পরিকল্পনা বিভাগ
বাংলাদেশের সরকারের একটি বিভাগ
পরিকল্পনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারের একটি বিভাগ যা সরকারের উন্নয়ন কৌশল এবং লক্ষ্য নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত।[১][২] সত্যজিত কর্মকার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব।[৩]
গঠিত | ১৯৭১ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
সচিব | সত্যজিত কর্মকার |
ওয়েবসাইট | plandiv |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৭১ সালে পরিকল্পনা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং নতুন স্বাধীন বাংলাদেশ পুনরুদ্ধারের পরিকল্পনায় সহায়তা করার জন্য বিভাগটিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ রাখা হয়।[৪] ২০০২ সালে সরকার পরিসংখ্যান বিভাগ বিলুপ্ত করার পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পরিকল্পনা বিভাগের অধীনে রাখা হয়। পরবর্তীতে ২০১০ সালে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কে নবগঠিত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে ন্যাস্ত করা হয়।[৫]
অধীনস্হ প্রতিষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mission"। plandiv.gov.bd। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "Aligning climate plans for a greater impact"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "Secretary"। plandiv.portal.gov.bd/। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "History"। plandiv.gov.bd/। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "Improve professionalism in statistics"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।