স্বাগতম বার্তা

সম্পাদনা

প্রিয় Mahin Haque, উইকিপিডিয়াতে আপনাকে       স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:



কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


বেলায়েত (আলাপ | অবদান) ১১:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ

সম্পাদনা
 

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন। চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তার সত্ব সংরক্ষিত বা কপিরাইট যুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটকৃত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? ( যা আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমনসে অ্যাকাউন্ট তৈরী করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।

{{Information
|Description=
|Source=
|Date=
|Author=
|Permission=
|other_versions=
}}

উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেইগুলিকে যথাযত ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেষ্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এইটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...

  • Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
  • Date এই কাজে তৈরী অথবা প্রকাশের তারিখ দিন
  • Author এর প্রনেতার নাম দিন

উৎস-বিহীন ও কপিরাইট ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবার ধন্যবাদ।

--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:০২, ৪ মার্চ ২০১০ (UTC)

ছোট ছোট নিবন্ধ

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়াতে ছোট ছোট নিবন্ধ তৈরি করাকে আমরা অনুৎসাহিত করি, কারণ এ নিবন্ধগুলো বাংলা উইকিপিডিয়ার শুধু নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে উইকিপিডিয়ার মানোন্নয়ন করে না। তাই ছোট ছোট নিবন্ধ তৈরি থেকে বিরত থাকার অনুরোধ করছি, একটি নিবন্ধে যথেষ্ট পরিমাণে তথ্য সন্নিবেশ করে তবেই অন্য নিবন্ধ তৈরি করবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৯, ২৫ মার্চ ২০১০ (UTC)


দুই এক লাইনের নিবন্ধ

সম্পাদনা

 অনুগ্রহ করে এক-দুই লাইনের নিবন্ধ তৈরি করবেন না। এক-দুই লাইনের নিবন্ধ শুধুমাত্র উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে, মান বৃদ্ধি করে না। তাই একটি নিবন্ধে অন্তত দুই প্যারা লেখা যোগ করে তবেই নতুন নিবন্ধে হাত দিন। উল্লেখ্য নিবন্ধ ব্যবহৃত কোনো প্রকার টেম্পপ্লেট ও বহিঃসংযোগকে নিবন্ধের কন্টেন্ট হিসেবে গণ্য করা হয় না। উইকিপিডিয়ায় এ ধরনের নিবন্ধকে খালি নিবন্ধ রূপে গণ্য ও দ্রুত অপসারণ নীতি অনুযায়ী এগুলিকে দ্রুত অপসারণ করা হতে পারে। অতএব আবারও অনুরোধ করছি আগে তৈরি করা আপনার নিবন্ধগুলোর মানোন্ননয়ন করে সন্তোষজনক অবস্থায় নিয়ে এসে তারপর নতুন নিবন্ধে হাত দিন। বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ধন্যবাদ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৩১, ২৫ মার্চ ২০১০ (UTC)


ছবি যোগ

সম্পাদনা

ছবি কিভাবে যোগ করবেন তা জানার জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:চিত্র আপলোড পাতাটি দেখুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৫, ২৬ মার্চ ২০১০ (UTC)

Image:Ootp076.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

সম্পাদনা

Image:Ootp076.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৫০, ২৭ মার্চ ২০১০ (UTC)

Image:Harrypotter5-roomofrequirement.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

সম্পাদনা

Image:Harrypotter5-roomofrequirement.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৪২, ২৭ মার্চ ২০১০ (UTC)

Image:HPBOOK.jpg-চিত্র উৎস সমস্যা

সম্পাদনা
 
Image Copyright problem

Image:HPBOOK.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে, আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।উৎ‍সের তথ্য অবশ্যই যোগ করতে হবে যাতে অন্য ব্যবহারকারী তা যাচাই করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:০৫, ৩০ মার্চ ২০১০ (UTC)

Image:HPBOOK.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

সম্পাদনা

Image:HPBOOK.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:০৫, ৩০ মার্চ ২০১০ (UTC)

ভাল কাজ করছেন

সম্পাদনা

অনেক দিন উইকিপিডিয়ায় আসা হয় না. আপনি অনেক সুন্দর কাজ করছেন. হ্যারি পটার নিয়ে আপনার আগ্রহ দেখে আমি মুগ্ধ. কিপ ইট আপ. --Maksud ০৯:৩২, ২৪ এপ্রিল ২০১০ (UTC)

থ্যাঙ্ক ইউ সো মাচ। আমি চেষ্টা করব আরো ভাল কাজ করতে। উৎসাহ দেওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাহিন (আলাপ) ১৮:৪৬, ২৪ এপ্রিল ২০১০ (UTC)মাহিন

Image:Comillaweb 1251328877 6-World War II Cemetry in Comilla jpg.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

সম্পাদনা

Image:Comillaweb 1251328877 6-World War II Cemetry in Comilla jpg.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৪:৫২, ৭ মে ২০১০ (UTC)

এই চিত্রটির কেনো কোনো প্রতিস্থাপনযোগ্য মুক্ত চিত্র পাওয়া সম্ভব নয় তা বিস্তারিত ব্যাক্ষা করুন। আপনি যদি কুমিল্লার বাসিন্দা হন, আপনি নিজেই তো ছবি তুলে উইকিপিডিয়াতে দান করতে পারেন। বা যে কোনো ব্যক্তি World War II Cemetry in Comilla -এর চিত্রটি তুলে আপলোড করতে পারেন। তাই কোনো কপিরাইট যুক্ত ছবি কুমিল্লা নিবন্ধে ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্য বাধকতা আছে কি? ব্যাক্ষ্যা করুন। না হলে নিয়ম মতো অপসারন করা হবে। ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৪১, ১৫ মে ২০১০ (UTC)

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৪, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ

সম্পাদনা

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  সুন্দর রসবোধ পদক
Thanks for ypur contributions. Nilanjana ১১:২৫, ১৭ জুন ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  আসল উইকিপদক
হ্যারি পটার সম্পর্কিত অসাধারণ সব নিবন্ধের জন্য এই পদক আপনার প্রাপ্য। আশা করি আবার আপনি অবদান রাখতে শুরু করবেন। আবদুল্লাহ (আলাপ) ১৭:১০, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:Harry-potter-hermione-phoenix-400.jpg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

চিত্র:Harry-potter-hermione-phoenix-400.jpg উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। This article or image appears to be a direct copy from URL. আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; চিত্র:Harry-potter-hermione-phoenix-400.jpg নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। জনি (আলাপ) ১৭:৪৯, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় Mahin Haque,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় Mahin Haque,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন