ব্যবহারকারী আলাপ:Yahya/সংগ্রহশালা ১১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ৫ | ← | সংগ্রহশালা ৯ | সংগ্রহশালা ১০ | সংগ্রহশালা ১১ | সংগ্রহশালা ১২ | সংগ্রহশালা ১৩ | → | সংগ্রহশালা ১৫ |
নিবন্ধ গৃহীত করার জন্য আবেদন
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২-এ আমার "কাবা" নিবন্ধটি পুনঃ:পর্যালোচনা করে গৃহীত করবেন। হাম্মাদ (আলাপ) ১৪:১১, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
- @হাম্মাদ: আমি কিছু সংশোধন করেছি। এখনও যান্ত্রিকতা আছে। যেমন-
এর ইতিহাসে, কাবার কালো পাথরটি একটি ক্যাটাপল্ট থেকে নিক্ষেপ করা একটি পাথর দ্বারা আঘাত করা হয়েছে এবং ভেঙে চুরমার করা হয়েছে, এটি মলমূত্র দিয়ে মেরে ফেলা হয়েছে, কারমাশিয়ানরা চুরি করে এবং মুক্তিপণ দিয়েছিল এবং কয়েকটি টুকরো টুকরো করে ফেলেছে।
দয়া করে সংশোধন করে আমাকে জানান। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৪:৪৭, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
- সংশোধন করেছি। হাম্মাদ (আলাপ) ১৭:২৭, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
- @হাম্মাদ গ্রহণ করেছি। দয়া করে শীর্ষ অনুচ্ছেদ ও তথ্যছক সম্পূর্ণ করুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:৪৭, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
সজিব হোসেন
দুঃখিত ভাই! না বুঝেই অপসারণ মনোনয়ন দিয়ে ফেলেছি!—নোমান (📨আলাপ│📝অবদান) ১৯:৪১, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান ব্যাপার না। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৪৭, ১৯ জুন ২০২২ (ইউটিসি)
- ভাই!আপনি কি একটি ইমেইল পেয়েছেন?—নোমান (📨আলাপ│📝অবদান) ১৩:১৮, ২২ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান জ্বি, পেয়েছি এবং উত্তর দিয়েছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:৩৫, ২২ জুন ২০২২ (ইউটিসি)
- এই পাতায় তথ্যসূত্রে কিছু সমস্যা দেখাচ্ছে।একটু ঠিক করে দিন।—নোমান (📨আলাপ│📝অবদান) ০৭:০৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৭:৪৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ,ভাই।আমি যতদূর জানি পুনর্নির্দেশনা ছাড়া পাতা স্থানান্তরের জন্য নিরীক্ষক অধিকার প্রয়োজন । তাই না?—নোমান (📨আলাপ│📝অবদান) ০৯:১৬, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান নিরীক্ষক, ফাইল স্থানান্তরকারী ও প্রশাসকগণ পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করতে পারেন। কোনও পাতা পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করার প্রয়োজন হলে এই দলগুলোর কাউকে অনুরোধ করুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:১৫, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- আচ্ছা।আপনি সময় করে আমার ইমেইল টা একটু দেখেন।—নোমান (📨আলাপ│📝অবদান) ১০:৩৪, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- ওয়েব আর্কাইভ সম্পর্কে বিস্তারিত ধারণা নেই।একটু বলবেন!—নোমান (📨আলাপ│📝অবদান) ১৮:২৮, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান আপনি কি ইন্টারনেট আর্কাইভের কথা বলছেন? — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:১২, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- ওয়েব আর্কাইভ সম্পর্কে বিস্তারিত ধারণা নেই।একটু বলবেন!—নোমান (📨আলাপ│📝অবদান) ১৮:২৮, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- আচ্ছা।আপনি সময় করে আমার ইমেইল টা একটু দেখেন।—নোমান (📨আলাপ│📝অবদান) ১০:৩৪, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান নিরীক্ষক, ফাইল স্থানান্তরকারী ও প্রশাসকগণ পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করতে পারেন। কোনও পাতা পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করার প্রয়োজন হলে এই দলগুলোর কাউকে অনুরোধ করুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:১৫, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ,ভাই।আমি যতদূর জানি পুনর্নির্দেশনা ছাড়া পাতা স্থানান্তরের জন্য নিরীক্ষক অধিকার প্রয়োজন । তাই না?—নোমান (📨আলাপ│📝অবদান) ০৯:১৬, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৭:৪৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- এই পাতায় তথ্যসূত্রে কিছু সমস্যা দেখাচ্ছে।একটু ঠিক করে দিন।—নোমান (📨আলাপ│📝অবদান) ০৭:০৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান জ্বি, পেয়েছি এবং উত্তর দিয়েছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:৩৫, ২২ জুন ২০২২ (ইউটিসি)
- ভাই!আপনি কি একটি ইমেইল পেয়েছেন?—নোমান (📨আলাপ│📝অবদান) ১৩:১৮, ২২ জুন ২০২২ (ইউটিসি)
না,ভাই। এখানে সাহায্য অনুচ্ছেদ টা দেখুন।—নোমান (📨আলাপ│📝অবদান) ১৯:১৯, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান ওখানে ইন্টারনেট আর্কাইভের কথাই বোঝানো হয়েছে। লিংক- https://web.archive.org — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:২৬, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- পুনরুদ্ধার প্রক্রিয়াটা কেমন?—নোমান (📨আলাপ│📝অবদান) ১৯:৩১, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
Jahangir707-এর প্রশ্ন (১৩:১৮, ২০ জুন ২০২২)
ইংলিশ উইকিপিডিয়ার নিবন্ধ তৈরির মানদন্ড এবং বাংলার মানদন্ড কি একই? --Jahangir707 (আলাপ) ১৩:১৮, ২০ জুন ২০২২ (ইউটিসি)
- @Jahangir707 প্রায় একই। যেসব ক্ষেত্রে পার্থক্য আছে তা নিয়মিত অবদান রাখলেই জানতে/বুঝতে পারবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৪:০২, ২০ জুনপাঠিয়েছেন -->
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে সরিফুল করিম-এর প্রশ্ন (০৫:০২, ২৩ জুন ২০২২)
বাংলাদেশে সর্ব উচ্চতায় বিমানবন্দর কোন টি? বাংলাদেশের সর্ব উচ্চতায় ঠাকুরগাঁও বিমানবন্দর। সমুদ্র থেকে ৫৭ মিটার উপরে। দেশে বন্যা সহ আপতকালীন সময় এই বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য সৈয়দপুর বিমানবন্দরের উচ্চতা মাত্র ৪৩ মিটার, ব্যাপক বন্যায় একাধীক বার এই বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে যাওয়ার ইতিহাস আছে । অপর দিকে লালমনিরহাট উচ্চতা ৫২মিটার, তিস্তা নদীর কারনে লালমনিরহাট বিমানবন্দর সহ আসপাশ বন্যা কবলিত এলাকা মনে করা হয়। ঠাকুরগাঁও জেলার গড় বৃষ্টিপাত মাঝারি। বড় কোন নদী না থাকায় এই জেলায় বন্যার ঝুকি খুবই কম । এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার বালুময় মাটি পানি ষোশন ক্ষমতা বেশি,তাই জলবদ্ধাতাও খুবই কম। অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর সংস্কার প্রয়োজনীয়তা আছে। --সরিফুল করিম (আলাপ) ০৫:০২, ২৩ জুন ২০২২ (ইউটিসি)
Hhh..akash-এর প্রশ্ন (০৭:১৪, ২৩ জুন ২০২২)
আমি কী করে চাকরি পাব অলাইনে? --Hhh..akash (আলাপ) ০৭:১৪, ২৩ জুন ২০২২ (ইউটিসি)
শ্রদ্ধেয় স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সৌমেন্দু লাহিড়ী নিবন্ধটি আমি তৈরি করেছিলাম। তাতে অপসারণ ট্যাগ যুক্ত হয়ে যাওয়ায় দুঃখিত হয়ে পড়েছিলাম। আপনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। Tbengalieditor > Talk ০৯:৩৮, ২৩ জুন ২০২২ (ইউটিসি)
- @Tbengalieditor আপনি সম্ভবত আমাকে Shah Muhammam Yahya -এর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। উনি আর আমি ভিন্ন ব্যক্তি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৫, ২৩ জুন ২০২২ (ইউটিসি)
আলাপ:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে সরিফুল করিম-এর প্রশ্ন (১০:১০, ২৩ জুন ২০২২)
বাংলাদেশের সর্ব উচ্চতায় ঠাকুরগাঁও বিমানবন্দর। সমুদ্র থেকে ৫৭ মিটার উপরে। দেশে বন্যা সহ আপতকালীন সময় এই বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য সৈয়দপুর বিমানবন্দরের উচ্চতা মাত্র ৪৩ মিটার, ব্যাপক বন্যায় একাধীক বার এই বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে যাওয়ার ইতিহাস আছে । অপর দিকে লালমনিরহাট উচ্চতা ৫২মিটার, তিস্তা নদীর কারনে লালমনিরহাট বিমানবন্দর সহ আসপাশ বন্যা কবলিত এলাকা মনে করা হয়। ঠাকুরগাঁও জেলার গড় বৃষ্টিপাত মাঝারি। বড় কোন নদী না থাকায় এই জেলায় বন্যার ঝুকি খুবই কম । এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার বালুময় মাটি পানি ষোশন ক্ষমতা বেশি,তাই জলবদ্ধাতাও খুবই কম। অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর সংস্কার চাই। --সরিফুল করিম (আলাপ) ১০:১০, ২৩ জুন ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী:কুপি বাতি নিয়ে কুপি বাতি-এর প্রশ্ন (০৬:৩৭, ২৪ জুন ২০২২)
সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয় নেত্রকোণা জেলার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি অপসারণ না করে নীতিমালা অনুযায়ী সংরক্ষণ করতে সাহায্য করুন। এটি আমার প্রথম নিবন্ধ। উইকিপিডিয়ার সকল নীতিমালা সম্পর্কে আমি অবগত নই। তবে ভবিষ্যতে অবদান রাখতে চাই। --কুপি বাতি (আলাপ) ০৬:৩৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @কুপি বাতি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার আগ্রহ প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে নতুন নিবন্ধ প্রথমে আপনার খেলাঘর পাতায় তৈরি করুন। প্রয়োজনে আমি সেখানে মানোন্নয়ন করতে আপনাকে সাহায্য করবো। এবং খেলাঘর পাতায় ভুল করলে কেউ অপসারণ ট্যাগ দিবে না। তারপর নিবন্ধটি গ্রহণযোগ্য অবস্থায় আসলে নিবন্ধ নামস্থানে নিয়ে আসা যাবে। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
Md Tausik Rouf-এর প্রশ্ন (১০:৪০, ২৪ জুন ২০২২)
Md Tausik Rouf-এর প্রশ্ন (১০:৪১, ২৪ জুন ২০২২)
Ami kivabe ekta bivag khulbo?? --Md Tausik Rouf (আলাপ) ১০:৪১, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @Md Tausik Rouf আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝিনি। দয়া করে বাংলায় লিখুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪০, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
মোঃ সাইফুর রহমান সাইফ-এর প্রশ্ন (১৩:০৫, ২৪ জুন ২০২২)
শুভ সন্ধ্যা আমি নতুন একাউন্ট খুলেছি৷ আমি মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই৷ নতুন অবিস্থায় কীভাবে শুরু করতে পারি সে পরামর্শ চাই৷ ধন্যবাদ। --মোঃ সাইফুর রহমান সাইফ (আলাপ) ১৩:০৫, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @মোঃ সাইফুর রহমান সাইফ আপনি আপনার বিশেষ:নীড়পাতায় দেখানো পরামর্শ অনুসারে সম্পাদনা শুরু করতে পারেন। কোনও সমস্যায় পরলে আমাকে জানাবেন। শুভ কামনা। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:১১, ২৪ জুন
স্বাগতম নতুন প্রশাসক
অভিনন্দন ইয়াহিয়া, প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়ায় আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার মূল্যবান অবদানে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ, সহযোগীতামূলক, ও নিরাপদ হয়ে উঠবে। ভালো থাকুন। যে-কোনো প্রশ্নে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে প্রশাসকদের ই-মেইল লিস্টে যুক্ত করার জন্য আপনাকে আমি ব্যবহারকারী ইমেইল সুবিধা ব্যবহার করে একটি ই-মেইল পাঠিয়েছি। অনুগ্রহ করে ই-মেইলটির উত্তর প্রদানের মাধ্যমে আপনার ই-মেইল ঠিকানাটি নিশ্চিত করুন যেনো আপনাকে প্রশাসকদের ই-মেইল লিস্টে যুক্ত করে পারি। শুভকামনা রইলো। — তানভির • ১৬:৩৩, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @ইয়াহিয়া, প্রশাসক হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।--Factcheckerhuman (আলাপ) ১৬:৪৩, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @Factcheckerhuman আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:০৯, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @Wikitanvir ভাই, আমি ইমেইলের উত্তর দিয়েছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:০৯, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
অভিনন্দন!
নতুন প্রশাসক হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি বাংলা উইকিপিডিয়া আপনার অবদানে ঋদ্ধ হবে। শুভকামনায়। সাজিদ ১৬:৪৬, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
- @ShazidSharif ধন্যবাদ । — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:০৮, ২৪ জুন ২০২২ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
প্রশাসকের পদক | |
অভিনন্দন নতুন প্রশাসক.... Prince ১৬:৪৬, ২৪ জুন ২০২২ (ইউটিসি) |
- @Prince ovy ধন্যবাদ — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৮:০৬, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী আলাপ:মোঃ এনামুল হক(সুজন) নিয়ে মোঃ এনামুল হক(সুজন)-এর প্রশ্ন (০৬:১২, ২৫ জুন ২০২২)
বাংলাদেশের প্রাচীন ইতিহাস? --মোঃ এনামুল হক(সুজন) (আলাপ) ০৬:১২, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
বিষয়শ্রেণী
@Yahya ভাই, আপনি যেভাবে বিষয়শ্রেণী:হিন্দু ধর্ম কে বিষয়শ্রেণী:হিন্দুধর্ম পরিবর্তন করেছেন, সেটা কিভাবে করেছেন? একটি একটি করে না কি স্বয়ংক্রিয় ভাবে? যদি স্বয়ংক্রিয়ভাবে করে থাকেন, তবে পদ্ধতিটা শিখিয়ে দিন। -- রবিন সাহা ০৬:২২, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
পুনর্নির্দেশনা সংক্রান্ত
এটাকে পুনর্নির্দেশ ছাড়া ব্যবহারকারী:মো. আব্দুল্লাহ আল নোমান/খেলাঘর/২ শিরোনামে স্থানান্তর করে দিন।—নোমান (📨আলাপ│📝অবদান) ১৬:৫৯, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করেছি। আপনি কি অপসারিত পাতা পুনরুদ্ধারের কথা বুঝিয়েছেন? — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:৩২, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- স্থানান্তর করার জন্য ধন্যবাদ।আমি ওয়েব আর্কাইভ থেকে তথ্যসূত্র পুনরুদ্ধার করার কথা বুঝিয়েছি।মূলত এবিষয়ে আমার অভিজ্ঞতা কম।—নোমান (📨আলাপ│📝অবদান) ১৭:৩৫, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান কিছু নিবন্ধের তথ্যসূত্রের লিংকে ক্লিক করলে দেখবেন কাজ করে না। ওই ওয়েবপাতাগুলো একসময় বিদ্যমান ছিলো, এখন নেই। সেই লিংক ওয়েব আর্কাইভে দিয়ে সার্চ করলে সেই পুরনো পাতাগুলোর আর্কাইভ পাওয়া যায়। যাই হোক, প্রত্যেকটা নতুন প্রসঙ্গের বার্তা নতুন অনুচ্ছেদে দেওয়ার অনুরোধ করছি। এতে পুরনো বার্তা সংগ্রহশালাভুক্ত করতে আমার সুবিধা হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:৪১, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- আচ্ছা।—নোমান (📨আলাপ│📝অবদান) ১৭:৪৫, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান কিছু নিবন্ধের তথ্যসূত্রের লিংকে ক্লিক করলে দেখবেন কাজ করে না। ওই ওয়েবপাতাগুলো একসময় বিদ্যমান ছিলো, এখন নেই। সেই লিংক ওয়েব আর্কাইভে দিয়ে সার্চ করলে সেই পুরনো পাতাগুলোর আর্কাইভ পাওয়া যায়। যাই হোক, প্রত্যেকটা নতুন প্রসঙ্গের বার্তা নতুন অনুচ্ছেদে দেওয়ার অনুরোধ করছি। এতে পুরনো বার্তা সংগ্রহশালাভুক্ত করতে আমার সুবিধা হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:৪১, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- স্থানান্তর করার জন্য ধন্যবাদ।আমি ওয়েব আর্কাইভ থেকে তথ্যসূত্র পুনরুদ্ধার করার কথা বুঝিয়েছি।মূলত এবিষয়ে আমার অভিজ্ঞতা কম।—নোমান (📨আলাপ│📝অবদান) ১৭:৩৫, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী আলাপ:Tanjurul Islam নিয়ে Tanjurul Islam-এর প্রশ্ন (২১:১১, ২৫ জুন ২০২২)
আসসালামু আলাইকুম আমি তানজুরুল ইসলাম। আমি নতুন একটি নিবন্ধন শুরু করতে চাচ্ছি। আমি অনেক বছর মিডিয়াতে কাজ করি এবং বিভিন্ন সামাজিক কাজে অনেক অবদান রেখেছি। আমার নিজের একটা পাতা চালু করতে চাই। কিভাবে শুরু করবো --Tanjurul Islam (আলাপ) ২১:১১, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
- @Tanjurul Islam বাংলা উইকিপিডিয়ায় স্বাগত ও এখানে অবদান রাখার আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। উইকিপিডিয়ায় নিজের নামে নিবন্ধ লেখা যায় না। এখানে অবদান রাখতে চাইলে আপনার বিশেষ:নীড়পাতার নির্দেশনা অনুসরণ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২১:১৪, ২৫ জুন ২০২২ (ইউটিসি)
উপপাতা অপসারণ
নিম্নবর্ণিত উপপাতাগুলো অপসারণ করে দিন।
- ব্যবহারকারী:Safi Mahfouz/শাহ আব্দুল লতীফ ভিট্টাই
- ব্যবহারকারী:Safi Mahfouz/শাহ জো রিসালো
- ব্যবহারকারী:Safi Mahfouz/৩
- ব্যবহারকারী:Safi Mahfouz/মুফতি তারিক মাসউদ
- ব্যবহারকারী:Safi Mahfouz/ভালো নিবন্ধ/১
- ব্যবহারকারী:Safi Mahfouz/বিপিন কুমার ত্রিপাঠী
- ব্যবহারকারী:Safi Mahfouz/ফজল ইলাহি ওয়াজিরাবাদি
- ব্যবহারকারী:Safi Mahfouz/তারিখে মিল্লাত
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/ ৯
- User:Safi Mahfouz/খেলাঘর/ ৮
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/ ৬
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/ ৩
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/ ২
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ১০
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/১৩
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/১১
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/১০
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/সি আই ডি
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/উইকিবই/২
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর/উইকিবই/১
- ব্যবহারকারী:Safi Mahfouz/কাফিলুর রহমান নিশাত উসমানি
- ব্যবহারকারী:Safi Mahfouz/আল মুস্তাকফি
- ব্যবহারকারী:Safi Mahfouz/আল ফিকহুল মুয়াসসার
- ব্যবহারকারী:Safi Mahfouz/আকবর শাহ খান নাজিবাবাদী • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৭:৪৪, ২৬ জুন ২০২২ (ইউটিসি)
- @Safi Mahfouz করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৭:৫৬, ২৬ জুন ২০২২ (ইউটিসি)
- @Yahya: পুনর্নির্দেশগুলো রয়ে গেছে। এগুলোও অপাসারণ করে দিন।
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ৮
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ৯
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ৬
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ৩
- ব্যবহারকারী:Safi Mahfouz/খেলাঘর ২
- ব্যবহারকারী:Safi Mahfouz/২• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৮:০৫, ২৬ জুন ২০২২ (ইউটিসি)
- @Safi Mahfouz করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৮:২০, ২৬ জুন ২০২২ (ইউটিসি)
সরিফুল করিম-এর প্রশ্ন (২০:৩৭, ২৬ জুন ২০২২)
বাংলাদেশে সর্ব উচ্চতায় বিমানবন্দর কোন টি?
বাংলাদেশের সর্ব উচ্চতায় ঠাকুরগাঁও বিমানবন্দর। সমুদ্র থেকে ৫৭ মিটার উপরে। দেশে বন্যা সহ আপতকালীন সময় এই বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য সৈয়দপুর বিমানবন্দরের উচ্চতা মাত্র ৪৩ মিটার, ব্যাপক বন্যায় একাধীক বার এই বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে যাওয়ার ইতিহাস আছে । অপর দিকে লালমনিরহাট উচ্চতা ৫২মিটার, তিস্তা নদীর কারনে লালমনিরহাট বিমানবন্দর সহ আসপাশ বন্যা কবলিত এলাকা মনে করা হয়। ঠাকুরগাঁও জেলার গড় বৃষ্টিপাত মাঝারি। বড় কোন নদী না থাকায় এই জেলায় বন্যার ঝুকি খুবই কম । এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার বালুময় মাটি পানি ষোশন ক্ষমতা বেশি,তাই জলবদ্ধাতাও খুবই কম। অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর সংস্কার প্রয়োজনীয়তা আছে।
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের উপর দিয়ে বয়ে গেছে পদ্মা মেঘনা যমুনা সুরমা বুড়িগঙ্গা সহ অসংখ্য ছোট বড় নদী। বাংলাদেশের উত্তর সীমান্তে ২০ কিলোমিটার দূরে ভারতের অংশে হিমালয় পর্বত ঠিক তেমনি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সর্বশেষ বঙ্গোপসাগর। ছয় ঋতুর এই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বলতেই ঝড় বৃষ্টি বন্যাই বুঝায়। হিমালয়ের উঁচু পাহাড় থেকে নেমে আসা পানির ঢল নেমে আসে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় বঙ্গোপসাগরে। তাই স্বাভাবিকভাবেই দেশের উত্তরাঞ্চল বেশ উঁচু, যা ধীরে ধীরে দক্ষিণে নিম্নগামী। বর্ষা মৌসুমেও অতি বৃষ্টির ফলে নদী-নালা গুলো পানিতে ভরপুর হয়ে যায়, ফলে দেশের নিম্নাঞ্চলে দেখা দেয় বন্যা। --সরিফুল করিম (আলাপ) ২০:৩৭, ২৬ জুন ২০২২ (ইউটিসি)
শুভ কানজিলাল-এর প্রশ্ন (০১:৪৯, ২৭ জুন ২০২২)
শুভ সকাল ভাইয়া । আমি একটা পাতা তৈরি করতে চাচ্ছিলাম । কিন্তু তা দ্রুত অপসারণের জন্য বলা হচ্ছে । আসলে আমি এখানে নতুন কিছুই বুঝতেছি না । এখন আমি কি করতে পারি? --শুভ কানজিলাল (আলাপ) ০১:৪৯, ২৭ জুন ২০২২ (ইউটিসি)
- @শুভ কানজিলাল আপনার তৈরি পাতাটিতে কোনও তথ্য ছিলো না। তাই দ্রুত অপসারণ করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৬:৫৭, ২৭ জুন ২০২২ (ইউট -->
NOMAN IBN ISLAM-এর প্রশ্ন (০৪:০৬, ২৮ জুন ২০২২)
Yahya are you.... আপনি কি দয়া করে বলবেন, কিভাবে আমি একটি ছবি বা স্থিরচিত্র যোগ করতে পারি। ধন্যবাদ। --NOMAN IBN ISLAM (আলাপ) ০৪:০৬, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
- @NOMAN IBN ISLAM দয়া করে এই লিঙ্কে চিত্র যোগ/আপলোড সংক্রান্ত টিউটোরিয়ালটি পড়ুন। উইকিপিডিয়ায় অবদানের আগ্রহ প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৬:১৪, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
পদ্মা সেতু
পদ্মা সেতু পাতার আমার পূর্বের সংশোধন স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হলেও ।এখন আর হচ্ছে না কেনো?—নোমান (📨আলাপ│📝অবদান) ০৬:৩৬, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
- @MdaNoman সুরক্ষা সেটিংস পালটানো হয়েছে। আগে স্বয়ংনিশ্চিতকৃতদের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হতো। কিন্তু এখন নিরীক্ষকদের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৭:৩২, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
- সেটা তো দেখেছি।তবে রিয়াজ ভাই সেটিংস পাল্টানোর পরও আমার অনেকগুলো সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়েছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ২০:২১, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- আরেকটি প্রশ্ন: নতুন কোনো গ্যাজেট কি তৈরি হয়েছে ।প্রত্যেকটা আলাপের পাশে [উত্তর দিন] নামক অফশন দেখা যাচ্ছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ২০:২৫, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @MdaNoman এটা কোনও গ্যাজেট না। মিডিয়াউইকির নতুন ফিচার। দীর্ঘদিন এটা নিয়ে কাজ চলছিলো। আজকে চালু হলো। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২০:২৭, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- দুঃখিত ,ফিচার হবে।ফিচারটা অনেক সুন্দর, খুব সহজে সবকিছু করা যাচ্ছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ২০:৩০, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @MdaNoman এটা কোনও গ্যাজেট না। মিডিয়াউইকির নতুন ফিচার। দীর্ঘদিন এটা নিয়ে কাজ চলছিলো। আজকে চালু হলো। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২০:২৭, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- আরেকটি প্রশ্ন: নতুন কোনো গ্যাজেট কি তৈরি হয়েছে ।প্রত্যেকটা আলাপের পাশে [উত্তর দিন] নামক অফশন দেখা যাচ্ছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ২০:২৫, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- সেটা তো দেখেছি।তবে রিয়াজ ভাই সেটিংস পাল্টানোর পরও আমার অনেকগুলো সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়েছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ২০:২১, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
শব্দ সংখ্যা পুনরায় গণনা করার জন্য
এবার অনুষ্ঠিত উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২- প্রতিযোগিতায় আমি সংবহন তন্ত্র নিবন্ধটি অনুবাদ করেছিলাম যা আপনি পর্যালোচনা করেছেন এবং গৃহীত করেছেন। সম্পূর্ণ নিবন্ধটির শব্দসংখ্যা মোটামুটি ৩০,০০০ হাজার কিন্তু আপনি শব্দ সংখ্যা উল্লেখ করেছেন ৩,৬৬১। তাই শব্দ সংখ্যা পুনরায় গণনা করলে ভালো হতো। Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ১৫:০৪, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
- @Md.Muntasir Ahmmed Muin আপনার কোথাও ভুল হচ্ছে। আমি পুনরায় পরীক্ষা করে দেখেছি। মোট শব্দ সংখ্যা ৩,৬৬১টি -ই। আর অবদানের শীর্ষ তালিকার হিসেবটা আমি করি নি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:৩৬, ২৮ জুন ২০২২ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ করছি
মাননীয় পর্যালোচক,
@Yahya: মহাশয়, এবারের উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২য় এখনও মূল নিবন্ধ তালিকায় ১৩৪ নম্বরের উগান্ডা শীর্ষক নিবন্ধটি আপনি গৃহীত করলেও ভুলবশতঃ শব্দ সংখ্যা গণনা করা বাকি থেকে গেছে। এবং অবদানের শীর্ষতালিকাতেও তা হালনাগাদ করা হয়নি। হয়তো নিবন্ধটি আমার মানোন্নয়নকৃত নয়, তবুও বিষয়টি চোখে পড়ায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি....☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৩:০২, ২৯ জুন ২০২২ (ইউটিসি) ☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৩:২২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ পাতায় উত্তর দিয়েছি। আরও কোনও ভুল পেলে জানাবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৬:৫২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @Yahya: না,ওনার নিবন্ধ দুটি শীর্ষ স্থানাধিকারী তালিকাভুক্তই আছে কিন্তু তালিকাটিতে কিছু সংশোধনের প্রয়োজন। আসলে আমি লক্ষ্য করলাম যে, এই Orsuhag মহাশয় Orsuhag নাম ব্যবহার করেই মোট তিনটি নিবন্ধ জমা দিয়েছিলেন যারমধ্যে তিনটিই গৃহীত হয়েছে। এর একটি নিবন্ধের শব্দসংখ্যা ভুলবশতঃ শীর্ষ স্থানাধিকারী তালিকাভুক্ত ১২ নম্বরে Oliur Rahman এবং আরেকটি নিবন্ধের শব্দসংখ্যা ৪০ নম্বরে Orsuhag নামক ব্যবহারকারীর পাশে যুক্ত হয়েছে। কিন্তু, বাস্তবে তিনি একই ব্যক্তি। তাই দুটিকে Orsuhag ব্যবহারকারীতে একত্রীকরণ করার অনুরোধ জানাই। এরপর ১৩৪ নম্বর নিবন্ধের যে শব্দ গণনা বাকি আছে, তা সম্পূর্ণ করে Orsuhag এ জুড়ে দিন। মোটামুটি তিনটি নিবন্ধের শব্দ সংখ্যা হিসেবে হয়তো তিনি সপ্তম হবেন এবং তাহলে মোট ৪০ জন শীর্ষ স্থানাধিকারী হবে।
- এছাড়াও, আরেকটি জিনিস একটু লক্ষ্য করুন। মূলপাতায় অবদানকারীদের শীর্ষ তালিকাতে শীর্ষস্থান অধিকারী FARMER মহাশয়ের গৃহীত নিবন্ধ সংখ্যা ১৪ টি, কিন্তু ফলাফল সাইটের তালিকায় ১৩ টি। আসলে ওনার ১৩ টি নিবন্ধই গৃহীত হয়েছে। নীড় পাতার তালিকায় ওটির সংশোধন প্রয়োজন। এ সম্পর্কে মাননীয় @MdsShakil: মহাশয় মারফত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
- ধন্যবাদ☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৮:৪৯, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @Yahya: হ্যাঁ, আসলে আমি নীড় পাতার তালিকা সংশোধনের কথা বলব বলে ভাবছিলাম কিন্তু তার আগেই আপনি প্রয়োজনীয় সব সংশোধন করে দিয়েছেন দেখলাম। অসাধারণ! কথাগুলি গুরুত্ব সহকারে সমাধানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৮:৪৯, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @Yahya: মহাশয়, আরো একটি বিষয় নজরে এল। পঞ্চম স্থানাধিকারী Md. Daud Hossain মহাশয়ের ছয়টি নিবন্ধের মোট যোগকৃত শব্দসংখ্যা ২৬০৮১। ২৬১২১ নয় এবং অষ্ঠম স্থানাধিকারী T. Galib মহাশয়ের আটটি নিবন্ধের মোট যোগকৃত শব্দসংখ্যা ১১৭৩৬। ১১৭৩৭ নয়। এগুলি সংশোধনের অনুরোধ জানাচ্ছি। একই সাথে এগুলি সংশোধন করা সম্ভব হলে মোট যোগকৃত শব্দ সংখ্যা-- ৪,৬৬,৫৯০ এর পরিবর্তে ৪,৬৬,৫৪৯ হবে।
- উল্লেখ্য এগুলি সংশোধন করে দিলে আর কোনো সমস্যা বা ভুলত্রুটি আমার নজরে পড়েনি। আসলে এই নিবন্ধ প্রতিযোগিতাটিকে ত্রুটিমুক্ত এবং নির্ভুল করা এবং আপনাদের কাজে কিছু সাহায্য করাই আমার উদ্দেশ্য ছিল। সর্বোপরি 'সাহায্য করলে তবেই সাহায্য পাওয়া যায়'এতে আমি বিশ্বাসী। আশা করি, এতবার বিরক্ত করায় আমাকে ভুল বুঝবেন না। অগ্রীম ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১৫:২৬, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @রূপক পাল আসলে একেকজন একেক সরঞ্জাম ব্যবহার করে শব্দ সংখ্যা গণনা করে। তাই একটু এদিক-ওদিক হতে পারে। আবার এটা মূল ফলাফলেও প্রভাব ফেলবে না। তারপরও আমি যিনি ফলাফল তৈরি করেছেন তাকে জানিয়েছি। ফলাফলকে নির্ভুল করতে আপনি অনেক শ্রম দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:৪৪, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @Yahya: মহাশয়, হ্যাঁ তা ঠিক বিষয়টি হয়তো মূল ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু, বিষয়টি যেহেতু বাংলা নিবন্ধের মানোন্নয়ন প্রতিযোগিতা; তাই একদম শেষে মানোন্নয়ন কেমন হল তা মোট যোগকৃত শব্দ সংখ্যার উপর অনেকটাই নির্ভরশীল বলে আমি মনে করি। তাই নিঃস্বার্থভাবে আমি বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং পরোপকারী হয়ে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরেছি মাত্র এবং একইসাথে আপনারাও যেভাবে গুরুত্ব সহকারে বিষয়গুলি সমাধান করেছেন তার জন্য আমি সকলের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ ☺। ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১৬:০৮, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
সাহায্য
Special:NewPages পাতাটির কাজ কি? এই পাতাটা কিভাবে খুজে পাওয়া যাবে? -- রবিন সাহা ০৮:৩২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
- @Robin shaha এই পাতায় সর্বশেষ তৈরি নতুন পাতাগুলো পাওয়া যাবে। Special:NewPages লিখে সার্চ করলেই পাওয়া যাবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৮:৪০, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
ওয়াছেল-এর প্রশ্ন (১৯:০২, ২৯ জুন ২০২২)
আমি নিজের সম্পর্কে তথ্য দিতে চাই --ওয়াছেল (আলাপ) ১৯:০২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)
প্রিয় পর্যালোচক, ফরমটি পূরণ করুন
সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ পর্যালোচনা করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি এই প্রতিযোগিতাটি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উইকিমিডিয়া বাংলাদেশ আপনাকে একটি শুভেচ্ছা উপহার দিতে চায়। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। -- ১৯:৪৯, ৩০ জুন ২০২২ (ইউটিসি)
বিষয়শ্রেণী:বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল
@Yahya:, @ইয়াহিয়া ভাই, বিষয়শ্রেণী:বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল এটাতে যাদের তালিকা আছে তারা সবাই জেনারেল পদমর্যাদার না, কর্নেল এবং এর নিচের পদের ব্যক্তিও আছে; উদাহরণস্বরূপঃ কামরুল হাসান ভূঁইয়া এই নিবন্ধটি দেখুন যিনি একজন মেজর ছিলেন। শাফিন মঞ্জু (আলাপ) ১৩:৩০, ২ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Yahya:, @ইয়াহিয়া ভাই, এটা নিয়ে অন্য ব্যবহারকারীর সাথে আলাপ হচ্ছে। শাফিন মঞ্জু (আলাপ) ১৩:৪৩, ২ জুলাই ২০২২ (ইউটিসি)
মহানগরী (দ্ব্যর্থতা নিরসন)
ভাই মহানগরী (দ্ব্যর্থতা নিরসন) পাতাটি উদ্ধার করে দিন। আমি কাজ শুরু করেছিলাম তবে {{কাজ চলছে}} টেম্পলেট যোগ করতে ভুলে গেছিলাম। পাতাটি উদ্ধার করে আমার উপপাতায় স্থানান্তর করে দিন।মূলত ইংরেজি উইকিতে পাতাটি না থাকার জন্য(উইকিউপাত্ত অনুসারে) বলছি ।আমি বাংলা ও ইংরেজি উইকিতে পাতাটি তৈরি করতে চাই।যদি কোনো নীতিমালার জন্য পাতাটি উদ্ধার করা না যায় অনুগ্রহ করে পাতার তথ্যগুলো আমার ইমেইলে প্রেরণ করে দিন। ~ নোমান (📨আলাপ│📝অবদান) ০৩:৩৪, ৪ জুলাই ২০২২ (ইউটিসি)
পিরানা
পিরাহা পাতাটিকে পিরানা নামে স্থানান্তর করে দিন। বানানটি ভুল হয়েছে।~ নোমান (📨আলাপ│📝অবদান) ১২:০৭, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
- @MdaNoman: করা হয়েছে — AKanik 💬 ১২:১৮, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik ধন্যবাদ । ~ নোমান (📨আলাপ│📝অবদান) ১২:২১, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
Growth team newsletter #21
গ্রোথ দলের একবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নতুন প্রকল্প: ইতিবাচক প্রেরণা
- গ্রোথ দল ইতিবাচক প্রেরণা শীর্ষক নতুন একটি প্রকল্প চালু করেছে। আমরা নবাগতদের বোঝাতে চাই যে নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে ভালো লাগে এবং আমরা নতুন অবদানকারীদের ধরে রাখতে চাই।
- আমরা আরবি, বাংলা, চেক ও ফরাসি উইকিপিডিয়া থেকে মন্তব্য চেয়েছিলাম। কেউ কেউ mediawiki.org-এও অংশ নিয়েছেন।
- আমরা সম্প্রদায়ের সাথের আলোচনা থেকে পাওয়া মন্তব্যের সারসংক্ষেপ এবং কীভাবে সেই মন্তব্যের উপর ভিত্তি করব সামনে এগোব তা নথিবদ্ধ করেছি।
- ইতিবাচক প্রেরণার প্রথম দিক হচ্ছে অবদানের প্রভাব মডিউলটিকে নতুনভাবে গড়ে তোলা। এখানে পরিসংখ্যান, লেখচিত্র, এবং অন্যান্য অবদানবিষয়ক তথ্য থাকবে। এই ভাবনার প্রতি সমর্থন সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং আমরা প্রাথমিকভাবে এই ভাবনা নিয়েই কাজ করতে চাই।
- যেকোনো ভাষায় জানান আপনি এই প্রকল্প নিয়ে কী ভাবছেন।
মেন্টরদের জন্য
- আমরা দুইটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাদেরকে মেন্টরশিপ নিয়ে জানানোর জন্য:
আকার বর্ধিতকরণ
- "একটি লিঙ্ক যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: কাতালান উইকিপিডিয়া, হিব্রু উইকিপিডিয়া, হিন্দি উইকিপিডিয়া, কোরীয় উইকিপিডিয়া, নরওয়েজীয় বোকমাল উইকিপিডিয়া, পর্তুগীজ উইকিপিডিয়া, সরল ইংরেজি উইকিপিডিয়া, সুয়েডীয় উইকিপিডিয়া, ইউক্রেনীয় উইকিপিডিয়া, আবখাজীয় উইকিপিডিয়া, অ্যাচাইনি উইকিপিডিয়া, আদেগে উইকিপিডিয়া, আফ্রিকান্স উইকিপিডিয়া, আকান উইকিপিডিয়া, Alemannisch Wikipedia, আমহারিক উইকিপিডিয়া, আর্গোনীয় উইকিপিডিয়া, প্রাচীন ইংরেজী উইকিপিডিয়া, সিরিয়াক উইকিপিডিয়া, মিশরীয় আরবি উইকিপিডিয়া, আস্তুরিয় উইকিপিডিয়া, Atikamekw Wikipedia, আভেরিক উইকিপিডিয়া, আয়মারা উইকিপিডিয়া, আজারবাইজানি উইকিপিডিয়া, দক্ষিণ আজারবাইজানি উইকিপিডিয়া। এটা আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই সরঞ্জাম প্রয়োগ করার ধারাবাহিক উন্নয়নের অংশ। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে।
- "একটি ছবি যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: গ্রিক উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে। [১]
পরামর্শকৃত সম্পাদনা
- বিষয় নির্ধারণ ― আমরা বিশেষ:নীড়পাতায় একটি "সকল বিষয়" ছাঁকুনি যুক্ত করেছি। এর মাধ্যমে নবাগতরা খুব সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" এবং "এশিয়া") বা আরো বৃহত্তর পরিধির বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" অথবা "এশিয়া")। বর্তমানে এই বৈশিষ্ট্য পাইলট উইকিতে পরীক্ষিত হচ্ছে।
- একটি লিঙ্ক যুক্ত করুনের পরিবর্তন ― আমরা বেশকিছু উন্নয়ন করেছি যা উপাত্ত বিশ্লেষণ এবং সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে হয়েছে। এটা দ্রুতই সকল উইকিতে চালু করা হবে।
- অ্যালগোরিদমের মানোন্নয়ন ― এই অ্যালগোরিদম বর্তমানে নামের প্রথমাংশ এবং যেসকল অনুচ্ছেদে সাধারণভাবে উইকিসংযোগ থাকে না, সেগুলো নিয়ে পরামর্শ দেবে না। একই সাথে এটা প্রতিটি নিবন্ধে মাত্র তিনটা লিঙ্ক পরামর্শ নির্ধারণ করে দিয়েছে (প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সম্ভাবনাবিশিষ্ট নিবন্ধের পরামর্শ দেয়া হবে)।
- ব্যবহারকারী অভিজ্ঞতার মানোন্নয়ন ― যখন একজন ব্যবহারকারী পরিবর্তন করার আগে পরামর্শ মোড থেকে সরে সান, তখন আমরা একটি নিশ্চিতকরণ বার্তা যুক্ত করেছি। আমরা সম্পাদনা-পরবর্তী বার্তার অভিজ্ঞতারও মানোন্নয়ন করেছি এবং নবাগতদের সম্পাদনা-পরবর্তী বার্তা থেকে কাজের পরামর্শ বাছাই করার সুযোগ প্রদান করেছি।
- সম্প্রদায় কনফিগারেশন ― আমরা সম্প্রদায়কে Special:EditGrowthConfig এর মাধ্যমে প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সংখ্যক লিঙ্কের মাত্রা বেঁধে দেয়ার ক্ষমতা প্রদান করেছি।
- একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যের ভবিষ্যৎ পরিবর্তন ― আমরা কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধের পরামর্শ সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রদান করব। [২]
- পরামর্শকৃত সম্পাদনা পরীক্ষণ ― আরবি, স্প্যানিশ, এবং রাশান উইকিপিডিয়ার কয়েকজন ব্যবহারকারী আমাদের জানিয়েছেন যে "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" সম্পাদনাসমূহ পরীক্ষণ করাটা কঠিন হতে পারে। আমরা এই ব্যাপারটি সমাধান করার সম্ভাব্য উপায় নিয়ে ভাবছি। আমরা ইতিমধ্যে কিছু ভাবনা নিয়ে কাজ এগিয়ে নিয়েছি, এবং চ্যালেঞ্জ মোকাবোলার জন্য কাজ করছি। এই কাজগুলো পর্যালোচনাকালে আপনার যদি কোনো চিন্তা এসে থাকে যা কাজকে বাধাগ্রস্থ করতে পারে বা কীভাবে এই কাজগুলো আরো ভালো করে তোলা যায়, অনুগ্রহ করে যেকোনো ভাষায় আমাদের জানান।
সম্প্রদায় কনফিগারেশন
সম্প্রদায় Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে ঠিক করতে পারবে কীভাবে বৈশিষ্ট্যসমূহ কাজ করবে।
- সম্প্রদায় ঠিক করে দিতে পারবে, একজন নবাগত মোট কয়টি "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যের পরামর্শকৃত সম্পাদনা করতে পারবেন। [৩]
- ভবিষ্যৎ পরিবর্তন: সম্প্রদায়কে Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে "একটি লিঙ্ক যুক করুন" বৈশিষ্ট্যের মাননিয়ন্ত্রণকারী দরজার সংখ্যা সহজে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেয়া হবে। [৪]
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৩:০৩, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
ষাগর চক্রবর্তী-এর প্রশ্ন (০৯:৫৮, ৬ জুলাই ২০২২)
শুভ দিবস! ভ্রাতাশ্রী। আশা করি ভালো আছেন। ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে বিদ্যমান একটি নিবন্ধের অনুচ্ছেদগুলোকে আলাদা আলাদাভাবে অনুবাদ করা যায় না কেন? বাংলায় লেখা নিবন্ধগুলোর মানোন্নয়নের ক্ষেত্রে কীভাবে আলাদা আলাদাভাবে অনুচ্ছেদ যোগ বা সম্পাদনা করা যায়?
দয়া করে, একটু সাহায্য করবেন। ধন্যবাদ। --ষাগর চক্রবর্তী (আলাপ) ০৯:৫৮, ৬ জুলাই ২০২২ (ইউটিসি)
- @ষাগর চক্রবর্তী মোবাইল থেকে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ লিংকে গিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেক অনুচ্ছেদ অনুবাদ করা যায়। কম্পিউটার/ল্যাপটপ থেকে পাতার নিচে মোবাইল সংস্করণে ক্লিক করে উপরের লিংকটিতে ভিজিট করেও করা যায়। অন্যথায়, হাতে আলাদা করে প্রত্যেক অনুচ্ছেদ অনুবাদ করতে হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৪১, ৬ জুলাই ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। ষাগর চক্রবর্তী (আলাপ) ১০:৫৩, ৬ জুলাই ২০২২ (ইউটিসি)
Jahangir707-এর প্রশ্ন (১৭:০৫, ৭ জুলাই ২০২২)
কোন উচ্চ কিংবা মাধ্যমিক বিদ্যালয় নিয়ে নিবন্ধ কি ইংরেজি ও বাংলা উইকিপিডিয়া নিবন্ধের মানদন্ডে উত্তীর্ণ হয়? --Jahangir707 (আলাপ) ১৭:০৫, ৭ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Jahangir707 জ্বি, উপযুক্ত তথ্যসূত্র পাওয়া গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবশ্যই উল্লেখযোগ্য হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২৩:৫৮, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? প্রথমত আন্তরিকতার সহিত অভিনন্দন, অনেক দিন পরে উইকিপিডিয়ায় এসে খুব ভালোতো লাগছেই তার চেয়েও আপনাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবে দেখে আরও বেশি আনন্দিত আমি। আমি জানতেই পারিনি আপনার আবেদনের বিষয়ে, আসলে ব্যস্ততার কারণে উইকিপিডিয়া ভুলেই গিয়েছিলুম; যাইহোক আপনার জন্য আমার শুভেচ্ছা থাকলো। <3
আমার একটু ছোটো সাহায্যের প্রয়োজন ছিল, মধুসূদন গুপ্ত নিবন্ধে infobox-এ honorific prefix, birth date, birth place, death date, etc. show করছে না, কারণটা ঠিক বুঝা যাচ্ছে না। আপনার সুবিধামত সময় করে এবিষয়ে আপনার সাহায্যের কমনা করছি। ধন্যবাদ। BiolysisBiologist (আলাপ) ০৮:০৪, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)
- @BiolysisBiologist ধন্যবাদ আপনাকে। দেখুনতো এবার ঠিক আছে কিনা! — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২৩:৫৬, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারক
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক Yahya ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
- @আঃ আজিজ ফাহাদ ঈদ মোবারক ভাই। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২৩:৫১, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)
পর্যালোচনা
ইয়াহিয়া ভাই, আমাকে পর্যবেক্ষক হিসেব পর্যালোচনার জন্য অনুরোধ করছি। আপনি কিছুদিন আগে আমার পর্যবেক্ষক আবেদনে পর্যালোচনা করেছিলেন। -- রবিন সাহা ১৬:৪০, ১০ জুলাই ২০২২ (ইউটিসি)
ষাগর চক্রবর্তী-এর প্রশ্ন (০৯:৩৪, ১১ জুলাই ২০২২)
শুভেচ্ছা। মহাভারতের অন্তর্গত পঞ্চপাণ্ডবের সর্বকনিষ্ঠ পাণ্ডব সহদেব নিবন্ধে ছবি চিত্র:Sahadeva.jpg যুক্ত করতে পারছি না। দয়া করে, সহায়তা করবেন। --ষাগর চক্রবর্তী (আলাপ) ০৯:৩৪, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)
- @ষাগর চক্রবর্তী চিত্রটি ইংরেজি উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে আপলোড করা আছে, তাই বাংলা উইকিপিডিয়ায় কাজ করছে না। সমাধান হচ্ছে, ছবিটি ডাউনলোড করে একই লাইসেন্সে বাংলা উইকিপিডিয়ায় আপলোড করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৪, ১১ জুলাই ২০২২ (ইউটিস