রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প
রবীন্দ্রনাথ ঠাকুর (৮ মে, ১৮৬১ – ৭ আগস্ট, ১৯৪১) ৯৪টি ছোটোগল্প রচনা করেছিলেন।[১] ১৮৭৭ সালে মাত্র ষোলো বছর বয়সে "ভিখারিণী" গল্পটি রচনার মাধ্যমে তাঁর ছোটোগল্প রচনার সূত্রপাত ঘটে। পরবর্তীকালে লেখক কর্তৃক পরিত্যক্ত এই গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকার শ্রাবণ-ভাদ্র ১২৮৪ সংখ্যায়। এরপর সাত বছর রবীন্দ্রনাথ কোনও গল্প রচনা করেননি। ১৮৮৪ সালে তেইশ বছর বয়সে তিনি রচনা করেন "ঘাটের কথা" ও "রাজপথের কথা" গল্প দু’টি এবং তার পরের বছর রচনা করেন "মুকুট" (মতান্তরে "মুকুট" ছোটো উপন্যাস)। ১৮৯১ সালে তিরিশ বছর বয়সে রবীন্দ্রনাথের যথার্থ ছোটোগল্প রচনার সূত্রপাত ঘটে।[২]
পরবর্তীকালে ভারতী ছাড়াও নবজীবন, বালক, হিতবাদী, সাধনা, সখা ও সাথী, প্রদীপ, বঙ্গদর্শন, প্রবাসী, বঙ্গভাষা, সবুজপত্র, ছোট গল্প, আনন্দবাজার পত্রিকা, শনিবারের চিঠি, বিশ্বভারতী পত্রিকা ও ঋতুপত্র পত্রিকায় তাঁর অন্যান্য ছোটোগল্পগুলি প্রকাশিত হয়। গ্রন্থাকারে গল্পগুলি সংকলিত হয়েছিল ছোটগল্প, বিচিত্র গল্প (১ম ও ২য় ভাগ), কথা-চতুষ্টয়, গল্প-দশক, গল্প-গুচ্ছ (১ম খণ্ড ও ২য় খণ্ড), কর্মফল, হিতবাদীর উপহার: রবীন্দ্র গ্রন্থাবলী, গল্পগুচ্ছ (১ম-৫ম ভাগ), আটটি গল্প, গল্প চারিটি, গল্পসপ্তক, পয়লা নম্বর, লিপিকা, গল্পগুচ্ছ (১ম-৪র্থ খণ্ড, বিশ্বভারতী গ্রন্থালয় প্রকাশিত), সহজপাঠ, সে, তিন সঙ্গী ও গল্পসল্প গ্রন্থে। বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলী-র ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১শ, ১২শ, ১৩শ ও ১৪শ খণ্ডে (সুলভ সংস্করণ) গল্পগুচ্ছ-এর অন্তর্ভুক্ত গল্পগুলি সংকলিত হয়েছে।[৩] এছাড়া রবীন্দ্রনাথ শরৎকুমারী দেবী, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) প্রমুখ কথাসাহিত্যিককে কয়েকটি গল্পের কাহিনি-সারাংশ (প্লট) লিখে দিয়েছিলেন এবং নিজ কন্যা মাধুরীলতা দেবীর লেখা একটি গল্প সংশোধন করে দেন। এছাড়া রবীন্দ্রনাথ তাঁর কয়েকটি গল্পের নাট্যরূপও দিয়েছিলেন।
সাময়িকপত্রে প্রকাশিত গল্পের তালিকা
সম্পাদনাছোটোগল্প | পত্রিকা | সংখ্যা | গ্রন্থভুক্তি | তথ্যসূত্র |
---|---|---|---|---|
"ভিখারিণী" | ভারতী দেশ |
শ্রাবণ-ভাদ্র ১২৮৪ ২৫ বৈশাখ, ১৩৬১ |
রবীন্দ্রনাথের কোনও গ্রন্থে গল্পটি সংকলিত হয়নি। | [৪] |
"ঘাটের কথা" | ভারতী | কার্তিক ১২৯১ | ছোট গল্প রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৪শ খণ্ড |
[৫] |
"রাজপথের কথা" | নবজীবন | অগ্রহায়ণ ১২৯১ | ছোট গল্প বিচিত্র প্রবন্ধ (১৩১৪, "রাজপথ" শিরোনামে) রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৪শ খণ্ড |
[৫] |
"মুকুট" [note ১] | বালক | বৈশাখ, জ্যৈষ্ঠ ১২৯২ | ছুটির পড়া (১৯০৯) রবীন্দ্র রচনাবলী, ১৪শ খণ্ড |
[৫] |
"দেনাপাওনা" | হিতবাদী | ১২৯৮[note ২] | ছোট গল্প গল্পগুচ্ছ, ১ম খণ্ড (মজুমদার এজেন্সি) রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ২য় ভাগ (ইন্ডিয়ান পাবলিশিং হাউস) গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৫শ খণ্ড |
[৫] |
"পোস্টমাস্টার" | হিতবাদী | ১২৯৮[note ৩] | ছোট গল্প গল্পগুচ্ছ, ১ম খণ্ড (মজুমদার এজেন্সি) রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ২য় ভাগ (ইন্ডিয়ান পাবলিশিং হাউস) গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৫শ খণ্ড |
[৫] |
"গিন্নি" | হিতবাদী | ১২৯৮ | ছোট গল্প রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৫শ খণ্ড |
[৫] |
"রামকানাইয়ের নির্বুদ্ধিতা" | হিতবাদী | ১২৯৮ | ছোট গল্প গল্পগুচ্ছ, ১ম খণ্ড (মজুমদার এজেন্সি) রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ২য় ভাগ (ইন্ডিয়ান পাবলিশিং হাউস) আটটি গল্প, পাঠসঞ্চয়, ২য় ভাগ ("সাক্ষী" নামে), গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) পাঠপ্রচয়, তৃতীয় ভাগ ("সাক্ষী" নামে), রবীন্দ্র রচনাবলী, ১৫শ খণ্ড |
[৫] |
"ব্যবধান" | হিতবাদী | ১২৯৮ | ছোট গল্প গল্পগুচ্ছ, ১ম খণ্ড (মজুমদার এজেন্সি) রবীন্দ্র গ্রন্থাবলী গল্পগুচ্ছ, ২য় ভাগ (ইন্ডিয়ান পাবলিশিং হাউস) গল্পগুচ্ছ, ১ম খণ্ড (বিশ্বভারতী গ্রন্থালয়) রবীন্দ্র রচনাবলী, ১৫শ খণ্ড |
[৬] |
পাদটীকা
সম্পাদনা- ↑ প্রথমনাথ বিশীর মতে, "ইহা ছোট উপন্যাস বলিয়াও বিবেচিত হইতে পারে।" (রবীন্দ্রনাথের ছোটগল্প, পৃ. [১৮])
- ↑ শনিবারের চিঠি পত্রিকার চৈত্র ১৩৪৬ সংখ্যায় "রবীন্দ্র-রচনাপঞ্জী"-তে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস জানিয়েছেন যে, হিতবাদী-র ফাইল হাতে না পাওয়ায় এই পত্রিকার কোন সংখ্যায় রবীন্দ্রনাথের কোন গল্পগুলি প্রকাশিত হয়েছিল তা জানা যায় না। তবে "দেনাপাওনা", "পোস্টমাস্টার", "রামকানাইয়ের নির্বুদ্ধিতা", "তারাপ্রসন্নের কীর্তি", "ব্যবধান" ও "গিন্নী" – এই ছয়টি গল্প এই পত্রিকায় প্রথম ছয় সপ্তাহে প্রকাশিত হয়। (রবীন্দ্রনাথের ছোটগল্প, পৃ. [১৮])
- ↑ "পোস্টমাস্টার" গল্পটি যে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই কথা চন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথকে লিখিত একটি চিঠিতে (২৫ পৌষ ১২৯৮, বিশ্বভারতী পত্রিকা, দ্বিতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা) এবং রবীন্দ্রনাথও ছিন্নপত্র গ্রন্থে (২৯ জুন ১৮৯২ তারিখের চিঠি) উল্লেখ করেছেন। (রবীন্দ্রনাথের ছোটগল্প, পৃ. [১৮]-[১৯])
তথ্যসূত্র
সম্পাদনাউল্লেখপঞ্জি
সম্পাদনা- রবীন্দ্ররচনাভিধান, ষষ্ঠ খণ্ড: গল্প, অনুত্তম ভট্টাচার্য, দীপ প্রকাশন, কলকাতা, ২০২২ সংস্করণ
- রবীন্দ্রনাথের ছোটগল্প, প্রমথনাথ বিশী, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৩৬১ বঙ্গাব্দ