স্বপ্নের পৃথিবী
১৯৯৬-এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
স্বপ্নের পৃথিবী | |
---|---|
পরিচালক | বাদল খন্দকার |
প্রযোজক | শাহ আলম হাওলাদার ফারুক হাওলাদার |
চিত্রনাট্যকার | বাদল খন্দকার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | এ আর জাহাঙ্গীর |
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
পরিবেশক | এম এফ প্রডাকশনস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
স্বপ্নের পৃথিবী হল ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার[২] এবং কাহিনী ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ববিতা ও রাজীব।
চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১২ই জুলাই বাংলাদেশে মুক্তি পায়।[৩]
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - মাসুম
- শাবনূর - শাবনূর
- রাজীব - জমিদার রায়হান চৌধুরী
- ববিতা - সুলতানা
- রাইসুল ইসলাম আসাদ - হাসান
- দিলদার - কুতুবউদ্দীন নাজির
- সাইফুদ্দিন - হাজেরার বাবা
- কাবিলা - রুস্তম
- অমল বোস - নায়েব আফতাব
- জহির উদ্দিন পিয়ার - শমসের
- রেহানা জলি - রাবেয়া
- নাসরিন - হাজেরা
সঙ্গীত
সম্পাদনাস্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির ও গাজী মাজহারুল আনোয়ার।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "বৃষ্টি রে বৃষ্টি" | মনিরুজ্জামান মনির | আলাউদ্দিন আলী | আগুন ও সাবিনা ইয়াসমিন | |
২. | "তুমি আমার মনের মানুষ" | মনিরুজ্জামান মনির | আলাউদ্দিন আলী | সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে লিরিক' [Bengali Lyrics]।
- ↑ "যেসব পরিচালকদের ছবিতে কাজ করেছিলেন সালমান শাহ"। জাগো নিউজ। ৬ সেপ্টেম্বর ২০১৭। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে স্বপ্নের পৃথিবী
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বপ্নের পৃথিবী (ইংরেজি)