গল্পগুচ্ছ

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সংকলন

গল্পগুচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সংকলন। কবি ১২৯৮ থেকে ১৩১০ বঙ্গাব্দের মধ্যে বেশিরভাগ গল্প লিখেছেন।[] অখণ্ড সংস্করণে মোট ৯৫টি ছোট গল্প রয়েছে। উল্লেখযোগ্য গল্প ‌- পোস্টমাস্টার, ব্যবধান, হৈমন্তী, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, নষ্টনীড়, মাল্যদান, ফেল, কাবুলিওয়ালা ইত্যাদি।

গল্পগুচ্ছ
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশব্রিটিশ ভারত ,(অধুনা ভারতবাংলাদেশ)
ভাষাবাংলা
ধরনছোটগল্প
প্রকাশকইন্ডিয়ান পাবলিশিং হাউস, মজুমদার লাইব্রেরি
প্রকাশনার তারিখ
১৩০৭ বঙ্গাব্দে
পাঠ্যগল্পগুচ্ছ উইকিসংকলন

১৯০৮‌-১৯০৯ সালে ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫ খণ্ডে এগুলো প্রকাশ করে। তবে ১৩০৭ বঙ্গাব্দে মজুমদার লাইব্রেরি প্রকাশিত সংস্করণকেই প্রথম সংস্করণ হিসাবে গণ্য করা হয়। এ বই এর প্রচুর গল্পের উপর বিভিন্ন সময় নাটক তৈরি হয়েছে। বাংলা সাহিত্যের ছোট গল্পের বইগুলোর মধ্যে এটি অন্যতম।

পটভূমি

সম্পাদনা

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পসমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর প্রথম ছোটগল্প ভিখারিণী ভারতী পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮৮৪-৮৫ সালে ঘাটের কথা, রাজপথের কথামুকুট প্রকাশিত হলেও তাঁর প্রথম সার্থক ছোটগল্প দেনা-পাওনা। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়।[] ১৯১৪ সালে নারীর ব্যক্তিত্বের মহিমা, অধিকার সচেতনতা, মর্যাদাবোধ চিত্রায়িত করেন হৈমন্তী, অপরিচিতাস্ত্রীর পত্র গল্পসমূহে।[]

সূচীপত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. পার্থিব, সুকান্ত (৮ মে ২০১৬)। "ছোটগল্পে বিশ্বজনীন রবীন্দ্রনাথ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  2. হাসান, এমরান (জুন ১৯, ২০১২)। "রবীন্দ্রনাথের ছোটগল্প"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  3. বেগম, নাজনীন (১৩ মে ২০১৬)। "রবীন্দ্রনাথের ছোটগল্পে নারীর অবস্থান"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা