বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২৪) |
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংক্ষেপে বিইআরসি (অনানুষ্ঠিক বাংলা অর্থ "বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রক সংস্থা") একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে এবং ঢাকা,বাংলাদেশ অবস্থিত।[১]
গঠিত | ২০০৩ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | জালাল আহমেদ |
ওয়েবসাইট | http://www.berc.org.bd/ |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ সরকারের “বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩”-এর মাধ্যমে ১৩ মার্চ, ২০০৩ তারিখে প্রতিষ্ঠিত হয়।[২] চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশনের মধ্যে দুই জন সদস্য নিয়োগের মাধ্যমে এই কমিশন ২৭ এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। কমিশনের ১ম চেয়ারম্যান ৪ জুন ২০০৫ সালে নিযুক্ত হন। এই কমিশন বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করে থাকে। এছাড়া এটি জ্বালানি শিল্পের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে থাকে। শক্তি নিরাপত্তা তহবিল এই সংস্থার অধীনে রয়েছে।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
সম্পাদনা২০২৪ সালের ২৬ নভেম্বর, মোঃ গিয়াস উদ্দিন জোয়ার্দার অন্তর্বর্তী সরকারের জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের অফিস আদেশে সদস্য (বিদ্যুৎ) নিযুক্ত হন। মোঃ গিয়াস উদ্দিন জোয়ার্দারের দুর্নীতি মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আল জাজিরা তদন্ত প্রতিবেদনের পটভূমিতে তিনি পদত্যাগ করেছেন।
ক্রম | নাম | পদবি |
---|---|---|
১ | জালাল আহমেদ | চেয়ারম্যান |
২ | দায়িত্বে কেউ নাই | সদস্য- বিদ্যুৎ |
৩ | মোঃ মিজানুর রহমান | সদস্য- গ্যাস |
৪ | সৈয়দা সুলতানা রাজিয়া | সদস্য- পেট্রোলিয়াম |
৫ | মোঃ আব্দুর রাজ্জাক | সদস্য- প্রশাসন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 251। আইএসবিএন 9781317308775।
- ↑ "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩" (পিডিএফ)। http://bdlaws.minlaw.gov.bd। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)