বাংলা টিভি

যুক্তরাজ্যভিত্তিক বাংলা টিভি চ্যানেল

বাংলা টিভি হল বাংলা ভাষার একটি টিভি চ্যানেল। ১৯৯৮ সালে এটি ইংল্যান্ডে যাত্রা শুরু করে। ১৯ মে ২০১৭ সালে বাংলা টিভি বাংলাদেশে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করে।

বাংলা টিভি
বাংলা টিভি লোগো
উদ্বোধন১৬ ডিসেম্বর ১৯৯৯
স্লোগানআপনার ভাষায় কথা বলে
দেশইংল্যান্ড, বাংলাদেশ
প্রধান কার্যালয়লন্ডনঢাকা
ওয়েবসাইটwww.banglatv.co.uk
banglatv.tv
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
স্কাইচ্যানেল ৭৮৬
ইউরো বার্ড ১২৮.৫°E ১১৩৪৪ H এস আর ২৭৫০০ এফইসি ২/৩[]

ইতিহাস

সম্পাদনা

১৯৯৮ সালে বাংলা টিভি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে ও ১৯৯৯ সালে বাংলা টিভি আনুষ্ঠানিক ভাবে ইংল্যান্ডের প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৫ সালের আগ পর্যন্ত এটা ছিল অর্থের বিনিময়ে প্রচারিত চ্যানেল। তখন চ্যানেল এস নামের মুক্ত ও বিনামূল্যের চ্যানেল চালু হলে বাংলা টিভি প্রতিযোগিতায় টিকে থাকতে এর সেবা বিনামূল্যের করে দেয়।

সাময়িক বাতিল

সম্পাদনা

১লা জুলাই ২০১০ সালে স্কাই ও চ্যানেল ৭৮৬ বাংলা টিভিকে বাতিল করে দেয় কোন ব্যাখা ছাড়াই।[] পরে ৯ জুলাই টিভি চ্যনালেটি ফিরে আসে। অফকমের নিয়মের গুরুতর লঙ্ঘনের কারণে ২০১০ সালের ডিসেম্বর মাসে বাংলা টিভিকে আবার স্কাই ইপিজি থেকে সরিয়ে নেওয়া হয়। চ্যানেলটি নতুন ব্যবস্থাপনা পর্ষদের অধীনে ১৭ জুন ২০১১ সালে আবার ফিরে আসে।

চ্যানেল এসের আগমনের পর বাংলা টিভির সাথে তাদের বিরোধ বাঁধে। এর আগে বাংলা টিভি ছিল মনোপলি সেবা দাতা এবং অনেক অনুষ্ঠান প্রচার করত ব্রিটেনে অবস্থিত বাংলাদেশী সম্প্রদায়ের যেমন- বৈশাখী মেলা, বাংলাদেশ ফ্লিম এডোয়ার্ড ও পিঠা উৎসব। এর মধ্যে পিঠা উৎসবই ছিল প্রধান।

বাংলাদেশে

সম্পাদনা

১৯ মে ২০১৭ তারিখে বাংলা টিভি বাংলাদেশে সম্প্রচার শুরু করে। জাতীয় সংসদের স্পিকার ও আন্তঃ সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন।[]

অনুষ্ঠান

সম্পাদনা
  • সংবাদ
  • বাংলা সিনেমা
  • ইসলামে নারীর জিজ্ঞাসা
  • ইসলামিক জিজ্ঞাসা ও জবাব
  • আইন ও বিচার
  • অপনার ডাক্তার
  • বাংলার গান
  • শেকড়ের গান
  • বাংলার সকাল

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "LyngSat Eurobird 1" (ইংরেজি ভাষায়)। LyngSat। 
  2. "Bangla TV removed from Sky Digital" (ইংরেজি ভাষায়)। Biz Asia। ২০১০-০৭-০৫। ২০১০-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-১২ 
  3. "বাংলাদেশে সম্প্রচার শুরু 'বাংলা টিভি'র"এনটিভি। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা