দিল (১৯৯০-এর চলচ্চিত্র)
দিল (হিন্দি: दिल, বাংলা: হৃদয়) হল ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯০ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নৌশির খাতাউ ও কমলেশ পাণ্ডে এবং সুর করেছেন আনন্দ-মিলিন্দ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আমির খান, মাধুরী দীক্ষিত, অনুপম খের ও সাঈদ জাফরী।
দিল | |
---|---|
दिल | |
পরিচালক | ইন্দ্র কুমার |
প্রযোজক |
|
রচয়িতা |
|
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আনন্দ-মিলিন্দ |
চিত্রগ্রাহক | বাবা আজমী |
সম্পাদক | হুসাইন এম বর্মাওয়ালা |
প্রযোজনা কোম্পানি | মারুতি ইন্টারন্যাশনাল |
মুক্তি | ২২ জুন ১৯৯০ |
স্থিতিকাল | ১৭১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রায় ₹ ১৪ কোটি[১] |
চলচ্চিত্রটি ১৯৯০ সালের ২২ জুন ভারতে মুক্তি পায় এবং সুপার হিট হয়।[১][২] মাধুরী দীক্ষিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন[৩] এবং ছবিটি আরও সাতটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। ছবিটি ১৯৯৩ সালে তেলুগু ভাষায় থলি মুড্ডু নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিব্যা ভারতী ও প্রশান্ত। ১৯৯৭ সালে ছবিটি আমার ঘর আমার বেহেশত নামে পুনর্নির্মিত হয়, সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাকিল খান ও সাদিকা পারভিন পপি। এছাড়া ছবিটি কন্নড় ভাষায় শিভারাঞ্জিনি নামে পুনর্নির্মিত হয়।
কুশীলব
সম্পাদনা- আমির খান - রাজা প্রসাদ
- মাধুরী দীক্ষিত - মধু মেহরা
- অনুপম খের - হাজারী প্রসাদ, রাজার বাবা
- পদ্মারানী - সাবিত্রি প্রসাদ, রাজার মা
- সাঈদ জাফরী - জনাব মেহরা, মধুর বাবা
- শাম্মী - মধুর দাদী
- দিভেন বর্মা - পুলিশ ইন্সপেক্টার গালিব
- সত্যেন্দ্র কাপুর - গির্ধারি লাল
- রাজেশ পুরী - পণ্ডিত
- আদি ইরানি - শক্তি
- কিশোর ভানুশালী - দেব
- দীনেশ হিঙ্গু - পাণ্ডু, হাজারী প্রসাদের ভৃত্য
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনন্দ-মিলিন্দ এবং গানের কথা লিখেছেন সমীর। অলকা ইয়াগনিক পূর্বে একটি ভিন্ন কোম্পানির জন্য দুটি গান গেয়েছিলেন, ছবিতে গান দুটিতে কণ্ঠ দেন অনুরাধা পাড়োয়াল, কারণ তিনি তখন টি-সিরিজের একমাত্র নারী নেপথ্য সঙ্গীতশিল্পী ছিলেন।[৪]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "মুঝে নিন্দ না আয়ে" | সমীর | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৬:১৩ |
২. | "হাম প্যার কারণেওয়ালে" | সমীর | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৬:৫৬ |
৩. | "হাম নে ঘর চোড়া হ্যায়" | সমীর | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও সাধনা সরগম | ৬:১৭ |
৪. | "খাম্বে জ্যায়সে খারি হ্যায়" | সমীর | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ | ৫:২৫ |
৫. | "দম দম দম" | সমীর | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৬:৪০ |
৬. | "ও প্রিয়া" | সমীর | আনন্দ-মিলিন্দ | সুরেশ ওয়াড়কর, অনুরাধা পাড়োয়াল | ৬:০৩ |
৭. | "সাসেঁ তেরি (দুঃখ)" | সমীর | আনন্দ-মিলিন্দ | সারিকা কাপুর | ২:১৬ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাধুরী দীক্ষিত
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - ইন্দ্র কুমার
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - আমির খান
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - অনুপম খের
- মনোনীত: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - আনন্দ-মিলিন্দ
- মনোনীত: শ্রেষ্ঠ গীতিকার - সমীর (গানঃ "মুঝে নিন্দ না আয়ে")
- মনোনীত: শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী - সুরেশ ওয়াড়কর (গানঃ "ও প্রিয়া")
- মনোনীত: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - অনুরাধ পাড়োয়াল (গানঃ "মুঝে নিন্দ না আয়ে")
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Box Office 1990"। বক্স অফিস ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "When Madhuri Dixit chased Aamir Khan with a hockey stick"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Happy Birthday Madhuri Dixit: Films That Defined the Career of Bollywood's Dhak-Dhak Girl"। নিউজ এইটিন (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "27 years of Dil: Check out lesser known facts about the Aamir Khan and Madhuri Dixit-starrer"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দিল (ইংরেজি)