এ বি এম আমিন উল্লাহ নুরী
এ বি এম আমিন উল্লাহ নুরী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ছিলেন।[১][২]
এ বি এম আমিন উল্লাহ নুরী | |
---|---|
সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ | |
কাজের মেয়াদ ৪ জুন ২০২২ – ১৪ আগস্ট ২০২৪ | |
মন্ত্রী | ওবায়দুল কাদের |
পূর্বসূরী | মোঃ নজরুল ইসলাম |
উত্তরসূরী | মোঃ এহছানুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কর্ণফুলী, চট্টগ্রাম, বাংলাদেশ | ১ জানুয়ারি ১৯৬৫
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
প্রাথমিক জীবন
সম্পাদনাআমিন উল্লাহ নুরী ১৯৬৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আব্দুন নুর ও মা মরিয়ম বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮৮ সালে এমএসএস অর্জন করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাআমিন উল্লাহ নুরী বিসিএস (প্রশাসন) ক্যডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি শিল্প মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[৩] তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যন ছিলেন।[৪][৫]
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে পরবর্তী ছয় মাসের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।[৬][৭][৮] এরপর তার চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জুলাই থেকে আরও এক বছর বাড়ানো হয়েছিল।[৯] কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ আগস্ট ২০২৪ সালে চুক্তি বাতিল করে তার দায়িত্বের অবসান ঘটায়।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজউকের চেয়ারম্যান হলেন এবিএম আমিন উল্লাহ নুরী"। বাংলা ট্রিবিউন। ২৩ এপ্রিল ২০২১। ৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব হলেন ৪ অতিরিক্ত কর্মকর্তা, ৫ সচিবের দপ্তর বদল"। ডিবিসি নিউজ। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "এ বি এম আমিন উল্লাহ নুরীর জীবন বৃত্তান্ত"। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী"। প্রথম আলো। ২৩ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব হলেন ৫ কর্মকর্তা"। যুগান্তর। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "এ বি এম আমিন উল্লাহ নুরী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব"। ইত্তেফাক। ২২ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "এ বি এম আমিন উল্লাহ নূরী (৫৬৪৬) কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন" (পিডিএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৩-১২-২৭।
- ↑ "সড়ক পরিবহনে চুক্তিভিত্তিক সচিব থাকছেন এ বি এম আমিন উল্লাহ নুরী"। ঢাকাটাইমস ২৪। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৮।
- ↑ "সড়ক পরিবহনের সচিব পদে আমিন উল্লাহ নূরী আরও এক বছর থাকছেন"। প্রথম আলো। ২৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল"। মানবজমিন। ১৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।