ইসহাক ইবনে ইবরাহিম আল-মুসআবি

আবুল হুসাইন ইসহাক ইবনে ইবরাহিম[] (আরবি: أبو الحسين إسحاق بن إبراهيم, মৃত্যু জুলাই ৮৫০) ছিলেন ৯ম শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের একজন কর্মকর্তা। তিনি তাহিরি রাজবংশের সদস্য ছিলেন। খলিফা আল-মামুন, আল-মুতাসিম, আল-ওয়াসিকআল-মুতাওয়াক্কিলের শাসনামলে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুর পর কিছুকাল তার পুত্রদের হাতে ছিল। পরে তা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাহিরকে অর্পণ করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Al-Tabari 1985–2007, v. 33: p. 212।
পূর্বসূরী
তাহির ইবনে হুসাইন
বাগদাদের তাহিরি গভর্নর
৮২২–৮৫০
উত্তরসূরী
মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম