মনিরুজ্জামান মনির

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

মনিরুজ্জামান মনির (জন্ম: ২৮ জানুয়ারি, ১৯৫২) হলেন একজন বাংলাদেশী গীতিকার। ১৯৭০ সালে তিনি বেতারের তালিকাভুক্ত গীতিকার হন। পরে তিনি চলচ্চিত্রের জন্যেও গীত রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য গানসমূহ হল "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ", "সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি", "যে ছিল দৃষ্টির সীমানায়", "কি জাদু করিলা পিরিতি শিখাইলা"। বাংলাদেশী চলচ্চিত্রের গীত রচনায় অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৪ সালে একুশে পদকে ভূষিত করে।[]

মনিরুজ্জামান মনির
জন্ম (1952-01-28) ২৮ জানুয়ারি ১৯৫২ (বয়স ৭২)
সুনামগঞ্জ জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
ধরনবেতার ও চলচ্চিত্রের গান
পেশাগীতিকার
কার্যকাল১৯৭০-বর্তমান

প্রাথমিক জীবন

সম্পাদনা

মনিরুজ্জামান মনির ১৯৫২ সালের ২৮ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটের সুনামগঞ্জ জেলার তেঘরিয়ায় জন্মগ্রহণ করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে মনিরুজ্জামান তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি দৈনিক পয়গাম, দৈনিক পাকিস্তান, সবুজপাতায় নিয়মিত ছড়া লিখতেন। তার মামা উজির মিয়া ছিলেন সিলেট বেতারের কণ্ঠশিল্পী। তার সহযোগিতায় কিশোর বয়সেই তিনি বেতারের জন্য গান লেখার সুযোগ লাভ করেন। ১৯৭০ সালে তিনি বেতারের তালিকাভুক্ত গীতিকার হয়ে যান।[] ১৯৭৯ সালে প্রথম বাংলাদেশ গান রচনার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনিরুজ্জামান মনিরের সাথে দেখা করে তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবেশনারি কর্মকর্তা হিসাবে চাকরি দেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

জনপ্রিয় গান

সম্পাদনা

তার গানের সংখ্যা এক হাজারের মত। প্রায় দুইশ ছবিতে কাজ করেছেন। কিছু জনপ্রিয় গান :[]

  • প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
  • চলতি পথে বাধা আসে
  • কি যাদু করিলা
  • কারে ডাকে ঐ বাঁশি
  • একদিন তোমায় না দেখিলে
  • এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে
  • জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা
  • এখানে দুজনে নিরজনে
  • প্রথম বাংলাদেশ
  • সূর্যদয়ে তুমি
  • হারানো দিনের মতো
  • এক বিন্দু ভালোবাসা দাও
  • যে ছিলো দৃষ্টির সীমানায়/সে হারালো কোথায় কোন দূর অজানায়
  • নাই টেলিফোন
  • সুখে থাকো ও আমার নন্দিনী
  • বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
  • তোমাকে চাই আমি আরও কাছে

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "10 awarded Ekushey Padak"দ্য ডেইলি স্টার। ১৭ ফেব্রুয়ারি ২০০৪। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭ 
  2. আওয়াল, সৈয়দ (৪ অক্টোবর ২০১১)। "পরিবারের সবাই চেয়েছিলেন ডাক্তার হবেন তিনি হলেন গীতিকার মনিরুজ্জামান মনির"সিলেট এক্সপ্রেস। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭ 
  3. সাদ, সাইমুম (৩০ জুন ২০১৮)। "গানের কোথাও 'বিএনপি' শব্দ আনিনি: মনিরুজ্জামান মনির"বিডিনিউজ২৪.কম। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪ 
  4. আমার কোনও সুরকার বেঁচে নেই, গান লেখাবে কে: মনিরুজ্জামান মনির, বাংলা ট্রিবিউন, ২২ সেপ্টেম্বর ২০২৩

বহিঃসংযোগ

সম্পাদনা