Nafiul adeeb
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৩:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি) |
বলিউডের সঙ্গীত
সম্পাদনাসুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ। আয়োজক কমিটির পক্ষে, |
জনসংখ্যার শুন্য বৃদ্ধি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
জনসংখ্যার শুন্য বৃদ্ধি নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —ইয়াহিয়াবলুন... • ১৮:৩২, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সুপ্রিয় Nafiul adeeb!
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি দুঃস্বপ্ন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
~মহীন (আলাপ), সোমবার ১৪:৫৪, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০ | ||
সুপ্রিয় Nafiul adeeb! মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ। |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Nafiul adeeb, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
নিবন্ধ
সম্পাদনাসুপ্রিয় নাফিউল আদিব! আপনি কোন নিবন্ধ তৈরি করতে থাকলে {{কাজ চলছে}} যোগ করে দেবেন। উল্লেখ্য, উক্ত ট্যাগ যোগ করতে হলে সর্বনীম্ন ৩ লাইন লিখে নিবেন। অন্যথায় দ্রুত অপসারন ট্যাগ লাগানো হতে পারে। দ্রুত এই নিবন্ধের কাজটা শেষ করুন। অথবা তিন লাইন লিখে উক্ত ট্যাগ লাগিয়ে দিন। শুভেচ্ছা অবিরাম...... সাফী মাহফূজ (বলুন) ১১:৩৬, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz:, নিবন্ধটি তৈরীর সময় টেমপ্লেটটি যোগ করতে ভুলে গিয়েছিলাম। সুপরামর্শের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। --নাফিউল (আলাপ) ১৪:১৭, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)
সম্পাদনাবৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।
- আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn
আপনাকে স্বাগতম।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন
সম্পাদনাআমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।
আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।
- ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
- ২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।
আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)
সম্পাদনাসবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।
- আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn
আপনাকে স্বাগতম।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ
সম্পাদনাআশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।
৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
নটর ডেম কর্মশালা ও এডিটাথন
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া একাধিক নিবন্ধ এডিটাথনে গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না। এডিটাথনের আয়োজকদলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। — অংকন (আলাপ) ১৪:৪৩, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) |
নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ পদক
সম্পাদনাঅভিনন্দন পদক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় নবীন সম্পাদক, |
Wikipedia Asian Month 2020 Postcard
সম্পাদনাDear Participants, Jury members and Organizers,
Congratulations!
It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2020, the sixth Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2020. Please kindly fill the form, let the postcard can send to you asap!
- This form will be closed at February 15.
- For tracking the progress of postcard delivery, please check this page.
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team, 2021.01Wikipedia Asian Month 2020 Postcard
সম্পাদনাDear Participants and Organizers,
Kindly remind you that we only collect the information for Wikipedia Asian Month postcard 15/02/2021 UTC 23:59. If you haven't filled the Google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.
Cheers!
Thank you and best regards,
নটর ডেম কলেজ প্রসঙ্গ: তাসমীম রেজা
সম্পাদনাশুভেচ্ছা নিন। নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধে আপনার করা সর্বশেষ সম্পাদনাটি আমি অপসারণ করেছি। এর কারণ হলো: যথাযথ তথ্যসূত্রের অভাব, যা নির্বাচিত নিবন্ধের মানকে প্রশ্নবিদ্ধ করে। আইওআইয়ের সূত্রটিতে কেবল ব্যক্তির নাম পাওয়া যায়, ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের থেকে অংশগ্রহণ করছেন কিনা, তা স্পষ্ট নয়। দ্বিতীয় সূত্রটি ২০১৮ সালের, সেটি ২০২০ এর আয়োজন সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সক্ষম নয়। কারণ, এই ব্যক্তি সেই একই ব্যক্তি কিনা, তা নিঃসন্দেহে বলা যায় না। উপরন্তু সূত্রটি অনুযায়ী, ব্যক্তি ২০১৮ সালে একাদশ শ্রেণির ছাত্র। অর্থাৎ ২০১৯ কিংবা ২০২০ সালের জুন মাস পর্যন্ত কলেজের ছাত্রত্ব বৈধ (আইডি কার্ড অনুসারে) হতে পারে। তাহলে সেপ্টেম্বরে আয়োজিত কোনো উৎসবে কলেজের অ্যাফিলিয়েশন ছিল কিনা, সেটা পরীক্ষা করার অবকাশ থাকে। আমি ইন্টারনেটে প্রাপ্ত কিছু সূত্র দেখলাম, তাতে নির্ভরযোগ্যভাবে তাঁকে কলেজের শিক্ষার্থী বলে উল্লেখ করা হয়নি। আমি মুছে দেওয়া অংশটুকু নিবন্ধে পুনরায় অন্তর্ভুক্ত হোক, সেটি চাইবো; কিন্তু যথাযথ তথ্যসূত্রসহ। আমার পক্ষ আপনার জন্য শুভকামনা রইলো। এছাড়া কোনো সমস্যায় আমার আলাপ পাতায় বার্তা রাখুন। — Meghmollar2017 • আলাপ • ০৬:১২, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সুপ্রিয় আদিভাই, আদিবকে (!) (😋) সূত্রদুখানা আমিই দিয়েছিলাম। আপনার যুক্তি যথেষ্ট ভালো এবং মেনে নিচ্ছি। আমি চেষ্টা করব যথাযথ রেফারেন্স সংগ্রহ করবার। এতদিন পরিশ্রম করবার পর এই দুটো মাত্র রেফারেন্স পেয়েছিলাম এ তথ্যের। তাও জলে গেল। -_- - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১০:৫৬, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: আরও কাজ কর আমাকে বাদ দিয়ে! :P বত্ব, আমি খুঁজে পাইলে জানাবো। — Meghmollar2017 • আলাপ • ১১:১৭, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ এই ভাইটির নাম "আদীব"। — Meghmollar2017 • আলাপ • ১১:১৮, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - ফরম পূরণ করুন
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, |
সুপ্রিয় Nafiul adeeb,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত আজাদী নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― অংকন (আলাপ) ০৪:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, |
আপনার মানোন্নয়নকৃত আলেক্সান্দ্র পুশকিন নিবন্ধটি গৃহীত হয়েছে
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত আলেক্সান্দ্র পুশকিন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― SHEIKH (আলাপন) ০৭:৫০, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)
আপনার মানোন্নয়নকৃত পরিবেশ প্রকৌশল নিবন্ধটি গৃহীত হয়েছে
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত পরিবেশ প্রকৌশল নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― —শাকিল হোসেন আলাপ ১৬:১২, ১৮ মার্চ ২০২১ (ইউটিসি)
সুপ্রিয় Nafiul adeeb,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত পণ মৃত্যু নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― ≈ MS Sakib «আলাপ» ১৭:৪২, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, |
ঈদ মোবারক!
সম্পাদনাঈদ মোবারক!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৮:৪৮, ১৩ মে ২০২১ (ইউটিসি)
- @Mzz Tanmay: ঈদ মোবারক!! অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যও রইলো শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর! — নাফিউল(আলাপ) ০১:১৩, ১৪ মে ২০২১ (ইউটিসি)
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
সম্পাদনাইসলাম বিষয়ক এডিটাথন পদক | ||
প্রিয় Nafiul adeeb, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৭:২১, ১৫ মে ২০২১ (ইউটিসি) |
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক
সম্পাদনালক্ষপূরণ পদক | ||
প্রিয় Nafiul adeeb, বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি) |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
সম্পাদনাHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন।
উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।
নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
সম্পাদনাপ্রিয় Nafiul adeeb,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে।
প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
সুক্রোজ অনুবাদ বিষয়ে
সম্পাদনাসুপ্রিয় নাফিউল আদীব, আমি লক্ষ্য করলাম, সুক্রোজ নিবন্ধটি দীর্ঘদিন যাবৎ আপনার অনুবাদ টুলে জমা রয়েছে। অনুবাদ টুলে একই নিবন্ধ একসাথে একাধিক ব্যবহারকারী অনুবাদ করতে পারেন না। তাই আমার জিজ্ঞাস্য, আপনি কি সুক্রোজ নিবন্ধটি এখনও অনুবাদ করছেন? যদি না করেন, তাহলে সেটি ছেড়ে দিতে পারেন, যাতে অন্য ব্যবহারকারীরা তৈরি করতে পারেন। :) শুভকামনান্তে — Meghmollar2017 • আলাপ • ০৯:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: ওহ্হো, অনুবাদ শুরর পর শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম বলে শেষ করা হয়ে ওঠেনি তখন। :') নিবন্ধটি যে জমা আছে ভুলেই গিয়েছিলাম। কিছু বিষয় নিয়ে চাপে থাকার কারণে ইদানীংকালেও সক্রিয় হতে পারছি না তেমন। তাছাড়া, সময় পেলেও ইতঃপূর্বে তৈরিকৃত নিবন্ধগুলো সম্প্রসারণের কাজ করবো বলে ভেবেছি। এখনই ছেড়ে দিচ্ছি এটা। নজরে আনার জন্য ধন্যবাদ, আদিভাই । — নাফিউল(আলাপ) ১৪:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আপনাকেও ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। :) — Meghmollar2017 • আলাপ • ১৪:৫১, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
চিত্র যোগ পদক
সম্পাদনাচিত্র যোগ পদক | |
সুপ্রিয় Nafiul adeeb, উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি) |
Growth Newsletter #19
সম্পাদনাগ্রোথ দলের উনবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।
কাঠামোবদ্ধ কাজ
সম্পাদনা- "একটি লিঙ্ক যুক্ত করুন" দলের প্রথম কাঠামোবদ্ধ কাজ। এখানে মেশিন-লার্নিং ব্যবহার করে উইকিলিঙ্কের পরামর্শ দেয়া হয়, যা নবাগতদের জন্য একটি সহজ সম্পাদনার কাজ। ২০২১ সালের মে মাসে এটি চারটি উইকিপিডিয়াতে প্রযুক্ত হয়। পরবর্তীতে প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে জুলাই মাসে এটা আরো আটটি উইকিপিডিয়াতে প্রযুক্ত হয়। এযাবৎ আমরা নবাগতদের উচ্চমাত্রার অংশগ্রহণ লক্ষ্য করেছি। যে সকল সম্প্রদায়ে এই বৈশিষ্ট্য চালু করা হয়েছে, তারা সার্বিক উন্নয়নের লক্ষ্যে মূল্যবান পরামর্শ দিয়েছে। আমরা এসকল মানোন্নয়ন নিয়ে কাজ করে আরো নতুন সম্প্রদায়ের কাছে এগুলো পৌঁছে দেব।
- "একটি ছবি যুক্ত করুন" দলের দ্বিতীয় কাঠামোবদ্ধ কাজ, যা বর্তমানে মানোন্নয়ন পর্যায়ে আছে। এই সম্পাদনার কাজের মাধ্যমে চিত্রবিহীন উইকিপিডিয়া নিবন্ধে কমন্স থেকে ছবির পরামর্শ দেয়া হবে। আমরা বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলোচনা করেছি ও পরীক্ষণ চালিয়েছি। এরপরে আমরা প্রথম প্রোটোটাইপ তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথমে কেবলমাত্র পাইলট উইকিপিডিয়াতে প্রয়োগ করব এবং নবাগতরা এই কাজে কীরকম দক্ষ তা পর্যালোচনা করব। প্রকল্প পাতায় প্রোটোটাইপের লিঙ্ক রয়েছে। আমরা প্রাথমিক সংস্করণ নির্মাণ ও পরীক্ষা চালানোর ক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা নিয়ে আপনার ভাবনা জানতে অত্যন্ত আগ্রহী। এই প্রোটোটাইপ ইতিমধ্যে ইংরেজি ও স্প্যানিশ উইকিপিডিয়ার নবাগতরা পরীক্ষা করেছে।
মেন্টরদের জন্য সংবাদ
সম্পাদনা- মেন্টর ড্যাশবোর্ড বর্তমানে আমাদের পাইলট উইকিপিডিয়াসমূহে চালু আছে: আরবি, চেক, এবং বাংলা উইকিপিডিয়া। শীঘ্রই এটা আরো কিছু উইকিপিডিয়াতে পরীক্ষামূলক আকারে চালু হবে। [১]
- যেসকল উইকিতে মেন্টর ড্যাশবোর্ড চালু হয়েছে, সেখানে মেন্টরদের জন্য নতুন একটি ছাঁকনিও রয়েছে। মেন্টরগণ তাদের পরামর্শগ্রহীতাদের কার্যক্রম নজরতালিকা এবং সাম্প্রতিক পরিবর্তন থেকে দেখতে পাবেন। এর মাধ্যমে পরামর্শগ্রহীতাদের কাজে সহায়তা করা সম্ভব হবে। গোপনীয়তার কারণে, এই ছাঁকনি মেন্টর বাদে কেউ ব্যবহার করতে পারবেন না। এই ছাঁকনি দ্বারা মেন্টর কেবলমাত্র তার পরামর্শগ্রহীতাদের অবদান দেখতে পাবেন। এই ছাঁকনি মেন্টর হিসেবে নথিভুক্ত নয় এমন কেউ ব্যবহার করতে পারবেন না। [২]
সম্প্রদায় কনফিগারেশন
সম্পাদনা- সম্প্রদায়সমূহ বর্তমানে নিজস্ব উইকিতে গ্রোথ বৈশিষ্ট্যসমূহের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে। Special:EditGrowthConfig-এ সম্প্রদায়ের সদস্যগণ স্বেচ্ছাসেবক মেন্টরদের তালিকা যোগ, পরামর্শকৃত সম্পাদনায় ব্যবহৃত টেমপ্লেট পরিবর্তন, সাহায্য লিঙ্ক হালনাগাদ, প্রভৃতি কাজ করতে পারবেন। প্রশাসক এবং ইন্টারফেস প্রশাসকগণ এই বিশেষ পাতা সম্পাদনা করতে পারবেন।
স্কেলিং
সম্পাদনা- আমরা আনন্দের সাথে জানাতে চাই যে সকল উইকিপিডিয়াতে বর্তমানে গ্রোথ বৈশিষ্ট্যসমূহ চালু আছে! আমরা সকল সম্প্রদায়ের সদস্যগণকে ধন্যবাদ জানাতে চাই যারা এই বৈশিষ্ট্য নির্মাণে এবং তাদের উইকিতে নিয়ে যেতে সহায়তা করেছেন। প্রযুক্তিক কারণে চীনা উইকিপিডিয়া (zh) এর বাইরে আছে। [৩]
- যেসকল উইকিতে গ্রোথ বৈশিষ্ট্যসমূহ চালু আছে, তারা সকলেই এ/বি পরীক্ষণের অংশ। এর মাধ্যমে সকল নবাগত নতুন বৈশিষ্ট্য পাবেন না। বর্তমানে আকার অনুযায়ী উর্ধ্বক্রমের প্রথম ২৮০টি উইকিতে এই বৈশিষ্ট্য সকল নবাগতের জন্য চালু আছে। [৪][৫]
- ইংরেজি উইকিপিডিয়াতে একটি পরীক্ষা চলছে: সকল নবাগতের মধ্যে ২৫% গ্রোথ বৈশিষ্ট্য পাবেন। এই পরীক্ষণের ফলাফল আমাদের জানাবে কীভাবে ঐ উইকিতে এগিয়ে যাওয়া উচিত।
- বর্তমানে যেহেতু সকল উইকিপিডিয়াতে গ্রোথ বৈশিষ্ট্য চালু আছে, তাই গ্রোথ দল অন্যান্য প্রকল্পে সম্প্রসারণের কথা ভাবছে। কিছু উইকিসংকলন ব্যবহারকারী গ্রোথ বৈশিষ্ট্য পাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে উইকিসংকলনে প্রয়োগ করার ব্যাপারে একটি আলোচনা চলছে।
সম্প্রদায়ের জন্য সংবাদ
সম্পাদনা- আপনার কি গ্রোথ বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আছে? এই অনুবাদযোগ্য প্রাজিপ্র (FAQ) অংশে গ্রোথ দলের কাজ নিয়ে জিজ্ঞাসাকৃত সবচেয়ে সাধারণ প্রশ্নের উত্তর রয়েছে।
- গ্রোথ বৈশিষ্ট্যসমূহ সাম্প্রতিককালে লাতিন আমেরিকার দাতাদের দ্বারা পরীক্ষিত হয়েছে, যার মাধ্যমে দাতারা সম্পাদনা করার সুযোগ পান। এখানে ফলাফল দেখতে পাবেন।
- নবাগতদের জন্য ইন্টারফেস অনুবাদ গুরুত্বপূর্ণ। আপনার ভাষার জন্য সহায়তা করুন, গ্রোথ বৈশিষ্ট্যসমূহের রচনা সংশোধন বা অনুবাদের মাধ্যমে।
- ২০১৩ সালে সাহায্য:কীভাবে শুরু করবেন বৈশিষ্ট্যটি চালু হয়, যা নবাগতদের সম্পাদনা প্রয়োজন এমন নিবন্ধের দিকে নিয়ে যেত। আমরা বর্তমানে সকল উইকি থেকে এই বৈশিষ্ট্য সরিয়ে নিয়েছি, কারণ গ্রোথ বৈশিষ্ট্য পূর্বের ঐ বৈশিষ্ট্যকে প্রতিস্থাপন করেছে।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৮:৩৬, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
রসনিমা অপারেশন সালতামামি ১.০
সম্পাদনাসুপ্রিয় Nafiul adeeb, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘে আপনাকে স্বাগত জানাচ্ছি। সংঘের উদ্বোধনী কার্যক্রম হিসেবে অপারেশন সালতামামি ১.০ আজ, ১৬ ডিসেম্বর, ইউটিসি সময় ১২:০০টায় (বাংলাদেশ সময় সকাল ৬:০০টা এবং ভারত সময় সকাল ৫:৩০টা) শুরু হয়েছে। কার্যক্রমের বিষয়: দেশ, রাজধানী ও বৃহত্তম শহরগুলোর নিবন্ধের তথ্যছক হালনাগাদ। কার্যক্রমের আরও বিস্তারিত দেখুন এখানে। সকল উইকিপিডিয়ানকে কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই। সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪৫, ১৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
Growth Newsletter #20
সম্পাদনাগ্রোথ দলের বিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।
পরামর্শকৃত সম্পাদনা
সম্পাদনা২০১৯ সালের ডিসেম্বরে প্রথম গ্রোথ দলের বৈশিষ্ট্য প্রযুক্ত হওয়ার পর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩ লক্ষ পরামর্শকৃত সম্পাদনা করা হয়েছে।
একটি লিঙ্ক যুক্ত করুন হলো দলের প্রথম কাঠামোবদ্ধ কাজ, যা ২০২১ এর মে মাসে প্রযুক্ত হয়। এটা নবাগতদের কাজের মান উন্নত করেছে। দল বর্তমানে দ্বিতীয় চক্র (iteration) নিয়ে কাজ করছে যা নিয়ে সম্প্রদায়ের মতামত ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আগানো হচ্ছে। উন্নতির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে: উন্নত অ্যালগরিদম-ভিত্তিক পরামর্শ, একইরকম লিঙ্ক অতিরিক্ত যুক্ত করা প্রতিহত করার জন্য নিরাপত্তাবেষ্টনী এবং ব্যবহারকারীদের সম্পাদনা চালিয়ে যাওয়ার জন্য আরো সুস্পষ্ট উৎসাহ। এই উন্নতিগুলি যোগ করার পরে আমরা আরো বেশি উইকিপিডিয়ায় এই কাজটি প্রয়োগ করব।
একটি ছবি যুক্ত করুন হলো আমাদের দল দ্বারা নির্মিত দ্বিতীয় কাঠামোবদ্ধ কাজ। এটি ২০২১ সালের নভেম্বরে চারটি পাইলট উইকিপিডিয়ায় মোতায়েন করা হয়। নবাগতদের জন্য এটা আরো বেশি কঠিন কাজ ছিল। তবে কাজটি নিবন্ধসমূহের মান আরো বাড়িয়ে তোলে (এখন পর্যন্ত, ১০০০টিরও বেশি ছবি যুক্ত করা হয়েছে)। আমরা বর্তমানে সম্প্রদায়গুলি থেকে শিখছি এবং একইসাথে কোন কোন দিক ভাল কাজ করছে বা কোন কোন দিকে উন্নতি প্রয়োজন, সে সম্পর্কে প্রাপ্ত তথ্য থেকেও শিখছি। প্রকল্প পাতায় প্রোটোটাইপের মিথস্ক্রিয় ধাঁচের একটি লিঙ্ক রয়েছে। আমরা প্রাথমিক সংস্করণ নির্মাণ ও পরীক্ষা চালানোর ক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা নিয়ে আপনার ভাবনা জানতে অত্যন্ত আগ্রহী। আমরা পরীক্ষামূলকভাবে আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই কাজ প্রয়োগ করব।
"একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যদুইটি প্রতিদিন নবাগতরা কতটা কাজ করতে পারবে তা সীমিত করে তোলে। এর মাধ্যমে অসতর্ক নবাগতরা যেন অতিরিক্ত ভুল সম্পাদনা না করতে পারে, তা নিশ্চিত করে তোলা হয়।
ইতিবাচক প্রেরণা
সম্পাদনাগত দুই বছর ধরে, গ্রোথ দল পরামর্শকৃত সম্পাদনাসমূহ নির্মাণের দিকে মনোনিবেশ করেছে: নবাগতদের শুরু করার জন্য কিছু সহজ কাজ তৈরির মাধ্যমে। আমরা এই অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পেরেছি যে এই কাজগুলো অনেক নবাগতকে তাদের প্রথম সম্পাদনা করতে সহায়তা করে। বর্তমানে আমাদের দল একটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যার নাম "ইতিবাচক প্রেরণা"। এ প্রকল্পের উদ্দেশ্য হলো নবাগতরা যেন তাদের সম্পাদনা নিয়ে গর্ব বোধ করেন এবং আবারও ফিরে এসে একই ধরনের কাজ করতে আগ্রহী হোন। ইতিবাচক প্রেরণা প্রকল্পে আমরা তিন ধরণের বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করছি:
- অবদানের পরিসংখ্যান: নবাগতরা যেন দেখতে পান তাদের অবদান রাখা নিবন্ধ কতজন পড়ছেন।
- ক্রমান্বয়ে ধাপ অতিক্রম: নবাগতদের সহজ থেকে তুলনামূলক কঠিন কাজের দিকে যেতে উৎসাহিত করা।
- ব্যক্তিগত প্রশংসা: মেন্টর এবং অন্যান্য অবদানকারীগণ যেন নতুনদের "ধন্যবাদ" এবং পুরস্কার প্রদান করেন, সে ব্যাপারে তাদের উৎসাহিত করে তোলা।
প্রকল্পটি শুরুর দিকে আছে, এবং আমরা গতিবিধির ক্ষেত্রে সম্প্রদায়ের চিন্তা কামনা করি। আমরা জানি যদি নবাগতদের ভুলভাবে উৎসাহিত করা হয়, তবে ব্যাপারটি খারাপ দিকে যাবে। তাই আমরা সচেতন থাকতে চাই। এই আলাপ পাতায় গিয়ে প্রকল্প নিয়ে মতামত দিয়ে আমাদের সহায়তা করুন!
মেন্টরদের জন্য সংবাদ
সম্পাদনা- মেন্টর ড্যাশবোর্ড বর্তমানে সকল উইকিতে পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে মেন্টরগণ তাদের পরামর্শগ্রহীতাদের দেখতে পারেন এবং কাজের ব্যাপারে অবহিত থাকেন। মেন্টরদের তালিকা তৈরির পরে স্বয়ংক্রিয়ভাবেই এটি তৈরি হয়ে যাচ্ছে। যদি মেন্টরদের তালিকা তৈরিতে আপনার কোনোপ্রকার সহায়তার প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় আমাদের জানান।
- মেন্টর ড্যাশবোর্ডের একটি নতুন মডিউল রয়েছে: সেটিংস। এর মাধ্যমে বর্তমানে মেন্টরগণ তাদের সক্রিয়তার অবস্থা (সক্রিয় বা নিষ্ক্রিয়) জানাতে পারেন। তারা কী পরিমাণ প্রশ্ন চাইছেন তাও জানাতে পারেন, এবং নবাগতদের দাবিকরণ প্রক্রিয়াও আগের চেয়ে সহজতর হয়েছে। এর মাধ্যমে মেন্টরগণ দায়িত্ব থেকে অব্যাহতিও নিতে পারেন এবং স্বয়ংক্রিয়ভাবে ঐ মেন্টরের পরামর্শগ্রহীতারা নতুন মেন্টর পাবেন।
- আমরা কাজ করছি যেন পরামর্শগ্রহীতা মেন্টর সুবিধা থেকে সরে আসতে পারেন কিংবা আবার ফিরে আসতে পারেন।
- পূর্বে পরামর্শগ্রহীতাদের সক্রিয়তা নির্দেশক সারণি সকল পরামর্শগ্রহীতাদেরকেই দেখাতো, এমনকি যারা শূন্য সম্পাদনা করেছে কিংবা অনেক সম্পাদনা করেছে। আমরা এটি পরিবর্তন করেছি যেন এখন ১ থেকে ৫০০ সম্পাদনাবিশিষ্ট পরামর্শগ্রহীতাদেরকেই কেবলমাত্র প্রদর্শন করা হয়। মেন্টর ছাঁকনি ব্যবহার করে প্রয়োজনমত উপাত্ত দেখতে পারবেন।
- আমরা বর্তমানে মেন্টরগণের দায়িত্ব গ্রহণের জন্য একটি বিশেষ পাতা নিয়ে কাজ করছি।
কিছু উইকি ব্যবহারকারীবাক্স তৈরি করেছে যেন মেন্টরগণ তাদের ব্যবহারকারী পাতায় তা প্রদর্শন করতে পারেন। যদি আপনার উইকিতেও এমনটা থেকে থাকে, তবে তা উইকিউপাত্তের সাথে লিঙ্ক করুন!
আকার পরিবর্তনকরণ
সম্পাদনাপূর্বে, অধিকাংশ উইকিপিডিয়াতে, কেবল ৮০% নবাগত গ্রোথ বৈশিষ্ট্য পেতেন। এর কারণ ছিল পরীক্ষণ, যেন আমাদের একটি নিয়ন্ত্রণ দল থাকে। আমরা এই সেটিংসে পরিবর্তন এনেছি। বর্তমানে সকল উইকিপিডিয়ায় ১০০% নবাগত গ্রোথ বৈশিষ্ট্য পাবেন (হাতেগোণা কিছু উইকিপিডিয়া বাদে, যা পরীক্ষামূলক উইকি হিসেবে গণ্য হচ্ছে)। আমরা সম্প্রদায়কে আহ্বান জানাব তাদের নথি ও টিউটোরিয়াল হালনাগাদের জন্য। অনুগ্রহ করে সেগুলোর মধ্যে গ্রোথ বৈশিষ্ট্য যুক্ত করুন। আপনাকে সহায়তার জন্য আমরা একটি সাহায্য পাতা তৈরি করেছি যা আপনার উইকির জন্য অনূদিত ও পরিমার্জিত করে তোলা যেতে পারে।
কীভাবে সহায়তা করবেন
সম্পাদনাআপনার কি গ্রোথ বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আছে? এই অনুবাদযোগ্য প্রাজিপ্রতে গ্রোথ দলের কাজ নিয়ে প্রায়শ জিজ্ঞাসাকৃত প্রশ্ন রয়েছে। আমরা নিয়মিত এটি হালনাগাদ করি।
নবাগতদের জন্য ইন্টারফেস অনুবাদ গুরুত্বপূর্ণ। আপনার ভাষার জন্য সহায়তা করুন, গ্রোথ বৈশিষ্ট্যসমূহের ইন্টারফেসের রচনা সংশোধন বা অনুবাদের মাধ্যমে।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৭:১২, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)
Growth team newsletter #21
সম্পাদনাগ্রোথ দলের একবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নতুন প্রকল্প: ইতিবাচক প্রেরণা
সম্পাদনা- গ্রোথ দল ইতিবাচক প্রেরণা শীর্ষক নতুন একটি প্রকল্প চালু করেছে। আমরা নবাগতদের বোঝাতে চাই যে নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে ভালো লাগে এবং আমরা নতুন অবদানকারীদের ধরে রাখতে চাই।
- আমরা আরবি, বাংলা, চেক ও ফরাসি উইকিপিডিয়া থেকে মন্তব্য চেয়েছিলাম। কেউ কেউ mediawiki.org-এও অংশ নিয়েছেন।
- আমরা সম্প্রদায়ের সাথের আলোচনা থেকে পাওয়া মন্তব্যের সারসংক্ষেপ এবং কীভাবে সেই মন্তব্যের উপর ভিত্তি করব সামনে এগোব তা নথিবদ্ধ করেছি।
- ইতিবাচক প্রেরণার প্রথম দিক হচ্ছে অবদানের প্রভাব মডিউলটিকে নতুনভাবে গড়ে তোলা। এখানে পরিসংখ্যান, লেখচিত্র, এবং অন্যান্য অবদানবিষয়ক তথ্য থাকবে। এই ভাবনার প্রতি সমর্থন সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং আমরা প্রাথমিকভাবে এই ভাবনা নিয়েই কাজ করতে চাই।
- যেকোনো ভাষায় জানান আপনি এই প্রকল্প নিয়ে কী ভাবছেন।
মেন্টরদের জন্য
সম্পাদনা- আমরা দুইটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাদেরকে মেন্টরশিপ নিয়ে জানানোর জন্য:
আকার বর্ধিতকরণ
সম্পাদনা- "একটি লিঙ্ক যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: কাতালান উইকিপিডিয়া, হিব্রু উইকিপিডিয়া, হিন্দি উইকিপিডিয়া, কোরীয় উইকিপিডিয়া, নরওয়েজীয় বোকমাল উইকিপিডিয়া, পর্তুগীজ উইকিপিডিয়া, সরল ইংরেজি উইকিপিডিয়া, সুয়েডীয় উইকিপিডিয়া, ইউক্রেনীয় উইকিপিডিয়া, আবখাজীয় উইকিপিডিয়া, অ্যাচাইনি উইকিপিডিয়া, আদেগে উইকিপিডিয়া, আফ্রিকান্স উইকিপিডিয়া, আকান উইকিপিডিয়া, Alemannisch Wikipedia, আমহারিক উইকিপিডিয়া, আর্গোনীয় উইকিপিডিয়া, প্রাচীন ইংরেজী উইকিপিডিয়া, সিরিয়াক উইকিপিডিয়া, মিশরীয় আরবি উইকিপিডিয়া, আস্তুরিয় উইকিপিডিয়া, Atikamekw Wikipedia, আভেরিক উইকিপিডিয়া, আয়মারা উইকিপিডিয়া, আজারবাইজানি উইকিপিডিয়া, দক্ষিণ আজারবাইজানি উইকিপিডিয়া। এটা আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই সরঞ্জাম প্রয়োগ করার ধারাবাহিক উন্নয়নের অংশ। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে।
- "একটি ছবি যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: গ্রিক উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে। [৬]
পরামর্শকৃত সম্পাদনা
সম্পাদনা- বিষয় নির্ধারণ ― আমরা বিশেষ:নীড়পাতায় একটি "সকল বিষয়" ছাঁকুনি যুক্ত করেছি। এর মাধ্যমে নবাগতরা খুব সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" এবং "এশিয়া") বা আরো বৃহত্তর পরিধির বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" অথবা "এশিয়া")। বর্তমানে এই বৈশিষ্ট্য পাইলট উইকিতে পরীক্ষিত হচ্ছে।
- একটি লিঙ্ক যুক্ত করুনের পরিবর্তন ― আমরা বেশকিছু উন্নয়ন করেছি যা উপাত্ত বিশ্লেষণ এবং সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে হয়েছে। এটা দ্রুতই সকল উইকিতে চালু করা হবে।
- অ্যালগোরিদমের মানোন্নয়ন ― এই অ্যালগোরিদম বর্তমানে নামের প্রথমাংশ এবং যেসকল অনুচ্ছেদে সাধারণভাবে উইকিসংযোগ থাকে না, সেগুলো নিয়ে পরামর্শ দেবে না। একই সাথে এটা প্রতিটি নিবন্ধে মাত্র তিনটা লিঙ্ক পরামর্শ নির্ধারণ করে দিয়েছে (প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সম্ভাবনাবিশিষ্ট নিবন্ধের পরামর্শ দেয়া হবে)।
- ব্যবহারকারী অভিজ্ঞতার মানোন্নয়ন ― যখন একজন ব্যবহারকারী পরিবর্তন করার আগে পরামর্শ মোড থেকে সরে সান, তখন আমরা একটি নিশ্চিতকরণ বার্তা যুক্ত করেছি। আমরা সম্পাদনা-পরবর্তী বার্তার অভিজ্ঞতারও মানোন্নয়ন করেছি এবং নবাগতদের সম্পাদনা-পরবর্তী বার্তা থেকে কাজের পরামর্শ বাছাই করার সুযোগ প্রদান করেছি।
- সম্প্রদায় কনফিগারেশন ― আমরা সম্প্রদায়কে Special:EditGrowthConfig এর মাধ্যমে প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সংখ্যক লিঙ্কের মাত্রা বেঁধে দেয়ার ক্ষমতা প্রদান করেছি।
- একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যের ভবিষ্যৎ পরিবর্তন ― আমরা কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধের পরামর্শ সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রদান করব। [৭]
- পরামর্শকৃত সম্পাদনা পরীক্ষণ ― আরবি, স্প্যানিশ, এবং রাশান উইকিপিডিয়ার কয়েকজন ব্যবহারকারী আমাদের জানিয়েছেন যে "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" সম্পাদনাসমূহ পরীক্ষণ করাটা কঠিন হতে পারে। আমরা এই ব্যাপারটি সমাধান করার সম্ভাব্য উপায় নিয়ে ভাবছি। আমরা ইতিমধ্যে কিছু ভাবনা নিয়ে কাজ এগিয়ে নিয়েছি, এবং চ্যালেঞ্জ মোকাবোলার জন্য কাজ করছি। এই কাজগুলো পর্যালোচনাকালে আপনার যদি কোনো চিন্তা এসে থাকে যা কাজকে বাধাগ্রস্থ করতে পারে বা কীভাবে এই কাজগুলো আরো ভালো করে তোলা যায়, অনুগ্রহ করে যেকোনো ভাষায় আমাদের জানান।
সম্প্রদায় কনফিগারেশন
সম্পাদনাসম্প্রদায় Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে ঠিক করতে পারবে কীভাবে বৈশিষ্ট্যসমূহ কাজ করবে।
- সম্প্রদায় ঠিক করে দিতে পারবে, একজন নবাগত মোট কয়টি "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যের পরামর্শকৃত সম্পাদনা করতে পারবেন। [৮]
- ভবিষ্যৎ পরিবর্তন: সম্প্রদায়কে Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে "একটি লিঙ্ক যুক করুন" বৈশিষ্ট্যের মাননিয়ন্ত্রণকারী দরজার সংখ্যা সহজে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেয়া হবে। [৯]
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৩:০৩, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
টেমপ্লেট এডিটাথন পদক
সম্পাদনাঅবদানকারী পদক | ||
প্রিয় Nafiul adeeb, বাংলা উইকিপিডিয়ায় টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেট অনুবাদ ও মানোন্নয়নে আয়োজিত টেমপ্লেট অনুবাদ এডিটাথন ২০২২ -এ অংশ নেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। এই তালিকায় বাকি থাকা টেমপ্লেটগুলোও তৈরি করার অনুরোধ করছি। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, Yahya ১৭:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)
আপনার একটি মেইল এসেছে!
সম্পাদনাসুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
Growth team newsletter #22
সম্পাদনাগ্রোথ দলের দ্বাবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নবাগতদের কাজ ৫ লক্ষ সম্পাদনার মাইলফলক অতিক্রম করেছে — এ সংক্রান্ত বিস্তারিত উপাত্ত গণপ্রকাশিত হয়েছে
সম্পাদনা২০২০ সালের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত নবাগতরা বিশ্বব্যাপী ৫ লক্ষেরও অধিক নবাগতদের কাজ সম্পন্ন করেছে। অন্য ভাষায়, নবাগতরা গ্রোথের "পরামর্শকৃত সম্পাদনা" মডিউল ব্যবহার করে ৫ লক্ষ সম্পাদনা করতে সক্ষম হয়েছে।
- এর মধ্যে প্রায় ৩০% সম্পাদনা মোবাইল দিয়ে করা হয়েছে।
- ব্যবহার বেড়ে চলেছে; ২০২২ সালের জুনেই প্রায় ৫০,০০০ নবাগতদের কাজ সম্পাদিত হয়েছে।
আমরা গ্রাফানাতে কিছু নতুন উপাত্ত যুক্ত করেছি। আপনি সম্পাদনার সংখ্যা এবং বাতিল করার হাত নির্দিষ্ট কাজভেদে দেখতে পারবেন, বা মেন্টরদের করা প্রশ্নের সংখ্যাও দেখতে পারবেন। আপনি উইকি অনুযায়ী উপাত্ত ছাঁকতে পারবেন।
আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরো কোনো উপাত্ত সম্পর্কে জানতে চাইলে আমাদের জানান।
চলমান প্রকল্প এবং উদ্ভাবনী
সম্পাদনাআমরা ইতিবাচক প্রেরণা শীর্ষক আমাদের নতুন প্রকল্প নিয়ে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ইতিবাচক প্রেরণার নকশার ব্যবহারকারী পরীক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। আরবি, ইংরেজি, ও স্প্যানিশে সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর ফলাফল ইতিবাচক প্রেরণার পাতায় প্রকাশিতও হয়েছে। আমরা বর্তমানে পূর্বের সম্প্রদায়ের মতামতের প্রেক্ষিতে ব্যবহারকারী পরীক্ষণ অনুযায়ী নকশার মানোন্নয়ন করে চলেছি।
আমরা রচনা সংশোধনের কাঠামোবদ্ধ কাজ ভাবনা নিয়ে এগোচ্ছি। আমরা আরবি, বাংলা, চেক, স্প্যানিশ ভাষার উইকিপিডিয়াতে (তথা গ্রোথের পাইলট উইকিতে) এবং ইংরেজি উইকিতে ল্যাঙ্গুয়েজটুল এবং হানস্পেল, এই দুইটি পদ্ধতিতে রচনা সংশোধনের পরীক্ষা চালিয়েছি। আমরা শীঘ্রই যাচাই শেষে রচনা সংশোধনী পাতায় এ সংক্রান্ত বিস্তারিত ফলাফল উপস্থাপন করব।
একটি ছবি যুক্ত করুন ব্যবহৃত হয়েছে গ্ল্যাম প্রকল্পে: আর্জেন্টিনা, মেক্সিকো, এবং চিলিতে এই বৈশিষ্ট্যটি ব্যবহৃত হয়েছে। এই সকল কার্যক্রম থেকে আমরা কী শিখেছি, তা পড়তে দেখুন #1Pic1Article I: how Latin American heritage experts added images to Wikipedia (ইংরেজিতে)।
পরীক্ষণ বিশ্লেষণ
সম্পাদনাএকটি লিঙ্ক যুক্ত করুনের পরীক্ষামূলক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুল হচ্ছে:
- নবাগতদের মধ্যে যারা একটি লিঙ্ক যুক্ত করুন শীর্ষক কাঠামোবদ্ধ কাজটি পেয়েছেন, তাদের সক্রিয় হওয়ায় সক্ষমতা বেড়েছে (প্রথমবারের মত গঠনমূলক সম্পাদনা করা)।
- আমরা বিশ্বাস করি যে তাদের থেকে নিয়মিতভাবে সম্পাদনা পাওয়ার সম্ভাবনাও বেশি (ফিরে এসে অপর একদিন পুনরায় কোনো নিবন্ধ সম্পাদনা করবেন)।
- এই বৈশিষ্ট্য সম্পাদনার আকার বাড়ায় (প্রথম সপ্তাহসমূহে গঠনমূলক সম্পাদনার করার সংখ্যা), এবং একইসাথে নিবন্ধের মানোন্নয়ন ঘটায় (নবাগতদের সম্পাদনা বাতিল না হওয়ার সম্ভাবনা)।
নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।
- সম্প্রদায় তাদের উদ্বেগ জানিয়েছেন, যেসকল নবাগতদের প্রাথমিক কাজগুলো কাঠামোবদ্ধ, তারা কঠিনতর কাজ শেখার দিকে যান না। গ্রোথ দলের ডেটা সায়েন্টিস্ট একটি নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ করেছেন এই ব্যাপারটি পরীক্ষা করার জন্য।
- বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে এটা গুরুতর উদ্বেগ নয়। ৭০%-এরও বেশি ব্যবহারকারী যারা "একটি লিঙ্ক যুক্ত করুন" এর মত সহজ কাজ দিয়ে শুরু করেছেন, তারা অপর কাজগুলোও করেছেন। বিশ্লেষণ ও পরীক্ষাপদ্ধতির বিস্তারিত দেখুন এখানে।
মেন্টরদের জন্য সংবাদ
সম্পাদনামেন্টর তালিকার নতুন পদ্ধতি
পরবর্তী সপ্তাহগুলোতে মেন্টরের তালিকার কনফিগারেশন বদলে যাবে। ভবিষ্যতে মেন্টর নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য, শুভেচ্ছাবার্তা যুক্ত করার জন্য কিংবা মেন্টরশিপ থেকে চলে যাওয়ার জন্য বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড ব্যবহার করবেন। এই পদ্ধতি মেন্টরদের জন্য নতুন বৈশিষ্ট্য নির্মাণ সহজতর করে তুলবে।
বর্তমানে মেন্টরের তালিকা একটি সাধারণ পাতা যা সুরক্ষিত করা না হলে সাধারণভাবে যে কেউ সম্পাদনা করতে পারে। নতুন পাতার মাধ্যমে মেন্টরগণ সহজে কেবলমাত্র তাদের নিজ নিজ শুভেচ্ছাবার্তা পরিবর্তন করতে পারবেন এবং প্রশাসকগণ প্রয়োজনে সম্পূর্ণ মেন্টরের তালিকা সম্পাদনা করতে পারবেন।
এটা প্রথমে কেবল পাইলট উইকিতে চালু হবে, এরপরে সকল উইকিতে। বিদ্যমান মেন্টরের তালিকা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে, তাদের কিছু করতে হবে না। [১০][১১]
মেন্টরগণ পরবর্তী ধাপ সম্পর্কে জানতে পারবেন, বিদ্যমান মেন্টরের তালিকার আলাপ পাতায় বার্তা দেয়া হবে।
কাঠামোবদ্ধ পাতা সম্পর্কে আরো জানুন mediawiki.org পাতায়।
মেন্টরের জন্য পরামর্শ
আপনি জানেন কি যে মেন্টর তাদের পরামর্শগ্রহীতাদের করা সম্পাদনা বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড পাতার মাধ্যমে দেখতে পান (এবং নির্দিষ্ট কিছু সম্পাদনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারকাচিহ্ন দিতে পারেন)? এই বৈশিষ্ট্য নবাগতদের সম্পাদনার প্রতি নজর রাখার জন্য, তাদের করা ছোট ত্রুটি সংশোধন এবং প্রয়োজনে উৎসাহিত করার জন্য তৈরি।
এবং আপনি জানেন কি যে মেন্টরেরা তাদের পরামর্শগ্রহীতাদের করা পরিবর্তন দেখার জন্য বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তন পাতায় পৃথক ছাঁকনি যোগ করতে পারবেন? সাম্প্রতিক পরিবর্তন পাতায় এই ছাঁকনিসমূহ দেখুন: আপনার চিহ্নিত পরামর্শগ্রহীতা, আপনার চিহ্নিত হয়নি এমন পরামর্শগ্রহীতা।
অন্যান্য উন্নতি
আসন্ন সপ্তাহগুলোতে মেন্টর ড্যাশবোর্ডের কিছু উন্নয়ন করা হবে:
- আমরা মেন্টরদের ছুটি নেয়ার সুবিধা প্রদান করলেও মেন্টরশিপ ছেড়ে যাওয়ার ব্যাপারটি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এটার উন্নতি করা হবে। [১২]
- যেসকল উইকিতে ফ্ল্যাগড রিভিশন আছে, সেগুলোতে পরামর্শগ্রহীতাদের ঝুলে থাকা সম্পাদনা দ্রুত আবিষ্কার করার পন্থা নিয়ে কাজ করা হচ্ছে। [১৩]
- নতুন মেন্টরদের জন্য ড্যাশবোর্ড খুঁজে পাওয়া সহজ হবে। [১৪]
সাম্প্রতিক পরিবর্তন এবং সংশোধিত ত্রুটি
সম্পাদনা- আমরা একটি নতুন ছবির পরামর্শের এপিআই চালু করেছি। এই এপিআইয়ের মাধ্যমে একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্য আরো বিভিন্ন উইকিতে চালু করা সম্ভব হয়েছে। [১৫]
- ১৯ সেপ্টেম্বর থেকে আরো কিছু উইকি নবাগতদের একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি প্রদান করেছে। এই উইকিগুলো হচ্ছে গ্রিক উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, রোমানীয় উইকিপিডিয়া। [১৬]
- একটি ছবি যুক্ত করুন বৈশিষ্টয়টি কিছু দিনের জন্য প্রযুক্তিগত কারণে নিষ্ক্রিয় করা হয়েছে। "একটি ছবি যুক্ত করুন" ছবির বদলে একটি শূন্য বাক্য যুক্ত করতো। এটা সংশোধিত হয়েছে। [১৭]
- বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা ব্যবহৃত হচ্ছে কীনা, তা জানতে আমরা পাতাটি লোড করা এবং কনফিগারেশন সংরক্ষণ করাটা যাচাই করছি। [১৮]
কোনো প্রশ্ন? পরামর্শ?
সম্পাদনাআমাদেরকে জানান! আপনি আমাদের প্রাজিপ্ত পাতাটি পড়তে পারেন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৭:১৯, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন!
সম্পাদনাবিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১১:৫৭, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
সম্পাদনাDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
Growth team newsletter #23
সম্পাদনাগ্রোথ দলের ত্রয়োবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
এক নজরে
সম্পাদনা- মেন্টরশিপ: আমরা সকল উইকিতে নতুন কাঠামোবদ্ধ মেন্টরের তালিকা চালু করেছি। এর মাধ্যমে মেন্টরশিপ চালু, নিয়ন্ত্রণ, ও ব্যবহার আরো সহজতর হয়ে উঠবে।
- ইতিবাচক প্রেরণা: অবদানের প্রভাবের একটি উন্নত মডিউল পরীক্ষণের জন্য প্রস্তুত।
ইতিবাচক প্রেরণা: অবদানের প্রভাবের উন্নত মডিউল পরীক্ষণের জন্য
সম্পাদনাগ্রোথ দলের উদ্দেশ্য হচ্ছে নবাগতদেরকে তাদের প্রথম সম্পাদনা করতে সহায়তা করা এবং উৎসাহিত করা। নবাগতদের সম্পাদনা কতটা অবদান রাখছে তা জানানোর মাধ্যমে আমরা নবাগতদের প্রেরণা বাড়াতে চাই।
নবাগতরা একটি অবদানের মডিউল দেখতে পাবেন; আপনি বিশেষ:প্রভাব-এ গিয়ে আপনারটা দেখতে পারবেন। এই উন্নত অবদানের মডিউল নবাগতদের তাদের প্রভাব সম্পর্কে আরো তথ্য দেবে। এই এটা সম্পাদনার সংখ্যা, প্রাপ্ত ধন্যবাদ সংখ্যা, তাদের করা শেষ সম্পাদনার তারিখ, বিরতিহীন সম্পাদনা করার দিন, এবং সম্পাদিত নিবন্ধ পরিদর্শন সংখ্যা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে আমাদের পাইলট উইকিতে এই মডিউল চালু হবে। আপনি বেটা উইকিপিডিয়াতে এই মডিউল পরীক্ষা করতে পারবেন। নিরাপত্তার কারণে বেটা উইকিতে আপনার নিয়মিত অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার করবেন না। ভিন্ন পাসওয়ার্ডসহ এই উইকিতে একটি নতুন, নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করুন।
কাঠামোবদ্ধ কাজ: নিরীক্ষকগণের মতামতের ভিত্তিতে করা উন্নতি
সম্পাদনাকাঠামোবদ্ধ কাজ চালুর পর থেকে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মতামত পেয়েছি। তারা জানিয়েছে কীভাবে সাম্প্রতিক পরিবর্তনে পরীক্ষা করা প্রয়োজন এমন সম্পাদনার সংখ্যাবৃদ্ধিতে নিরীক্ষকগণের কাজের চাপ বেড়েছে এবং কিছু সম্পাদনার মান বা প্রাসঙ্গিকতাও ভালো হচ্ছে না।
আমরা গৃহীত মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন এনেছি। যা যা ঠিক করা হয়েছে:
- নিরীক্ষকদের ক্লান্তি
- স্বয়ংক্রিয়ভাবে নবাগতদের প্রতিদিন মোট ২৫টি "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং ২৫টি "একটি ছবি যুক্ত করুন" কাজ করতে পারেন। যদি নিরীক্ষকগণ ক্লান্ত হয়ে যান, তবে সম্প্রদায় বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এই সীমা কমিয়ে দিতে পারেন।
- সম্পাদনার মান: "মানসম্মত সম্পাদনা" কোনো সঠিকভাবে সংজ্ঞায়িত বিষয় না। আমরা একটি আলোচনা চালু করেছি এবং আমাদের প্রাপ্ত দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরেছি। আমরা নিম্নোক্ত বিষয় নিয়ে কাজ করেছি:
- একটি লিঙ্ক যুক্ত করুন
- কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধগুলোর প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে, তাই নবাগতরা ইতিমধ্যে অনেক লিঙ্ক আছে এমন নিবন্ধে লিঙ্ক যুক্ত করবেন এর সম্ভাবনা কম।
- কনফিডেন্স স্কোর বাড়ানো হয়েছে, এর ফলে পরামর্শগুলো আরো সঠিকতর হবে।
- প্রতি নিবন্ধে স্বয়ংক্রিয়ভাবে পরামর্শকৃত লিঙ্কের সংখ্যা কমিয়ে ৩ করা হয়েছে। বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এর পরিবর্তন করা যাবে। সম্প্রদায় চাইলে নির্দিষ্ট টেমপ্লেট বা বিষয়শ্রেণী পরামর্শের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারবেন।
- একটি ছবি যুক্ত করুন
- তালিকা নিবন্ধগুলো আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
- দ্ব্যর্থতানিরসনকারী পাতাগুলোও আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
- আমরা ২০২৩-এর শুরুর দিকে "একটি লিঙ্ক যুক্ত করুন" বৈশিষ্ট্যটিকে আরো উন্নত করে তুলব। [১৯]
- একটি লিঙ্ক যুক্ত করুন
ইতিবাচক প্রেরণা প্রকল্পটি ইতিমধ্যে নবাগতদের অধিক গুরুত্ববিশিষ্ট সম্পাদনার প্রতি উৎসাহিত করে তুলবে। গ্রোথ দল "উচ্চতর ধাপে গমন" কৌশল নিয়ে শীঘ্রই কাজ করবে। এর মাধ্যমে সহজ থেকে অধিকতর কঠিন কাজের দিকে তারা যেতে পারবেন।
সাম্প্রতিক পরিবর্তন
সম্পাদনা- সকল উইকিপিডিয়ায় এখন একই প্রারম্ভিক অভিজ্ঞতা বিদ্যমান। আগে কিছু উইকির নতুন অ্যাকাউন্টের ২০% গ্রোথ বৈশিষ্ট্য পেত না। এই ২০% নতুন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ দল হিসেবে ব্যবহৃত হতো যেন নবাগতদের আচরণ গ্রোথ বৈশিষ্ট্য আসলেই পরিবর্তন করতে পারছে কীনা তা জানা যায়। পরীক্ষা করে দেখা গেছে যে গ্রোথ বৈশিষ্ট্য সক্রিয়তা এবং ফিরে আসার হার বাড়ায় এবং আমরা এই প্রারম্ভিক অভিজ্ঞতা সকল উইকিপিডিয়ায় দিতে চেয়েছি। আমরা তাই নিয়ন্ত্রণ দল সরিয়ে নিয়েছি। নতুন বৈশিষ্ট্য চালুর ক্ষেত্রে আবারও নিয়ন্ত্রণ দলের প্রয়োজন পড়বে। জার্মান উইকিপিডিয়া তাদের অনুরোধের প্রেক্ষিতে একটি নিয়ন্ত্রণ দল রাখছে। [২০]
- "একটি লিঙ্ক যুক্ত করুন" পরামর্শের মানের নম্বর তথা কোয়ালিটি স্কোর পরিবর্তিত হচ্ছে। আমরা প্রতি নিবন্ধের জন্য কম লিঙ্কের পরামর্শ দেব, তবে পরামর্শগুলো আরো সঠিক হবে। আমরা প্রথমে পাইলট উইকিতে চালু করব, এবং ধীরে ধীরে এই বৈশিষ্ট্য আছে এমন বাকি সব উইকিতেও চালু করব। [২১][২২]
- গ্রোথ বৈশিষ্ট্যের প্রাজিপ্র হালনাগাদ ও বিস্তৃত হয়েছে। এই পাতায় গ্রোথ বৈশিষ্ট্যের সকল তথ্যের কেন্দ্রীয় ভাণ্ডার রয়েছে। আমরা আপনাকে এটা পড়তে, এবং সম্ভব হলে অনুবাদ করার আমন্ত্রণ জানাচ্ছি।
মেন্টরদের জন্য সংবাদ
সম্পাদনা- সকল উইকিপিডিয়া বর্তমানে মেন্টরশিপ প্রোগ্রাম চালু ও নিয়ন্ত্রণ করতে পারেব আরো সহজভাবে।
- আমরা প্রক্রিয়া পরিবর্তন করে আরো নির্ভরযোগ্য, মানোন্নয়ন উপযোগী, এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলেছি।
- যেসকল উইকিপিডিয়াতে এখনো মেন্টরশিপ চালু হয়নি, তারা নতুন প্রক্রিয়া অনুসরণ করে মেন্টরশিপ চালু করতে পারবেন। চালুর পরে মেন্টরগণ
Special:MentorDashboard
-এ গিয়ে নিজের নাম যুক্ত করতে পারবেন। - যেসকল উইকিপিডিয়াতে আগেই মেন্টরের তালিকা ছিল, তারা নতুন পদ্ধতিতে পরিবর্তিত হয়ে গেছে।
- একটি নতুন বিশেষ পাতা —
Special:ManageMentors
— বর্তমানে সকল মেন্টরের তালিকা প্রদর্শন করছে। এই পাতাটিকে অন্য পাতায় অন্তর্ভুক্ত করিয়ে নেয়া সম্ভব। মেন্টর হিসেবে যুক্ত হোন বা মেন্টরশিপ ত্যাগ করুন-এর জন্যও নতুন পদ্ধতি চালু আছে। আমরা সম্প্রদায়ের মেন্টরশিপ ব্যবস্থাপনা উন্নত করেছি।
- মেন্টর ড্যাশবোর্ডের "আপনার পরামর্শগ্রহীতা" মডিউলে একটি নতুন ফুটার বর্তমানে দেখা যাবে, যেখানে "আপনার পরামর্শগ্রহীতাদের করা সাম্প্রতিক পরিবর্তন"-এ সাম্প্রতিক পরিবর্তনে যাওয়ার লিঙ্ক থাকবে। এর মাধ্যমে মেন্টরগণ কেবলমাত্র তাদের পরামর্শগ্রহীতাদের সম্পাদনাই দেখতে পারবেন। [২৩]
প্রয়োগ
সম্পাদনা- একটি লিঙ্ক যুক্ত করুন পঞ্চম দফায় উইকিতে চালু করা হয়েছে। [২৪]
নিউজলেটারের মানোন্নয়ন
সম্পাদনাআমরা আরো নিয়মিত, প্রতি দুই মাসের মধ্যে একটি নিউজলেটার প্রকাশ করতে চাই। আমরা জানতে চাই বর্তমান ফরমেট আপনার পছন্দ হয়েছে কীনা! জানান, আপনি কী পছন্দ করেন, কী কম পছন্দ করেন, বা কোথায় উন্নয়ন করা যায়। আপনার পছন্দসই ভাষায় মতামত দিন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
২০:৫৮, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
সম্পাদনাDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Core organizing team.
Growth team newsletter #24
সম্পাদনাগ্রোথ দলের চতুর্বিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নবাগতদের অভিজ্ঞতাভিত্তিক প্রকল্প
সম্পাদনাগ্রোথ দল ফাউন্ডেশনের অন্য দলের সাথে একত্রীত হয়ে অ্যাকাউন্ট তৈরি এবং নতুনদের ধরে রাখা নিয়ে একাধিক পরীক্ষণ পরিচালনা করছে। এরকম চারটি পরীক্ষণের ফলাফল বর্তমানে পাওয়া যাচ্ছে:
- ধন্যবাদ পাতা ও ব্যানার - পাতা ও ব্যানারের মাধ্যমে দাতাদের অ্যাকাউন্ট তৈরিতে উৎসাহিত করা।
- বিপণন পরীক্ষণ - অন-উইকি এবং অফ-উইকি বিজ্ঞাপন কীভাবে অ্যাকাউন্ট সক্রিয়তায় প্রভাব ফেলে।
- "একটি ছবি যুক্ত করুন" গ্ল্যাম প্রকল্প - "একটি ছবি যুক্ত করুন" সরঞ্জামকেন্দ্রিক GLAMটি কার্যক্রম আয়োজন।
- স্বাগত ইমেইল - নতুন তৈরিকৃত অ্যাকাউন্টের ব্যক্তিকে স্বাগত ইমেইল পাঠানোর পরীক্ষণ।
নবাগতদের কাজ
সম্পাদনা- একাধিক সম্প্রদায় কম লিঙ্ক বিশিষ্ট নিবন্ধের পরামর্শ শুরুতে দেয়ার" জন্য "একটি লিঙ্ক যুক্ত করুন"-এর উন্নয়নের পরামর্শ দিয়েছে। আমরা গ্রোথের পাইলট উইকিতে এই প্রকল্প চালু করেছি। আমরা আরো উইকিতে এটি চালুর পূর্বে তথ্য পর্যালোচনা এবং মতামত সংগ্রহ করব। [২৫]
- সকল উইকিপিডিয়ায় "একটি লিঙ্ক যুক্ত করুন" চালু হওয়ার কাজ এখনো প্রক্রিয়াধীন আছে। পরামর্শকৃত লিঙ্কগুলো একটি পূর্বাভাস দিতে সক্ষম এমন মডেল ব্যবহার করে, যার প্রশিক্ষণের ভিত্তিতে কাজ করে। সকল মডেল প্রশিক্ষণের পরে আবারও এটি চালু করার প্রক্রিয়া গতি পাবে। [২৬]
মেন্টরশিপ
সম্পাদনা- যখন কেউ মেন্টর হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাইবেন, তারা এখন জানতে পারবেন যে উল্লেখিত মানদণ্ডে তারা উত্তীর্ণ কীনা। [২৭]
- কর্মশালার আয়োজকগণ আমাদেরকে বলেছেন যেন কর্মশালার অংশগ্রহণকারীদের তাদের সাথে যুক্ত করিয়ে দেয়া হয়। তারা শীঘ্রই একটি পৃথক ইউআরএল প্যারামিটার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে কর্মশালার আয়োজকগণ কর্মশালার পরেও অংশগ্রহণকারীদের মেন্টর হিসেবে কাজ করে যেতে পারবেন। ফেব্রুয়ারিতে এটি চালু হবে। [২৮]
- আপনি কি নতুন অবদানকারীদের সহায়তা করার জন্য মেন্টর হিসেবে নিজের নাম যোগ করতে আগ্রহী?
- Special:MentorDashboard পাতায় গিয়ে মেন্টর হওয়ার শর্তাবলী দেখে নিজের নাম যোগ করুন।
- আপনার উইকি যদি মেন্টরশিপ এখনো চালু না করে থাকে, তবে চালু করার কথা ভেবে দেখুন। প্রয়োজনে গ্রোথ দল প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা করবে। সহায়তার জন্য Trizek (WMF)-এ বার্তা দিন।
অন্যান্য সংবাদ
সম্পাদনা- Special:SpecialPages-এ গ্রোথ পরীক্ষণ এখন তাদের নিজস্ব অংশ পেয়েছে। [২৯]
- এই নিউজলেটার একটি নতুন প্রকাশনার সময়সীমা পেতে যাচ্ছে, বছরে ৬বার: জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, এবং নভেম্বর।
অনুবাদ
সম্পাদনা- নিউজলেটার অনুবাদ: আমরা নিউজলেটার অনুবাদের জন্য অনুবাদক খুঁজছি। আপনি যদি আগ্রহী হোন এবং প্রয়োজনীয় ইংরেজির দক্ষতা থাকে, তবে অনুগ্রহ করে আপনার নাম এই তালিকায় যুক্ত করুন। আপনার আলাপ পাতায় নিউজলেটার তৈরি হওয়া মাত্র আমন্ত্রণবার্তা পাঠানো হবে।
- ইন্টারফেস অনুবাদ: আপনি ইন্টারফেস অনুবাদের মাধ্যমেও সহায়তা করতে পারেন, বা অনুবাদ পর্যালোচনা করে সেগুলো আরো অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারেন। ইন্টারফেস অনুবাদ বর্তমানে ট্রান্সলেটউইকি.নেট ওয়েবসাইটে রয়েছে।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।• অনুবাদে সহায়তা করুন
১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
Growth team newsletter #25
সম্পাদনাগ্রোথ দলের ২৫তম নিউজলেটারে আপনাকে স্বাগতম! অনুবাদে সহায়তা করুন
উদযাপন
সম্পাদনাপরবর্তী ধাপে গমনের মুক্তি
- আমরা গত ২২ মার্চ পরবর্তী ধাপে গমন বৈশিষ্ট্যাবলী আমাদের পাইলট উইকিতে চালু করেছি এ/বি পরীক্ষণের জন্য।
- এই পরীক্ষণে আমরা একটি সম্পাদনা-পরবর্তী বার্তা (সম্পাদনা প্রকাশের পর পপ-আপ বার্তা) ব্যবহার করে এবং বিজ্ঞপ্তি দেয়ার মাধ্যমে নতুন অবদানকারীদের নবাগতদের জন্য সুবিধাজনক এমন সম্পাদনার পরামর্শ দেব।
- আমরা ভালোভাবে এই বৈশিষ্ট্যের স্বল্পমেয়াদী প্রভাব পর্যবেক্ষণ করছি এবং নবাগতদের সৃজনশীলতা ও অবদানে দীর্ঘমেয়াদী ফলাফলও পর্যবেক্ষণ করছি। যদি এই পরীক্ষণ ইতিবাচক ফলাফল দেয়, তবে আমরা আরো উইকিতে এটা চালু করব।
ফেব্রুয়ারিতে ৫০০০+ ছবি নবাগতদের কাজের মাধ্যমে যুক্ত হয়েছে।
- ২০২৩-এর ফেব্রুয়ারিতে, ৫,০৩৫টি ছবি যুক্ত হয়েছে "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যের মাধ্যমে (বৈশিষ্ট্যটি বিদ্যমান রয়েছে এমন সব উইকি মিলিয়ে); ১৫৫টি সম্পাদনা পুনর্বহাল হয়েছে।
- এই বৈশিষ্ট্যের যাত্রা শুরুর পর থেকে মোট ৩৬,৮০৩টি ছবি যুক্ত হয়েছে; ২,৯৫৭টি ছবি যুক্ত করার সম্পাদনা পুনর্বহাল হয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
সম্পাদনা- একটি লিঙ্ক যুক্ত করুন
- সম্প্রদায়ের অ্যাম্বাসেডরগণ প্রাথমিকভাবে যাচাইপূর্বক নিশ্চিত করেছেন যে কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধে গুরুত্ব বেশি দেয়ায় নিবন্ধের পরামর্শ আরো বেশি মানসম্মত হয়ে উঠেছে। এরপরে আমরা গ্রোথ পাইলট উইকিতে এই পরিবর্তন যাচাই করেছি। ফলাফলে দেখা গেছে, নবাগতদের কাজের মান ভালো হয়েছে এবং পুনর্বহালের হার কমেছে। আমরা যেসকল উইকিতে "একটু লিঙ্ক যুক্ত করুন" আছে, সেই সকল উইকিতে এই নতুন অধিক গুরুত্বারোপ মডেল প্রয়োগ করব। [৩০][৩১]
- আমর আরো উইকিতে "একটি লিঙ্ক যুক্ত করুন" প্রয়োগ করতে চাই। এই পরিবর্তনসমূহ নিয়মিতভাবে টেক সংবাদে প্রকাশিত হয়৷ আপনার উইকির নবাগতদের এই বৈশিষ্ট্যে অধিকার আছে কীনা জানতে আপনার নীড়পাতায় যান।
- আমাদের পাইলট উইকিতে অবদানের প্রভাব চালু করা হয়েছিল, যেখানে আমরা এ/বি পরীক্ষা করেছি। আমরা প্রাথমিক ফলাফল প্রকাশ করেছি এবং একজন ডেটা বিজ্ঞানী বর্তমানে পরীক্ষণলব্ধ ফলাফল বিশ্লেষণ করছেন। [৩২]
- দাতাদের ধন্যবাদ পাতার পরীক্ষণ – দাতাগণ দান করার পরে একটি “ধন্যবাদ” পাতায় উপস্থিত হন। এই পাতায় এখন সম্পাদনার চেষ্টা শুরু করার আহ্বান থাকে: ফ্রেঞ্চ উইকিতে ধন্যবাদ পাতার উদাহরণ। এই আশাব্যঞ্জক বৈশিষ্ট্যটি বেশকিছু উইকিপিডিয়ায় (ফরাসি উইকিপিডিয়া, ইতালীয় উইকিপিডিয়া, জাপানি উইকিপিডিয়া, ওলন্দাজ উইকিপিডিয়া, সুয়েডীয় উইকিপিডিয়া) পরীক্ষা করা হয়েছে।
- গ্রোথ বৈশিষ্ট্যাবলী বর্তমানে test.wiki.x.io এবং test2.wiki.x.io তে স্বয়ংক্রিয় অভিজ্ঞতা হিসেবে বিদ্যমান। আপনি আমাদের বৈশিষ্ট্যাবলী এখানেও দেখতে পাবেন।
আসন্ন কাজ
সম্পাদনা- একটি ছবি যুক্ত করুন – আমরা নবাগতদের জন্য কাঠামোবদ্ধ কাজ হিসেবে অনুচ্ছেদ-ভিত্তিক ছবির পরামর্শ দেয়ার কথা ভাবছি।
- আইপি সম্পাদনা: ব্যক্তিগত নিরাপত্ত বাড়ানো এবং অপব্যবহার রোধ – আমরা গ্রোথ দলের তৈরিকৃত সব পণ্যে এবং এক্সটেশনের ক্ষেত্রেই এই প্রকল্পে সহায়তা করে যাব। [৩৬]
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৩:১০, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
Growth team newsletter #26
সম্পাদনাWelcome to the twenty-sixth newsletter from the Growth team! Help with translations
One million Suggested Edits
সম্পাদনাWe passed the 1 million Suggested edits milestone in late April!
- The Suggested edits feature (AKA Newcomer tasks) increase newcomer activation by ~12%, which flows on through to increased retention. (source)
- Suggested edits increase the number of edits newcomers complete in their first two weeks and have a relatively low revert rate. (source)
- Suggested edits are available on all Wikipedia language editions.
- Newer Suggested edits, like Add a link and Add an image, aren’t yet deployed to all wikis, but these structured tasks further increase the probability that newcomers will make their first edit. (source)
Positive reinforcement
সম্পাদনাPositive reinforcement aims to encourage newcomers who have visited our homepage and tried Growth features to keep editing.
- The new Impact module was released to Growth pilot wikis in December 2022, and we are now scaling the feature to another ten wikis. [৩৭]
- The Leveling up features are deployed at our pilot wikis.
- The Personalized praise features were deployed at our pilot wikis on May 24. Mentors at pilot wikis will start to receive notifications weekly when they have “praise-worthy” mentees. Mentors can configure their notification preferences or disable these notifications.
Add an image
সম্পাদনা- We are creating a new section-level variation of the “add an image” task. We have tested the accuracy of suggestions, and the development of this new task is well-underway. [৩৮]
Other updates
সম্পাদনা- We are progressively releasing Add a link to more wikis. [৩৯]
- After adding Thanks to Recent Changes, Watchlist and Special:Contributions, we investigated Thanks usage on the wikis. There is no evidence that thanks increased after the feature was added on more pages.
- We helped with code review for the 2023 Community Wish to add Notifications for user page edits. [৪০]
- We have been attending several community events, that we documented in our Growth’s Community events report.
What's next for Growth?
সম্পাদনা- We shared an overview of Growth annual planning ideas, and have started community discussion about these potential projects. We would love to hear your feedback on these ideas!
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
১৫:১৪, ২৯ মে ২০২৩ (ইউটিসি)
Growth team newsletter #27
সম্পাদনাWelcome to the twenty-seventh newsletter from the Growth team! Help with translations
Annual plan for Growth
সম্পাদনাWe shared our annual plan, for the period July 2023 - June 2024.
Our first project of the year will be Community configuration 2.0, which helps editors with extended rights transparently and easily configure important on-wiki functionality.
After we finish work on Community configuration 2.0, we will hope to fit in one of the following projects:
- Article creation: This project aims to provide new editors with better guidance and guardrails in the article creation process, with the intention of lightening the load of new page reviewers.
- Non-editing participation: This project aims to create low-risk ways for readers to participate in Wikipedia with the intention of funneling more readers into contributing to the Wikimedia movement.
Please let us know what you think about these projects on the related talk page, or Growth's annual plan talk page.
Suggested edits
সম্পাদনাWe released a new Section-level “add an image” structured task to Growth pilot wikis (Arabic, Bengali, Czech, and Spanish). This task was part of the Structured Data Across Wikipedia project. We are monitoring the edits made, and we look for community feedback as well.
Suggested Edits are now receiving topic predictions via the new Language-Agnostic Topic Classification. This change affects non-English Wikipedia wikis. It will ensure newcomers receive a greater diversity of task recommendations. Before, as this feature was a test, English Wikipedia was used to select topics. The change is gradual as lists of topics are refreshed when they become empty. The Research team will evaluate the impact in a few months. [৪১]
Starting on August 1, a new set of Wikipedias will get "Add a link": Georgian Wikipedia, Kara-Kalpak Wikipedia, Kabyle Wikipedia, Kabardian Wikipedia, Kabiyè Wikipedia, Kikuyu Wikipedia, Kazakh Wikipedia, Khmer Wikipedia, Kannada Wikipedia, Kashmiri Wikipedia, Colognian Wikipedia, Kurdish Wikipedia, Cornish Wikipedia, Cornish Wikipedia.
Mentorship
সম্পাদনাThe Growth team provides dedicated features to establish a mentorship program for newcomers. Every newcomer gets a volunteer mentor who provides encouragement and answers questions. Communities can set up or join this mentorship system by visiting Special:ManageMentors. This mentorship system is configurable by the community at Special:EditGrowthConfig.
More communities have implemented mentorship. A Wikimedia Foundation data scientist will be looking at the impact of Mentorship. We will look at the impact on Spanish and English Wikipedia. [৪২]
The Growth team will also host a Mentoring new editors on Wikipedia session at Wikimania 2023 in Singapore. Workshop attendees will help brainstorm improvements to Growth’s mentorship features.
Positive reinforcement
সম্পাদনাWe will share more complete experiment analysis for all the three parts of the Positive reinforcement project soon. At the moment, the new Impact module, Leveling up, and Personalized praise are still being A/B tested on the Growth team's pilot wikis.
In the meantime, initial leading indicators for the Personalized praise project have been published. Although this is still a relatively small sample, results seem healthy. They show that Mentors are indeed receiving notifications and clicking through to view their praise-worthy mentees.
Growth contributes to IP Editing migration
সম্পাদনাThe Growth team is currently focusing on IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation. It is a project that touches many different Wikimedia Foundation teams. The Growth team will focus on temporary accounts through two main points:
- the user experience of a logged-out user, that switches to a temporary account,
- change Growth-owned extensions and features, so that they work as expected with temporary accounts. [৪৩]
Community Configuration 2.0
সম্পাদনাWe are still in the early planning stage of the Community Configuration 2.0 project:
- We are gathering internal Wikimedia Foundation teams' needs, so as community feedback. [৪৪]
- We have started to investigate design improvements. [৪৫]
- We are also reviewing similar tools that are part of other products. [৪৬]
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
১২:৪২, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
সুপ্রিয় Nafiul adeeb,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
Growth team newsletter #28
সম্পাদনাWelcome to the twenty-eighth newsletter from the Growth team! Help with translations
Community configuration 2.0
সম্পাদনা- Community Configuration 2.0 is a feature that will enable Wikimedia communities to easily customize and configure features to meet their unique needs. This approach provides non-technical moderators with more independence and control over enabling/disabling and customizing features for their communities.
- Technical approach and associated tasks are detailed in this Epic task on Phabricator.
- Initial designs are drafted for two different approaches (see images). We will soon demo interactive prototypes to interested admins, stewards, and experienced editors (T346109). Please let us know if you have feedback on the design approach, or want to participate in prototype testing.
IP Masking
সম্পাদনা- The Growth team has been working on several updates to ensure Growth maintained features will be compatible with future IP Masking changes. This work has included code changes to: Recent Changes (T343322), Echo notifications (T333531), the Thanks extension (T345679) and Mentorship (T341390).
- Before December, the Growth team will initiate community discussions with the goal of migrating communities from Flow to DiscussionTools. This move aims to minimize the necessity for additional engineering work to make Flow compatible with IP Masking. (T346108)
Mentorship
সম্পাদনা- We assembled some resources for mentors at Mediawiki wiki. This resource page is translatable and will be linked from the mentor dashboard.
- We are working to resolve a bug related to mentors properly returning after being marked as "Away". (T347024)
- Half of newcomers at English Wikipedia get a mentor assigned to them. To ensure every newcomer receives mentorship, we need additional volunteer mentors at English Wikipedia to achieve a 100% coverage rate. We also encourage experienced users from other wikis to help newcomers at their own community.
Scaling Growth features
সম্পাদনা- We continue the deployment of the structured task "add a link" to all Wikipedias. We plan to scale the task to all Wikipedias that have link suggestions available by the end of 2023.
- We plan to scale the new Impact Module to all Wikipedias soon, but first we are investigating a bug with the job that refreshes the Impact Module data. (T344428)
- At some wikis, newcomers have access to the "add an image" structured task. This task suggests images that may be relevant to add to unillustrated articles. Newcomers at these wikis can now add images to unillustrated articles sections. (T345940) The wikis that have this task are listed under "Images recommendations" at the Growth team deployment table.
Other news
সম্পাদনা- We disabled the “add an image” task temporarily (T345188) because there was a failure in the image suggestions pipeline (T345141). This is now fixed.
- You can read a report about the Growth team’s representation at Wikimania in Singapore here. Growth team members presented two sessions at Wikimania Singapore.
- After a 2.5 years-long collaboration with Bangala Wikipedia, we have decided to start a collaboration with another wiki. Swahili Wikipedia is now a pilot wiki for Growth experiments.
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
Growth team newsletter #29
সম্পাদনাWelcome to the twenty-ninth newsletter from the Growth team! Help with translations
Community Conversations
সম্পাদনাThe Growth team will host its first community conversation Monday, 4 December (19:00 - 20:30 UTC). The topic for this meeting will be Mentorship.
This first meeting language will be English, but we plan to host conversations in other languages, and about other topics. Please visit the conversation page on-wiki for the details on how to join. You can also watch the page, or suggest ideas for upcoming conversations there.
Impact Module
সম্পাদনাAt the beginning of November 2023, the Growth team deployed the New Impact Module to all Wikipedias. We recently released a follow up improvement to how edit data was displayed based on editor feedback. [৪৭]
Add a Link
সম্পাদনাWe released “add a link” to 35 more Wikipedias. [৪৮] [৪৯]
We have a few Wikipedias remaining:
- German and English Wikipedia will be contacted at the beginning of January 2024.
- There are a few small wikis that will not receive the task until they have enough articles for the algorithm to work properly.
Community Configuration
সম্পাদনা- We shared Community Configuration 2.0 plans with technical stakeholders. [৫০] 🖂
- Initial Community Configuration design ideas have been shared and discussed with community members.
- A basic Community Configuration 2.0 demo is released on ToolForge.
- Developers can find some initial proof of concept code shared on gitlab.
Mentorship
সম্পাদনাWhen a mentor marked themselves as "Away", they were not getting their name assigned to new accounts when they returned. This has been fixed. [৫১]
We improved the message received by newcomers when their mentor quits, to reduce confusion. [৫২]
We worked on ensuring that all mentees are assigned to an active mentor. This required reassigning mentees with no mentors to a new mentor. We paused this as the clean-up script confused some editors. We will resume it when the identified blockers are resolved. [৫৩]
It is now possible to create an Abuse Filter to prevent one user from signing up as a mentor. [৫৪]
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
১৮:০৫, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
Growth News, April 2024
সম্পাদনাThe Growth team will now send quarterly reports to keep you in the loop. Growth team weekly updates are available on wiki (in English) if you want to know more about our day-to-day work.
If you want to receive more general updates about technical activity happening across the Wikimedia movement (including Growth work), we encourage you to subscribe to Tech News.
Community Configuration
সম্পাদনাGrowth features are currently configurable at Special:EditGrowthConfig
. This quarter we are working on making Community Configuration accessible for other MediaWiki developers while also moving Growth feature configuration to the new CommunityConfiguration extension.
An early version of Community Configuration can be tested at Spanish Beta Wikipedia. We plan to release the new Community Configuration extension to pilot wikis (Arabic and Spanish Wikipedia) in early May, 2024. The first non-Growth team feature to utilize Community Configuration will be Automoderator.
In parallel with the development, the Growth team will propose Community Configuration usage guidelines, Community Configuration design guidelines, and provide technical documentation.
Experiment Results
সম্পাদনাAdd a Image experiment analysis results
The Growth team conducted an experiment to assess the impact of the “Add an Image” structured task on the Newcomer Homepage's "Suggested Edits" module. This analysis finds that the Add an Image structured task leads to an increase in newcomer participation on the mobile web platform, particularly by making constructive (non-reverted) article edits:
- The likelihood that mobile web newcomers make their first article edit (+17.0% over baseline)
- The likelihood that they are retained as newcomers (+24.3% over baseline)
- The number of edits they make during their first two weeks on the wiki (+21.8% over baseline)
- A lower probability of the newcomers' edits will be reverted (-3.3% over baseline).
Personalized praise experiment results
This feature was developed for Mentors as part of the Growth team's Positive Reinforcement project. When A/B testing on Spanish Wikipedia, we found no significant impact on retention, but we found a significant positive impact on newcomer productivity. However, we concluded that the results weren’t positive enough to justify the time investment from Mentors. We plan to discuss this feature with our pilot wikis, and consider further improvements before scaling this feature further. Meanwhile, communities willing to test the feature can ask to have it deployed. (T361763)
English donors encouraged to try editing
As in previous years, donors were directed to a Thank you page after donation (example). However, this year we tested a new “Try editing Wikipedia,” call to action on the Thank You page. This call to action linked to a unique account creation page. From this account creation page we were able to track Registrations and Activation (editing for the first time). During the English banner campaign, the Donor Thank you page led to 4,398 new accounts, and 441 of those accounts went on to constructively edit within 24 hours. (T352900)
Future work
সম্পাদনাAnnual Plan
The Growth team and the Editing team will work on the WE1.2 Key Result in the coming fiscal year. We will start initial discussions with communities soon to help finalize our plans. (T361657)
Newcomer Homepage Community Updates module
We plan to A/B test adding a new Community Configurable module to the Newcomer Homepage that will allow communities to highlight specific events, projects, campaigns, and initiatives. We are early in the planning phase of this project that will take place first at our pilot wikis and wikis volunteering. We welcome community feedback on initial designs and plans, in any language at our project talk page.
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
১৮:৫৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
Growth News, July 2024
সম্পাদনাCommunity Configuration
সম্পাদনাThe Growth team released Community Configuration at all Wikipedias. You can access it at Special:CommunityConfiguration
.
This new special page replaces Special:EditGrowthConfig
. For now, all Growth features can be configured using Community Configuration. Configuration for AutoModerator (T365046) and other features will be available in the future.
You can help with translations. The interface translation is done at Translatewiki.net. You can also help translate the documentation.
If you attend Wikimania 2024, please join us for the session about Community configuration's future!
Current work
সম্পাদনাNewcomer Homepage Community Updates module
We will add a new Community Configurable module to the Newcomer Homepage that will allow communities to highlight specific events, projects, campaigns, and initiatives. We have released a simple version available to beta wikis. We will conduct an A/B test at our pilot wikis using the new Metrics Platform. We still welcome community feedback on initial designs and plans, in any language at our project talk page.
Future work
সম্পাদনাIncrease constructive activation on mobile
As part of the Growth team 2024/2025 Annual Plan, the Growth team will explore various ways to increase the percentage of newcomers who successfully start editing.
Editing a Wikipedia page requires too much context and patience. It means many trial and error for newcomers to contribute, meaning a steeper learning curve and potential discouraging reverts. To support a new generation of volunteers, we will increase the number and availability of smaller, structured, and more task-specific editing workflows (E.g. Edit Check and Structured Tasks). The Growth team will primarily focus on Structured Tasks, while working closely with the Editing team to ensure our work integrates well with Edit Check.
Stay informed
সম্পাদনাGrowth team weekly updates are available on wiki (in English) if you want to know more about our day-to-day work. If you want to receive more general updates about technical activity happening across the Wikimedia movement (including Growth work), we encourage you to subscribe to Tech News.
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.
১৫:০৮, ৩০ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
Growth News, October 2024
সম্পাদনাCurrent work
সম্পাদনাNewcomer Homepage Community Updates module
We will add a new module to the Newcomer Homepage that will allow communities to highlight specific events, projects, campaigns, and initiatives. We have released a simple version on beta wikis and we will soon start an A/B test on our pilot wikis. This module will only display on the Newcomer Homepage if communities decide to utilize it, so learn how to configure the Community Updates module, or share your thoughts on the project's talk page.
Constructive activation experimentation
After showcasing early design ideas at Wikimania, we conducted user testing of design prototypes. We now aim to engage communities in further discussions and plan to run a targeted experiment, presenting a structured task within the reading view to logged-in new account holders with zero edits.
This Community Configuration extension was developed to help communities customize wiki features to meet their unique needs. The Growth team is now helping other Wikimedia Foundation teams make their products configurable:
- The Moderation Tools team now provides Community Configuration for Automoderator. (T365046)
- Certain Babel extension settings will be configurable soon. (T328171)
Future work
সম্পাদনাAs part of the Growth team annual plan, we will continue to investigate ways to increase constructive activation on mobile, while also working with Data Products to move forward A/B testing functionality via the Metrics Platform.
Community events
সম্পাদনা- Growth team members presented Community Configuration: Shaping On-Wiki Functionality Together at Wikimania (slides). The session recording is available to watch on YouTube. This session provided an update on the Community Configuration project and introduced details about the upcoming features that communities will soon be able to configure. Representatives from the Moderator Tools, Editing, Web, and Campaigns teams shared their plans for utilizing Community Configuration in the future. Following these presentations, the WMF Growth team's Benoît Evellin and Martin Urbanec answered audience questions.
- Habib Mhenni gave a presentation of how mentorship works at WikiIndaba 2024. The recording is available.
Stay informed
সম্পাদনাGrowth team weekly updates are available on wiki (in English) if you want to know more about our day-to-day work. If you want to receive more general updates about technical activity happening across the Wikimedia movement (including Growth work), we encourage you to subscribe to Tech News.
Growth team's newsletter prepared by the Growth team and posted by bot • Give feedback • Subscribe or unsubscribe.