মেঘমল্লার (২০১৪-এর চলচ্চিত্র)

২০১৪ সালের বাংলাদেশী ফিচার চলচ্চিত্র

মেঘমল্লার হলো ২০১৪ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র। এটি ২০১৪ সালের ১২ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][][][][] বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প রেইনকোট অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন

মেঘমল্লার
চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকজাহিদুর রহিম অঞ্জন
প্রযোজক
চিত্রনাট্যকারজাহিদুর রহিম অঞ্জন
উৎসআখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক 
রেইনকোট (ছোটগল্প)
শ্রেষ্ঠাংশে
সুরকারঅভিজিৎ বোস
চিত্রগ্রাহকসুধীর পাল্‌সানে
সম্পাদক
  • সামীর আহমেদ
  • জুনায়েদ হালিম
পরিবেশকবেঙ্গল ক্রিয়েশন্‌স
মুক্তি
  • ১২ ডিসেম্বর ২০১৪ (2014-12-12) (বাংলাদেশ)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানের সহায়তায় এবং বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিবেশনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্‌স। অভিনয়ে ছিলেন, শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, মারজান হোসাইন জারা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।[][]

শুরুতে এই চলচ্চিত্রের নাম রেইনকোট নির্ধারণ করা হলেও পরবর্তীকালে নাম পরিবর্তন করে রাখা হয় মেঘমল্লার। এ প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, রেইনকোট নামে যেহেতু ভারতে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একই নামের একটি চলচ্চিত্র রয়েছে, তাই এই নাম পরিবর্তন করা হয়েছে।[]

২০১৫ সালের ১০-২০ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শনের ঘোষণা দেয়া হয়।[][] চলচ্চিত্রটি ২০১৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়।[]

কাহিনীসংক্ষেপ

সম্পাদনা
 
পাকিস্তানি সেনাবাহীর কর্তৃক আটকাবস্থায় নূরুল হুদা চরিত্রে শহীদুজ্জামান সেলিম

গল্পের মূল চরিত্র নূরুল হুদা বাংলাদেশের একটি মফস্বল শহরের সরকারি কলেজের রসায়নের শিক্ষক। স্ত্রী আসমা এবং পাঁচ বছরের মেয়ে সুধাকে নিয়ে তার সুখ-দুঃখের মধ্যবিত্ত সংসার। তাদের সাথে থাকে নূরুল হুদার শ্যলক মানে আসমার ছোট ভাই মিন্টু। একদিন কাউকে কিছু না জানিয়ে মিন্টু মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যায়। আর এদিকে নূরুল হুদাকে রেখে যায় জীবন-মৃত্যুর সংকটের মধ্যে। এরপরও নূরুল হুদা নিয়মিত কলেজে যায় এবং পাকিস্তানপন্থী শিক্ষকদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। মধ্যবিত্তের শঙ্কা, ভয়, পিছুটান তাকে প্রতিনিয়ত অসহায় করে তোলে। ঘোর বর্ষণের এক রাতে মুক্তিযোদ্ধারা নুরুল হুদার কলেজে এবং পাশের আর্মি ক্যাম্পে আক্রমণ চালায় এবং কোনো কারণ ছাড়াই পাকিস্তানি আর্মি নূরুল হুদা এবং তার বন্ধু আবদুস সাত্তারকে ধরে নিয়ে যায়। বৃষ্টির মধ্যে যাওয়ার সময় আসমা তার ভাই মিন্টুর একটা ফেলে যাওয়া রেইনকোট নুরুল হুদাকে পরিয়ে দেয়। পাকিস্তানি আর্মির সামনে নূরুল হুদা প্রথমে ভয় পেয়ে যায়। প্রমাণ করার চেষ্টা করে, সে একজন শিক্ষক মাত্র, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার কোনো সংশ্রব নেই; কিন্তু নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। আঘাতে নূরুল হুদার নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। রক্তের দিকে তাকিয়ে হঠাৎই তার মিন্টুর কথা মনে হয়; এবং সে নিজেকে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে, যার কাছে মৃত্যু বা আত্মদান কোনো ব্যাপারই না। সে বলে, আমি সবকিছু জানি, কিন্তু কিছুই বলব না। এরপর মেজরের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়।[১০][১১]

অভিনয়ে

সম্পাদনা
 
চলচ্চিত্রের একটি দৃশ্যে নুরুল হুদার স্ত্রী আসমা এবং তার মেয়ে সুধা চরিত্রে অপর্ণা ঘোষ এবং মারজান হোসাইন জারা

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারা দেশে মুক্তি পায়। এর পূর্বে ২৭ সেপ্টেম্বর বেঙ্গল শিল্পালয়ে চলচ্চিত্রটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, মানজারে হাসিন মুরাদ, নাসির উদ্দীন ইউসুফ, সলিমুল্লাহ খান, মঈনুদ্দিন খালেদসহ অনেকে।[১২] ২০১৪ সালের ২৮ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়।[][]

জানুয়ারি ২০১৫ সালে, সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্রটি তিন দিনব্যাপী প্রদর্শনী হয়।[১৩]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার প্রদানের তারিখ পুরস্কারের বিভাগ মনোনীত ফলাফল সূত্র
মেরিল-প্রথম আলো পুরস্কার ৯ মে ২০১৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র মেঘমল্লার মনোনীত [১৪]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১১ মে ২০১৬[১৫] শ্রেষ্ঠ পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বিজয়ী [১৬]
শ্রেষ্ঠ কাহিনীকার আখতারুজ্জামান ইলিয়াস (মরণোত্তর) বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জাহিদুর রহিম অঞ্জন বিজয়ী
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল বিজয়ী
শ্রেষ্ঠ শিশু শিল্পী (বিশেষ শাখায়) মারজান হোসাইন জারা বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ছাড়পত্র পেল 'মেঘমল্লার'"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ২৭, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ১৪, ২০১৪ 
  2. "ছাড়পত্র পেল 'মেঘমল্লার'"দৈনিক সমকাল। ১৮ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ১৪, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ডিসেম্বরে আসছে 'মেঘমল্লার'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেপ্টেম্বর ২৮, ২০১৪। ১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৪, ২০১৪ 
  4. "'মেঘমল্লার'"দৈনিক মানবজমিন। আগস্ট ২১, ২০১৪। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৪ 
  5. "১২ ডিসেম্বর 'মেঘমল্লার'"যায়যায়দিন। অক্টোবর ৩, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৪ 
  6. "রেইনকোট থেকে 'মেঘমল্লার'"দৈনিক প্রথম আলো। জুলাই ২৬, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ১৪, ২০১৪ 
  7. স্টার অনলাইন প্রতিবেদন (আগস্ট ৩১, ২০১৫)। ""Meghmallar" at Toronto International Film Fest [WATCH TRAILER]"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ঢাকা। সংগ্রহের তারিখ আগস্ট ২৯, ২০১৫ 
  8. "বাংলাদেশের মেঘমল্লার টরেন্টোতে"জাগো নিউজ বাংলাদেশঢাকা: জাগো নিউজ। ২২ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ নভেম্বর ১৩, ২০১৫ 
  9. "গোয়া উৎসবে 'মেঘমল্লার'"প্রথম আলো। ঢাকা। নভেম্বর ২, ২০১৫। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৫ 
  10. এন রাশেদ চৌধুরী (সেপ্টেম্বর ৯, ২০১৪)। "মেঘমল্লার : বাংলা চলচ্চিত্রের সুদিনের ইঙ্গিত"কালি ও কলমঢাকা: আবুল হাসনাত। ১১ (৯)। ২৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৪, ২০১৪ 
  11. "মেঘমল্লার: কাহিনী সংক্ষেপ"বিএমডিবি। ২২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৪ 
  12. "বেঙ্গল শিল্পালয়ে হলো 'মেঘমল্লার' কারিগরী প্রদর্শনী"নিউজগার্ডেনবিডিডটকম। সেপ্টেম্বর ২৯, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "শিল্পকলা একাডেমিতে 'মেঘমল্লার'-এর প্রদর্শনীর উদ্বোধন"sylhettoday24.com। জানুয়ারি ২১, ২০১৫। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৫ 
  14. "মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৪"দৈনিক প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 
  15. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১১ই মে"দৈনিক মানবজমিন। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 
  16. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা