বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০১:০২, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নটর ডেম কর্মশালা ও এডিটাথন

সম্পাদনা
 
সুপ্রিয় অবদানকারী,

নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া একাধিক নিবন্ধ এডিটাথনে গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না। এডিটাথনের আয়োজকদলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। — অংকন (আলাপ) ১৪:৪৩, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ পদক

সম্পাদনা
অভিনন্দন পদক
• নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ •

 

সুপ্রিয় নবীন সম্পাদক,
উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম!
নটর ডেম পরিবারের একজন হয়ে নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ এ অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের সকল মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেয়ার আন্দোলনে অংশ নেয়ার জন্য উইকিমিডিয়া বাংলাদেশনটর ডেম ইংলিশ ক্লাব-এর পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট পদক প্রদান করা হলো। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৬:৩৮, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ

সম্পাদনা
সুপ্রিয় Saiful Islam Rafti, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:০৬, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন