গাজীপুর-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

গাজীপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৬নং আসন।

গাজীপুর-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাগাজীপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪,৯৪,৪৩৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৪৫,৪৩৯
  • নারী ভোটার: ২,৪৮,৯৯০
  • হিজড়া ভোটার: ৫
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
বর্তমান সাংসদপদশূন্য

সীমানা

সম্পাদনা

গাজীপুর-৩ আসনটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়ালগরপিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ হাসে উদ্দিন দেওয়ান জাতীয় পার্টি[]
১৯৮৮ মোখলেছুর রহমান স্বতন্ত্র[]
১৯৯১ আসফার হোসেন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ একেএম ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আখতারউজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এ কে এম ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ ইকবাল হোসেন সবুজ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ রুমানা আলী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রহমত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: গাজীপুর-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রহমত আলী ২,৩৬,৯৪৪ ৬৭.৭ +২০.৮
বিএনপি এম এ মান্নান ১,০৮,৯১৫ ৩১.১ -১৬.২
জাকের পার্টি আহমেদ আলী ১,৪২৪ ০.৪ +০.১
কেএসজেএল ইকবাল সিদ্দিক ১,২৩৫ ০.৪ প্র/না
বাসদ জহিরুল ইসলাম ৬৪১ ০.২ প্র/না
তরিকত ফেডারেশন সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার ৩৭৭ ০.১ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি কে এইচ নাজির আহমেদ মোক্তার ২৩১ ০.১ প্র/না
বিকল্পধারা আজিবুর রহমান ১৮৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,২৮,০২৯ ৩৬.৬ +৩৬.৩
ভোটার উপস্থিতি ৩,৪৯,৯৫৪ ৮৬.৫ +৬.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: গাজীপুর-৩[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি একেএম ফজলুল হক মিলন ৫৮,৫১৮ ৪৭.৩ +১৪.৭
আওয়ামী লীগ আখতারুজ্জামান ৫৮,১৩৩ ৪৬.৯ +৯.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আশরাফ খান ৬,৪৩৮ ৫.২ প্র/না
জাকের পার্টি এ বি এম খলিলুর রহমান ৩৫২ ০.৩ -১.০
জাসদ আরিফুল ইসলাম আকন ১২১ ০.১ প্র/না
স্বতন্ত্র নিকোলাস রোজারিও ১০৯ ০.১ প্র/না
গণতান্ত্রিক পার্টি আজিজুল হক কাঞ্চন ১০৭ ০.১ প্র/না
জাতীয় পার্টি মো: আজম খান ৪৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৮৫ ০.৩ −৪.৬
ভোটার উপস্থিতি ১,২৩,৮২৬ ৮০.৪ −২.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: গাজীপুর-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আখতারুজ্জামান ৩৫,৫০২ ৩৭.৫ +৮.০
বিএনপি একেএম ফজলুল হক মিলন ৩০,৮৩৪ ৩২.৬ +৭.১
জাতীয় পার্টি খান মোঃ আজম ১৯,৭০৭ ২০.৮ +১২.৭
জামায়াতে ইসলামী ইউসুফ আলী ৫,৬০২ ৫.৯ -১১.৪
ইসলামী ঐক্য জোট গাজী আতাউর রহমান ১,৬৪৪ ১.৭ প্র/না
জাকের পার্টি রিয়াজ উদ্দিন আহমেদ ১,২৬৩ ১.৩ -৪.৭
ফ্রিডম পার্টি মোঃ মতিউর রহমান ৭৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৬৬৮ ৪.৯ +০.৯
ভোটার উপস্থিতি ৯৪,৬২৭ ৮৩.২ +১৭.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: গাজীপুর-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আসফার হোসেন মোল্লা ৩০,৩৭৭ ২৯.৫
বিএনপি কে এম হাবিব জামান ২৬,২৩৩ ২৫.৫
জামায়াতে ইসলামী ইউসুফ আলী ১৭,৭৬৯ ১৭.৩
জাতীয় পার্টি মজনু ৮,২৯৮ ৮.১
জাকের পার্টি এ বি এম খলিলুর রহমান ৬,১৮৪ ৬.০
স্বতন্ত্র মহিউদ্দিন খান ৫,৬৭০ ৫.৫
স্বতন্ত্র এ আজিজ বাগমার ৪,০৬৪ ৪.০
স্বতন্ত্র শাহিনা খান ১,৫৬৭ ১.৫
বিকেএ শিহাব উদ্দিন ৯০৬ ০.৯
বাংলাদেশ মুসলিম লীগ (মতিন) আঃ মোত্তালিব ৮৭০ ০.৮
জাসদ (রব) আলতাফ হোসেন ৪৬৬ ০.৫
জাসদ আব্দুল মালেক ২২১ ০.২
বাকশাল আনয়ার হোসেন ১৮৫ ০.২
স্বতন্ত্র আফসার উদ্দিন আকন্দ ৭৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪,১৪৪ ৪.০
ভোটার উপস্থিতি ১,০২,৮৮৪ ৬৫.৯
থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গাজীপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা