আরিফুল হক (অভিনেতা)

আরিফুল হক (জন্ম: ১২ অক্টোবর ১৯৩৪) বাংলাদেশী অভিনেতা [][][]লেখক। তিনি প্রথম চলচ্চিত্র অভিনয় করেন ১৯৬৩ সালে উত্তরায়ণ (চলচ্চিত্র) যেটি পরিচালনা করেন বিভূত লাহা[] এর পর তিনি বাংলাদেশে এসে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। [] তার লেখা একাধিক বইও রয়েছে এর মধ্যে উলেখ্যযোগ্য হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ। []

আরিফুল হক
জন্ম (1934-10-12) ১২ অক্টোবর ১৯৩৪ (বয়স ৯০)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
মাতৃশিক্ষায়তনউলুবেড়িয়া কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, লেখক,

শৈশব ও পড়ালেখা

সম্পাদনা

আরিফুল হকের জন্ম ১৯৩৪ সালের ১২ই অক্টোবর ভারতের হাওড়া জেলার বাগনান অঞ্চলের মহাদেবপুর গ্রামে মাতুলালয়ে।[] ব্যারাকপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উলুবেড়িয়া কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষালাভ করেন।

কর্মজীবন

সম্পাদনা

সাত বছর বয়সে নাট্যশিল্পে হাতে খড়ি। বাংলা নাটা জগতের প্রবাদপুরুষ নামে পরিচিত শিশির কুমার ভাদুড়ী সহ বহু জনের সন্নিধ্যে নাট্যচর্চা করেছেন। ভারতীয় গণনাট্য সংঘের (IPTA) সক্রিয় সদস্য ছিলেন। তাঁর অভিনীত "উত্তরায়ণ" নামে প্রথম চলচ্চিত্র মুক্তি পায় কলকাতায় ১৯৫২ সালে। এ পর্যন্ত তাঁর অভিনীত প্রায় দুশ' চলচ্চিত্র মুক্তি পেয়েছে। [] এগুলোর মধ্যে অনেকগুলি জাতীয় পুরস্কার পেয়েছে।তিনি চলচ্চিত্র, টেলিভিশন, রেডিওসহ সকল মাধ্যমেই তাঁর অভিনয় করেছেন। তিনি একজন জনপ্রিয় প্রাবন্ধিক ও কলামিস্ট। দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রাম, দৈনিক দিনকাল, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক রোববার, বিক্রম , পালাবদল ও প্রেক্ষণ সহ জাতীয়তাবাদী ও ইসলামী সংস্কৃতি বিষয়ক চিন্তাশীল ও জাগরণমূলক প্রবন্ধ লিখে থাকেন। ১৯৮১তে বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে নাট্যদলটি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বনাট্যোৎসবে যোগদান করেছিল, তিনি তার অন্যতম সদস্য ছিলেন।

অভিনয়

সম্পাদনা

আরিফুল হকের অভিনীত সাম্প্রতিক ছবিগুলো হচ্ছে একে এম ফিরোজ বাবুর পরিচালিত ‘প্রেম বিষাদ’, এফ আই মানিকের পরিচালিত ‘চিরদিনই তুমি আমার’ এবং খালিদ মাহমুদ মিঠুর পরিচালিত ‘গহীনে শব্দ’। []

  • হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ []
  • সংস্কৃতির মানচিত্র []
  • দেশ সমাজ সংস্কৃতি ও রাজনীতি []
  • হাসির কৌতুক []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কিংবদন্তি অভিনেতা আরিফুল হকের ৮৬তম জন্মদিন"জাগো নিউজ । সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  2. "আরিফুল হকের ৮১তম জন্মদিন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পাঁচ বছর পর ঢাকায় আরিফুল হক"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  4. "Veteran actor Ariful Haque publishes a book" (ইংরেজি ভাষায়)। The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  5. "আরিফুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণের পর অস্ত্রোপচার"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  6. "'সারেং বৌ' চলচ্চিত্র (১৯৭৮)"। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১ 
  7. "Actor Ariful Haque turns 84 today" (ইংরেজি ভাষায়)। The Independent (Bangladesh)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  8. "এই বিনোদন বিষয়ক নাটকতো বেশিদিন টিকবে না-আরিফুল হক"। আনন্দ আলো। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  9. "Ariful Haque Books - আরিফুল হক এর বই"। রকমারি । সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা