১৩ মার্চ

তারিখ
(মার্চ ১৩ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

১৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭২তম (অধিবর্ষে ৭৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ৪৫ - এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
  • ৬২৪- বদর যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৭৫৮ - হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
  • ১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
  • ১৭৯৯ - মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু গোবর্ধন দিকপতির নেতৃত্বে।
  • ১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
  • ১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
  • ১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।
  • ১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।
  • ১৯২২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৩০ - সৌরমন্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
  • ১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
  • ১৯৭১ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড
  • ১৯৮৭ - ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা