উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ

(উইকিপিডিয়া:নডেক থেকে পুনর্নির্দেশিত)
প্রধান পাতাআলোচনানিবন্ধ তালিকাযোগ দিনটেমপ্লেটসমূহপ্রকল্পের নথিপত্র

উইকিপ্রকল্প নটর ডেমে কলেজের প্রধান পাতায় আপনাকে স্বাগত।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
  • নটর ডেম কলেজ ও এর ভ্রাতৃপ্রতিষ্ঠান সংক্রান্ত নিবন্ধসমূহের মানোন্নয়ন;
  • নটর ডেম কলেজের শিক্ষকবৃন্দ[টীকা ১] ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের[টীকা ১] নিবন্ধসমূহ এবং এর সাথে সংশ্লিষ্ট নিবন্ধসমূহের উন্নয়ন;
  • নটর ডেম কলেজের শিক্ষার্থীদের মধ্যে উইকিপিডিয়ার কার্যক্রমের প্রসার এবং নবাগত উইকিপিডিয়ান হিসেবে তাঁদের সহায়তা প্রদানের প্লাটফর্ম তৈরি।
কার্যক্রম

এই উইকিপ্রকল্প নটর ডেম কলেজ, ঢাকা ও এর মূল সংগঠন পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের অধীন প্রতিষ্ঠান এবং নটর ডেম কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের জন্য একটি সহযোগিতামূলক প্রকল্প। এর কার্যক্রমের অন্তর্ভুক্ত–

  • সংশ্লিষ্ট নিবন্ধের এই তালিকাটি রক্ষণাবেক্ষণ এবং মূল্যায়ন
  • নিবন্ধসমূহের মানোন্নয়ন:
    • তথ্যের অনুসন্ধান এবং নিবন্ধসমূহের সম্প্রসারণ;
    • ভালো নিবন্ধ ও নির্বাচিত নিবন্ধ পর্যন্ত মানোন্নয়ন;
    • নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধের হালনাগাদ এবং তথ্যের অনুসন্ধান ও তথ্য যোগ।
  • নটর ডেম কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে নবাগত উইকিপিডিয়ানদের সহায়তার জন্য ফোরাম হিসেবে কাজ করা।
অংশগ্রহণ

নটর ডেম কলেজের শিক্ষার্থীরা যেমন উইকিপ্রকল্পে অংশগ্রহণ করতে পারেন; এছাড়া অন্য ব্যবহারকারীরাও উইকিপ্রকল্পে অবদান রাখার জন্য উন্মুক্ত। অর্থাৎ যেকোনো উইকিপিডিয়া ব্যবহারকারীই উইকিপ্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। উইকিপ্রকল্পের সদস্য হওয়ার জন্য এখানে আপনার নাম যুক্ত করুন।

আমাদের অর্জন

নটর ডেম কলেজ, ঢাকা” নিবন্ধটিকে পর্যায়ক্রমে নির্বাচিত নিবন্ধ পর্যায়ের উন্নয়নে কার্যকর পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে পারস্পরিক সহানুভূতিশীলতার নবরূপায়ন হিসেবে এই প্রকল্পটিকে সংগঠিত করা হয়েছে। কাজেই, নিবন্ধটি আমাদের প্রাথমিক ও প্রধান অর্জন এবং ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা। এছাড়া, প্রকল্পের অন্যান্য অর্জনের পূর্ণাঙ্গ নথি দেখুন এখানে

অন্যান্য

নবাগত নটরডেমিয়ান-উইকিপিডিয়ানদের সহায়তা প্রদানের জন্য ফোরাম হিসেবে ফেসবুকে “” নামক গ্রুপটি পরিচালনা করা হয়। গ্রুপের লিংক:

উইকিপ্রকল্পের সহযোগিতায়:
রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ (রসনিমা)
উইকিপ্রকল্পের ফেসবুক গ্রুপ: