আজিজুল হক মোল্লা
বাংলাদেশী রাজনীতিবিদ
আজিজুল হক মোল্লা (৪ জানুয়ারি ১৯৩৩ - ১০ এপ্রিল ১৯৯৪) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২] বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, তৎকালীন বগুড়া জেলা গভর্নর এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান।
আজিজুল হক মোল্লা, | |
---|---|
বগুড়া-৪ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | মামদুদুর রহমান চৌধুরী |
উত্তরসূরী | জিয়াউল হক মোল্লা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৪ জানুয়ারি, ১৯৩৩ দেওগ্রাম,দুর্গাপুর,কাহালু, বগুড়া |
মৃত্যু | ১০ এপ্রিল, ১৯৯৪ ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | জিয়াউল হক মোল্লা |
পিতামাতা | পিতা: মরহুম ছমির উদ্দিন মোল্লা (রাণী ভবানী রাজত্যের দীঘাপতিয়া অংশের নায়েব ছিলেন পরবর্তীতে হামিদপুর ষ্টেটের জমিদার) মাতা: আফিরোন্নেছা খাতুন |
জন্ম ও পারিবারিক জীবন
সম্পাদনাআজিজুল হক মোল্লা ৪ জানুয়ারি, ১৯৩৩ সালে বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রামে জন্মগ্রহণ করেন। তার ছেলে জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাআজিজুল হক মোল্লা বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।[৩] তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৪]
তিনি বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, তৎকালীন বগুড়া জেলা গভর্নর এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান।
মৃত্যু
সম্পাদনাআজিজুল হক মোল্লা ১০ এপ্রিল ১৯৯৩ সালে মৃত্যু বরণ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আজিজুল হক মোল্লা, আসন নং: ৩৯, বগুড়া-৪, দল: বিএনপি (ধানের শীষ)"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "বগুড়া ৪ : কাহালু-নন্দীগ্রামে বইছে নির্বাচনী হাওয়া"। দৈনিক ইত্তেফাক। ২৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ "বগুড়া-৪ আসনে মহাজোটের প্রার্থী হতে আ.লীগ-জাসদ লড়াই"। দৈনিক ভোরের কাগজ। ২০ নভেম্বর ২০১৮। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ "বগুড়া-৪ আসনে কে পাচ্ছেন ধানের শীষে মনোনয়ন"। bangladeshpress। ২৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |