ইসরাফিল আলম
মো: ইসরাফিল আলম (১৩ মার্চ ১৯৬৬ - ২৭ জুলাই ২০২০) বাংলাদেশী রাজনীতিবিদ যিনি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[২]
ইসরাফিল আলম | |
---|---|
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ২৭ জুলাই ২০২০ | |
পূর্বসূরী | আলমগীর কবির |
উত্তরসূরী | আনোয়ার হোসেন হেলাল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মো: ইসরাফিল আলম ১৩ মার্চ ১৯৬৬ নওগাঁ, বাংলাদেশ |
মৃত্যু | ২৭ জুলাই ২০২০[১] | (বয়স ৫৪)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
শিক্ষা | এমবিএ, এলএলবি |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামো: ইসরাফিল আলমের পৈতৃক বাড়ি নওগাঁও জেলার রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে। তিনি এমবিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন।
কর্মজীবন
সম্পাদনাপেশায় ব্যবসায়ী মো: ইসরাফিল আলম রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি দুইবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের তিনবার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। [৩]
শ্রমিক সংগঠনের নেতা হিসেবে তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হন। সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তৃণমূল রাজনীতেতে নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। [৪]
মৃত্যু
সম্পাদনাইসরাফিল আলম ২০২০ সালের ২৭ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৬ জুলাই ইসরাফিল আলমের করোনাভাইরাস শনাক্ত হলেও ১৫ জুলাই তার করোনা নেগেটিভ আসে। [৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চলে গেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭।
- ↑ মো: ইসরাফিল আলম, নওগাঁ-৬। "Constituency 35_10th_Bn"। ২০১৮-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।
- ↑ "এমপি ইসরাফিল আলম আর নেই | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭।
- ↑ প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "এমপি ইসরাফিল আলম আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭।
- ↑ "সাংসদ ইসরাফিল আলম আর নেই"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭।