Maahee Jalil news 1"।
- ↑ rajibdebmanna (২০০৮-০৮-০৮)। "Mahee jalil news 2"।
- ↑ Mahee Jalil news 3 – Channel S ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০১১ তারিখে (Language: Bengali)
- ↑ Mizan Rahman (২০০৯-০৩-৩০)। "Channel S Community Awards 2009"।
- ↑ Richards, Chris (১০ জুলাই ২০১৩)। "TV boss facing jail over insurance scam"। Brentwood Gazette। ৩০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Brentwood Bangladeshi TV boss jailed over crash-for-cash scam"। BBC News। ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |