মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম

মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম (আরবি: محمد بن إسحاق بن إبراهيم, মৃত্যু: জুন ৮৫১) ছিলেন আব্বাসীয় খিলাফতের সময়কার বাগদাদের মুসআবি গভর্নর। ৮৫০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে ছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

মুহাম্মদ ছিলেন ইসহাক ইবনে ইবরাহিম আল-মুসআবির পুত্র। পিতার জীবদ্দশায় তাকে সামারায় আব্বাসীয় দরবারে অংশ নেয়ার জন্য পাঠানো হয়েছিল। এখানে তিনি কেন্দ্রীয় সরকারের দায়িত্বপালন করেছেন এবং ইসহাকের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।[]

৮৫০ সালে ইসহাক মারা যাওয়ার পর মুহাম্মদ বাগদাদের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পান। তিনি ফারসও লাভ করেছিলেন। কিন্তু এই প্রদেশের গভর্নর তার চাচা মুহাম্মদ ইবনে ইবরাহিম আল-মুসআবি তার প্রতি প্রতিদ্বন্দ্বী মনোভাব পোষণ করায় তিনি তাকে অপসারণ করে তার স্থলে নিজের চাচাত ভাই হুসাইন ইবনে ইসমাইল আল-মুসআবিকে ফারসের গভর্নর হিসেবে নিয়োগ দেন।[]

মুহাম্মমদ ৮৫১ সালের জুন মাসে মারা যান। এরপর আবদুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইবরাহিমকে তার পদ প্রদান করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Daniel 2015; Al-Tabari 1989, পৃ. 107-08. The latter adds that Ishaq's decision to send Muhammad to Samarra was prompted by his son's insatiable gluttony, causing him to decide that "[my] money will not suffice to feed [Muhammad's] belly" and that the caliph "can better afford to support [Muhammad] than I."
  2. Daniel 2015; Al-Tabari 1989, পৃ. 105, 107-09; Al-Ya'qubi 1883, পৃ. 595-96.
  3. Al-Tabari 1989, পৃ. 110, 116; Al-Ya'qubi 1883, পৃ. 596.
পূর্বসূরী
ইসহাক ইবনে ইবরাহিম আল-মুসআবি
বাগদাদের মুসআবি গভর্নর
৮৫০–৮৫১
উত্তরসূরী
আবদুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম