মিয়া আলতাফ আহমেদ লারভি

মিয়াঁ আলতাফ আহমেদ লারভি জম্মু ও কাশ্মীরের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০২৪ থেকে লোকসভার সদস্য এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির সদস্য হিসাবে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের এলাকার প্রতিনিধিত্ব করছেন। তিনি গণ্ডেরবাল জেলার কাঙ্গন বিধানসভা কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক ছিলেন।

মিয়া আলতাফ আহমদ লারভি
میاں الطاف احمد لاروی
সংসদ সদস্য, লোকসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ জুন ২০২৪
পূর্বসূরীহাসনাইন মাসুদি (অনন্তনাগ থেকে)
নির্বাচনী এলাকাঅনন্তনাগ-রাজৌরি
জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৮৭ – ২০১৮
নির্বাচনী এলাকাকঙ্গন
ক্যাবিনেট মন্ত্রী সমাজ কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগ
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০২
গভর্নরকেভি কৃষ্ণ রাও
গিরিশ চন্দ্র সাক্সেনা
ক্যাবিনেট মন্ত্রী বন বিভাগ, ইকোলজি ও পরিবেশ
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
গভর্নরএন. এন. বোহরা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৭ (বয়স ৬৭–৬৮)
গণ্ডেরবাল, জম্মু ও কাশ্মীর, ভারত
রাজনৈতিক দলজম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স
পিতামিয়া বশির আহমদ
প্রাক্তন শিক্ষার্থীকাশ্মীর বিশ্ববিদ্যালয়

তিনি জম্মু ও কাশ্মীরের একজন রাজনীতিবিদ এবং ইসলামী সুফি আদেশের (নকশবন্দী, মাজাদাদি, লারভি) খলিফা মিয়া বশির আহমেদ লারভির ছোট ছেলে। মিয়াঁ আলতাফ ১৯৩২ সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক-রাজনৈতিক সংগঠন গুজ্জর-জাট সম্মেলনের প্রতিষ্ঠাতা সভাপতি সাধক মিয়া নিজাম উদ্দীনের নাতি।[] মিয়াঁ আলতাফ ১৯৫৭ সালে কাশ্মীরের গণ্ডেরবাল জেলার বাবা নগরীতে জন্মগ্রহণ করেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

পরিবার

সম্পাদনা

তিনি ১৯৫৭ সালে কাশ্মীরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ১৮০০ এর দশকে হাজারাদের থেকে স্থানান্তরিত হয়েছিল। তাঁর পিতামহ (মিয়ান আবদুল্লাহ), যিনি বাবা জি সাহেব লারভি নামে পরিচিত, তাঁর পিতামহ মিয়া নিজাম উদ দীন লারভি এবং তাঁর পিতা মিয়াঁ বশির আহমেদ লারভি ছিলেন কাশ্মীরের ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। কাশ্মীরের ওয়ানঘাটে তাদের সমাহিত করা হয়। মিয়া আলতাফের এক বড় ভাই মিয়া সরফরাজ। মিয়াঁ বশির আহমেদ তার ছোট ছেলে মিয়ান আলতাফ আহমেদকে ৮ জুন ২০১৭ সালের বার্ষিক অনুষ্ঠানে ওয়ালী ই আহেদ (মুকুট খলিফা) উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেন, তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে।

শিক্ষা

সম্পাদনা

মিয়াঁ আলতাফ কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।[]

ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সম্পাদনা

তিনি একজন মুসলিম। তিনি বায়েতের মাধ্যমে তার অনুসারীদের কাছে সুফিবাদের ওকালতি করার জন্য নকশবন্দী এবং (মাজাদাদী) মতবাদকে ধর্মান্তরিত করেন। তার পরিবারের লাখ লাখ অনুসরী রয়েছে। তার সাথে দেখা করতে এবং তার আশীর্বাদ পেতে প্রতিদিন তার শত শত অনুসারী কাঙ্গানের ওয়ানগাথের বাবা নাগরীতে তার বাড়িতে ভিড় করে।[] তাঁর পরিবারের সবচেয়ে বিখ্যাত অনুসারী হলেন শেখ আল-মাশাইখ ফয়সাল উর রহমান উসমানী কাদরী সোহরাওয়ার্দী, চিশতী কালান্দরী আবুল আলাই নকশবন্দী মুজাদ্দিদী মাদারী শাতারী ফেরদৌসী নিজামী সাবরি জাহাঙ্গীর শাজলী।[তথ্যসূত্র প্রয়োজন][ উদ্ধৃতি প্রয়োজন ]

রাজনৈতিক কর্মজীবন

সম্পাদনা

তিনি গুজ্জর, বাকরওয়াল এবং পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়।[][] তিনি জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাঁচবার নির্বাচিত হয়েছেন।[] মিয়া আলতাফের পরিবারের দীর্ঘ রাজনৈতিক অবস্থান রয়েছে, তার দাদা মিয়া নিজাম-উদ-দিন ১৯৫২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক ছিলেন। তার বাবা মিয়া বশির আহমেদ ১৯৬৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কঙ্গন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এবং মন্ত্রী ছিলেন। মিয়া নিজাম উদ্দীন লারভী, মিয়া বশির আহমেদ লারভী এবং মিয়া আলতাফ আহমেদ রাজনীতিতে পা রাখার পর থেকে কোন নির্বাচনে হারেননি। মিয়া আলতাফ আহমেদ জম্মু ও কাশ্মীরের বন, পরিবেশ ও পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার জম্মু ও কাশ্মীরে ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। তিনি ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর অধীনে প্রথম মেয়াদ এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর অধীনে মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদ দায়িত্বভার সামলান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Will history repeat itself in J&K's Kangan?"The Hindu। ৯ নভেম্বর ২০১৪। 
  2. The Economic Times (৬ জুন ২০২৪)। "Bullish Wins & Bearish Losses: Here are the key contests and results of 2024 Lok Sabha polls"। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪ 
  3. "Mian Altaf wins Kangan for fourth time in succession"Hindustan Times। ২৮ ডিসেম্বর ২০০৮। 
  4. "A Remarkable Life"Greater Kashmir। ১৩ আগস্ট ২০২৩। 
  5. "Gujjar Leader Mian Altaf Says He Was Not Permitted to Visit Poonch"Kashmir Life। ২৬ ডিসেম্বর ২০২৩। 
  6. "Mian Altaf seeks swift probe, action into Poonch civilian killings"Greater Kashmir। ২৬ ডিসেম্বর ২০২৩। 
  7. "Altaf Ahmad(JKNC):Constituency- KANGAN(GANDERBAL)"