পাবনা রেলওয়ে স্টেশন
পাবনা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন।[১] এটি ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনের মাঝগ্রাম-ঢালারচর শাখার একটি রেলওয়ে স্টেশন। এটি শহরের লস্করপুর এলাকায় অবস্থিত।
পাবনা রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | পাবনা, রাজশাহী, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°০০′৫৮″ উত্তর ৮৯°১৫′১৩″ পূর্ব / ২৪.০১৬০৭২৭° উত্তর ৮৯.২৫৩৫৪৯৩° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | মাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইন |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
স্টেশন কোড | PUB |
ইতিহাস | |
চালু | ২০১৮ |
অবস্থান | |
ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইতিহাস
সম্পাদনা১৯৭৪ সালে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে নগরবাড়ী ঘাট পর্যন্ত রেললাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু সামরিক অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার তিন বছর পর ১৯৭৯ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।[২] ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর, ২০১০ সালে প্রকল্পটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। শুরুতে প্রস্তাব অনুসারে রেলপথের রুটটি নগরবাড়ি পর্যন্ত নির্মাণের কথা থাকলেও পরে নকশার পরিবর্তন এনে তা ঢালারচর পর্যন্ত করা হয়। ২০১৭ সালে মাঝগ্রাম থেকে পাবনা সেকশনের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই সেকশনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়।[৩] ২০১৮ সালের ১৪ জুলাই, মাঝগ্রাম-পাবনা রেললাইন অংশটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই দিনে পাবনা রেলওয়ে স্টেশনের কার্যক্রম শুরু হয়।[৪] ২০১৯ সালে রেললাইন সম্পূর্ণ নির্মাণের পরে, নভেম্বরে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৭।
- ↑ "পাবনা-ঢালারচর নতুন রেলপথে প্রথমবারের মতো চলল ট্রেন"। কালের কণ্ঠ। নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ ক খ "পাবনা ঢালারচর রেলপথ নির্মাণ শেষ চলাচল করলো প্রথম পরীক্ষামুলক ট্রেন"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "ঈশ্বরদী-পাবনা রেলপথ চালু ১৪ জুলাই"। যুগান্তর। ৮ জুলাই ২০১৮।