মতিহার থানা
রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা
মতিহার বাংলাদেশের রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন।
মতিহার | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
মতিহার থানা | |
বাংলাদেশে মতিহার থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২২′৫″ উত্তর ৮৮°৩৭′৩৪″ পূর্ব / ২৪.৩৬৮০৬° উত্তর ৮৮.৬২৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
শহর | রাজশাহী |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই, ১৯৯২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬০০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ৪০ |
আয়তন
সম্পাদনাপ্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী জেলার পবা উপজেলা, বোয়ালিয়া থানা ও চারঘাট উপজেলার অংশ বিশেষ নিয়ে মতিহার থানা গঠিত হয়।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনামতিহার থানার আওতাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[২]
ওয়ার্ড (রাসিক)/ইউনিয়ন | মৌজার নাম | এলাকা/মহল্লার নাম |
---|---|---|
২৮নং ওয়ার্ড | কাজলা | কাজলা |
ধরমপুর | ধরমপুর | |
২৯নং ওয়ার্ড | খোজাপুর | খোজাপুর |
ডাঁশমারী | ডাঁশমারী | |
সাতবাড়িয়া | সাতবাড়িয়া | |
৩০নং ওয়ার্ড | মির্জাপুর | মির্জাপুর |
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাজশাহী বিশ্ববিদ্যালয় | |
চৌদ্দপাই | চৌদ্দপাই | |
বুধপাড়া | বুধপাড়া | |
৬নং হরিয়ান ইউনিয়ন | চর শ্রীরামপুর | চর শ্রীরামপুর |
বিবাদী তারানগর | বিবাদী তারানগর | |
চিটামারী | চিটামারী | |
কাজিরপুর | কাজিরপুর | |
চর রামপুর | চর রামপুর | |
চর বিন্দাদহ | চর বিন্দাদহ | |
চর শ্যামপুর | চর শ্যামপুর | |
৮নং পারিলা ইউনিয়ন | ভাল্লুকপুকুর | ভাল্লুকপুকুর |
পোড়াপুকুর | পোড়াপুকুর (আংশিক) | |
ললিতাহার | ললিতাহার | |
খড়খড়ি | খড়খড়ি | |
বামনশিকড় | বামনশিকড় |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মতিহার থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪।
- ↑ "রাজশাহী মেট্রোপলিটন পুলিশ"। rmp.gov.bd। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪।