মন (চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র
(মন (হিন্দি চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

মন (হিন্দি: मन) হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রণয়ধর্মী হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ১৯৯০ সালের আমির-মাধুরী জুটি খ্যাত চলচ্চিত্র 'দিল'-এর পরিচালক ইন্দ্র কুমারআমির খান, মনীষা কৈরালা মন-এ প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন, আরো ছিলেন অনিল কাপুর এবং রাণী মুখার্জীও একটি গানে আমিরের সঙ্গে নাচেন। আমির খানের সঙ্গে এই চলচ্চিত্রটি ছিলো মনীষার দ্বিতীয়, এর আগে মনীষা আমিরের সঙ্গে এ্যাকেলে হাম এ্যাকেলে তুম (১৯৯৫) তে অভিনয় করেন যেটি ১৯৯৫ তে মুক্তি পেয়েছিলো।[]

মন
পরিচালকইন্দ্র কুমার
প্রযোজকইন্দ্র কুমার
অশোক ঠাকেরিয়া
চিত্রনাট্যকারঅতিশ কাপাডিয়া
উৎসএ্যান এ্যাফেয়ার টু রিমেম্বার (১৯৫৭)
শ্রেষ্ঠাংশেআমির খান
মনীষা কৈরালা
শর্মীলা ঠাকুর
নীরাজ ভোরা
অনিল কাপুর
সুরকারসঞ্জীব দর্শন
চিত্রগ্রাহকবাশা লাল
সম্পাদকহোসেন বার্মাওয়ালা
পরিবেশকযশ রাজ ফিল্মস
মুক্তি
  • ৯ জুলাই ১৯৯৯ (1999-07-09)
স্থিতিকাল১৬০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১৪০ মিলিয়ন (ইউএস$ ১.৭১ মিলিয়ন)[]
আয়৩৫৪.৫৬ মিলিয়ন (ইউএস$ ৪.৩৩ মিলিয়ন)[]

১৯৬৫ সালের হিন্দি চলচ্চিত্র 'ভিগি রাত'-এর অনুকরণে এই মন চলচ্চিত্রটি তৈরি করা হয়, ভিগি রাতে গায়ক কিশোর কুমারের বড় ভাই অশোক কুমার অভিনয় করেছিলেন।

কাহিনী

সম্পাদনা

দেব করণ সিংহ ( আমির খান) একটি বিলাসবহুল জাহাজে প্রিয়া বর্মা (মনীষা কৈরালা) নামের একটি মেয়েকে দেখে পছন্দ করে ফেলে এবং পরে বন্ধুত্ব করে। দেব আবার এক শিল্পপতির মেয়েকে বিয়ে করতে আগেই রাজী হয়ে আছে আবার প্রিয়া রাজ (অনিল কাপুর) এর সঙ্গে বাগদান করেছে। দেব আর প্রিয়া দুজনে খুবই ভালো বন্ধু হয়ে যায় কিন্তু মাঝখান দিয়ে কিছু সমস্যা হয়।

অভিনয়ে

সম্পাদনা

গানের তালিকা

সম্পাদনা
# গান কণ্ঠশিল্পী
"চাহা হ্যায় তুঝকো" উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল
"ড্যান্স মিউজিক" ইন্সট্রুমেন্টাল
"ক্যাহনা হ্যায় তুমসে" উদিত নারায়ণ, হেমা সারদেশাই
"কালি নাগিন কে জ্যাসি" উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি
"খুশীয়া অর ঘাম" উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল
"কিউ ছুপতে হো" উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল
"মেরা মান কিউ তুমহে চাহে" উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক
"নাশা ইয়ে পিয়ার কা নাশা" উদিত নারায়ণ
"তিনাক তিন তানা" উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক
১০ "তুমহারে বাঘ্যার জিনা কিয়া" (সংলাপ) আমির খান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.boxofficeindia.com/movie.php?movieid=2389
  2. "Rediff On The NeT, Movies: The review of Indra Kumar's Mann"imsports.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা