মোঃ নূরুল আমিন
মোঃ নূরুল আমিন একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এবং পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
মোঃ নূরুল আমিন | |
---|---|
প্রাক্তন. চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২২ মার্চ ২০২৩ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | মোঃ আব্দুল জলিল |
সিনিয়র সচিব পরিকল্পনা বিভাগ | |
কাজের মেয়াদ ৫ ফেব্রুয়ারি ২০১৯ – ৯ জুন ২০২০ | |
মন্ত্রী | এম. এ. মান্নান |
পূর্বসূরী | মোঃ জিয়াউল ইসলাম |
উত্তরসূরী | মোঃ আসাদুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | ১০ জুন ১৯৬১
সন্তান | দুই ছেলে ও এক কন্যা |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
প্রারম্ভিক জীবন
সম্পাদনামোঃ নুরুল আমিন ১০ জুন ১৯৬১ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।[১]
কর্মজীবন
সম্পাদনানূরুল আমিন ১৯৮৪ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উপজেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জেলার ভূমি হুকুম দখল কর্মকর্তা, মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
পরবর্তীতে নূরুল আমিন মানিকগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা পরিষদ সচিব, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ), “বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল নির্মাণ প্রকল্পের” প্রকল্প পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ সালের ১৬ মার্চ তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নেত্রকোণা ও যশোর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার হিসেবে বরিশাল বিভাগে দায়িত্ব পান। বিভাগীয় কমিশনার থাকাকালিন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে ২০১৪ সালের মার্চে দায়িত্ব লাভ করেন। অত:পর তিনি ২০১৮ সালের মার্চ মাসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন।[১] দীর্ঘ কর্মজীবন শেষ করে ২০২০ সালের ৯ জুন অবসর গ্রহণ করেন।[২]
২০২২ সালের ২৪ এপ্রিল নূরুল আমিনকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।[৩][৪]
২০২৩ সালের ২২ মার্চ নূরুল আমিনকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।[৫]
ব্যক্তিগত জীবন
সম্পাদনানূরুল আমিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই ছেলে ও এক কন্যার জনক। তিনি ২০০৯ সালে প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "জনাব মোঃ নূরুল আমিন-সচিব, পরিকল্পনা বিভাগ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "চেয়ারম্যান"। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩১।
- ↑ "জনাব মোঃ নূরুল আমিন, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)-কে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বাের্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ"। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। ২০২২-০৪-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ "কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হলেন নূরুল আমিন"। যুগান্তর। ২০২২-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ "বিইআরসির নতুন চেয়ারম্যান নূরুল আমিন"। ডেইলী স্টার বাংলা। ২০২৩-০৩-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |