মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৫:৩০, ১ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

{{সাহায্য করুন: আমি কোন অসম্পূর্ণ বা, অনাকাঙ্ক্ষিত wiki page কে কিভাবে report করব???--Sayom Shakib (আলাপ)}}

যেকোন প্রকার অসম্পূর্ণ নিবন্ধ রিপোর্ট করার চেয়ে কয়েক লাইন যুক্ত করে সেটিকে সম্পূর্ণ করাটা ভালো। তবে নিতান্তই ভ্যন্ডালিজম যদি হয় তাহলে {{দ্রুত অপসারণ টেমপ্লেট}} ব্যবহার করতে পারেন। যদি দ্রুত অপসারণ কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেটি ঠিক করতে না পারেন তাহলে প্রশাসকদের আলোচনাসভায় রিপোর্ট করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৯, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ --Sayom Shakib (আলাপ) ০৭:১১, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Sayom Shakib। Masum Ibn Musa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১২:২৭, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:২৭, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফ্রুক্টোজ পাতায় সম্পাদনা

সম্পাদনা

প্রিয় সায়ম, ফ্রুক্টোজ পাতায় সম্পাদনার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া একটি সার্বজনীন বিশ্বকোষ, তাই এটি সাধারণ ভাষায় লিখা উচিত, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। বিজ্ঞানের বিষয় হলেও যেন কঠিন কঠিন তত্বকথা না থাকে। আশা করছি সাধারণের ভাষায় লেখার চেষ্টা করবেন। Happy Editing--Aasif (আলাপ) ০৬:০৫, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি) -উত্তর দিন

ধন্যবাদ Aasifভাইয়া। ভবিষ্যতে সহজ ভাষায় লেখার চেষ্টা করব। কিন্তু, ফ্রুক্টোজ আদৌ কোন সাধারণ বিষয় নয়। তাই কিছু উচ্চতর শব্দ প্রয়োগ ব্যাতীত কিভাবে এই নিবন্ধটি সম্পন্ন করব? সাহায্য প্রার্থনা করছি। --Sayom Shakib (আলাপ) ০৬:২৩, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় সায়ম ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিলাম, তাই আমিও পারি না সাধারণের বোধগম্য করে লিখতে। আমার লেখার ভাষা অনেকেই সংশোধন করে দেয়। আমি পারতঃ পক্ষ্যে বিজ্ঞানের বিষয়ে লিখি না, কঠিন হয়ে যায় ভয়ে। তাই আপনাকে সমাধান দিতে পারছিনা, আপনি প্রশাসক/নিরীক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে চেষ্টা করবেন যাতে নিবন্ধের ভাষা যাতে কঠিন না হয়ে যায়। ধন্যবাদ - --Aasif (আলাপ) ১৬:১৯, ২৩ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Sayom Shakib। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:৫২, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:৫২, ২১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Sayom Shakib। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১০:৪৮, ২২ মার্চ ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Ibrahim Husain Meraj (আলাপ) ১০:৪৮, ২২ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা পুর্বাবস্থায় নেওয়া

সম্পাদনা

সুপ্রিয়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় নিবন্ধে আমার সম্পাদনা পূর্বাবস্থায় কেন নেওয়া হল বুঝলাম না। দ্বিতীয়ত নিবন্ধে অনেক অবিশ্বকোষীয় তথ্য যোগ করেছেন যেমন উইকি শিক্ষকের তালিকা তৈরির যায়গা নয়, এবং প্রায় লেখা বোল্ড করেছেন। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ০৬:৫০, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

   : প্রিয় কায়সার আহমাদ, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় নিবন্ধ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হল। -Sayom Shakib (আলাপ) ০৭:০৪, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
 
সুপ্রিয় Sayom Shakib,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় Sayom Shakib,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ট্রান্সলেশন (জীববিজ্ঞান) দ্রুত অপসারণ

সম্পাদনা
 

ট্রান্সলেশন (জীববিজ্ঞান) নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

নিবন্ধটি অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় আয়োজকদের আলোচনার ভিত্তিতে এডিটাথনের তালিকাভুক্ত করা হলো

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ০৪:২৭, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)