উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/অপারেশন সালতামামি ১.০
প্রধান পাতা | আলোচনা | যোগদান | পর্ষদ | মেইলিং লিস্ট | পরিক্রমা | টেমপ্লেটসমূহ | পদকসমূহ | সহপ্রকল্প |
অপারেশন সালতামামি | নির্বাচিত নিবন্ধ | রসনিমা দ্বৈরথ | হল অব ফেম |
রসনিমা অপারেশন সালতামামি হলো বিশেষ ধরনের নিবন্ধ মানোন্নয়ন অভিযান। প্রথম আয়োজন হিসেবে এই প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর ২০২১, রাত ১২:০০টায় (ইউটিসি) শুরু হয়ে ২৫ ডিসেম্বর ২০২১, রাত ১১:৫৯ (ইউটিসি) পর্যন্ত চলমান ছিল। এই অভিযানের অংশ হিসেবে এই তালিকার নিবন্ধসমূহের তথ্যছক হালনাগাদ করা হয়েছে।
- কার্যক্রমে অংশগ্রহণ ও পর্যালোচনা সকলের জন্য উন্মুক্ত ছিল; আবশ্যিকভাবে সংঘের সদস্য হওয়ার প্রয়োজন ছিল না। তবু অংশগ্রহণকারী ও পর্যালোচকদের সংঘে সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
- আয়োজনে অগ্রাধিকারক্রমে দেশ, এরপর রাজধানী এবং এরপর বৃহত্তম শহরের নিবন্ধগুলোর তথ্যছক হালনাগাদ করুন।
- প্রতিবর্ণীকরণের জন্য পরিভাষা ও অনুবাদের আলোচনাসভায় বার্তা দিন।
- আয়োজন সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সংঘের আলোচনা পাতায় বার্তা দিন।
- তথ্যছক হালনাগাদ শেষ হলে এই অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পর্যালোচনার জন্য জমা দিন।
- আয়োজনে অংশগ্রহণকারী ও পর্যালোচকদের বিশেষ উইকিপদক দেওয়া হবে।
পর্যালোচনা
সম্পাদনাআয়োজনে হালনাগাদকৃত নিবন্ধগুলোর পর্যালোচনায় আগ্রহী ব্যবহারকারীরা এখানে আপনাদের নাম যুক্ত করুন। এজন্য এই * {{ব্যবহারকারী|ব্যবহারকারী নাম}}
কোডটি কপি করে ব্যবহার করুন।
পর্যালোচকবৃন্দ নিজেদের উইকি-অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীদের অবদান পর্যালোচনা করবেন। পর্যালোচনার পূর্বে ইংরেজি নিবন্ধে ধ্বংসপ্রবণতা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ রইল। কেননা, ধ্বংসপ্রবণ সংস্করণের অনুবাদ বাংলা উইকিপিডিয়ায় দীর্ঘদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে।
অংশগ্রহণ
সম্পাদনাকার্যক্রমে অংশ নেওয়া সকল উইকিপিডিয়ানের জন্য উন্মুক্ত; রসনিমা সংঘের সদস্যতা এক্ষেত্রে আবশ্যক নয়। আপনি শুধু এই * {{ব্যবহারকারী|ব্যবহারকারী নাম}} — [[নিবন্ধের নাম]]
কোড কপি করে ব্যবহার করুন।
- ইফতেখার নাইম (আলাপ · অবদান) — টোকিও ( গৃহীত হয়নি -- Meghmollar2017)
- Meghmollar2017 (আলাপ · অবদান) — ইসলামাবাদ গৃহীত (পর্যালোচক: MdsShakil)
- MdsShakil (আলাপ · অবদান) — উগান্ডা ( গৃহীত -- Meghmollar2017)
- Nafiul adeeb (আলাপ · অবদান) — হাইতি, প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
- Syfur007 (আলাপ · অবদান) — কানাডা, অস্ট্রেলিয়া
একাধিক নিবন্ধ হালনাগাদ করা হলে নিবন্ধগুলোর নাম কমা দিয়ে পাশাপাশি লিখুন।