মোঃ আকরাম-আল-হোসেন

বাংলাদেশী রাজনীতিবিদ

মোঃ আকরাম-আল-হোসেন একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[] তিনি পূর্বে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[][]

মোঃ আকরাম-আল-হোসেন
২০১৯ সালে মোঃ আকরাম-আল-হোসেন
সিনিয়র সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
কাজের মেয়াদ
২৪ সেপ্টেম্বর ২০১৮ – বর্তমান
চেয়ারম্যান
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
কাজের মেয়াদ
৯ মে ২০১৮ – ২৩ সেপ্টেম্বর ২০১৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-10-01) ১ অক্টোবর ১৯৬১ (বয়স ৬৩)
হাজিপুর, মাগুরা সদর, মাগুরা
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীখন্দকার ফেরদৌসি আক্তার
সন্তান

মোঃ আকরাম-আল-হোসেন ১৯৬১ সালের ১ নভেম্বর মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[] রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন।[] কর্মজীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, ভূমি হুকুম দখল কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি তিনি পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব, একান্ত সচিব, অর্থ বিভাগের উপসচিব, জাতীয় সংসদের উপনেতার একান্ত সচিব এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] তিনি ২০১৬ সাল হতে ৮ মে ২০১৮ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন।[] এরপর তিনি ভারপ্রাপ্ত সচিব পদে নিযুক্ত হন ও ৯ মে ২০১৮ হতে ২৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] তিনি ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[] ২০২০ সালের ৫ জুলাই বাংলাদেশ সরকার আকরাম আল হোসেন কে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মোঃ আকরাম-আল-হোসেন খন্দকার ফেরদৌসি আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।[] তাদের এক পুত্র ও দুই কন্যা আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব : দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' চালু করা হবে"ভোরের কাগজ। ২ সেপ্টেম্বর ২০১৯। ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "সচিব হলেন ৫ কর্মকর্তা"সমকাল। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "পূর্ণ সচিব হলেন ৫ কর্মকর্তা"বাংলাদেশ প্রতিদিন। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "জীবন বৃত্তান্ত"www.mopme.gov.bd। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "সচিব"www.mopme.gov.bd। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯