গাজীপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
গাজীপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৬নং আসন।
গাজীপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | গাজীপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
সীমানা
সম্পাদনাগাজীপুর-৩ আসনটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়ালগর ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রহমত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রহমত আলী | ২,৩৬,৯৪৪ | ৬৭.৭ | +২০.৮ | ||
বিএনপি | এম এ মান্নান | ১,০৮,৯১৫ | ৩১.১ | -১৬.২ | ||
জাকের পার্টি | আহমেদ আলী | ১,৪২৪ | ০.৪ | +০.১ | ||
কেএসজেএল | ইকবাল সিদ্দিক | ১,২৩৫ | ০.৪ | প্র/না | ||
বাসদ | জহিরুল ইসলাম | ৬৪১ | ০.২ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার | ৩৭৭ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | কে এইচ নাজির আহমেদ মোক্তার | ২৩১ | ০.১ | প্র/না | ||
বিকল্পধারা | আজিবুর রহমান | ১৮৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৮,০২৯ | ৩৬.৬ | +৩৬.৩ | |||
ভোটার উপস্থিতি | ৩,৪৯,৯৫৪ | ৮৬.৫ | +৬.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | একেএম ফজলুল হক মিলন | ৫৮,৫১৮ | ৪৭.৩ | +১৪.৭ | ||
আওয়ামী লীগ | আখতারুজ্জামান | ৫৮,১৩৩ | ৪৬.৯ | +৯.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আশরাফ খান | ৬,৪৩৮ | ৫.২ | প্র/না | ||
জাকের পার্টি | এ বি এম খলিলুর রহমান | ৩৫২ | ০.৩ | -১.০ | ||
জাসদ | আরিফুল ইসলাম আকন | ১২১ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | নিকোলাস রোজারিও | ১০৯ | ০.১ | প্র/না | ||
গণতান্ত্রিক পার্টি | আজিজুল হক কাঞ্চন | ১০৭ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | মো: আজম খান | ৪৮ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮৫ | ০.৩ | −৪.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,২৩,৮২৬ | ৮০.৪ | −২.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আখতারুজ্জামান | ৩৫,৫০২ | ৩৭.৫ | +৮.০ | |
বিএনপি | একেএম ফজলুল হক মিলন | ৩০,৮৩৪ | ৩২.৬ | +৭.১ | |
জাতীয় পার্টি | খান মোঃ আজম | ১৯,৭০৭ | ২০.৮ | +১২.৭ | |
জামায়াতে ইসলামী | ইউসুফ আলী | ৫,৬০২ | ৫.৯ | -১১.৪ | |
ইসলামী ঐক্য জোট | গাজী আতাউর রহমান | ১,৬৪৪ | ১.৭ | প্র/না | |
জাকের পার্টি | রিয়াজ উদ্দিন আহমেদ | ১,২৬৩ | ১.৩ | -৪.৭ | |
ফ্রিডম পার্টি | মোঃ মতিউর রহমান | ৭৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৬৬৮ | ৪.৯ | +০.৯ | ||
ভোটার উপস্থিতি | ৯৪,৬২৭ | ৮৩.২ | +১৭.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আসফার হোসেন মোল্লা | ৩০,৩৭৭ | ২৯.৫ | |||
বিএনপি | কে এম হাবিব জামান | ২৬,২৩৩ | ২৫.৫ | |||
জামায়াতে ইসলামী | ইউসুফ আলী | ১৭,৭৬৯ | ১৭.৩ | |||
জাতীয় পার্টি | মজনু | ৮,২৯৮ | ৮.১ | |||
জাকের পার্টি | এ বি এম খলিলুর রহমান | ৬,১৮৪ | ৬.০ | |||
স্বতন্ত্র | মহিউদ্দিন খান | ৫,৬৭০ | ৫.৫ | |||
স্বতন্ত্র | এ আজিজ বাগমার | ৪,০৬৪ | ৪.০ | |||
স্বতন্ত্র | শাহিনা খান | ১,৫৬৭ | ১.৫ | |||
বিকেএ | শিহাব উদ্দিন | ৯০৬ | ০.৯ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (মতিন) | আঃ মোত্তালিব | ৮৭০ | ০.৮ | |||
জাসদ (রব) | আলতাফ হোসেন | ৪৬৬ | ০.৫ | |||
জাসদ | আব্দুল মালেক | ২২১ | ০.২ | |||
বাকশাল | আনয়ার হোসেন | ১৮৫ | ০.২ | |||
স্বতন্ত্র | আফসার উদ্দিন আকন্দ | ৭৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,১৪৪ | ৪.০ | ||||
ভোটার উপস্থিতি | ১,০২,৮৮৪ | ৬৫.৯ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গাজীপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে গাজীপুর-৩