বগুড়া-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বগুড়া-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৯নং আসন।
বগুড়া-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বগুড়া জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বগুড়া-৩ বগুড়া-৫ → |
সীমানা
সম্পাদনাবগুড়া-৪ আসনটি বগুড়া জেলার কাহালু উপজেলা ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাস্বাধীনতার পর নতুন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন ১৯৭৩ সালে আয়োজনের সময় বগুড়া-৪ সংসদীয় আসনটি তৈরি করা হয়েছিল।
২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করেছিল। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ২০,৪০৫ | |||
স্বতন্ত্র | হিরো আলম | ১৯,৫৭১ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ২২,২০৩ | ৬২.২ | +২৯.৪ | ||
জাতীয় পার্টি | মোঃ নুরুল আমিন বাচ্চু | ১৩,৪৮৯ | ৩৭.৮ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৭১৪ | ২৪.৪ | +০.৫ | |||
ভোটার উপস্থিতি | ৩৫,৬৯২ | ১২.৬ | −৭৮.৩ | |||
বিএনপি থেকে জাসদ অর্জন করে |
২০০০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | জে. আই. এম. মোস্তফা আলী | ১,৩১,৪১৪ | ৫৬.৭ | -২.০ | |
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ৭৫,৯৯১ | ৩২.৮ | +৩১.৪ | |
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | মামদুদুর রহমান চৌধুরী | ২১,৭৩৭ | ৯.৪ | N/A | |
ইসলামী আন্দোলন | আব্দুল হক আজাদ | ২,৪৪৭ | ১.১ | N/A | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৫,৪২৩ | ২৩.৯ | +২.২ | ||
ভোটার উপস্থিতি | ২,৩১,৫৮৯ | ৯০.৯ | +৪.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | জিয়াউল হক মোল্লা | ১,১৪,৮১৪ | ৫৮.৭ | +১৫.৯ | |
আওয়ামী লীগ | শহীদুল আলম দুদু | ৭২,৪৬৪ | ৩৭.১ | +১১.৫ | |
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ২,৭৭৮ | ১.৪ | +০.৮ | |
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | মোঃ নুরুল আমিন বাচ্চু | ২,৬৮৩ | ১.৪ | N/A | |
স্বতন্ত্র | সাইফুল ইসলাম | ২,৪৪৬ | ১.৩ | N/A | |
গণফোরাম | মোঃ আতিকুল মাহবুব | ৩১১ | ০.২ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,৩৫০ | ২১.৭ | +৪.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৫,৪৯৬ | ৮৬.৪ | +৩.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | জিয়াউল হক মোল্লা | ৬৪,১৪১ | ৪২.৮ | +৬.৮ | |
আওয়ামী লীগ | সহিদুল আলম দুদু | ৩৮,৩৯৫ | ২৫.৬ | -০.৪ | |
জামায়াতে ইসলামী | নাজির আহমেদ মন্ডল | ৩২,৬২৫ | ২১.৮ | -৬.৮ | |
জাতীয় পার্টি | মামদুদুর রহমান চৌধুরী | ১২,৮৫০ | ৮.৬ | +১.৪ | |
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ৮৮৮ | ০.৬ | -০.৮ | |
জাকের পার্টি | মোঃ সহিদুল ইসলাম দুলাল | ৪৬৮ | ০.৩ | -০.৩ | |
গণফোরাম | মোঃ আতিকুল মাহবুব | ৩৩৭ | ০.২ | N/A | |
বাংলাদেশ ফ্রিডম পার্টি | মোঃ সাইদুল ইসলাম তালুকদার | ২৪৭ | ০.২ | N/A | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৭৪৬ | ১৭.২ | +৯.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৯,৯৫১ | ৮২.৫ | +১৩.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আজিজুল হক মোল্লা | ৪৩,২৪৭ | ৩৬.০ | |||
জামায়াতে ইসলামী | আব্দুর রহমান ফকির | ৩৪,৩৭২ | ২৮.৬ | |||
আওয়ামী লীগ | সহিদুল আলম দুদু | ৩১,১৯২ | ২৬.০ | |||
জাতীয় পার্টি | মামদুদুর রহমান চৌধুরী | ৮,৫৯৭ | ৭.২ | |||
জাসদ | এ কে এম রেজাউল করিম তানসেন | ১,৬৩৯ | ১.৪ | |||
জাকের পার্টি | মোঃ সহিদুল ইসলাম | ৭৬৭ | ০.৬ | |||
জাসদ (রব) | আতিকুল ইসলাম আতিক | ৩৫১ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৮৭৫ | ৭.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,২০,১৬৫ | ৬৯.৫ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বগুড়া-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Bogra-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বগুড়া-৪
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |