দিল (১৯৯০-এর চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র

দিল (হিন্দি: दिल, বাংলা: হৃদয়) হল ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯০ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নৌশির খাতাউ ও কমলেশ পাণ্ডে এবং সুর করেছেন আনন্দ-মিলিন্দ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আমির খান, মাধুরী দীক্ষিত, অনুপম খের ও সাঈদ জাফরী।

দিল
दिल
পরিচালকইন্দ্র কুমার
প্রযোজক
  • ইন্দ্র কুমার
  • অশোক থেকারিয়া
রচয়িতা
  • কমলেশ পান্ডে
  • নৌশির খাতাউ
চিত্রনাট্যকার
  • রাজীব কৌল
  • প্রফুল পারেখ
শ্রেষ্ঠাংশে
সুরকারআনন্দ-মিলিন্দ
চিত্রগ্রাহকবাবা আজমী
সম্পাদকহুসাইন এম বর্মাওয়ালা
প্রযোজনা
কোম্পানি
মারুতি ইন্টারন্যাশনাল
মুক্তি২২ জুন ১৯৯০
স্থিতিকাল১৭১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়প্রায় ১৪ কোটি[]

চলচ্চিত্রটি ১৯৯০ সালের ২২ জুন ভারতে মুক্তি পায় এবং সুপার হিট হয়।[][] মাধুরী দীক্ষিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন[] এবং ছবিটি আরও সাতটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। ছবিটি ১৯৯৩ সালে তেলুগু ভাষায় থলি মুড্ডু নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিব্যা ভারতী ও প্রশান্ত। ১৯৯৭ সালে ছবিটি আমার ঘর আমার বেহেশত নামে পুনর্নির্মিত হয়, সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাকিল খানসাদিকা পারভিন পপি। এছাড়া ছবিটি কন্নড় ভাষায় শিভারাঞ্জিনি নামে পুনর্নির্মিত হয়।

কুশীলব

সম্পাদনা
  • আমির খান - রাজা প্রসাদ
  • মাধুরী দীক্ষিত - মধু মেহরা
  • অনুপম খের - হাজারী প্রসাদ, রাজার বাবা
  • পদ্মারানী - সাবিত্রি প্রসাদ, রাজার মা
  • সাঈদ জাফরী - জনাব মেহরা, মধুর বাবা
  • শাম্মী - মধুর দাদী
  • দিভেন বর্মা - পুলিশ ইন্সপেক্টার গালিব
  • সত্যেন্দ্র কাপুর - গির্ধারি লাল
  • রাজেশ পুরী - পণ্ডিত
  • আদি ইরানি - শক্তি
  • কিশোর ভানুশালী - দেব
  • দীনেশ হিঙ্গু - পাণ্ডু, হাজারী প্রসাদের ভৃত্য

সঙ্গীত

সম্পাদনা

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনন্দ-মিলিন্দ এবং গানের কথা লিখেছেন সমীরঅলকা ইয়াগনিক পূর্বে একটি ভিন্ন কোম্পানির জন্য দুটি গান গেয়েছিলেন, ছবিতে গান দুটিতে কণ্ঠ দেন অনুরাধা পাড়োয়াল, কারণ তিনি তখন টি-সিরিজের একমাত্র নারী নেপথ্য সঙ্গীতশিল্পী ছিলেন।[]

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মুঝে নিন্দ না আয়ে"সমীরআনন্দ-মিলিন্দউদিত নারায়ণঅনুরাধা পাড়োয়াল৬:১৩
২."হাম প্যার কারণেওয়ালে"সমীরআনন্দ-মিলিন্দউদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল৬:৫৬
৩."হাম নে ঘর চোড়া হ্যায়"সমীরআনন্দ-মিলিন্দউদিত নারায়ণ ও সাধনা সরগম৬:১৭
৪."খাম্বে জ্যায়সে খারি হ্যায়"সমীরআনন্দ-মিলিন্দউদিত নারায়ণ৫:২৫
৫."দম দম দম"সমীরআনন্দ-মিলিন্দউদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল৬:৪০
৬."ও প্রিয়া"সমীরআনন্দ-মিলিন্দসুরেশ ওয়াড়কর, অনুরাধা পাড়োয়াল৬:০৩
৭."সাসেঁ তেরি (দুঃখ)"সমীরআনন্দ-মিলিন্দসারিকা কাপুর২:১৬

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
ফিল্মফেয়ার পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Box Office 1990"বক্স অফিস ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  2. "When Madhuri Dixit chased Aamir Khan with a hockey stick"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  3. "Happy Birthday Madhuri Dixit: Films That Defined the Career of Bollywood's Dhak-Dhak Girl"নিউজ এইটিন (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  4. "27 years of Dil: Check out lesser known facts about the Aamir Khan and Madhuri Dixit-starrer"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা