রহমত আলী
রহমত আলী (১৬ সেপ্টেম্বর, ১৯৪৫ – ১৬ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজন সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বড় ছেলে অধ্যাপক এম জাহিদ হাসান একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী যিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত৷ [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
রহমত আলী | |
---|---|
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৯ – ২০০১ | |
গাজীপুর-১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৫ | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০৬ | |
গাজীপুর-৩ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৮ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৬ সেপ্টেম্বর ১৯৪৫ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৭৪) |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আত্মীয়স্বজন | রুমানা আলী (কন্যা) |
তার কন্যা রুমানা আলী একজন সংসদ সদস্য।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
সম্পাদনারহমত আলী ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।[১] তার পৈতৃক বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
সম্পাদনারহমত আলী ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন।.[২][৩][৪] এরপর, তিনি ২০০৮ ও ২০১৪ সালে গাজীপুর-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৫][৬] তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৭] এছাড়া, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।[৮]
মৃত্যু
সম্পাদনারহমত আলী ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৯][১০][১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ গাজীপুর-৩, মো: রহমত আলী। "Constituency 196_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৫।
- ↑ "List of 5th Parliament Members"। জাতীয় সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ "List of 7th Parliament Members"। জাতীয় সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "List of 8th Parliament Members" (পিডিএফ)। Jatiya Sangsad। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- ↑ "List of 10th Parliament Members"। Jatiya Sangsad (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "সাবেক প্রতিমন্ত্রী রহমত আলী আর নেই"। কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "JS body on LGRD meets"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১১। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮।
- ↑ "আ.লীগের সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই"। আমাদের সময়। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আ.লীগের সাবেক মন্ত্রী রহমত আলী মারা গেছেন"। মানবকণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী আর নেই"। একুশে টেলিভিশন। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।