প্রবোধানন্দ সরস্বতী
প্রবোধানন্দ সরস্বতী ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব, সন্ন্যাসী।[১]
শ্রীরঙ্গমের তামিল ব্রাহ্মণ প্রবোধানন্দ পূর্বে শ্রী বৈষ্ণবধর্ম অনুসরণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর দ্বারা রাধা কৃষ্ণের ভক্তে রূপান্তরিত হয়েছিলেন। ১৫০৯-১০ সালে শ্রীচৈতন্য যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন, তখন তিনি শ্রীরঙ্গমের পুরোহিত গোপাল ভট্টের পিতা বেঙ্কট ভট্টের গৃহে বাস করতেন।[১] বেঙ্কট এবং তার দুই ভাই গোপালের কাকা ত্রিমল্ল এবং প্রবোধানন্দ সরস্বতী তাদের 'ভগবান লক্ষ্মী নারায়ণ' কেন্দ্রীক শ্রী বৈষ্ণব বিশ্বাস থেকে 'রাধাকৃষ্ণকে' স্বয়ং ভগবান হিসাবে চিন্তা করতে শুরু করেছিলেন।[১] এই রূপান্তরের সংলাপটি চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ আছে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্যের ১৬ শতকের জীবনী।
বিশ্বাস পরিবর্তনের কিছু পরে, প্রবোধানন্দ কৃষ্ণের পবিত্র জন্মভূমি বৃন্দাবনের প্রশংসায় শ্রী বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থ রচনা করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |