সংগ্রহশালা ১ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

তথ্যসূত্র টেমপ্লেট

ভাই, অনুগ্রহ করে তথ্যসূত্র টেমপ্লেট থেকে 30em সরাবেন না। এছাড়া আমি https://w.wiki/5coo জাতীয় সম্পাদনার যুক্তি দেখি না। এটা যদি নিবন্ধে অন্যান্য সম্পাদনার সাথে করেন, তবে চলে কিন্তু কেবল 2 কে ২ করতে সম্পাদনার যুক্তি দেখি না। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৪, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

আচ্ছা — SHEIKH (আলাপন) ২১:৩১, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

অ্যাডব্লক নিয়ে Anamul0111-এর প্রশ্ন (১০:৪১, ২৯ আগস্ট ২০২২)

আমি কেমনে কাজ করতে পারি --Anamul0111 (আলাপ) ১০:৪১, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)

আপনি কি ধরনের কাজ করতে চান?? — SHEIKH (আলাপন) ১৭:৪৬, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)

Jaber Ahmed Nahid-এর প্রশ্ন (০৭:৫৩, ৩১ আগস্ট ২০২২)

জাবের আহমদ নাহিদ, গ্রামঃ কাছারিপাড়া উপজেলা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা --Jaber Ahmed Nahid (আলাপ) ০৭:৫৩, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি)

ব্যবহারকারী:Sattar422 নিয়ে Sattar422-এর প্রশ্ন (০৬:০৪, ৬ সেপ্টেম্বর ২০২২)

শুভ সকাল আমাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ হবো --Sattar422 (আলাপ) ০৬:০৪, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

এই পাতার নির্দেশনা অনুসরণ করুন। কোন সমস্যা হলে আমাকে বলুন। — SHEIKH (আলাপন) ১৩:০৯, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

Mosaddek Hasan-এর প্রশ্ন (১৩:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২২)

আসসালামু আলাইকুম ভাইয়া,আমি একজন নতুন মানুষ। আমি কী আমার নিজের সম্পর্কে একটি নিবন্ধ করতে পারবো। --Mosaddek Hasan (আলাপ) ১৩:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

@Mosaddek Hasan: সুধী, উইকিপিডিয়ায় আপনি নিজেকে নিয়ে নিবন্ধ লিখতে পারবেন না এবং অন্য কাউকে নিয়ে লিখলেও তাঁকে উল্লেখযোগ্য হতে হবে। একটি নতুন নিবন্ধ তৈরির টিউটোরিয়াল পাবেন এখানে। তার আগে এই পাতাটিও পড়ে নিন। বাংলা উইকিপিডিয়ায় সকল বার্তা বাংলায় লেখার অনুরোধ থাকবে। কীভাবে সম্পাদনা শুরু করবেন বুঝতে না পারলে আপনার নীড়পাতার নির্দেশনা অনুসরণ করতে পারেন। আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। — SHEIKH (আলাপন) ০৫:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

Mohammad Zakaria Al Fahim-এর প্রশ্ন (১৭:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২২)

Hello,আসসালামু আলাইকুম --Mohammad Zakaria Al Fahim (আলাপ) ১৭:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

ওয়ালাইকুম উসসালাম। কোন প্রয়োজনে বলুন। — SHEIKH (আলাপন) ০৪:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

S. Mohiuddin Ahmed-এর প্রশ্ন (১৯:২২, ১৩ সেপ্টেম্বর ২০২২)

ami ki vabe amar bio write korte parbo --S. Mohiuddin Ahmed (আলাপ) ১৯:২২, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

সুধী, উইকিপিডিয়ায় আপনি নিজেকে নিয়ে নিবন্ধ লিখতে পারবেন না এবং অন্য কাউকে নিয়ে লিখলেও তাঁকে উল্লেখযোগ্য হতে হবে। একটি নতুন নিবন্ধ তৈরির টিউটোরিয়াল পাবেন এখানে। তার আগে এই পাতাটিও পড়ে নিন। বাংলা উইকিপিডিয়ায় সকল বার্তা বাংলায় লেখার অনুরোধ থাকবে। কীভাবে সম্পাদনা শুরু করবেন বুঝতে না পারলে আপনার নীড়পাতার নির্দেশনা অনুসরণ করতে পারেন। আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। — SHEIKH (আলাপন) ২২:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

ব্যবহারকারী:Abdur Nur Shiam নিয়ে Abdur Nur Shiam-এর প্রশ্ন (০১:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২২)

আমি কিভাবে উইকিপিডিয়ায় নতুন একটি নিবন্ধন করব? --Abdur Nur Shiam (আলাপ) ০১:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

@Abdur Nur Shiam: সুধী! বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম! আপনি বিভিন্ন পদ্ধতিতে কোন নিবন্ধে তথ্য যোগ করতে পারবেন।
নিবন্ধ সম্পাদনা
  • আপনি যেকোন বাংলা নিবন্ধের অনুচ্ছেদের ডানপাশের কলম আইকন বা [সম্পাদনা] লিখায় ক্লিক করলে সম্পাদনার পাতা লোড হবে। সেখানে আপনি প্রয়োজনীয় তথ্য যোগ করতে পারবেন। তবে আপনাকে পরামর্শ হল, একই নিবন্ধের ইংরেজি সংস্করণ থেকে তথ্য অনুবাদ করে বাংলা নিবন্ধে যোগ করবেন।
  • উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে কিছু কোড সম্পর্কে ধারণা থাকা দরকার। এই সম্পর্কে জানতে এখানে থাকা ছকে দেখুন।
  • নিবন্ধে কীভাবে ছবি যোগ করতে হয় (আপনাকে পরামর্শ হল, একই নিবন্ধের ইংরেজি সংস্করণে থাকা ছবি যোগ করবেন) তা জানতে এখানে থাকা ছকে দেখুন। এছাড়া এখানে দেখুন
নতুন নিবন্ধ তৈরি
  • আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন,
  • তাহলে ইংরেজি নিবন্ধটাতে যান। সেখানে বাম পাশে বিভিন্ন ভাষার লিংকের মধ্যে যদি "বাংলা" লেখাটি নীল রঙে থাকে, তাহলে সেটি বাংলা নিবন্ধ আছে। তাহলে ইংরেজি নিবন্ধের বিভিন্ন অনুচ্ছেক্দ আলাদা আলাদা ভাবে অনুবাদ করে বাংলায় যোগ করুন।
"বাংলা" লেখাটি ধুসর রঙে থাকে তাহলে তা বাংলায় নেই। এক্ষেত্রে ওই "বাংলা" লেখাটিতে ক্লিক করুন। এরপর, নীল "অনুবাদ করুন" বাটনে ক্লিক করুন।
  • অথবা এখানে যান। অনুসন্ধান বাক্সে যেই নিবন্ধ নিয়ে কাজ করতে চান, সেটির ইংরেজি নিবন্ধের নাম লিখুন ও "অনুবাদ শুরু করুন" ক্লিক করুন। তারপর যে পৃষ্ঠা আসবে তাতে অনুবাদ করুন ও পরিশেষে নিবন্ধ প্রকাশ করুন।
  • অথবা, আপনার ব্রাউজারের এক ট্যাবে বাংলা নিবন্ধ (যা নিয়ে কাজ করতে চান) ও অপর ট্যাবে ইংরেজি নিবন্ধ খুলুন। এবার ইংরেজি নিবন্ধ দেখে দেখে, বাংলা নিবন্ধে তথ্য যোগ করুন। ও হ্যাঁ, তথ্য যোগ করতে সম্পাদনা করতে [সম্পাদনা] লেখায় ক্লিক করুন।
  • আর যদি মোবাইল ব্যবহারকারী হন:
  • তহলে প্রথমে ব্রাউজারের এক ট্যাবে বাংলা নিবন্ধ (যেটি নিয়ে কাজ করতে চান) খুলুন। এবার কলম আইকনে ক্লিক করুন। অপর ট্যাবে সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটি খুলুন। এবার ইংরেজি নিবন্ধ দেখে দেখে, বাংলা নিবন্ধে লেখা অনুবাদ করে যোগ করুন।
  • অথবা, পুরো ইংরেজি নিবন্ধের লেখা অনুলিপি (কপি) করে এনে আপনার খেলাঘরে যোগ করুন। (যোগ করতে কলম আইকনে ক্লিক করুন) এবার খেলাঘরে ইংরেজি লাইনগুলি অনুবাদ করুন। কাজ শেষ হলে, বাংলা লেখাগুলি সংশ্লিষ্ট বাংলা নিবন্ধে যোগ করুন।
  • অথবা, আপনার ব্রাউজারে ডেস্কটপ মোড চালু করুন। তারপর এখানে যান এবং নতুন অনুবাদ লেখায় ক্লিক করুন। অনুসন্ধান বাক্সে যে নিবন্ধ নিয়ে কাজ করতে চান, সেটির নাম লিখুন ও "অনুবাদ শুরু করুন" ক্লিক করুন। তারপর যে পৃষ্ঠা আসবে তাতে অনুবাদ করুন ও পরিশেষে নিবন্ধ প্রকাশ করুন।
(এই পদ্ধতিটি ছোট স্ক্রিনের ফোনে ঝামেলাপূর্ণ হতে পারে, তবে বড় স্ক্রিনের ফোনে অনায়াসে করা যাবে।) না বুঝলে এখানে প্রশ্ন করুন।
SHEIKH (আলাপন) ০৪:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

আখি-এর প্রশ্ন (১৬:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২২)

মস্তিক কাকে বলে --আখি (আলাপ) ১৬:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

@আখি আপনি কি মস্তিষ্ক বুঝাতে চেয়েছেন? তাহলে এটি পড়তে পারেন। ধন্যবাদ। — SHEIKH (আলাপন) ১৬:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

Growth team newsletter #22

১৭:১৯, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

MdShihabUddin20-এর প্রশ্ন (০৭:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২২)

I am finding understanding economics books solution. Writer this book mark lovewell, please help me given this solution. --MdShihabUddin20 (আলাপ) ০৭:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

Md golam kibria80-এর প্রশ্ন (০৭:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২২)

good evening sir, i like to write deafferents articles on deafferents Topics --Md golam kibria80 (আলাপ) ০৭:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক

  নিরলস অবদানের জন্য পদক
শেখ ভাই, আপনার নিরলস পরিশ্রম দ্বারা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার মত অভিজ্ঞ সম্পাদকের কাছে উইকি পরিবার নিঃসন্দেহে কৃতজ্ঞ। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এই উইকি পদক গ্রহন করুন। :) ~ নোমান (আলাপঅবদান) ১০:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
স্বাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ। — SHEIKH (আলাপন) ০৭:১৭, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)

রোম্যান্টিক ঔপন্যাসিকদের তালিকা নিয়ে Tangir Ahmed-এর প্রশ্ন (০৩:১৫, ১৪ নভেম্বর ২০২২)

Sir Ami EKTA রোমান্স উপন্যাস porte chai --Tangir Ahmed (আলাপ) ০৩:১৫, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize!

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (আলাপ) ১৫:২১, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)

(on behalf of the WCI Organizing Committee)

Growth team newsletter #23

২০:৫৮, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)

On Behalf of, WCI 2023 Core organizing team.

মোবাইলের উন্নতি - আপনি কি মনে করেন তা আমাদের জানান!

হাই, আমার নাম স্যাম এবং আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন প্রোডাক্ট ম্যানেজার। আমার টিম উইকিপিডিয়ার মোবাইল ওয়েবসাইটে উন্নতি করার জন্য কাজ করছে, এবং একজন সম্পাদক হিসাবে যিনি মোবাইল ওয়েবে প্রচুর পরিমাণে সম্পাদনা করেছেন, আমরা সত্যিই আপনার ইনপুটের প্রশংসা করি।

আমরা বর্তমানে ডিফ পৃষ্ঠার জন্য নতুন ডিজাইন অন্বেষণ করছি যা আপনি আমাদের টিমের প্রকল্প পৃষ্ঠায় পড়তে পারবেন। মোবাইলে ডিফ সম্পর্কে এই মুহুর্তে আপনি কী ভাবছেন এবং আমরা কিভাবে সেগুলিকে আরও ভাল করতে পারি সে সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। অনুগ্রহ করে সেখানে যান এবং আপনি কি মনে করেন তা আমাদের জানান!

আমরা আপনাকে জানাতে চাই যে আমরা একটি নিউজলেটার শুরু করছি। মোবাইল ওয়েব অভিজ্ঞতায় আমরা যে পরিবর্তনগুলি করছি তার সাথে আপনি যদি আপ টু ডেট থাকতে চান তবে আপনি আমাদের নিউজলেটারের জন্য সাইন আপ করতে পারেন।

যেহেতু আমাদের দলে সাবলীল [বাংলা] ভাষী নেই তাই আমরা আপনার প্রতিক্রিয়ার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি কিন্তু আমরা আমাদের প্রকল্পের পৃষ্ঠাগুলিতে আপনার পোস্ট করা সমস্ত কিছু পড়ব এবং অনুবাদ করব। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Samwalton9 (WMF) (talk) ১১:৫১, ২১ সেপ্টেম্বর ২০২২‎ (ইউটিসি)

ব্যবহারকারী:Md Shaon Tati নিয়ে Md Shaon Tati-এর প্রশ্ন (০৮:৩৮, ১১ ডিসেম্বর ২০২২)

-শার্লক হোমস এর রচনা সমগ্রকে আমি খুব ভালো ভাবে পড়েছি😊। তাই আমি এই আধুনিকতায় শার্লক হোমস কে নতুন রূপে ফেরাতে চাই🥀। -আমি লিখতে চাই শার্লক হোমস কে নিয়ে,, সবার মাঝে আমি শার্লক হোমস কে নতুন রূপে ফেরাতে চাই..!!

-আমাকে এই বিষয়ে আপনারা আমাকে কি কোনো ভাবে সাহায্য করতে পারেন.....???

ইতি মোঃ শাওন তাঁতি --Md Shaon Tati (আলাপ) ০৮:৩৮, ১১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড আপনি আগে এটা পড়ে নিন। — SHEIKH (আলাপন) ১০:৫১, ১১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ০৮:১১, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)

On Behalf of, WCI 2023 Organizing team

Growth team newsletter #24

১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)

এজেড নিউজ বিডি-এর প্রশ্ন (১৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৩)

আসসালামু আলাইকুম। আমি এজেড নিউজ বিডি ডটকমের সম্পাদক। আমি বহুল তথ্য ভান্ডার উইকিপিডিয়াতে আমাদের অনলাইন পত্রিকার একটি পরিচিতি একাউন্ট তৈরি করতে চাচ্ছি। আমাকে সাহায্য করবেন। --এজেড নিউজ বিডি (আলাপ) ১৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

প্রিয় SHEIKH,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

নারী

রানা সংশার কাজ

37.111.243.165 (আলাপ) ১১:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

উইকিপিডিয়ায় নতুনদের অভিজ্ঞতার উন্নতিতে আপনার মতামত কাম্য!

সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আপনি হয়ত জানেন যে উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রোথ দল ইতিবাচক প্রেরণা প্রকল্প নিয়ে কাজ করছে, যা নতুন অবদানকারীদের ধরে রাখার লক্ষ্যে কাজ করছে। নিচের নকশা এবং প্রশ্নগুলো মূলত এই বৈশিষ্ট্যের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই বৈশিষ্ট্য এবং নকশা নতুন অবদানকারীদের কাজ শুরু করতে এবং নবাগতরা করতে পারেন এমন নতুন ধরনের পরামর্শকৃত সম্পাদনার কাজ করতে উৎসাহ দেবে। অন্য সব গুরুত্বপূর্ণ গ্রোথ বৈশিষ্ট্যের মত আমরা ক/খ পরীক্ষণের মাধ্যমে নতুন এ বৈশিষ্ট্যের কার্যকারিতা পর্যবেক্ষণ করব। এই আলোচনা প্রথম দফায় পাওয়া মন্তব্যের উপর ভিত্তি করে শুরু হচ্ছে। আমরা এই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাই।

 
সম্পাদনা-পরবর্তী বার্তা।
নীড়পাতা থেকে সহজ ধরনের কাজ করেন এমন অবদানকারীদের নিয়ে প্রশ্ন

আমরা সহজ সম্পাদনা শেষ করেছেন এমন নবাগতকে নিচের নকশাটি দেখাতে চাই।

  • এই নকশা নিয়ে আপনার উইকির নবাগতদের পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করবে?
  • দ্বিতীয় ধাপে আমরা সম্প্রদায়কে এই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সুবিধা (কতদিন ধরে অবদান রাখতে হবে, সম্পাদনা সংখ্যা, ইত্যাদি) দিতে চাই। কী ধরণের নিয়ন্ত্রণ সম্প্রদায়কে দিলে ভালো হয় বলে মনে করেন?
নতুন অবদানকারীদের একটি সম্পাদনা শেষ করার পরের (সম্পাদনা-পরবর্তী বিজ্ঞপ্তি) বার্তা নিয়ে প্রশ্ন

আমরা এই নকশা দেখাতে চাই:

  • এই নকশা কি নবাগতদের পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করবে?
  • একটি সম্পাদনাও শেষ হয়নি, এমন নবাগতদের কি এই বার্তা উৎসাহ দেবে?
  • দ্বিতীয় ধাপে আমরা আপনার সম্প্রদায়কে এই বৈশিষ্ট্যের সুবিধা (কতদিন ধরে অবদান রাখতে হবে, সম্পাদনা সংখ্যা, ইত্যাদি) দিতে চাই। কী ধরণের নিয়ন্ত্রণ সম্প্রদায়কে দিলে ভালো হয় বলে মনে করেন?

আপনার মতামত আমাদের জন্য অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সময়ের জন্য ধন্যবাদ!উইকিপিডিয়ায় নতুনদের অভিজ্ঞতার উন্নতিতে আপনার মতামত কাম্য! Ankan (WMF) (আলাপ) ০৯:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

ব্যবহারকারী আলাপ:FARMER নিয়ে Jannatul Nur orthy-এর প্রশ্ন (২২:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩)

কি --Jannatul Nur orthy (আলাপ) ২২:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা প্রেরণ

সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আমরা আপনার বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড-এ একটি নতুন মডিউল বসানোর কথা ভাবছি। এই মডিউল সেই সকল পরামর্শগ্রহীতার নাম প্রদর্শন করবে, যারা নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ।

 
প্রশ্নাবলী ১-এর জন্য।

যেমন, এই স্ক্রিনশটে এমন একজন পরামর্শগ্রহীতাকে দেখানো হচ্ছে যিনি মোট ২০টি অবদান রেখেছেন, এবং শেষ ৪৮ ঘণ্টায় কোনো পুনর্বহালকৃত সম্পাদনা নেই। এই মানদণ্ডের কিছু প্যারামিটার সেটিংস থেকে পরিবর্তন করা যাবে। এই স্ক্রিনশটে এটাও দেখা যাচ্ছে যে তিনি ৩টি ধন্যবাদ পেয়েছেন এবং একটানা ২দিন অবদান রেখেছেন। এরপরে, আপনি চাইলে তাদের সম্পাদনা যাচাই করে "প্রশংসা পাঠান"-এ ক্লিক করতে পারবেন। এই প্রশংসা বার্তার স্থলে একটি পূর্বনির্ধারিত বার্তা চলে আসবে, যা আপনি সম্পাদনা করে প্রকাশ করবেন। প্রকাশ করার সময় আপনি নবাগতের আলাপ পাতায় পুনর্নির্দেশিত হবেন।

একাধিক গবেষণায় দেখা গেছে যে অভিজ্ঞ অবদানকারী বা মেন্টরের প্রশংসা নবাগতদের সম্পাদনার কার্যকলাপকে তরান্বিত করে তোলে [২১]। আর তাই মেন্টর হিসেবে প্রশংসা করার জন্য আপনিই যোগ্যতম ব্যক্তি।

প্রশ্নাবলী ১

  • এই নতুন মডিউল কি পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা পাঠাতে আপনাকে উৎসাহিত করবে?
  • প্রশংসা করার জন্য পরামর্শগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য কি আপনার কাছে আছে?
  • আপনি কি মনে করেন কিছু মেন্টর এই ভেবে দ্বিধাবোধ করতে পারেন যে এখানে বোঝা যাচ্ছে না অতিরিক্ত কোনো ধাপ আছে কীনা (আলাপ পাতায় গিয়ে বার্তা প্রকাশ করা)?
  • এই বৈশিষ্ট্য নিয়ে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ?
 
প্রশ্নাবলী ২-এর জন্য।

দ্বিতীয়ত, আমরা চাই এই নতুন মডিউলটি সবার জন্য কাজ করুক, তাই আমরা চাই মেন্টররাই যেন সেটিংস ঠিক করতে পারেন। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদনার সংখ্যা নির্ধারণ করতে পারবেন যা একজন নবাগতকে প্রশংসার যোগ্য হিসেবে বিবেচিত করবে। তারপর আপনি পূর্বনির্ধারিত বার্তা ব্যবহার করতে পারবেন। এই বার্তাটি নবাগতকে প্রশংসা পাঠানোর সময় ব্যবহৃত হবে। বার্তার বিষয় এবং বিষয়বস্তু উভয়ই আগে থেকে ঠিক করা যেতে পারে।

পরিশেষে, যখন একজন পরামর্শগ্রহীতা আপনার মানদণ্ডের সাথে মিলে যাবে, তখন যেন আপনি একটি বিজ্ঞপ্তি পান, সেটা সেটিংস থেকে ঠিক করে রাখতে পারেন।

প্রশ্নাবলী ২

  • প্রশংসা করার ক্ষেত্রে পরামর্শগ্রহীতা খুঁজে পাওয়ার জন্য সম্পাদনার সময়সীমা নির্ধারণ করার সেটিংস নিয়ে কি আপনি সন্তুষ্ট?
  • আমরা কি একটি পূর্বনির্ধারিত বার্তা প্রদান করব, যা আপনি পরে সম্পাদনা করতে পারবেন?
  • আপনি কি প্রশংসাযোগ্য নবাগত পাওয়া গেলে সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি পেতে চাইবেন?
  • মডিউলের সেটিংসে আপনি কি নতুন কোনো সেটিংস দেখতে চান?

আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ১৯:০৮, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

হেরাত ইকবাল-এর প্রশ্ন (১৪:৩১, ২২ মার্চ ২০২৩)

জনাব! আমি কিভাবে নিবন্ধে ছবি যুক্ত করতে পারি --হেরাত ইকবাল (আলাপ) ১৪:৩১, ২২ মার্চ ২০২৩ (ইউটিসি)

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

 
সুপ্রিয় SHEIKH, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:০৬, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #25

১৩:১০, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

ইয়াহিয়া আবু ইসহাক নিয়ে Sahadat wiki-এর প্রশ্ন (০৮:২৮, ১৪ মে ২০২৩)

আমি কী নবীজীর সম্পূর্ণ জীবনীগ্রন্থ পাবো? --Sahadat wiki (আলাপ) ০৮:২৮, ১৪ মে ২০২৩ (ইউটিসি)

হ্যা; পেতে পারেন — SHEIKH (আলাপন) ১৮:০৫, ১৫ মে ২০২৩ (ইউটিসি)

বাতিল

বাতিল করার কারন জানতে পারি 103.107.123.220 (আলাপ) ১৯:৪৫, ২২ মে ২০২৩ (ইউটিসি)

সুধী, আপনি আইপি থেকে সম্পাদনা না করে অ্যাকাউন্টে লগিন করে সম্পাদনা করুন। আইপি থেকে করলে আমরা বুঝতে পারিনা। আপনার কি অনুবাদ অসম্পূর্ণ রয়ে গেছে? যতদূর দেখছি আপনি ঠিকঠাক অনুবাদ করেছেন। মেহেদী আবেদীন ০৫:১৩, ২৩ মে ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #26

১৫:১৪, ২৯ মে ২০২৩ (ইউটিসি)

Saydul Ajuad Abid-এর প্রশ্ন (১৮:২৭, ১৩ জুন ২০২৩)

আমি নতুন করে একটি পাতা তৈরি করতে চাই একজন তরুণ লেখকের জন্য তিনি ৬ টির বেশি বই লিখেছেন তা ছাড়া তাঁকে নিয়ে বিভিন্ন সংবাদ হয়েছে।

আমি কি তৈরি করতে পারবো, পারলে আপনার সহযোগিতা চাই --Saydul Ajuad Abid (আলাপ) ১৮:২৭, ১৩ জুন ২০২৩ (ইউটিসি)

আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। ব্যক্তির নামে নিবন্ধ তৈরির ক্ষেত্রে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) দেখুন; এখানে ব্যক্তির উল্লেখযোগ্যতা বিষয়ে বর্ণনা করা আছে। এগুলোতে উত্তীর্ণ হলে কোনো ব্যক্তির নামে নিবন্ধ লেখা হয়। লেখকের ক্ষেত্রে — বেস্টসেলার বইয়ের লেখক, জাতীয় বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ী (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বা ম্যান বুকার) লেখকের নামে নিবন্ধ তৈরি করা হয়। আপনি যদি নিজের নামে নিবন্ধ লিখতে চান, তবে সেটি উইকিপিডিয়ার স্বার্থের সংঘাত নীতিমালার সাথে তা সাংঘর্ষিক হবে। অর্থাৎ, আপনি আপনার নিজের নামে নিবন্ধ লিখতে পারবেন না। এ সংক্রান্ত কিংবা এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে, আমার আলাপ পাতাতেই করতে পারেন। আপনাকে আবারও ধন্যবাদ ও শুভকামনা। — SHEIKH (আলাপন) ১৮:৪৯, ১৩ জুন ২০২৩ (ইউটিসি)

ইদ মোবারক

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী,এই ইদে আপনার সপ্ন গুলো সত্যি হোক, মনের আশা পূর্ণ হোক। আপনাকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ১৬টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ১১৬৬৪টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:৫৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:৫৫, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

Md Aminul Islam Fahim-এর প্রশ্ন (০৫:১৩, ৪ জুলাই ২০২৩)

প্রথমে অভিনন্দন জানায় উইকিপিডিয়াকে আমাকে যোগ করার জন্য --Md Aminul Islam Fahim (আলাপ) ০৫:১৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)

সাহায্য:Images and other uploaded files নিয়ে Md Aminul Islam Fahim-এর প্রশ্ন (০৫:৪৪, ৪ জুলাই ২০২৩)

আমার ছবি এড করব কিভাবে --Md Aminul Islam Fahim (আলাপ) ০৫:৪৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #27

১২:৪২, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

Md. Emran Sarkar-এর প্রশ্ন (০১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৩)

আমি বাড়ি করে থাকার জন্য আমার বাবার কাছ থেকে সাড়ে সাতাশ শতক জমি রাস্তার ধারে ক্রয় করি, আমার জমিটা অধিগ্রহণের নাম করে প্রায় এক বছর যাবত বাংলাদেশের প্রাশনিক বাহিনী বিজিবি রা অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ জোর করে দখল করে রেখেছে, আমি এই জমিটা অধিগ্রহণ করতে দিতেও ইচ্ছুক না, কারণ এই জমিটা আমার বাবা আমাকে বসৎ ভিটা করতে দিয়েছেন, এই অবস্থায় আমার কি করা উচিত এবং আমি কি করবো কিছুই বুঝতে পারছি না_ --Md. Emran Sarkar (আলাপ) ০১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

তাদের নামে মামলা করে দিন। ধন্যবাদ। — SHEIKH (আলাপন) ১৪:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

 

সুপ্রিয় SHEIKH,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

Habibu Rahman003-এর প্রশ্ন (১১:৩৯, ৫ অক্টোবর ২০২৩)

আমি আমার নামে এক টা অ্যাকাউন্ট ওপেন করতে চাই --Habibu Rahman003 (আলাপ) ১১:৩৯, ৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #28

Trizek_(WMF) আলোচনা ২৩:১৬, ১৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

মোঃ নুরনবী ইসলাম-এর প্রশ্ন (১৮:২৪, ৩১ অক্টোবর ২০২৩)

আজ দীর্ঘ দিন ধরে হাটির ব্যাথায় ভুগছি৷ অনেক ঔষুধ খাইলাম তার পরেও কোনো কাজ হয়না৷ --মোঃ নুরনবী ইসলাম (আলাপ) ১৮:২৪, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

@মোঃ নুরনবী ইসলাম, চিকিৎসকের পরামর্শ নিন। বাংলা উইকিপিডিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বোরহান (আলাপ) ১৮:৩০, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

উবাইদুল মোহাম্মদ আদনান-এর প্রশ্ন (১৭:৩৯, ৮ নভেম্বর ২০২৩)

ধন্যবাদ আপনাকে! আমি একটা এলাকাকে নিয়ে একদম নতুন একটা উইকিপিডিয়ায় পাতা খুলতে চাইতেছি! কিভাবে শুরু করতে পারি যদি বিষয়টা একটু বুঝিয়ে বলতেন..! --উবাইদুল মোহাম্মদ আদনান (আলাপ) ১৭:৩৯, ৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

@উবাইদুল মোহাম্মদ আদনান আপনার এলাকা বলতে সেটা যদি একটা সাধারণ গ্রাম, মৌজা, ওয়ার্ড বা পাড়া হয়ে থাকে তবে অধিক সম্ভাবনা যে আপনার এলাকটি উইকিপিডিয়ার জন্য উল্লেখযোগ্য না। দয়া করে নিবন্ধ লেখার আগে নিশ্চিত হয়ে নিন যে বিষয়টি নিয়ে লিখছেন তা উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মনে হলে এখান থেকে ধারাবাহিকভাবে শিখে নিতে পারেন উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করতে হয়। কোথাও বুঝতে অসুবিধে হলে বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করবেন না, ধন্যবাদ। -- Aishik Rehman (আলাপ) ১৭:৪৪, ৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

কেমন আছেন

আমার সম্পর্ক কিছু লিখে দেন 37.111.207.29 (আলাপ) ০৮:২৬, ২৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #29

১৮:০৫, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

Khaled Hussain 4-এর প্রশ্ন (১০:০৯, ১৬ জানুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম। উইকিপিডিয়া'য় একটি নিবন্ধন রয়েছে মুড়াইছড়া ইকোপার্ক নামে। যার সঠিক বানান মুরইছড়া ইকোপার্ক। নিবন্ধন এর ভিতরের তথ্য গুলো সংগ্রহ করে লিখেছি। কিন্তু শিরোনাম সম্পাদন করতে পারছি না। --Khaled Hussain 4 (আলাপ) ১০:০৯, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ঠিক করেছি — SHEIKH (আলাপন) ০১:১৫, ১৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

 

সুপ্রিয় SHEIKH,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

Dasbimal-এর প্রশ্ন (১৯:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪)

নতুন পাতা তৈরি করতে চাই --Dasbimal (আলাপ) ১৯:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/নিবন্ধ তালিকা নিয়ে Daniel Talha Jubayer-এর প্রশ্ন (১৭:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম। আমি একটি নিবন্ধ লিখতে চাচ্ছি কিন্তু কিভাবে সেখানে আমার স্বাক্ষর যোগ করব বুঝতে পারছিনা। --Daniel Talha Jubayer (আলাপ) ১৭:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/কীভাবে অনুবাদ করবেন নিয়ে F.S.Hisam-এর প্রশ্ন (০৭:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম স্যার। আমি "F.S.Hisam", আমি কি এই প্রতিযোগিতায় 'মৃত্যু' বা 'death' সম্পর্কিত কোন প্রবন্ধ লিখতে পার? --F.S.Hisam (আলাপ) ০৭:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাহিত্য যেমনঃকবিতা বা প্রবন্ধ লিখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে? F.S.Hisam (আলাপ) ০৭:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@F.S.Hisam, শুধুমাত্র এই তালিকায় থাকা নিবন্ধ অনুবাদের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে। — SHEIKH (আলাপন) ১৬:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সংশোধন

@SHEIKH, হুনাইন ইবনে ইসহাক পাতাটি সংশোধিত হয়েছে। এখন দেখবেন একবার। BEnjOhiR (আলাপ) ১৭:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

ধন্যবাদ জ্ঞাপন

আসসালামু আলাইকুম।

নিবন্ধ পর্যালোচনার জন্য ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ১৭:০৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

F.S.Hisam-এর প্রশ্ন (০৬:১৬, ১ মার্চ ২০২৪)

আসসালামুয়ালিকুম স্যার, -আমি উইকিপিডিয়ায় কাজ করে কিভাবে টাকা উপার্জন করতে পারি? --F.S.Hisam (আলাপ) ০৬:১৬, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

Desimal.bd-এর প্রশ্ন (০৩:০৩, ১৯ এপ্রিল ২০২৪)

আপনাকে অনেক ধন্যবাদ --Desimal.bd (আলাপ) ০৩:০৩, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

জাহাঙ্গীর আলম বিডি-এর প্রশ্ন (০৬:২৮, ১৭ এপ্রিল ২০২৪)

আসসালামু আলাইকুম। আমি কীভাবে একটি নতুন নিবন্ধ পোস্ট করতে পারি? --জাহাঙ্গীর আলম বিডি (আলাপ) ০৬:২৮, ১৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

@জাহাঙ্গীর আলম বিডি উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ পাতাটি অনুসরণ করুন —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫০, ২১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

কালো দাগি উদয় কাল নিয়ে Najmun Nahar Alo-এর প্রশ্ন (১৫:০২, ১৭ এপ্রিল ২০২৪)

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আজকে নতুন তাই বুঝতে পারছি না কিভাবে শুরু করব? একটু বুঝিয়ে দিলে ভালো হয়। --Najmun Nahar Alo (আলাপ) ১৫:০২, ১৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

@Najmun Nahar Alo উইকিপিডিয়ায় স্বাগতম! অবদান রাখা শুরু করতে উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত পাতাটি পড়ুন, আরও কোনো প্রশ্ন থাকলে করতে ভুলবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫২, ২১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

Growth News, April 2024

১৮:৫৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

একরামুল হক (একরাম)-এর প্রশ্ন (১১:৩৭, ৩১ মে ২০২৪)

শুভ বিকাল, আশাকরি ভালো আছেন। আপনাকে মেন্টর হিসেবে পেয়ে ভালো লাগছে। আমার একটি প্রশ্ন- কোন পাতায় ডানপাশে যে বক্স আকারে তথ্য থাকে সেটি কিভাবে যুক্ত করতে হয়? দয়াকরে জানাবেন। --একরামুল হক (একরাম) (আলাপ) ১১:৩৭, ৩১ মে ২০২৪ (ইউটিসি)

আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি নিয়ে Marufaabdullahwiki-এর প্রশ্ন (১৩:৫৩, ৪ জুলাই ২০২৪)

শুভ সন্ধ্যা। Narcissistic Personality Disorder এর bengali meaning বলা হয়েছে "আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি"। কিন্তু এটি সম্পূর্ণ পৃথক একটি শব্দবন্ধ। অনুগ্রহ করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমার সাজেশন "আত্মসর্বস্য ব্যক্তিত্ব" বিবেচনা করতে অনুরোধ রইল। ধন্যবাদ। --Marufaabdullahwiki (আলাপ) ১৩:৫৩, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)

Mohammad Nazmul Hoque mamun-এর প্রশ্ন (১৭:১৪, ৭ জুলাই ২০২৪)

কিভাবে পটু এড করবো --Mohammad Nazmul Hoque mamun (আলাপ) ১৭:১৪, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)

খাদ্য কৌটা জাত করার পূর্বে বায়ুশূন্য করা হয় কেন নিয়ে Arabi maya-এর প্রশ্ন (১৫:৩০, ১৪ জুলাই ২০২৪)

খাদ্য কৌটা জাত করার পূর্বে ইইাকে বায়ু শূন্য করা হয় কেন? --Arabi maya (আলাপ) ১৫:৩০, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)

Nasir Ahmed Makki / নাছির আহমেদ মাক্কী নিয়ে নাছির আহমেদ মাক্কী-এর প্রশ্ন (১০:৪৪, ১৬ জুলাই ২০২৪)

আমি কিভাবে আমার তথ্যগুলো উপস্থাপন করবো? --নাছির আহমেদ মাক্কী (আলাপ) ১০:৪৪, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)

Growth News, July 2024

১৫:০৮, ৩০ জুলাই ২০২৪ (ইউটিসি)

Arishan9C-এর প্রশ্ন (১৪:৩৪, ১ আগস্ট ২০২৪)

আমি একটি বিষয় নিয়ে সম্পাদনা করে তা আপলোড করেছি। কিন্তু উইকিড়-পেইজ এ তা দৃশ্যমান হচ্ছে না। --Arishan9C (আলাপ) ১৪:৩৪, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)

Growth News, October 2024

Trizek_(WMF), ১৫:৪৪, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)

Yeasin Arafat Gojo-এর প্রশ্ন (১৮:৩০, ২ নভেম্বর ২০২৪)

আমি প্রোফেশনাল ভাবে সমস্ত ডেটা এখানে সাবমিট করতে চাচ্ছি। কিন্তু কিভাবে সেই ফরমেট তৈরি করব সেটা বুঝতে পাচ্ছি না। --Yeasin Arafat Gojo (আলাপ) ১৮:৩০, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)

Yeasin Arafat Gojo, আপনি কোন ডেটা এখানে সাবমিট করতে চান, আরেকটু বুঝিয়ে বলবেন কি?SHEIKH (আলাপন) ০৪:৫১, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:কারা উইকিপিডিয়া লিখেছেন? নিয়ে Ronjon howlader-এর প্রশ্ন (১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৪)

আমি কি ধরনের আর্টিকেল লিখলে ভালো হতে পারে?? --Ronjon howlader (আলাপ) ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)

Ronjon howlader, যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেই বিষয়েই আপনি লিখতে পারেনSHEIKH (আলাপন) ১২:০২, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
"SHEIKH/সংগ্রহশালা ৫"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।