মামদুদুর রহমান চৌধুরী

বাংলাদেশী রাজনীতিবিদ

মামদুদুর রহমান চৌধুরী (১ জানুয়ারি ১৯৪৬-৪ এপ্রিল ২০১৮) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য[]

মামদুদুর রহমান চৌধুরী
বগুড়া-৪ আসনের সাংসদ
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
পূর্বসূরীএ কে এম মতিয়ার রহমান প্রামাণিক
উত্তরসূরীআজিজুল হক মোল্লা
মন্ত্রী -নৌপরিবহন মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৪৬
বগুড়া জেলা
মৃত্যু৪ এপ্রিল ২০১৮
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জনতা পার্টি (বিজেপি),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
জাতীয় পার্টি
সম্পর্কইসমত আরা সাদেক (বোন)
সন্তান৪ ছেলে ১ মেয়ে

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

মামদুদুর রহমান চৌধুরী ১ জানুয়ারি ১৯৪৬ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাহবুবুর রহমান চৌধুরী (পুটু) বগুড়ার ‘সাত আনী’ জমিদার ছিলেন এবং মাতার নাম সায়েরা খাতুন। তার ছোট বোন ইসমত আরা সাদেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

মামদুদুর রহমান চৌধুরী বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকালের আনন্দ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জাতীয় পার্টিতে যোগদান করে ১৯৮৬ সালের তৃতীয়১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][] এরপর তিনি প্রথমে এরশাদ সরকারের যোগাযোগ উপমন্ত্রী পরে ত্রাণ, স্বাস্থ্য ও কৃষি প্রতিমন্ত্রী, সর্বশেষ নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[]

এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। ২০০৭ সালে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগদান করে প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ৪ জানুয়ারি ২০১৭ সালে তিনি এলডিপি ছেড়ে নিজে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি দল গঠন করে সাধারণ সম্পাদক ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

মামদুদুর রহমান চৌধুরী ৪ এপ্রিল ২০১৮ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর ইন্তেকাল"দৈনিক জনকণ্ঠ। ৫ এপ্রিল ২০১৮। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০ 
  2. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. বগুড়া প্রতিনিধি (৫ এপ্রিল ২০১৮)। "সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন"দৈনিক মানবজমিন। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০ 
  5. "সাবেক মন্ত্রী মামদুদুর রহমান আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০ 
  6. বগুড়া, নিজস্ব প্রতিবেদক (৪ এপ্রিল ২০১৮)। "সাবেক মন্ত্রী মামদুদ চৌধুরীর ইন্তেকাল"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০