মংপু

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

মংপু ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাংশে অবস্থিত দার্জিলিং জেলার ৩৭৫৯ ফুট উচুতে অবস্থিত একটি পাহাড়ি শহরাঞ্চল৷ এটি সড়ক পথে দার্জিলিং শহর থেকে পূর্বদিকে ৩৩ কিলোমিটার ও শিলিগুড়ি শহর থেকে ৫২ কিলোমিটার উত্তরে অবস্থিত৷ মংপুতে চারটি উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপর্ষদের অন্তর্ভুক্ত বিদ্যালয় সহ মোট ১২ টি বিদ্যালয় রয়েছে৷

মংপু
শহরতলি
ডাকনাম: সিঙ্কোনা শহর
মংপু পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
মংপু
মংপু
মংপুর অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৫৮′২৬″ উত্তর ৮৮°২২′০৭″ পূর্ব / ২৬.৯৭৪০° উত্তর ৮৮.৩৬৮৫° পূর্ব / 26.9740; 88.3685
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
উচ্চতা১,১৪৬ মিটার (৩,৭৬০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৩,৭৬৮[]
ভাষা
 • দাপ্তরিকনেপালি
 • সহদাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৩৪৩১৩

মংপু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত রবীন্দ্র সংগ্রহশালার জন্য উল্লেখ্য৷ তিনি এখানে মৈত্রেয়ী দেবীর বাড়িতে থাকাকালীন তার বিখ্যাত 'জন্মদিন' কবিতাটি রচনা করেছিলেন৷[]

শহরটি সিঙ্কোনা চাষ ও ১৮৬৪ খ্রিষ্টাব্দে বিখ্যাত রসায়নবিদ চার্লস হেনরি উড-এর উৎকৃৃষ্ট পদ্ধতিতে কুইনিন নিঃসৃৃত করার আবিষ্কারের জন্য বিখ্যাত৷ এখানে ১৯৮৪ খ্রিষ্টাব্দে সরকারী অনুমোদনপ্রাপ্ত একটি এমিটিন তৈরীর কারখানা ও রয়েছে৷ এই কারখানাগুলি পশ্চিমবঙ্গ সরকারের সিঙ্কোনা চাষ উন্নয়ন পরিষদের আওতাভুক্ত ও তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়৷ ১৮৬০ খ্রিষ্টাব্দ থেকে এই কারখানাগুলি বেঙ্গল প্রেসিডেন্সির দার্জিলিং জেলা নির্দেশকদের দ্বারা পরিচালিত হত৷ সিঙ্কোনা চাষোন্নয়ন পর্ষদ ও অন্যান্য মহৌষধির চাষ এই অঞ্চলের ১০০০২৩.৬১ একর জমিতে সরকারীভাবে নিয়ন্ত্রিত হয়৷

তথ্যসূত্র

সম্পাদনা