রাধা কিশোর মাণিক্য

ত্রিপুরা রাজ্যের রাজা

মাণিক্য রাজবংশের মহারাজা রাধা কিশোর মাণিক্য ১৮৯৭ থেকে ১৯০৯ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের রাজা হিসাবে রাজত্ব করেছিলেন। তাকে আধুনিক ত্রিপুরার অন্যতম স্থপতি হিসেবে বর্ণনা করা হয়। [][]

H.R.H. মহারাজা রাধা কিশোর মাণিক্য দেববর্মন বাহাদুর
মহারাজা
রাজত্ব১৮৯৭-১৯০৯
পূর্বসূরিবীর চন্দ্র মাণিক্য
উত্তরসূরিবীরেন্দ্র কিশোর মাণিক্য
ধর্মহিন্দু ধর্ম
তিপ্রা রাজ্য
ত্রিপুরার ইতিহাসের অংশ
মহা মাণিক্যআনু. ১৪০০–১৪৩১
প্রথম ধর্ম মাণিক্য১৪৩১–১৪৬২
প্রথম রত্ন মাণিক্য১৪৬২–১৪৮৭
প্রতাপ মাণিক্য১৪৮৭
প্রথম বিজয় মাণিক্য১৪৮৮
মুকুট মাণিক্য১৪৮৯
ধন্য মাণিক্য১৪৯০–১৫১৫
ধ্ব্জ মাণিক্য১৫১৫–১৫২০
দেব মাণিক্য১৫২০–১৫৩০
প্রথম ইন্দ্র মাণিক্য১৫৩০–১৫৩২
দ্বিতীয় বিজয় মাণিক্য১৫৩২–১৫৬৩
অনন্ত মাণিক্য১৫৬৩–১৫৬৭
প্রথম উদয় মাণিক্য১৫৬৭–১৫৭৩
প্রথম জয় মাণিক্য১৫৭৩–১৫৭৭
অমর মাণিক্য১৫৭৭–১৫৮৫
প্রথম রাজধর মাণিক্য১৫৮৬–১৬০০
ঈশ্বর মাণিক্য১৬০০
যশোধর মাণিক্য১৬০০–১৬২৩
অন্তর্বতীকাল১৬২৩–১৬২৬
কল্যাণ মাণিক্য১৬২৬–১৬৬০
গোবিন্দ মাণিক্য১৬৬০–১৬৬১
ছত্র মাণিক্য১৬৬১–১৬৬৭
গোবিন্দ মাণিক্য১৬৬১–১৬৭৩
রাম মাণিক্য১৬৭৩–১৬৮৫
দ্বিতীয় রত্ন মাণিক্য১৬৮৫–১৬৯৩
নরেন্দ্র মাণিক্য১৬৯৩–১৬৯৫
দ্বিতীয় রত্ন মাণিক্য১৬৯৫–১৭১২
মহেন্দ্র মাণিক্য১৭১২–১৭১৪
দ্বিতীয় ধর্ম মাণিক্য১৭১৪–১৭২৫
জগৎ মাণিক্য১৭২৫–১৭২৯
দ্বিতীয় ধর্ম মাণিক্য১৭২৯
মুকুন্দ মাণিক্য১৭২৯–১৭৩৯
দ্বিতীয় জয় মাণিক্যআনু. ১৭৩৯–১৭৪৪
দ্বিতীয় ইন্দ্র মাণিক্যআনু. ১৭৪৪–১৭৪৬
দ্বিতীয় উদয় মাণিক্যআনু. ১৭৪৪
দ্বিতীয় জয় মাণিক্য১৭৪৬
তৃতীয় বিজয় মাণিক্য১৭৪৬–১৭৪৮
লক্ষ্মণ মাণিক্য১৭৪০/১৭৫০-এর দশক
অন্তর্বর্তীকাল১৭৫০-এর দশক–১৭৬০
কৃষ্ণ মাণিক্য১৭৬০–১৭৮৩
দ্বিতীয় রাজধর মাণিক্য১৭৮৫–১৮০৬
রাম গঙ্গা মাণিক্য১৮০৬–১৮০৯
দুর্গা মাণিক্য১৮০৯–১৮১৩
রাম গঙ্গা মাণিক্য১৮১৩–১৮২৬
কাশী চন্দ্র মাণিক্য১৮২৬–১৮২৯
কৃষ্ণ কিশোর মাণিক্য১৮২৯–১৮৪৯
ঈশান চন্দ্র মাণিক্য১৮৪৯–১৮৬২
বীর চন্দ্র মাণিক্য১৮৬২–১৮৯৬
বীরেন্দ্র কিশোর মাণিক্য১৯০৯–১৯২৩
বীর বিক্রম কিশোর মাণিক্য১৯২৩–১৯৪৭
কিরীট বিক্রম কিশোর মাণিক্য১৯৪৭–১৯৪৯
১৯৪৯–১৯৭৮ (নামমাত্র)
প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মা১৯৭৮–বর্তমান (নামমাত্র)
ত্রিপুরা রাজতন্ত্রের তথ্য
মাণিক্য রাজবংশ (রাজকীয় পরিবার)
আগরতলা (রাজ্যের রাজধানী)
উজ্জয়ন্ত প্রাসাদ (রাজকীয় বাসভবন)
নীরমহল (রাজকীয় বাসভবন)
রাজমালা (রাজকীয় কালপঞ্জি)
ত্রিপুরা বুরঞ্জী (কালপঞ্জি)
চতুর্দশ দেবতা (পারিবারিক দেবতা)

প্রশাসন

সম্পাদনা

মহারাজা রাধা কিশোর মাণিক্য পুলিশ ও রাজস্ব বিভাগকে পৃথকীকরণ করেন।[] ১৯০৫ সালের আগে রাজ্যের পুলিশ কর্মকর্তারা একইসাথে পুলিশ ও রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করতেন। ১৯০৭ সালে রাজা পুলিশ বিভাগকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করেন এবং পুলিশকে রাজস্ব আদায়ের কাজ থেকে অব্যাহতি দেন। এই পৃথকীকরণের পর রাজা কর্তৃক নিযুক্ত প্রথম পুলিশ সুপারিনটেনডেন্ট ছিলেন মিঃ জে.সি. দত্ত।

শিল্প ও শিক্ষার পৃষ্ঠপোষক

সম্পাদনা

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার রাজত্বকালে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০০ সালে প্রথম ত্রিপুরা সফর করেন। রাজা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বার্ষিক ১০০০ টাকা অনুদান দিয়ে সহায়তা করেছিলেন। ভয়াবহ ভূমিকম্পের কারণে রাজা আর্থিক সঙ্কটে থাকা সত্ত্বেও জগদীশ চন্দ্র বসুর বৈজ্ঞানিক গবেষণায় গোপনে সহায়তা করার জন্য তিনি তার পুত্রবধূর গহনা বন্ধক রেখেছিলেন। []

আর্থিক সঙ্কটে থাকা সত্ত্বেও[] রাজা রাধা কিশোর মাণিক্য ১৮৯৯ - ১৯০১[] সালের মধ্যে ১০ লক্ষ[] (১ মিলিয়ন) টাকা খরচ করে উজ্জয়ন্ত প্রাসাদটি নির্মাণ করেন। ত্রিপুরা রাজ্যের এর আগের রাজপ্রাসাদটি আগরতলা থেকে ১০ কিমি (৬ মাইল) দূরে অবস্থিত ছিল। তবে, ১৮৯৭ সালের একটি ভয়াবহ ভূমিকম্পে প্রাসাদটি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে আগরতলা শহরের কেন্দ্রস্থলে এটিকে উজ্জয়ন্ত প্রাসাদ হিসাবে পুননির্মাণ করা হয়। []

রাজা রাধা কিশোর মাণিক্য ছিলেন শিক্ষানুরাগী।[] তিনি কৈলাশহরের আর.কে.আই স্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি বর্তমান বাংলাদেশে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নির্মাণেও অর্থ দিয়ে সাহায্য করেন। তাঁর দেওয়া আর্থিক সহায়তায় কলকাতার রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি পূর্ণাঙ্গ মেডিকেল ইউনিট স্থাপন করা হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Deb Barma, Aloy; Debroy, Prajapita (২০২২)। Cinema as Art and Popular Culture in Tripura: An Introduction (ইংরেজি ভাষায়)। Tribal Research and Cultural Institute। পৃষ্ঠা 13। আইএসবিএন 978-81-958995-0-0 
  2. "Leading lights among the Manikyas"। tripurainfo.in। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Police system in Princely state of Tripura"। tripura police। ১২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  4. "Tagore telegram shows special relationship with Tripura kings"The Hindu Businessline। PTI। ১৪ জুন ২০১১। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  5. Westtripura.gov.in ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে, retrieved on 3.6.2007
  6. Indnav.com, retrieved on 31 May 2007.
  7. North-east-india.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে, retrieved on 31 May 2007.

বহিঃসংযোগ

সম্পাদনা