ওড়িশা ক্রিকেট দল
ওড়িশা ক্রিকেট দল ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ওড়িশা রাজ্যের প্রতিনিধিত্ব করে থাকে। ২০১১ সাল পর্যন্ত এটি উড়িষ্যা ক্রিকেট দল নামে পরিচিত ছিল। ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক এটি পরিচালিত হয়। পূর্বে এই সংস্থা ওড়িশা প্রিমিয়ার লিগ নামে ঘরোয়া টি২০ লিগ পরিচালনা করত।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | শুভ্রাংশু সেনাপতি (এফসি) অভিষেক রাউত (এলএ ও টি২০) |
কোচ | ওয়াসিম জাফর[১] |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৩০ |
স্বাগতিক মাঠ | বড়বাটি স্টেডিয়াম, কটক |
ধারণক্ষমতা | ৪৮,০০০ |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | বিহার ১৯৪৯ সালে কিনান স্টেডিয়াম, জামশেদপুর |
রঞ্জি ট্রফি জয় | ০ |
বিজয় হাজারে ট্রফি জয় | ০ |
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয় | ০ |
দাপ্তরিক ওয়েবসাইট | ওসিএ |
২০১৬/১৭ ও ২০১৯/২০ রঞ্জি মরসুমে ওড়িশা কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অগ্রসর হতে পেরেছিল, যা এখনও পর্যন্ত তাদের সেরা রেকর্ড।[২]
বিখ্যাত ক্রিকেটার
সম্পাদনা- দেবাশীষ মোহন্তি
- শিবসুন্দর দাস
- সঞ্জয় রাউল
- অংশুমান রথ ( হংকং দলের অধিনায়ক)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wasim Jaffer appointed Odisha head coach"। CricBuzz। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- ↑ "Samit Gohel's 359* shatters 117-year record"। ESPN Cricinfo। ২৭ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।