ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গ্রন্থপঞ্জি
(ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গ্রন্থাবলী থেকে পুনর্নির্দেশিত)
আমার সবচেয়ে খারাপ শত্রুর সর্বোচ্চ মঙ্গল ছাড়া আর কিছু চাই না
এটি গৌড়ীয় বৈষ্ণব নেতা ও ধর্মীয় সংস্কারক- ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর (১৮৭৪-১৯৩৭) কাজের একটি তালিকা। এই তালিকায় তার বিবিধ মূল কাজ অন্তর্ভুক্ত রয়েছে যেমন, প্রামাণিক বৈষ্ণব গ্রন্থের ভাষ্য, সজ্জন - তোষণী পত্রিকা ও গৌড়ীয় প্রবন্ধ।
ভক্তিসিদ্ধান্তের মূল কাজ
সম্পাদনা- প্রহ্লাদ-চরিত্র ( প্রহ্লাদের জীবন ও কর্ম বর্ণন ) বাংলা শ্লোকের পাঁচটি অধ্যায়, ১৮৮৬ (এটি সম্ভবত হারিয়ে গেছে)
- বঙ্গে সামাজিকতা : বর্ণ ও ধর্মগত সমাজ , 1899
- ব্রাহ্মণ ও বৈষ্ণব তারতম্য - বিষয়ক সিদ্ধান্ত (ব্রাহ্মণ ও বৈষ্ণবসম্পর্কিত তুলনামূলক উপসংহার ১৯১১) ১৯৩৪ সালে সংশোধিত ও সম্প্রসারিত হয় ।
- ভক্তিভাবন -পঞ্জিকা, নবদ্বীপ-পঞ্জিকা (১৯১৪) – ধর্মীয় উৎসব এবং আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের তারিখ সহ পঞ্জিকা
- বৈষ্ণব-মঞ্জুসা-সমাহৃতি (বৈষ্ণবধর্ম সম্পর্কে সংগৃহীত সংজ্ঞাগুলির একটি সংগ্রহ), চার খণ্ডের বৈষ্ণব বিশ্বকোষ, ১৯২২-১৯২৫
- বেদান্তের উপর কয়েকটি শব্দ, ১৯৩২
- রায় রামানন্দ, ১৯৩২ (ইংরেজি)
- রিলেটিভ ওয়ার্ল্ডস, ১৯৩২
- বেদান্ত : এর রূপবিদ্যা এবং তত্ত্ব, ১৯৩২
ভক্তিসিদ্ধান্তের ভাষ্য সহ প্রকাশিত প্রামাণিক রচনা
সম্পাদনা- রূপ গোস্বামীর উপদেশামৃত, অনুবাদ ও অনুবৃত্তি নামক ভাষ্য সহ, ১৯১৪
- চৈতন্য-চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত, অনুভাষ্য নামে একটি ভাষ্য সহ, ১৯১৫
- শ্রীমদ্ -ভাগবতম্, ভাষ্য সহ, ১৯২৩-১৯৩৫
- জীব গোস্বামী কৃত ভক্তি-সন্দর্ভ, বাংলা অনুবাদ এবং গৌড়ীয়-ভাষ্য নামে একটি ভাষ্য সহ, শুধুমাত্র প্রাথমিক অংশ, ১৯২৪-১৯৩৩
- প্রমেয়-রত্নাবলী, বলদেব বিদ্যাভূষণ কৃত, গৌড়ীয়-ভাষ্য নামে একটি ভাষ্য সহ, ১৯২৪
- শ্রী চৈতন্য-ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর রচিত, প্রথম সংস্করণ, ১৯২৪, দ্বিতীয় সংস্করণ গৌড়ীয়-ভাষ্য নামে একটি ভাষ্য সহ, ১৯৩২
- প্রবোধানন্দ সরস্বতীর শ্রী চৈতন্য-চন্দ্রামৃত এবং শ্রী নবদ্বীপ-শতক, অনুবাদ ও গৌড়ীয়- ভাষ্য নামে একটি ভাষ্য সহ, ১৯২৬
- শ্রী ব্রহ্ম-সংহিতা, জীব গোস্বামীর ভাষ্য সহ অধ্যায় ৫; ভক্তিসিদ্ধান্ত দ্বারা ইংরেজিতে সেই ভাষ্যটির অনুবাদ এবং ভাষান্তর, ১৯৩২
- ঈশোপনিষদ
জ্যোতির্বিদ্যার বই
সম্পাদনা১৮৯৬ - ১৯১৪ এর মধ্যে প্রকাশিত
সম্পাদনা- আর্য-সিদ্ধান্ত , আর্যভট্ট (ষষ্ঠ শতাব্দী), কে. দত্ত দ্বারা সহ-সম্পাদিত
- ভৌম-সিদ্ধান্ত, পাশ্চাত্য জ্যোতির্বিদ্যার তুলনায় গাণিতিক গণনা, কে. দত্ত দ্বারা সহ-সম্পাদিত
- রঘুনন্দন ভট্টাচার্য কৃত জ্যোতিষ-তত্ত্বম-এর অনুবাদ
- রবিচন্দ্রসায়নস্পষ্ট, ভট্টপালের টীকা (দশম শতাব্দী); পাশ্চাত্য জ্যোতির্বিদ্যার তুলনায় গাণিতিক গণনা
- সূর্য-সিদ্ধান্ত, পূর্ব এবং উত্তর বিভাগ; সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ এবং ভক্তিসিদ্ধান্তের টীকা
বৃহস্পতি ও জ্যোতির্বিদ পত্রিকায় প্রকাশিত
সম্পাদনা- পরমদীশ্বর রচিত ভট-দীপিকা-টীকা, কে. দত্ত দ্বারা সহ-সম্পাদিত
- চমৎকার-চিন্তামণি পরমদীশ্বর কৃত, সহ-সম্পাদক কে. দত্ত, অনুবাদ করেছেন কুঞ্জবিহারী জ্যোতির্ভূষণ।
- 'দিন-কৌমুদী' পরমদীশ্বর কৃত, কে. দত্ত দ্বারা সহ-সম্পাদিত
- লঘু-জাতক, ভট্টোপালের টীকা (দশম শতাব্দী)
- লঘুপরাশরীয় বা উদয়-প্রদীপ, ভৈরব দত্তের টীকা, কে. দত্ত দ্বারা সহ-সম্পাদিত
- সিদ্ধান্ত-শিরোমণি, গোলাধ্যায় (বৃহস্পতিতে) এবং গ্রহগণিতাধ্যায় (জোতির্বিদ-এ) ভাস্করাচার্য (দ্বাদশ শতাব্দী) রচিত বাসনা ভাষ্য সহ; বঙ্গানুবাদ এবং ভক্তিসিদ্ধান্তের টীকা
অপ্রকাশিত কাজ
সম্পাদনা- মধ্বের বেদান্তসূত্রের ভাষ্য ( অনুভাষ্যম্ )
- সরস্বতী-জয়শ্রী, শ্রী-পর্ব নামে একটি খণ্ড, সম্প্রতি উদ্ধার করা হয়েছে
- ডায়েরি ১৯০৪-১৯৩৬, সম্প্রতি উদ্ধার করা হয়েছে
ভক্তিবিনোদ কর্তৃক রচিত বা সম্পাদিত এবং ভক্তিসিদ্ধান্ত দ্বারা প্রকাশিত বই
সম্পাদনা- অমৃত-প্রবাহ-ভাষ্য ( অমৃতভাষ্যের প্রবাহ ), চৈতন্য-চরিতামৃতের একটি ভাষ্য
- অর্চন-কণ ( বিগ্রহ আরাধনার একটি বিন্দু )
- অর্চন-পদ্ধতি ( বিগ্রহ পূজার জন্য আচার নির্দেশিকা )
- ভগবদ-গীতা, অনুবাদ, ( রসিক-রঞ্জন ) ভাষ্য সহ
- ভক্তিরত্নাকর, মরণোত্তর প্রকাশিত
- ভজন-রহস্য ( ভজনের রহস্য )
- গীতা-মালা ( গানের মালা )
- গীতাবলী
- হরি-নাম-চিন্তামণি ( হরির নামের স্পর্শপাথর )
- কল্যাণ-কল্পতরু ( শুভ ইচ্ছা পূরণকারী গাছ )
- জৈব ধর্ম ( জীবের ধর্ম )
- শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও উপদেশ
- সন্মোদন-ভাষ্য ( অত্যন্ত আনন্দদায়ক ভাষ্য ) শ্রী চৈতন্য রচিত শিক্ষাষ্টকের একটি ভাষ্য
- শরণাগতি ( আত্মসমর্পণের পথ ) ( বাংলা, ইংরেজি, তামিল )
- শ্রী চৈতন্য-শিক্ষামৃত ( শ্রী চৈতন্যের অমৃত শিক্ষা ) (বাংলা, ইংরেজি, তেলুগু )
- শ্রী চৈতন্যোপনিষদ
- শ্রী নবদ্বীপ-ধাম-মাহাত্ম্য ( নবদ্বীপের পবিত্র স্থানের শ্রেষ্ঠত্ব )
- শ্রী নবদ্বীপ-ধাম-গ্রন্থমালা (নবদ্বীপের পবিত্র স্থান সম্পর্কে গ্রন্থের মালা)
- তত্ত্ব-মুক্তাবলী ( সত্যের মুক্তামালা )
- তত্ত্ব-সূত্র ( সত্য সম্পর্কে সূত্র ) ( দেবনাগরী লিপিতে )
- তত্ত্ব-বিবেক ( সত্য সম্পর্কে জ্ঞানের সত্য )
- ভাগবত: এর দর্শন ও ধর্মতত্ত্ব
ভক্তিসিদ্ধান্ত দ্বারা প্রকাশিত অন্যান্য লেখকের আদর্শ রচনা
সম্পাদনা- গৌর-কৃষ্ণোদয় ( গৌর কৃষ্ণের আবির্ভাব ) গোবিন্দ দাস, ১৯১৪
- মণি-মঞ্জরি - নারায়ণ পণ্ডিত, অনুবাদসহ, ১৯২৬
- বেদান্ত-তত্ত্ব-সার ( বেদান্তের অপরিহার্য সত্য ) - রামানুজাচার্য, অনুবাদসহ, ১৯২৬
- প্রেম-ভক্তি-চন্দ্রিকা ( বিশুদ্ধ ভক্তিমূলক প্রেমের চাঁদের আলো ) নরোত্তমা দাস, ১৯২৭
- সদাচার-স্মৃতি ( যথাযথ আচরণের স্মৃতি পাঠ্য) - মধ্ব, অনুবাদসহ, ১৯২৭
- হরি-নামামৃত-ব্যাকরণ ( হরির অমৃত নামের ব্যাকরণ ) জীব গোস্বামী, ১৯২৮
- হরি-ভক্তি-কল্প-লতিকা ( হরি ভক্তির ইচ্ছা পূরণকারী লতা ) অনুবাদ সহ (লেখক অজানা), বাংলা অনুবাদ সহ দ্বিতীয় সংস্করণ, ১৯৩১
- জগদানন্দ পণ্ডিতের প্রেম-বিবর্ত ( শুদ্ধ প্রেমের রূপান্তর )
- গোপাল ভট্ট গোস্বামী কৃত সৎ-ক্রিয়া-সার-দীপিকা ( যথাযথ আচারের প্রদীপ এবং সারাংশ )
- সংস্কার-দীপিকা (শুদ্ধিমূলক আচারের প্রদীপ)
- লোচন দাস ঠাকুরের শ্রী চৈতন্য-মঙ্গল
সজ্জন-তোষণী-এর প্রবন্ধাবলী
সম্পাদনা১৮৯৭
সম্পাদনা- সংস্কৃত-ভক্তমাল, সংস্কৃত পাঠ্য ভক্তমাল-এর পর্যালোচনা
১৮৯৯
সম্পাদনা- 'শ্রীমন্ নাথমুনি (নাথমুনি)
- যামুনাচার্য
- শ্রী রামানুজাচার্য (রামানুজ)
১৯১৫-১৬
সম্পাদনা- পূর্ব-ভাষা (পরিচয়মূলক শব্দ)
- প্রাণীর প্রতি দায় (জীবদের প্রতি করুণা)
- শ্রী মধ্বমুনি-চরিত (মধ্ব মুনির জীবন ও কর্ম)
- ঠাকুরের স্মৃতি-সমিতি (ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি সমাবেশ)
- দিব্যসূরি বা আলবার (দিব্যসূরি বা আলবর, রামানুজের সম্প্রদায়ে সাধু)
- জয়তীর্থ (জয়তীর্থ)
- গোদাদেবী (গোদাদেবী)
- পাঞ্চরাত্রিক অধিকার (পাঁচরাত্রিক পদ্ধতি অনুসারে যোগ্যতা)
- প্রাপ্তি স্বীকার (প্রাপ্তির স্বীকৃতির চিঠি)
- বৈষ্ণব স্মৃতি (বৈষ্ণবদের স্মৃতি পাঠ্য)
- শ্রী পত্রিকার কথা
- ভক্তাঙ্ঘ্রি-রেণু (ভক্তদের পায়ের ধুলো)
- কুলশেখর (কুলশেখর আলবর)
- সাময়িক প্রসঙ্গ (তৎকালীন বর্তমান ঘটনাবলী সম্পর্কিত)
- শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ (চৈতন্য) সম্পর্কিত দার্শনিক বিষয়
- অভক্তি-মার্গ (অভক্তির পথ)
- বিষ্ণু চিত্ত
- প্রতিকূল মতবাদ
- মহাত্মা শ্রীল কৃষ্ণদাস (মহাত্মা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ)
- তোষণীর কথা (সজ্জন-তোষণীর বার্তা)
- শ্রী গুরু স্বরূপ (গুরুর আসল পরিচয়)
- প্রবোধানন্দ (প্রবোধানন্দ সরস্বতী)
- শ্রী ভক্তি-মার্গ (ভক্তির পথ)
- সমালোচনা (সমালোচনামূলক পর্যালোচনা)
- তোষণী-প্রসঙ্গ (সজ্জন-তোষণী সংক্রান্ত)
- অর্থ ও অনর্থ (ধন ও মূল্যহীনতা)
- বদ্ধ, তটস্থা ও মুক্ত
- গোহিতে পূর্বদেশ (গো-জাতির কল্যাণ সম্পর্কে পূর্ববর্তী নির্দেশাবলী)
- প্রাকৃত ও অপ্রাকৃত
- অন্তর্দ্বীপ (নবদ্বীপ-এর অন্তর্দ্বীপ দ্বীপ সম্পর্কিত প্রবন্ধ)
- প্রকট-পূর্ণিমা (আবির্ভাবের পূর্ণিমা রাত)
- চৈতন্যবাদ (চৈতন্য যুগের আরম্ভ সম্পর্কিত প্রবন্ধ)
- উপকুর্বান (সময়-সীমিত ব্রহ্মচর্য)
- বর্ষ-শেষ ('বছরের সমাপ্তি')
১৯১৬-১৭
সম্পাদনা- নব-বর্ষ
- আসনের কথা
- আচার্য-সন্তান'(আচার্যদের বংশধর)
- বিদেশে গৌর-কথা (বিদেশে গৌরের বার্তা)
- সমালোচনা (সমালোচনামূলক পর্যালোচনা)
- আমার প্রভুর কথা ( গৌর কিশোর দাস বাবাজি সম্পর্কে)
- বৈষ্ণবের বিষয় (একজন বৈষ্ণবের বস্তুগত সম্পদ)
- গুরু-স্বরূপে পুনঃ প্রশ্ন' (গুরুর প্রকৃত পরিচয় সম্পর্কে আরেকটি প্রশ্ন)
- বৈষ্ণব-বংশ (বৈষ্ণবদের বংশ)
- বিরহ-মহোৎসব (বিচ্ছেদের মহান উৎসব)
- শ্রী পত্রিকার উক্তি
- প্রাকৃত-রস-শত-দূষণী (বস্তুবাদী রসের শত ত্রুটি)
- দুইটি উল্লেখ (দু'টি উল্লেখিত জিনিস)
- গানের অধিকারী কে? (কে গান গাওয়ার যোগ্য?)
- সদাচার (সঠিক আচরণ)
- অমায়া (অ-বিভ্রম)
- প্রার্থনা-রস-বিবৃতি (প্রার্থনার রসের ব্যাখ্যা)
- প্রতিবন্ধক (প্রতিবন্ধকতা)
- ভাই সহজিয়া (আমার ভাই সহজিয়া)
- বর্ষ-শেষ (বর্ষ সমাপ্তি)
১৯১৭-১৮
সম্পাদনা- নব-বর্ষ
- সমালোচনা (সমালোচনামূলক পর্যালোচনা)
- সজ্জন-কৃপালু (একজন ভক্ত দয়ালু)
- শক্তি-পরিণত জগৎ (শক্তির রূপান্তর হিসাবে বিশ্ব)
- সজ্জন-অকৃত-দ্রোহ (একজন ভক্ত শত্রুবিহীন)
- সজ্জন-সত্য-সার (একজন ভক্ত সম্পূর্ণ সত্যবাদী)
- প্রাকৃত অ-শুদ্র বৈষ্ণব নহে (একজন বস্তুবাদী শূদ্র বৈষ্ণব নন)
- নাগরী-মাঙ্গল্য (রসরঙ্গিনীর জন্য শুভকামনা)
- সজ্জন-সম (একজন ভক্ত সাম্যভাবসম্পন্ন)
- সজ্জন-নির্দোষ (একজন ভক্ত শুদ্ধ/ত্রুটিহীন)
- সজ্জন-বদান্য (একজন ভক্ত মহান বা মুক্তহস্ত)
- ভাড়াটিয়া ভক্ত নহে (একজন ভাড়াটে ব্যক্তি ভক্ত হতে পারে না)
- সজ্জন-মৃদু (একজন ভক্ত কোমল)
- সজ্জন-অকিঞ্চন
- সজ্জন-শুচি (একজন ভক্ত নির্মল)
- বৈষ্ণব দর্শন
- বর্ষ-শেষ (বছরের সমাপ্তি)
১৯১৮-১৯
সম্পাদনা- নব-বর্ষ
- সজ্জন-সর্বোপকারক (একজন ভক্ত সকলের উপকারী)
- সজ্জন-শান্ত (একজন ভক্ত শান্তিপ্রিয়)
- গৌর কি বস্তু?
- সজ্জন-কৃষ্ণৈক-শরণ (একজন ভক্ত একান্তভাবে কৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেন)
- সজ্জন-অকাম (একজন ভক্ত জড় বাসনা,আবেগ মুক্ত)
- সজ্জন-নিরীহ (একজন ভক্ত অহিংস, নির্দোষ)
- সজ্জন-স্থির (একজন ভক্ত কৃতসঙ্কল্প)
- সজ্জন-বিজিত-দুঃখ-গুণ (একজন ভক্ত ছয়টি বন্ধন বা বেগ জয় করেন)
- শ্রী-মূর্তি ও মায়াবাদ (মায়াবাদের চিত্র ও মতবাদ)
- শ্রী বিশ্ব-বৈষ্ণব-রাজ-সভা
- সজ্জন-মিত-ভুক (একজন ভক্ত সংযমের মাধ্যমে ইন্দ্রিয়ভোগ্য বস্তু গ্রহণ করেন)
- ভক্তিসিদ্ধান্ত (ভক্তির দার্শনিক উপসংহার)
- সজ্জন-অপ্রমত্ত (একজন ভক্ত বিবেকবান)
১৯১৯-২০
সম্পাদনা- বর্ষোদ্ঘাত (নববর্ষের সূচনা)
- সজ্জন-মানদা (একজন ভক্ত অন্যদের সম্মান করেন)
- সজ্জন-অমানি (একজন ভক্ত সম্মানে অস্পৃহ)
- সজ্জন-গম্ভীর (একজন ভক্ত একান্ত)
- সজ্জন-করুণ (একজন ভক্ত করুণাময়)
- সজ্জন-মৈত্র (একজন ভক্ত বন্ধু)
- কাল-সংজ্ঞা নাম (সময়ের বিভাগ অনুসারে পবিত্র নাম)
- শৌক্র ও বৃত্তগত বর্ণভেদ (আত্মপ্রকৃতি ও জন্মানুসারে সামাজিক বিভাগ)
- কর্মী কনকাদি (একজন বস্তুবাদী কর্মীর স্বর্ণ ও অন্যান্য সম্পদ)
- গুরু-দাস (গুরুর দাস)
- দীক্ষিত
১৯২৯-২১
সম্পাদনা- হায়নোদ্ঘাট (নতুন বছরের শুরু)
- ঐকান্তিক ও ব্যভিচার (একক-মনোভাব এবং বিচ্যুতি)
- নির্জনে অনর্থ (উপাসনার বাধা) (কবিতা দুষ্ট মন! তুমি কিসের বৈষ্ণব?)
- সজ্জন-কবি (একজন ভক্ত জ্ঞানী)
- চাতুর্মাস্য (চারটি মাস)
- পঞ্চোপাসনা (পাঁচটি দেবতার পূজা করার ব্যবস্থা )
- বৈষ্ণবের স্মৃতি (বৈষ্ণবদের স্মৃতি গ্রন্থ)
- সংস্কার-সন্দর্ভ (আচার শুদ্ধিকরণের উপর একটি গ্রন্থ)
- সজ্জন-দক্ষ (একজন ভক্ত দক্ষ)
- বৈষ্ণব-মর্যাদা (বৈষ্ণবদের প্রশংসা করা)
- সজ্জন-মৌনি (একজন ভক্ত নীরব)
- যোগপিঠে শ্রী-মূর্তি-সেবা
- অপ্রাকৃত (চিন্ময়)
১৯২১-২২
সম্পাদনা- নব-বর্ষ
- সবিশেষ ও নির্বিশেষ (বিশেষত্বযুক্ত এবং বিশেষত্বহীন)
- মেকি ও আসল (মিথ্যা ও বাস্তব)
- স্মার্ত রঘুনন্দন, স্মার্ত রঘুনন্দন সম্পর্কে প্রবন্ধ
- হরি-নাম মহা-মন্ত্র (হরির নামের মহান জপ)
- মন্ত্রোপাসনা (মন্ত্র দ্বারা উপাসনা)
- নিষিদ্ধাচার (নিষিদ্ধ আচরণ)
- শিক্ষাষ্টকের-লঘু-বিবরণ (চৈতন্য দ্বারা আটটি নির্দেশের সংক্ষিপ্ত বিবরণ)
গৌড়ীয় প্রবন্ধ
সম্পাদনাপ্রথম বছর (১৯২২-২৩)
সম্পাদনা- শ্রী-কৃষ্ণ-জন্ম
- মধুর লিপি ( মিষ্টি লেখা )
- লোক-বিচার ( জনমত )
- পরমার্থ ( সর্বোচ্চ লক্ষ্য )
- পুরাণ-সংবাদ ( পুরাণের বার্তা )
- নীতি-ভেদ ( নৈতিক পার্থক্য )
- রুচি-ভেদ ( আনন্দের পার্থক্য )
- শ্রী জীব গোস্বামী
- গৌড়ীয় প্রীতি ( গৌড়ীয়দের প্রতি স্নেহ )
- দুর্গা-পূজা
- শারদীয় আবাহন ( শরৎকে স্বাগত জানানো )
- যে দিকে বাতাস
- মরুতে সেচন ( মরুতে বীজ রোপণ )
- স্মার্তের কাণ্ড ( স্মার্তদের বৈদিক সাহিত্য বিভাগ )
- বিচার আদালত
- সেবাপর নাম ( পবিত্র নামের প্রতি ইতিবাচক সেবামূলক মনোভাব )
- ত্রিদণ্ডী ভিক্ষু গীতি
- শ্রী মাধব-জন্ম-তিথি (শ্রী মাধবের জন্মদিন)
- বর্ণাশ্রম ( বর্ণ ও আশ্রম )
- অপ্রকট-তিথি ( অদর্শন বা অন্তর্ধান দিবস )
- ব্রজে বানর
- চ্যুত-গোত্র ( একটি বিচ্যুত বংশ )
- নৃ-মাত্রাধিকার ( প্রত্যেক মানুষের মৌলিক অধিকার )
- ভৃতক-শ্রোতা ( একজন ভাড়া করা শ্রোতা )
- বৈষ্ণব অভৃতক ( একজন বৈষ্ণব কখনই ঠিকা করা হয় না )
- দীক্ষা-বিধান ( দীক্ষার নিয়ম )
- আসুরিক প্রবৃত্তি ( দানবীয় প্রবৃত্তি )
- শ্রী বলদেব বিদ্যাভূষণ, বলদেব বিদ্যাভূষণের একটি সংক্ষিপ্ত জীবনী
- সদাচার-স্মৃতি ( যথাযথ আচরণের জন্য স্মৃতি পাঠ্য ), মধ্ব পঞ্চরাত্রের সদাচার-স্মৃতির আলোচনা
- নিগম ও আগম ( বেদ এবং তৎ সম্পর্কিত পবিত্র গ্রন্থ )
- শ্রী বিশ্বনাথ চক্রবর্তী
- বৈষ্ণব দর্শন
- বর্ণান্তর ( বর্ণ পরিবর্তন )
- পরিচয়ে প্রশ্ন ( পরিচয় সম্পর্কে প্রশ্ন )
- অসত্যে আদর ( অসত্যের প্রতি অনুরাগ )
- অযোগ্য সন্তান
- অশুদ্র দীক্ষা ( অ-শুদ্রদের জন্য দীক্ষা )
- পূজাধিকার ( পূজা করার যোগ্যতা )
- অনাত্ম-জ্ঞান
- নিজ-পরিচয়
- বংশ-প্রণালী ( বংশানুক্রমিক বংশের ব্যবস্থা )
- গৌর-ভজন
- ধান্যা ও শ্যামা ( শস্য এবং আগাছা )
- তৃতীয় জন্ম
- অবৈধ সাধন
- বৈজ-ব্রাহ্মণ ( বংশগত ব্রাহ্মণ )
- প্রচারে ভ্রান্তি
- ভাগবত-শ্রবণ
- মঠ কি?
- আছে অধিকার
- শ্রীধর স্বামী
- ব্যাবহার
- কমীনা
- শক্তি-সঞ্চার ( সঞ্চয় করার ক্ষমতা )
- বর্ষ -পরীক্ষা
- এক জাতি
- ইহলোক পরলোক
দ্বিতীয় বছর (১৯২৩-২৪)
সম্পাদনা- বর্ষ- প্রবেশ ( নববর্ষে প্রবেশ )
- ব্রাহ্মণ্য-দেব ( ব্রাহ্মণদের ঈশ্বর )
- গুরু-ব্রুব ( অনুকরণ গুরু )
- কীর্তনে বিজ্ঞান ( কীর্তনে উপলব্ধ জ্ঞান )
- আবির্ভাব-তিথি ( আবির্ভাব দিবস )
- মঠের উৎসব
- গোস্বামী-পাদ ( সম্মানিত গোস্বামী )
- কৃষ্ণ ভোগ বুদ্ধি ( কৃষ্ণকে উপভোগ করার মনোবিজ্ঞান )
- দীক্ষিত
- গৌড়ীয় ভজন-প্রণালী
- শ্রী-বিগ্রহ
- জাবাল-কথা
- স্মার্ত ও বৈষ্ণব
- সামজিক অহিত ( সমাজের জন্য কী অকল্যাণকর )
- প্রকৃত ভোক্তা কে?
- গৌড়ীয় বেশ ( গৌড়ীয়দের বসন )
- প্রতিসম্ভাষণ
- সূত্র-বিদ্বেষ ( শত্রুতা তীব্রভাবে প্রকাশ করা )
তৃতীয় বছর (১৯২৪-২৫)
সম্পাদনা- গৌড়িয় হাসপাতাল
- ভাগবত-বিবৃতি (শ্রীমদ্ভাগবতের বিশ্লেষণ)
- শ্রী কুলশেখর
- মেয়েলি হিন্দুওয়ানি
চতুর্থ বছর (১৯২৫-২৬)
সম্পাদনা- মধুর লিপি ( একটি মিষ্টি চিঠি )
- অশ্রুত-দর্শন ( অ-বৈদিক দর্শন )
- বেদান্ত-তত্ত্ব-সারের উপোদ্ঘাত ( বেদান্ত-তত্ত্ব-সারের ভূমিকা )
পঞ্চম বছর (১৯২৬-২৭)
সম্পাদনা- দর্শনে ভ্রান্তি
- বৈষ্ণব-শ্রাদ্ধ
- আলোচকের আলোচনা ( সমালোচকদের সমালোচনা )
- ন্যাকাবোকার স্বরূপ ( একজন অবজ্ঞাপূর্ণ মূর্খের আসল প্রকৃতি )
ষষ্ঠ বছর (১৯২৭-২৮)
সম্পাদনা- মান-দান ও হানি (সম্মান দেওয়া এবং হারানো)
- গৌড়পুর ( গৌড়ের শহর )
- আসল ও নকল
- অহৈতুক ধাম-সেবক ( পবিত্র স্থানগুলির একজন নির্বিঘ্ন সেবক )
- সর্বপ্রধান বিবেচনার বিষয় ( বিবেচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় )
- ভাই কুতার্কিক
- কৃষ্ণভক্ত নির্বোধ নহেন
- প্রাচীন কুলিয়ায় সহর নবদ্বীপ ( নবদ্বীপের শহর পুরাতন কুলিয়া )
- কপটতা দারিদ্রতার মূল
- একচন্দ্র
- পুণ্যারণ্য ( একটি পবিত্র বন )
- গোড়ায় গলদ ( মৌলিক বিষয়ের ত্রুটি )
- নীলাচলে শ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ( জগন্নাথ পুরীতে ভক্তিবিনোদ )
সপ্তম বছর (১৯২৮-২৯)
সম্পাদনা- বিরক্ত জঘন্য নহে (একজন সন্ন্যাসী উপেক্ষণীয় নয় )
- আমি এই নই, আমি সেই
- ব্যাবসাদারের কপটতা
- হংসজাতির ইতিহাস ( রাজহাঁসের মতো বংশধরদের ইতিহাস )
- মন্ত্র-সংস্কার ( মন্ত্রের শুদ্ধিকরণ )
- ভোগ ও ভক্তি
- সুনীতি ও দুর্নীতি
- কৃষ্ণ-তত্ত্ব ( কৃষ্ণ সম্পর্কে সত্য )
- শ্রীধাম-বিচার
- একায়ন-শ্রুতি ও তদ-বিধান ( একায়ন-শ্রুতি এবং এর প্রবিধান )
- প্রতীচ্যে কার্ষ্ণ সম্প্রদায় ( পশ্চিমে কৃষ্ণের ভক্ত সম্প্রদায় )
- পঞ্চরাত্র
- নীলাচলে শ্রীমদ্ভক্তিবিনোদ
- তীর্থ পান্ডারপুর ( পান্ডারপুরের পবিত্র স্থান )
- মাণিক্য ভাস্কর , ত্রিপুরার মহারাজার একটি প্রশংসা
- বৈষ্ণব-স্মৃতি ( বৈষ্ণব আচরণের বিধি প্রদানকারী শাস্ত্র )
- মহন্ত গুরু-তত্ত্ব ( একজন মহান গুরু সম্পর্কে সত্য )
- বোষ্টম পার্লামেণ্ট ( বৈষ্ণব সংসদ )
- অলৌকিক ভক্ত-চরিত্র
- ভক্তিবিনোদের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত সুমেধা-তিথি ( বুদ্ধিমান মানুষের উদযাপনের দিন )
অষ্টম বছর (১৯২৯-৩০)
সম্পাদনা- শ্রীধাম মায়াপুর কোথায়?
- গৌড়াচলে শ্রী ভক্তিবিনোদ
- সাত্ত্বত ও অসাত্ত্বত ( ভক্ত ও অভক্ত )
- ভারত ও পরমার্থ ( ভারত এবং সর্বোচ্চ লক্ষ্য )
- পরমার্থের স্বরূপ ( সর্বোচ্চ লক্ষ্যের প্রকৃত বৈশিষ্ট্য )
- প্রাচীন কুলীয়ায় দ্বারভেট ( পুরাতন কুলিয়া [নবদ্বীপ]-এ প্রবেশ ফি )
- শিক্ষক ও শিক্ষিত ( শিক্ষক এবং যাকে শেখানো হচ্ছে )
- বিষয়ীর কৃষ্ণ-প্রেম ( কৃষ্ণের প্রতি বস্তুবাদীদের প্রেম )
- আশ্রমের বেশ ( আশ্রমের জন্য উপযুক্ত পোশাক )
নবম বছর (১৯৩০-৩১)
সম্পাদনা- শ্রী-ভক্তি-মার্গ ( ভক্তির পথ )
- ভাব-রোগির হাসপাতাল
- জগবন্ধুর কৃষ্ণানুশীলন ( জগবন্ধুর কৃষ্ণ-ভক্তি অনুশীলন )
দশম বছর (১৯৩১-৩২)
সম্পাদনা- গৌড়ীয় মহিমা
- সৎ-শিক্ষার্থীর বিবেচ্য (সত্যের ছাত্রের কী বিশ্লেষণ করা উচিত)
- নিম্ব-ভাস্কর (নিম্বার্ক)
- অজ্ঞ ও বিজ্ঞের নর্ম-কথা (একজন অজ্ঞ এবং জ্ঞানী মানুষের মধ্যে কৌতুকপূর্ণ আলোচনা)
- বৈষ্ণব-বংশ (বৈষ্ণব গোত্র)
- কনফুচর বিচার (কনফুসিয়াসের আলোচনা)
একাদশ বছর (১৯৩২-৩৩)
সম্পাদনা- একাদশ প্রারম্ভিকা ( একাদশ বছরের প্রারম্ভ )
- বৈষ্ণবে জাতি-বুদ্ধি ( একজন বৈষ্ণবকে একটি বিশেষ জাতির অন্তর্গত বিবেচনা করা )
- মাধুকর ভৈক্ষ্য ( কি ভিক্ষা করা উচিত দ্বারে দ্বারে )
- দুষ্টি-বৈকলব্য ( দুর্নীতি থেকে কষ্ট )
- আমার কথা
- সৎ-শিক্ষা প্রদর্শনী ( ধর্মীয় শিক্ষা প্রদর্শনী )
- কৃষ্ণ ভক্তি-ই শোক-কাম-জাঢ্যাপহা ( কৃষ্ণের প্রতি ভক্তি-ই হল দুঃখ এবং বাসনা অতিক্রম করার স্বতন্ত্র উপায় )
- কৃষ্ণে মতিরস্তু ( তোমার স্থিরসংকল্প কৃষ্ণের প্রতি হোক )
দ্বাদশ বছর (১৯৩৩-৩৪)
সম্পাদনা- কৃপাশীর্বাদ
ত্রয়োদশ বছর (১৯৩৪-১৯৩৫)
সম্পাদনা- স্ব-পর-মঙ্গল ( নিজের এবং অন্যদের জন্য প্রকৃষ্টতা )
- বৈকুণ্ঠ ও গুণজাত জগৎ ( বৈকুণ্ঠ এবং তিন গুণ থেকে উদ্ভুত বিশ্ব )
- ভোগবাদ ও ভক্তি
চতুর্দশ বছর (১৯৩৫-৩৬)
সম্পাদনা- নববর্ষ
- 'বড় আমি' ও 'ভালো আমি'
- তদ্বন ( সেই বন )
- বাস্তব-বস্তু ( আসল সারাংশ )
পঞ্চদশ বছর (১৯৩৬-৩৭)
সম্পাদনা- হায়নোদ্ঘাত ( নববর্ষের সূচনা )
তথ্যসূত্র
সম্পাদনাবাংলা উইকিসংকলনে এই নিবন্ধ সম্পর্কে আদি লেখা রয়েছে:
- Murphy, Phillip; Goff, Raoul, সম্পাদকগণ (১৯৯৭), Prabhupada Sarasvati Thakur: The Life and Precepts of Srila Bhaktisidhanta Sarasvati (1st limited সংস্করণ), Eugene, OR: Mandala Publishing, আইএসবিএন 978-0945475101, সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪
- Sardella, Ferdinando (২০১৩b), Modern Hindu Personalism: The History, Life, and Thought of Bhaktisiddhanta Sarasvati (reprint সংস্করণ), New York, NY: Oxford University Press, আইএসবিএন 978-0199865901, সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪
- Swami, Bhakti Vikasa (২০০৯), Śrī Bhaktisiddhānta Vaibhava: The grandeur and glory of Śrīla Bhaktisiddhānta Sarasvatī Ṭhākura, 3 (in three volumes সংস্করণ), Surat, IN: Bhakti Vikas Trust, আইএসবিএন 978-81-908292-0-5, সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪