মোঃ নজরুল ইসলাম
মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন।
মোঃ নজরুল ইসলাম | |
---|---|
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ | |
সচিব | |
কাজের মেয়াদ ১২ অক্টোবর ২০১৭ – ২১ মে ২০২২ | |
মন্ত্রী | ওবায়দুল কাদের |
পূর্বসূরী | এম এ এন ছিদ্দিক |
উত্তরসূরী | এ বি এম আমিন উল্লাহ নুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমানে শেরপুর জেলা, বাংলাদেশ) | ৫ জুন ১৯৫৯
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা |
প্রারম্ভিক জীবন
সম্পাদনামোঃ নজরুল ইসলাম ৫ জুন ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার শেরপুর থানার চন্দ্রকোণায় মোঃ আনছার আলী এবং মোছাম্মাৎ রেজিয়া খাতুনের গৃহে প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮২ সালে ইতিহাসে স্নাতক পাশ করার পর পরবর্তী বছরে স্নাতকোত্তর করতে ভর্তি হয়েছিলেন।[১]
পেশাজীবন
সম্পাদনাইসলাম ১৯৮৪ সালের বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচে জনপ্রশাসন ক্যাডার হিসেবে যোগ দেন।[২] তিনি বোদা, নবীগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, নেত্রকোণায় জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহের জোনাল সেটেলমেন্ট অফিসার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন।[৩] তিনি অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। ১৫ ডিসেম্বর ২০১৬ সালে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার পর তিনি ১২ অক্টোবর ২০১৭ সালে সড়ক বিভাগের সচিব পদে এম এ এন ছিদ্দিকের স্থলাভিষিক্ত হোন।[২] নভেম্বর ২০১৭ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাকে চায়ের প্যাকেটের ভেতর ১ লাখ মার্কিন ডলার ঘুষ হিসেবে দিলে সেটি পরে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে চীনা দূতাবাসে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।[৪] ৪ জুন ২০১৮ সালে তার অবসরে যাওয়ার কথা থাকলেও তাকে আরও ২ বছরের জন্য সড়ক বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।[৫] ২০২০ সালে তার চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছিল।[৬] ২১ মে ২০২২ সালে তাকে এ বি এম আমিন উল্লাহ নুরী দ্বারা প্রতিস্থাপিত করা হয়।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জনাব মোঃ নজরুল ইসলাম"। সড়ক ও জনপথ অধিদপ্তর। ২৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "সড়ক বিভাগের নতুন সচিব নজরুল ইসলাম"। ঢাকা টাইমস ২৪। ১২ অক্টোবর ২০১৭। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন সচিব নজরুল ইসলাম"। যায়যায়দিন। ১৭ অক্টোবর ২০২২। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ বাদল, উবায়দুল্লাহ (২০ জানুয়ারি ২০১৮)। "সততার অনন্য দৃষ্টান্ত"। যুগান্তর।
- ↑ "চুক্তিতে আরও ২ বছর সড়ক সচিব নজরুল"। জাগো নিউজ। ১৭ মে ২০১৮। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "সিনিয়র সচিব হলেন দুইজন বেড়েছে সড়ক সচিবের চুক্তির মেয়াদ"। সময়ের আলো। ১৯ মে ২০২২। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "এ বি এম আমিন উল্লাহ নুরী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব"। দৈনিক ইত্তেফাক। ২২ মে ২০২২। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।