মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন

বাংলাদেশের রেলওয়ে স্টেশন

মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার রেলওয়ে স্টেশন[] এটি নাটোর জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে অবস্থিত।

মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানলালপুর উপজেলা নাটোর জেলা
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন
প্ল্যাটফর্ম?
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১৬
পরিষেবা
চালু
অবস্থান
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের অবস্থান নাটোর জেলার লালপুর উপজেলার সীমানায়।

ইতিহাস

সম্পাদনা

ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়।[][] এসময় মাঝগ্রাম রেলওয়ে স্টেশন তৈরী হয়। ২০১৮ সালে মাঝগ্রাম থেকে পাবনা পর্যন্ত রেললাইন চালু হলে মাঝগ্রাম জংশন স্টেশনে পরিণত হয়।

পরিষেবা

সম্পাদনা

মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. RailNewsBD। "উদ্বোধনের অপেক্ষায় নাটোরের মাঝগ্রাম জংশন"RailNewsBD.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১০ 
  2. "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০১১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১ 
  3. "Railways in colonial Bengal"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯