ব্যবহারকারী আলাপ:Yahya/সংগ্রহশালা ১৩
MdaNoman আপনাকে নতুন বার্তা পাঠিয়েছেন!
সম্পাদনাআপনাকে নিম্নোক্ত আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, আলোচনাটি এখানে আলাপ:কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব § সম্পাদনার অনুরোধ, ১৪ আগস্ট ২০২২. ~ নোমান (📨আলাপ│📝অবদান) ১৪:১৯, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
নিক বড়ুয়া
সম্পাদনাইয়াহিয়া ভাই, নিক বড়ুয়া শিরোনামটা লক করে দিন। বহুদিন ধরে ক্রস-উইকি প্রচারণামূলক নিবন্ধ লেখার চেষ্টা হচ্ছে এই শিরোনামটিকে ঘিরে। — আদিভাই • আলাপ • ১৪:১৭, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @Meghmollar2017 করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৪:৪৩, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। আর আপনার আলাপ পাতা থেকে কিছু আলোচনা সংগ্রহশালায় সরিয়ে নিতে পারেন। দুর্বল নেটওয়ার্কে পাতা লোড হতে সময় নেয়। :) — আদিভাই • আলাপ • ১৪:৫০, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
- ২ লক্ষ বাইট অতিক্রম করেছে দেখতে পাচ্ছি। :D — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:৪৬, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। আর আপনার আলাপ পাতা থেকে কিছু আলোচনা সংগ্রহশালায় সরিয়ে নিতে পারেন। দুর্বল নেটওয়ার্কে পাতা লোড হতে সময় নেয়। :) — আদিভাই • আলাপ • ১৪:৫০, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
উইকিপিডিয়া:AutoWikiBrowser/CheckPageJSON
সম্পাদনাআজকের সম্পাদনা অনুসারে করা হয়েছে। আফতাব ভাই তাকে অনুমতি দিয়েছেন। তার অধিকার প্রত্যাখ্যানের কারণ হলো তিনি বাধাপ্রাপ্ত ছিলেন। কিন্তু এখন নেই। তাই আমার মতে তার অধিকার (সম্পাদনা সুবিধা) তাকে ফিরিয়ে দেওয়া উচিত। ~ নোমান (আলাপ│অবদান) ১৮:৪৬, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
- সেটা আমি জানি। এবং ওটা আজকের কিংবা সাম্প্রতিক কোনো আবেদন নয়। উনি বর্তমানে নিষ্ক্রিয়। পরবর্তীতে সক্রিয় হলে এবং অনুমতি চাইলে কোনো প্রশাসক বিবেচনা করবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৮:৫৭, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
প্রশ্ন
সম্পাদনাযুগান্তর এবং বিডি প্রতিদিন কে রেফারেন্স হিসেবে কোনো ব্যক্তির উইকিপাতা খুলতে পারবো? Saruar Abedin (আলাপ) ১৬:১৪, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @Saruar Abedin কোন সাইটের রেফারেন্স পাওয়া যাচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি উল্লেখযোগ্য কিনা, তথ্যসূত্রের মান কেমন তা। আপনি যে ব্যক্তির নামে নিবন্ধ লিখতে চাচ্ছেন তার নাম কী? — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:২৪, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)
- যার নামে লিখবো উনি একজন নাশিদ শিল্পি।নাম মোহাম্মদ নাদিত।উনার কয়েকটা নাশিদ অনেক ভাইরাল হয় তাই যুগান্তরে নিউজ করেছিলো। Saruar Abedin (আলাপ) ০৩:২৪, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @Saruar Abedin উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে তিনি উল্লেখযোগ্য নন। তাই তার নামে নিবন্ধ লেখা যাবে না। অনুগ্রহ করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) পাতাটি পড়ুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৯:২৯, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
- যার নামে লিখবো উনি একজন নাশিদ শিল্পি।নাম মোহাম্মদ নাদিত।উনার কয়েকটা নাশিদ অনেক ভাইরাল হয় তাই যুগান্তরে নিউজ করেছিলো। Saruar Abedin (আলাপ) ০৩:২৪, ২৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
প্রশ্ন
সম্পাদনাআমার রেফারেন্স হিসেবে অনেক কিছু রয়েছে, আমি যদি আমার বায়োগ্রাফি লিখতে চাই তাহলে কি করতে হবে? আমি একজন সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু (আলাপ) ২১:২৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @শহিদুল ইসলাম মিন্টু উইকিপিডিয়ায় নিজের নামে নিবন্ধ/জীবনী লেখা যাবে না। উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) ও উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় এই পাতা দুটো পড়ুন। বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২২:০৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)
- আপনি কি লিখে দিতে পারবেন? আমি জানি উইকিপিডিয়াতে নিজের নামে নিবন্ধ হয় আর আমার নাম দিয়ে গুগলে সার্চ করলে হাজারো তথ্য সূত্র রয়েছে। নিজের নামে নিবন্ধ জীবনী না হলে কিভাবে লিখবো যদি একটু বলতেন? শহিদুল ইসলাম মিন্টু (আলাপ) ০১:৫৯, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @শহিদুল ইসলাম মিন্টু দুঃখিত। আমি কারো অনুরোধে নিবন্ধ লিখি না। আপনি যদি উল্লেখযোগ্য হন, তবে কোনো একজন স্বেচ্ছাসেবী নিজ আগ্রহে নিবন্ধ তৈরি করবেন। এতে কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ বা কাউকে অনুরোধের প্রয়োজন নেই। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৮:২০, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি)
- এর মানে হলো আপনারা ছাড়া কেউ লিখলে সেটা তথ্যবহুল হলেও গ্রহণ যোগ্য না? Saruar Abedin (আলাপ) ০২:৪৭, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Saruar Abedin নীতিমালা মেনে আপনি লিখলেও সেটা গ্রহণযোগ্য হবে। উইকিপিডিয়া আপনার এবং আমার মতো স্বেচ্ছাসেবকদের হাতে লেখা বিশ্বকোষ। তবে আপনি নিজের সম্পর্কে লিখতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৪:৫৬, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- এর মানে হলো আপনারা ছাড়া কেউ লিখলে সেটা তথ্যবহুল হলেও গ্রহণ যোগ্য না? Saruar Abedin (আলাপ) ০২:৪৭, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @শহিদুল ইসলাম মিন্টু দুঃখিত। আমি কারো অনুরোধে নিবন্ধ লিখি না। আপনি যদি উল্লেখযোগ্য হন, তবে কোনো একজন স্বেচ্ছাসেবী নিজ আগ্রহে নিবন্ধ তৈরি করবেন। এতে কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ বা কাউকে অনুরোধের প্রয়োজন নেই। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৮:২০, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি)
- আপনি কি লিখে দিতে পারবেন? আমি জানি উইকিপিডিয়াতে নিজের নামে নিবন্ধ হয় আর আমার নাম দিয়ে গুগলে সার্চ করলে হাজারো তথ্য সূত্র রয়েছে। নিজের নামে নিবন্ধ জীবনী না হলে কিভাবে লিখবো যদি একটু বলতেন? শহিদুল ইসলাম মিন্টু (আলাপ) ০১:৫৯, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি)
মোঃ জিল্লুর-এর প্রশ্ন (১৭:২০, ২৮ আগস্ট ২০২২)
সম্পাদনাহয়রত মোহাম্মদ সাঃ এর জীবনী সম্পর্কে জানতে চাই --মোঃ জিল্লুর (আলাপ) ১৭:২০, ২৮ আগস্ট ২০২২ (ইউটিসি)
আলাপ
সম্পাদনাসুধী yahya ভাই, Mass Find and Replace এর মাধ্যমে সংশোধনে কোনো শর্ত আছে কি? ~ নোমান (আলাপ│অবদান) ১৫:৫৩, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি)
- @MdaNoman গণহারে বানান সংশোধনের প্রয়োজন হলে সেই কাজ কোনো বটকে দেওয়া উচিত। আর এধরণের স্ক্রিপ্টে প্রচুর ফলস-পজিটিভ আসে। তাই এগুলো দিয়ে গণহারে সম্পাদনা করা উচিত নয়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:০৯, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি)
ব্যবহার ?
সম্পাদনাYahya সালাম, ভাইয়া আচ্ছা মোবাইলে রেডওয়ান বা টুইংকেল কিভাবে ব্যবহার করা যায় ও ইন্সটল কিভাবে করতে হয় ? Tovaz (আলাপ) ১২:১১, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Tovaz ভাই ,আপনি বর্তমানে টুইংকল ব্যবহার করতে পারবেন না। ১০ টা সম্পাদনা + ৪ দিন পর টুইংকল ব্যবহার করতে পারবেন! ≈ ফারহান «আলাপ» ১২:১৪, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Tovaz রেডওয়ার্ন এখন পর্যন্ত মোবাইলে ব্যবহার করা যায় না। টুইংকল মোবাইলে ব্যবহার করার পদ্ধতি পাবেন এখানে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১২:১৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- Yahya ভাইয়া, আমি এটিকে ইন্সটল করেছি ব্যবহারকারী:Tovaz/minerva.js দেখে নিন। এবার কি করবো ? Tovaz (আলাপ) ১৪:৩৩, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Tovaz আপনার অ্যাকাউন্টের বয়স ৪ দিন হওয়ার জন্য অপেক্ষা করুন। ~ নোমান (আলাপ│অবদান) ১৪:৪০, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- Yahya ভাইয়া, আমি এটিকে ইন্সটল করেছি ব্যবহারকারী:Tovaz/minerva.js দেখে নিন। এবার কি করবো ? Tovaz (আলাপ) ১৪:৩৩, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Tovaz রেডওয়ার্ন এখন পর্যন্ত মোবাইলে ব্যবহার করা যায় না। টুইংকল মোবাইলে ব্যবহার করার পদ্ধতি পাবেন এখানে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১২:১৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
ষাগর চক্রবর্তী-এর প্রশ্ন (১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাশুভেচ্ছা! ভ্রাতা শ্রী! আশা করি ভালো আছেন। ৫ (সংখ্যা) নিবন্ধটি তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৫ নিবন্ধটি তৈরি হয়েছে। এখন ৫ নিবন্ধটি ডিলিট করে দিলে কৃতার্থ হবে।
আরেকটি বিষয় হলো
বাংলা উইকিপিডিয়াতে
কী বাংলা স্পেল চেকার ব্যবহার করা যায়?
যদি যায় কীভাবে করা যায়?
বাংলা স্পেল চেকার কিন্তু অনেক কার্যকর লেখালেখির ক্ষেত্রে।
ধন্যবাদ। --ষাগর চক্রবর্তী (আলাপ) ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @ষাগর চক্রবর্তী জ্বি, আমি ভালো আছি। দেখতে পাচ্ছি ৫ নিবন্ধটি আপনার তৈরি নয়। আপনি যে নিবন্ধটি তৈরি করতে চেয়েছেন তা সম্ভবত প্রকাশিত হয়নি। আর এখন পর্যন্ত আমি এমন কোনও স্পেল চেকারের কথা জানি না, যেটা বাংলা উইকিপিডিয়াতে কাজ করে। আপনাকেও ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২১:০৩, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- এবার বুঝতে পেরেছি। সমস্যা নেই। আমি ঠিক করে দিয়েছি। এবার আপনি নিবন্ধটি আবার ৫ (সংখ্যা) শিরোনামে প্রকাশ করুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২১:০৭, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
The Signpost: 31 August 2022
সম্পাদনা- News and notes: Admins wanted on English Wikipedia, IP editors not wanted on Farsi Wiki, donations wanted everywhere
- Special report: Wikimania 2022: no show, no show up?
- In the media: Truth or consequences? A tough month for truth
- Discussion report: Boarding the Trustees
- News from Wiki Education: 18 years a Wikipedian: what it means to me
- In focus: Thinking inside the box
- Tips and tricks: The unexpected rabbit hole of typo fixing in citations
- Technology report: Vector (2022) deployment discussions happening now
- Serendipity: Two photos of every library on earth
- Featured content: Our man drills are safe for work, but our Labia is Fausta.
- Recent research: The dollar value of "official" external links
- Traffic report: What dreams (and heavily trafficked articles) may come
- Essay: Delete the junk!
- Humour: CommonsComix No. 1
- From the archives: 5, 10, and 15 years ago
Abir Hossain Abir-এর প্রশ্ন (১০:১২, ৩ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাThanks for your valuable response. --Abir Hossain Abir (আলাপ) ১০:১২, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Md Mahamudul Hasan1515-এর প্রশ্ন (১৩:০০, ৪ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাWhat's Your Name? --Md Mahamudul Hasan1515 (আলাপ) ১৩:০০, ৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
BD Riyad Hossan-এর প্রশ্ন (০১:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাhow can start work? --BD Riyad Hossan (আলাপ) ০১:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
সীতা রামম
সম্পাদনা@Yahya:, @ইয়াহিয়া ভাই, সীতা রামম নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন, পাতাটির ইংরেজি সংস্করণে চিত্র রয়েছে। সজীব হ (আলাপ) ০৬:৩১, ৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
দিদান আল হারির-এর প্রশ্ন (১৯:০২, ৬ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাAssalamualaikum --দিদান আল হারির (আলাপ) ১৯:০২, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @দিদান আল হারির ওয়ালাইকুমুসসালাম। আপনার উইকিপিডিয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জানান। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- কীভাবে ছবি সহ একটি আদর্শ নিবন্ধন করবো? দিদান আল হারির (আলাপ) ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @দিদান আল হারির আপনার বার্তার জন্য ধন্যবাদ। দয়া করে, উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ পাতাটি দেখুন। কিছু না বুঝলে আমাকে জানাবেন।— ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- কীভাবে ছবি সহ একটি আদর্শ নিবন্ধন করবো? দিদান আল হারির (আলাপ) ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Md toymur Rahman-এর প্রশ্ন (১৮:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাদেওয়ানী কার্যবিধি আইন সংক্রান্ত বিষয়ে একটি পাতা চাই --Md toymur Rahman (আলাপ) ১৮:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Turja Rudra-এর প্রশ্ন (০৯:১০, ৯ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাশুভ দুপুর... আমি কিভাবে এটার কাজ করবো --Turja Rudra (আলাপ) ০৯:১০, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Turja Rudra শুভ দুপুর এবং আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত! আপতত আপনার নীড়পাতায় দেখানো পরামর্শ অনুসারে কাজ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৯:১৫, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
সালাম
সম্পাদনারাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সম্পর্কে আমি একটা নিবন্ধ প্রকাশ করেছিলাম। লক্ষ্য করলাম আপনি সেটা অপসারণ করেছেন। অপসারণের কারন জানালে কৃতঙ্গ
থাকব। 92.19.236.78 (আলাপ) ১৭:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
আবদুস সালাম রাসেল-এর প্রশ্ন (১৮:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাসম্পাদনা করার মাধ্যমে আমি কি কোনো অর্থ পাবো? --আবদুস সালাম রাসেল (আলাপ) ১৮:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আবদুস সালাম রাসেল জ্বী না। এখানে সবাই স্বেচ্ছাসেবক। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২০:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
অনুবাদ বিজ্ঞপ্তি: SWViewer
সম্পাদনাপ্রিয় Yahya,
আপনাকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে কারণ আপনি Meta ওয়েবসাইটটিতে বাংলা ভাষায় অনুবাদ করতে একজন অনুবাদকারী হিসেবে নাম লিখিয়েছিলেন। SWViewer পাতাটি এখন অনুবাদের জন্য উপলব্ধ রয়েছে। আপনি এখানে গিয়ে এটি অনুবাদ করতে পারেন:
আপনার সাহায্য অত্যন্ত প্রশংসার দাবিদার। আপনার মত অনুবাদকগণই Meta-কে একটি সত্যিকারের বহুভাষী সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।
আপনি আপনার বিজ্ঞপ্তির পছন্দসমূহ পরিবর্তন করতে চাইলে এখানে যান।
আপনাকে ধন্যবাদ!
Meta অনুবাদ সমন্বয়কারী, ১৩:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Mdswadhinmatubbar-এর প্রশ্ন (১৪:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাকত সালে প্রতিষ্ঠিনিত ভাবে শিক্ষার কর্যক্রম শুরু হয় ? --Mdswadhinmatubbar (আলাপ) ১৪:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
মোবাইলের উন্নতি - আপনি কি মনে করেন তা আমাদের জানান!
সম্পাদনাহাই, আমার নাম স্যাম এবং আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন প্রোডাক্ট ম্যানেজার। আমার টিম উইকিপিডিয়ার মোবাইল ওয়েবসাইটে উন্নতি করার জন্য কাজ করছে, এবং একজন সম্পাদক হিসাবে যিনি মোবাইল ওয়েবে প্রচুর পরিমাণে সম্পাদনা করেছেন, আমরা সত্যিই আপনার ইনপুটের প্রশংসা করি।
আমরা বর্তমানে ডিফ পৃষ্ঠার জন্য নতুন ডিজাইন অন্বেষণ করছি যা আপনি আমাদের টিমের প্রকল্প পৃষ্ঠায় পড়তে পারবেন। মোবাইলে ডিফ সম্পর্কে এই মুহুর্তে আপনি কী ভাবছেন এবং আমরা কিভাবে সেগুলিকে আরও ভাল করতে পারি সে সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। অনুগ্রহ করে সেখানে যান এবং আপনি কি মনে করেন তা আমাদের জানান!
আমরা আপনাকে জানাতে চাই যে আমরা একটি নিউজলেটার শুরু করছি। মোবাইল ওয়েব অভিজ্ঞতায় আমরা যে পরিবর্তনগুলি করছি তার সাথে আপনি যদি আপ টু ডেট থাকতে চান তবে আপনি আমাদের নিউজলেটারের জন্য সাইন আপ করতে পারেন।
যেহেতু আমাদের দলে সাবলীল [বাংলা] ভাষী নেই তাই আমরা আপনার প্রতিক্রিয়ার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি কিন্তু আমরা আমাদের প্রকল্পের পৃষ্ঠাগুলিতে আপনার পোস্ট করা সমস্ত কিছু পড়ব এবং অনুবাদ করব। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Samwalton9 (WMF) (talk) 11:44, 21 September 2022 (UTC)
Growth team newsletter #22
সম্পাদনাগ্রোথ দলের দ্বাবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নবাগতদের কাজ ৫ লক্ষ সম্পাদনার মাইলফলক অতিক্রম করেছে — এ সংক্রান্ত বিস্তারিত উপাত্ত গণপ্রকাশিত হয়েছে
সম্পাদনা২০২০ সালের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত নবাগতরা বিশ্বব্যাপী ৫ লক্ষেরও অধিক নবাগতদের কাজ সম্পন্ন করেছে। অন্য ভাষায়, নবাগতরা গ্রোথের "পরামর্শকৃত সম্পাদনা" মডিউল ব্যবহার করে ৫ লক্ষ সম্পাদনা করতে সক্ষম হয়েছে।
- এর মধ্যে প্রায় ৩০% সম্পাদনা মোবাইল দিয়ে করা হয়েছে।
- ব্যবহার বেড়ে চলেছে; ২০২২ সালের জুনেই প্রায় ৫০,০০০ নবাগতদের কাজ সম্পাদিত হয়েছে।
আমরা গ্রাফানাতে কিছু নতুন উপাত্ত যুক্ত করেছি। আপনি সম্পাদনার সংখ্যা এবং বাতিল করার হাত নির্দিষ্ট কাজভেদে দেখতে পারবেন, বা মেন্টরদের করা প্রশ্নের সংখ্যাও দেখতে পারবেন। আপনি উইকি অনুযায়ী উপাত্ত ছাঁকতে পারবেন।
আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরো কোনো উপাত্ত সম্পর্কে জানতে চাইলে আমাদের জানান।
চলমান প্রকল্প এবং উদ্ভাবনী
সম্পাদনাআমরা ইতিবাচক প্রেরণা শীর্ষক আমাদের নতুন প্রকল্প নিয়ে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ইতিবাচক প্রেরণার নকশার ব্যবহারকারী পরীক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। আরবি, ইংরেজি, ও স্প্যানিশে সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর ফলাফল ইতিবাচক প্রেরণার পাতায় প্রকাশিতও হয়েছে। আমরা বর্তমানে পূর্বের সম্প্রদায়ের মতামতের প্রেক্ষিতে ব্যবহারকারী পরীক্ষণ অনুযায়ী নকশার মানোন্নয়ন করে চলেছি।
আমরা রচনা সংশোধনের কাঠামোবদ্ধ কাজ ভাবনা নিয়ে এগোচ্ছি। আমরা আরবি, বাংলা, চেক, স্প্যানিশ ভাষার উইকিপিডিয়াতে (তথা গ্রোথের পাইলট উইকিতে) এবং ইংরেজি উইকিতে ল্যাঙ্গুয়েজটুল এবং হানস্পেল, এই দুইটি পদ্ধতিতে রচনা সংশোধনের পরীক্ষা চালিয়েছি। আমরা শীঘ্রই যাচাই শেষে রচনা সংশোধনী পাতায় এ সংক্রান্ত বিস্তারিত ফলাফল উপস্থাপন করব।
একটি ছবি যুক্ত করুন ব্যবহৃত হয়েছে গ্ল্যাম প্রকল্পে: আর্জেন্টিনা, মেক্সিকো, এবং চিলিতে এই বৈশিষ্ট্যটি ব্যবহৃত হয়েছে। এই সকল কার্যক্রম থেকে আমরা কী শিখেছি, তা পড়তে দেখুন #1Pic1Article I: how Latin American heritage experts added images to Wikipedia (ইংরেজিতে)।
পরীক্ষণ বিশ্লেষণ
সম্পাদনাএকটি লিঙ্ক যুক্ত করুনের পরীক্ষামূলক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুল হচ্ছে:
- নবাগতদের মধ্যে যারা একটি লিঙ্ক যুক্ত করুন শীর্ষক কাঠামোবদ্ধ কাজটি পেয়েছেন, তাদের সক্রিয় হওয়ায় সক্ষমতা বেড়েছে (প্রথমবারের মত গঠনমূলক সম্পাদনা করা)।
- আমরা বিশ্বাস করি যে তাদের থেকে নিয়মিতভাবে সম্পাদনা পাওয়ার সম্ভাবনাও বেশি (ফিরে এসে অপর একদিন পুনরায় কোনো নিবন্ধ সম্পাদনা করবেন)।
- এই বৈশিষ্ট্য সম্পাদনার আকার বাড়ায় (প্রথম সপ্তাহসমূহে গঠনমূলক সম্পাদনার করার সংখ্যা), এবং একইসাথে নিবন্ধের মানোন্নয়ন ঘটায় (নবাগতদের সম্পাদনা বাতিল না হওয়ার সম্ভাবনা)।
নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।
- সম্প্রদায় তাদের উদ্বেগ জানিয়েছেন, যেসকল নবাগতদের প্রাথমিক কাজগুলো কাঠামোবদ্ধ, তারা কঠিনতর কাজ শেখার দিকে যান না। গ্রোথ দলের ডেটা সায়েন্টিস্ট একটি নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ করেছেন এই ব্যাপারটি পরীক্ষা করার জন্য।
- বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে এটা গুরুতর উদ্বেগ নয়। ৭০%-এরও বেশি ব্যবহারকারী যারা "একটি লিঙ্ক যুক্ত করুন" এর মত সহজ কাজ দিয়ে শুরু করেছেন, তারা অপর কাজগুলোও করেছেন। বিশ্লেষণ ও পরীক্ষাপদ্ধতির বিস্তারিত দেখুন এখানে।
মেন্টরদের জন্য সংবাদ
সম্পাদনামেন্টর তালিকার নতুন পদ্ধতি
পরবর্তী সপ্তাহগুলোতে মেন্টরের তালিকার কনফিগারেশন বদলে যাবে। ভবিষ্যতে মেন্টর নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য, শুভেচ্ছাবার্তা যুক্ত করার জন্য কিংবা মেন্টরশিপ থেকে চলে যাওয়ার জন্য বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড ব্যবহার করবেন। এই পদ্ধতি মেন্টরদের জন্য নতুন বৈশিষ্ট্য নির্মাণ সহজতর করে তুলবে।
বর্তমানে মেন্টরের তালিকা একটি সাধারণ পাতা যা সুরক্ষিত করা না হলে সাধারণভাবে যে কেউ সম্পাদনা করতে পারে। নতুন পাতার মাধ্যমে মেন্টরগণ সহজে কেবলমাত্র তাদের নিজ নিজ শুভেচ্ছাবার্তা পরিবর্তন করতে পারবেন এবং প্রশাসকগণ প্রয়োজনে সম্পূর্ণ মেন্টরের তালিকা সম্পাদনা করতে পারবেন।
এটা প্রথমে কেবল পাইলট উইকিতে চালু হবে, এরপরে সকল উইকিতে। বিদ্যমান মেন্টরের তালিকা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে, তাদের কিছু করতে হবে না। [১][২]
মেন্টরগণ পরবর্তী ধাপ সম্পর্কে জানতে পারবেন, বিদ্যমান মেন্টরের তালিকার আলাপ পাতায় বার্তা দেয়া হবে।
কাঠামোবদ্ধ পাতা সম্পর্কে আরো জানুন mediawiki.org পাতায়।
মেন্টরের জন্য পরামর্শ
আপনি জানেন কি যে মেন্টর তাদের পরামর্শগ্রহীতাদের করা সম্পাদনা বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড পাতার মাধ্যমে দেখতে পান (এবং নির্দিষ্ট কিছু সম্পাদনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারকাচিহ্ন দিতে পারেন)? এই বৈশিষ্ট্য নবাগতদের সম্পাদনার প্রতি নজর রাখার জন্য, তাদের করা ছোট ত্রুটি সংশোধন এবং প্রয়োজনে উৎসাহিত করার জন্য তৈরি।
এবং আপনি জানেন কি যে মেন্টরেরা তাদের পরামর্শগ্রহীতাদের করা পরিবর্তন দেখার জন্য বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তন পাতায় পৃথক ছাঁকনি যোগ করতে পারবেন? সাম্প্রতিক পরিবর্তন পাতায় এই ছাঁকনিসমূহ দেখুন: আপনার চিহ্নিত পরামর্শগ্রহীতা, আপনার চিহ্নিত হয়নি এমন পরামর্শগ্রহীতা।
অন্যান্য উন্নতি
আসন্ন সপ্তাহগুলোতে মেন্টর ড্যাশবোর্ডের কিছু উন্নয়ন করা হবে:
- আমরা মেন্টরদের ছুটি নেয়ার সুবিধা প্রদান করলেও মেন্টরশিপ ছেড়ে যাওয়ার ব্যাপারটি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এটার উন্নতি করা হবে। [৩]
- যেসকল উইকিতে ফ্ল্যাগড রিভিশন আছে, সেগুলোতে পরামর্শগ্রহীতাদের ঝুলে থাকা সম্পাদনা দ্রুত আবিষ্কার করার পন্থা নিয়ে কাজ করা হচ্ছে। [৪]
- নতুন মেন্টরদের জন্য ড্যাশবোর্ড খুঁজে পাওয়া সহজ হবে। [৫]
সাম্প্রতিক পরিবর্তন এবং সংশোধিত ত্রুটি
সম্পাদনা- আমরা একটি নতুন ছবির পরামর্শের এপিআই চালু করেছি। এই এপিআইয়ের মাধ্যমে একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্য আরো বিভিন্ন উইকিতে চালু করা সম্ভব হয়েছে। [৬]
- ১৯ সেপ্টেম্বর থেকে আরো কিছু উইকি নবাগতদের একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি প্রদান করেছে। এই উইকিগুলো হচ্ছে গ্রিক উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, রোমানীয় উইকিপিডিয়া। [৭]
- একটি ছবি যুক্ত করুন বৈশিষ্টয়টি কিছু দিনের জন্য প্রযুক্তিগত কারণে নিষ্ক্রিয় করা হয়েছে। "একটি ছবি যুক্ত করুন" ছবির বদলে একটি শূন্য বাক্য যুক্ত করতো। এটা সংশোধিত হয়েছে। [৮]
- বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা ব্যবহৃত হচ্ছে কীনা, তা জানতে আমরা পাতাটি লোড করা এবং কনফিগারেশন সংরক্ষণ করাটা যাচাই করছি। [৯]
কোনো প্রশ্ন? পরামর্শ?
সম্পাদনাআমাদেরকে জানান! আপনি আমাদের প্রাজিপ্ত পাতাটি পড়তে পারেন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৭:১৯, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Hi
সম্পাদনাউইকিপিডিয়া আমি কি করব এখানে আমার কাজ কি Asadbdwiki (আলাপ) ১১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Asadbdwiki বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত! উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এখানে যে কেউ সম্পাদনা ও নিবন্ধ তৈরী করতে পারে। আপনিও পারবেন। তবে আপাতত আপনার নীড়পাতায় দেখানো পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দিতে পারেন। কিছু না বুঝলে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি কিছু কাজ করেছি এরপর কি করব। Asadbdwiki (আলাপ) ১২:০২, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Asadbdwiki আপনার আলাপ পাতায় দেওয়া স্বাগতবার্তায় কিছু প্রয়োজনীয় লিংক আছে। সেগুলো পড়ে দেখতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১২:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি কিছু কাজ করেছি এরপর কি করব। Asadbdwiki (আলাপ) ১২:০২, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
মোঃ মাহমুদুল হাসান মাছুম-এর প্রশ্ন (১৬:২২, ২৬ সেপ্টেম্বর ২০২২)
সম্পাদনাকিভাবে লিখতে হয়? --মোঃ মাহমুদুল হাসান মাছুম (আলাপ) ১৬:২২, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
The Signpost: 30 September 2022
সম্পাদনা- News and notes: Board vote results, bot's big GET, crat chat gives new mop, WMF seeks "sound logo" and "organizer lab"
- In the media: A few complaints and mild disagreements
- Special report: Decentralized Fundraising, Centralized Distribution
- Discussion report: Much ado about Fox News
- Traffic report: Kings and queens and VIPs
- Featured content: Farm-fresh content
- CommonsComix: CommonsComix 2: Paulus Moreelse
- From the archives: 5, 10, and 15 Years ago: September 2022
অক্টোবর ২০২২
সম্পাদনাপ্রিয় প্রশাসক, একজন জনৈক সম্পাদক গৌতম বুদ্ধ নিবন্ধে ধ্বংসপ্রবণতা দেখাচ্ছেন এবং সেই সাথে বৌদ্ধধর্মাবলাম্বীদের বিশ্বাসে আঘাত করছেন। গৌতম বুদ্ধকে নিয়ে ভুল তথ্য দেওয়া মানে সমগ্র বৌদ্ধ জাতিকে অপমান করা। সেই সাথে তিনি আমাকে হুমকি দিয়েছেন। যা মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও ইংরেজি উইকিপিডিয়ায় এ বিষয়টি সরাসরি নিবন্ধে শুরুতে উল্লেখ না করে আলাদা করে Gautama Buddha in world religions নামক নিবন্ধে আলোচনা করেছে। তাই আমি আপনাকে একান্তই অনুরোধ করছি আপনি এ বিষয়ে হস্তক্ষেপ করুন। Josh Katz 12 (আলাপ) ০১:২৭, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Josh Katz 12 আমি এবিষয়ে অভিজ্ঞ নই। তাই সম্পাদনা যাচাই করতে পারছিনা। আমি আপনাকে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করার অনুরোধ করছি। দয়া করে আলোচনায় ঐকমত্য না হওয়া পর্যন্ত নিবন্ধ পরিবর্তন করবেন না বা সম্পাদনা যুদ্ধ করবে না। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৪:৩৪, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Yahya আপনি দয়া করে Rojer Aurther এর দেওয়া উৎসগুলোর নির্ভরযোগ্যতা যাচাই করে তার সম্পাদনা গ্রহণ করুন আর তাকে বলুন যাতে তিনি আলোচনা করেন। তার দেওয়া উদ্ধৃতিগুলো url সংকটে ভুগছে।
- Usoejw9 (আলাপ) ১৫:২৭, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- এ তথ্যসূত্রগুলো ইতিপূর্বেই Josh Katz 12 দ্বারা যাচাই করা হয়েছে। এগুলোর কোনো ত্রুটি নেই। কারণ এগুলো ইংরেজি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই এতে ভুল থাকার প্রশ্ন উঠে না। ভুল থাকলে তা অনেক আগেই মুছে দেয়া হতো। Rojer Aurther (আলাপ) ১৫:৫৬, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Rojer Aurther এগুলো যাচাই করা হলে url নেই কেন? আর আপনি বারবার ইংরেজি উকিপিডিয়ার কথা বলবেন না কারণ ইংরেজি উইকিপিডিয়ায় অনেক অকার্যকর উৎস আছে। ক্ষমতা থাকলে আলোচনা করুন কাপুরুষের মত আলোচনার বিষয়টি এড়িয়ে যাবেন না।
- Usoejw9 (আলাপ) ১৬:১০, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Usoejw9 অনুগ্রহ করে আলোচনায় ভদ্রতা বজায় রাখুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:১২, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Yahya তাই চেষ্টা করছি যখন নিবন্ধে সবাই সম্পাদনা করতে পারতো তখন তিনি আলোচনার বিষয়টি এড়িয়ে যেতেন আর এখন নিবন্ধ সম্পাদনা করতে পারছেন না তাই আলোচনা করছেন।
- Usoejw9 (আলাপ) ১৬:১৫, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- ভদ্রতা বজায় রাখুন। আপনার অভদ্রতাই বলে দিচ্ছে আপনার সম্পাদনার উদ্দেশ্যে। এটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় যে আপনি ক্ষমতা প্রয়োগ এর কথা বলছেন। Rojer Aurther (আলাপ) ১৬:১৭, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Rojer Aurther প্রথমত আপনি আলোচনা করার কথা এড়িয়ে গিয়ে সম্পাদনা দ্বন্দ্ব করে আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করেন আর তার উপরে অভিযোগ তোলেন যে আমি বল প্রয়োগ করছি? আপনার মন্তব্যটি সত্যিই হাস্যকর।
- Usoejw9 (আলাপ) ১৬:২০, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমরা তো আলোচনাই করছি। আমরা কোনো হাসি তামাশা করার জন্য এভাবে কথা বলছি। আপনি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন। আপনার জন্য আমি চলচ্চিত্রবিষয়ক সম্পাদনা করতে পারছি না। তবুও আমি ধৈর্য ধরেছি। তাহলে আপনি পারবেন না কেন Rojer Aurther (আলাপ) ১৬:২৮, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Rojer Aurther আমার জন্য আপনি কোন নিবন্ধ সম্পাদনা করতে পারছেন না সেটা আমার জানার বিষয় না। আপনি অন্যের হয়ে সম্পাদনা করেছেন গৌতম বুদ্ধ নিবন্ধে। এছাড়া আপনি উৎসগুলো নিজে যাচাই না করে বারবার যোগ করেছেন আর অনাকাঙ্ক্ষিত সম্পাদনা সারাংশ ছেড়েছেন।
- Usoejw9 (আলাপ) ১৬:৩৩, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি একজন দক্ষ উইকিপিডিয়ান। আমি অন্যের হয়ে সম্পাদনা করি না। আমি স্বতন্ত্র সম্পাদক। অন্য উইকিপিডিয়ানদের সাহায্য করে নিবন্ধের উন্নয়ন করি। আমি যাচাই করে দেখেছি তথ্যসূত্রসমূহ। তারপর সম্পাদনা করেছি। তাই আপনি এধরণের কথা বলতে পারেন না। Rojer Aurther (আলাপ) ১৬:৪০, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Rojer Aurther আমি কি ধরনের কথা বলতে পারি সেটা পরে দেখা যাবে। আর আপনি যদি যাচাই করে থাকেন তাহলে url সহ উৎসগুলো নিবন্ধটির আলোচনা পাতায় দিয়ে আপনার দক্ষতার প্রমাণ দিন যাতে করে প্রশাসকমহল দেখতে পারে যে সেখানে ওই কথাটি লেখা।
- Usoejw9 (আলাপ) ১৬:৫৫, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি কতটা দক্ষ সেটা প্রশাসকরা জানেন। তাই আলাদা করে প্রমাণ দেওয়ার দরকার নেই। Rojer Aurther (আলাপ) ১৭:৩৮, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Rojer Aurther তা ঠিক। খুব দ্রুতই তারা আপনার দক্ষতার জন্য আপনাকে উইকিপিডিয়া থেকে ban করবেন। আপনি এতই দক্ষ যে আপনি ব্লগ সাইট এর উৎস দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে বুদ্ধ অবতার নন যেখানে আপনি সোজা বাংলা কথা বুঝলেন না যে অবতার বিষয়টি শুধুমাত্র হিন্দু ও শিখদের। আপনি এতই দক্ষ যে এখন আপনি ঠেলায় পড়ে আলোচনা করছেন নইলে অবাধে সম্পাদনা বাতিল করতেন।
- Usoejw9 (আলাপ) ১৭:৪৩, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আপনি এতটাই নির্বোধ যে জানেনই না উইকিপিডিয়ায় ব্লগ সাইট রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় না। আপনি নিজের অবস্থান দেখেন তারপর আরেকজনকে বলিয়েন। আপনি উইকিপিডিয়ার নীতির বিরোধী অনেক কাজ করেছেন। যা আপনার আইপিকে নিষিদ্ধ করে দিবে। তাই আরেকজনকে থ্রেট দিয়ে লাভ নাই। Josh Katz 12 (আলাপ) ০৭:৩৯, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Josh Katz 12 আচ্ছা! আমি নির্বোধ? তাহলে প্রমাণ করুন যে আমি ব্লগ সাইট দিয়েছি? আসলে আপনি সম্পাদনা সারাংশ দেখেন নাতো তাই এই কথা বলছেন। অন্ধের মতো নিজের ইচ্ছায় সম্পাদনা না করে একবার আমার দেওয়া উৎসগুলো ঘেঁটে দেখেন। আপনার হয়ে যে সম্পাদনা করেছেন তিনি ব্লগ সাইট দিয়েছিলেন বুদ্ধ যে অবতার নন তা প্রমাণের জন্য। আইপি আপনার নিষিদ্ধ হবে আমার না।
- Usoejw9 (আলাপ) ০৮:০৪, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আপনি এতটাই নির্বোধ যে জানেনই না উইকিপিডিয়ায় ব্লগ সাইট রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় না। আপনি নিজের অবস্থান দেখেন তারপর আরেকজনকে বলিয়েন। আপনি উইকিপিডিয়ার নীতির বিরোধী অনেক কাজ করেছেন। যা আপনার আইপিকে নিষিদ্ধ করে দিবে। তাই আরেকজনকে থ্রেট দিয়ে লাভ নাই। Josh Katz 12 (আলাপ) ০৭:৩৯, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি কতটা দক্ষ সেটা প্রশাসকরা জানেন। তাই আলাদা করে প্রমাণ দেওয়ার দরকার নেই। Rojer Aurther (আলাপ) ১৭:৩৮, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি একজন দক্ষ উইকিপিডিয়ান। আমি অন্যের হয়ে সম্পাদনা করি না। আমি স্বতন্ত্র সম্পাদক। অন্য উইকিপিডিয়ানদের সাহায্য করে নিবন্ধের উন্নয়ন করি। আমি যাচাই করে দেখেছি তথ্যসূত্রসমূহ। তারপর সম্পাদনা করেছি। তাই আপনি এধরণের কথা বলতে পারেন না। Rojer Aurther (আলাপ) ১৬:৪০, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমরা তো আলোচনাই করছি। আমরা কোনো হাসি তামাশা করার জন্য এভাবে কথা বলছি। আপনি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন। আপনার জন্য আমি চলচ্চিত্রবিষয়ক সম্পাদনা করতে পারছি না। তবুও আমি ধৈর্য ধরেছি। তাহলে আপনি পারবেন না কেন Rojer Aurther (আলাপ) ১৬:২৮, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Usoejw9 অনুগ্রহ করে আলোচনায় ভদ্রতা বজায় রাখুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:১২, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- এ তথ্যসূত্রগুলো ইতিপূর্বেই Josh Katz 12 দ্বারা যাচাই করা হয়েছে। এগুলোর কোনো ত্রুটি নেই। কারণ এগুলো ইংরেজি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই এতে ভুল থাকার প্রশ্ন উঠে না। ভুল থাকলে তা অনেক আগেই মুছে দেয়া হতো। Rojer Aurther (আলাপ) ১৫:৫৬, ১৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
মোঃ শাহীনুর আলম-এর প্রশ্ন (১১:৫২, ৯ অক্টোবর ২০২২)
সম্পাদনাআমি কি আমার লেখা আর্টিকেল উইকিপিডিয়ায় প্রকাশ করতে পারি? --মোঃ শাহীনুর আলম (আলাপ) ১১:৫২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @মোঃ শাহীনুর আলম জ্বি, পারবেন। উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ। এখানে যে কেউ সম্পাদনা বা নিবন্ধ তৈরি করতে পারে। আপনার আলাপ পাতার স্বাগত বার্তাটিতে একটি নতুন নিবন্ধ তৈরির পদ্ধতি ও বেশ কিছু প্রয়োজনীয় লিংক দেওয়া আছে। অনুগ্রহ করে সেটি পড়ে দেখুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:৫০, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
এম আর জুয়েল-এর প্রশ্ন (১৬:১২, ১১ অক্টোবর ২০২২)
সম্পাদনাধন্যবাদ --এম আর জুয়েল (আলাপ) ১৬:১২, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
অনুবাদ বিজ্ঞপ্তি: Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Consultation Close
সম্পাদনাপ্রিয় Yahya,
আপনাকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে কারণ আপনি Meta ওয়েবসাইটটিতে বাংলা ভাষায় অনুবাদ করতে একজন অনুবাদকারী হিসেবে নাম লিখিয়েছিলেন। Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Consultation Close পাতাটি এখন অনুবাদের জন্য উপলব্ধ রয়েছে। আপনি এখানে গিয়ে এটি অনুবাদ করতে পারেন:
এই পাতাটির অগ্রাধিকার হল মধ্যম।
আপনার সাহায্য অত্যন্ত প্রশংসার দাবিদার। আপনার মত অনুবাদকগণই Meta-কে একটি সত্যিকারের বহুভাষী সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।
আপনি আপনার বিজ্ঞপ্তির পছন্দসমূহ পরিবর্তন করতে চাইলে এখানে যান।
আপনাকে ধন্যবাদ!
Meta অনুবাদ সমন্বয়কারী, ০২:১৮, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব,হবিগঞ্জ
সম্পাদনাআসালামু আলাইকুম স্যার আসলে আমাদের জেলার কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের কিছু তথ্য লিপিবদ্ধ করতে সমস্যা হচ্ছে এবং আমাদের ইউজার নাম চেইঞ্জ কিভাবে করব প্লিজ হেল্প? 103.145.247.18 (আলাপ) ১০:২৯, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)
ডি (প্রোগ্রামিং ভাষা) নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনা@Yahya আপনার তৈরি করা ডি (প্রোগ্রামিং ভাষা) নিবন্ধটিতে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। যেমন: নিবন্ধটির তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী ঠিক নেই। হয়তো ভুলে গিয়েছেন, তাই মনে করিয়ে দিলাম। এছাড়া যেকোনো প্রয়োজনে আপনার মেন্টরকে জানান অথবা আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ।মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:২৭, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)