বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

এপ্রিল ২০২৩

সম্পাদনা

  অনুগ্রহ করে উইকিপিডিয়ায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারমাধ্যম নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ১৯:৫৮, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা থেকে বিরত থাকুন। উইকিপিডিয়া বহিঃসংযোগসমূহের সংগ্রহশালা নয়, এবং এটি বিজ্ঞাপন বা প্রচারণার কাজে ব্যবহার করা উচিত নয়। অনুপযুক্ত বহিঃসংযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত ওয়েব সাইটের সংযোগ, আপনি যেসব ওয়েবসাইটের সাথে সংযুক্ত আছেন সেগুলির সংযোগ এবং যেসব সংযোগ কোনও ওয়েব সাইটে দর্শক আকর্ষণ করে বা কোনও পণ্যের প্রচার করে। বিস্তারিত জানার জন্য বহিঃসংযোগ নির্দেশিকা দেখুন। আপনি যদি মনে করেন সংযোগটি পাতার জন্য প্রয়োজনীয় তবে পুনরায় তা যোগ করার পূর্বে দয়া করে সংলগ্ন আলাপ পাতায় এ বিষয়ে আলোচনা করুন। ধন্যবাদ। — AKanik 💬 ১৩:৩৭, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
 
আপনাকে সম্পাদনা করা থেকে ১ মাস সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উল্লেখযোগ্যতা নির্দেশিকার স্বার্থের সংঘাত নীতিমালা ভঙ্গ করে বিজ্ঞাপন ও আত্মপ্রচারণা চালিয়েছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। রিয়াজ (আলাপ) ০৮:১০, ২০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মে ২০২৩

সম্পাদনা

  অনুগ্রহ করে উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা বন্ধ করুন, যেমনটি আপনি জন উইক: চ্যাপ্টার ৪ নিবন্ধে করেছেন। এটি স্প্যাম হিসেবে বিবেচিত হয়েছে এবং উইকিপিডিয়া কোনও বিজ্ঞাপন বা প্রচারের বাহন নয়। যেহেতু উইকিপিডিয়া nofollow ট্যাগ ব্যবহার করে, উইকিপিডিয়াতে লিঙ্ক যোগ করলে তা আপনার সাইটের জন্য অনুসন্ধান ইঞ্জিনের র‍্যাঙ্কিংকে পরিবর্তন করবে না। আপনি স্প্যামিং চালিয়ে গেলে, আপনাকে উইকিপিডিয়ায় সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হতে পারে। → Tanbiruzzaman 💬 ২০:৫১, ২৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সমস্ত বড় বড় ওয়েবসাইটগুলি wikipedia information দেয় এবং সেখান থেকে ব্যাকলিংক ক্রিয়েট করে যদি সমস্ত বড় বড় ওয়েবসাইটগুলো এই কাজ করতে পারে তাহলে আমরা ছোট ওয়েবসাইট নিয়ে কেন ইনফরমেশন দিয়ে নিজেদের ব্যাক লিস্ট নিতে পারবো না? Koyelima (আলাপ) ১৬:১৫, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এজন্য উইকিপিডিয়া nofollow ব্যবহার করে যেন সার্চ ইঞ্জিনগুলো উইকিপিডিয়ায় থাকা বহিঃসংযোগের ভিত্তিতে ফলাফল না দেয়। — AKanik 💬 ১৮:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
তাহলে তো তাদের সাইটগুলো ব্লক করে দেওয়া হয় না উকিপিডিয়ার তরফ থেকে তাহলে আমাদের সাইটটি ছোট বলে সেটিকে ব্লক করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় থেকে আমরা চেষ্টা করব এই ভুলগুলো না করার কিন্তু এই জিনিসটা বল যে বড় সাইটগুলোকে প্রশ্রয় দেওয়া হবে এবং ছোট সাইট গুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে। অতএব পদক্ষেপ শুধু একার জন্য না সকলের জন্যই নিন আমরা পরবর্তী সময়ে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কোন স্পামিং ছাড়াই wikipedia তথ্য দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাদের পুনরায় লেখার অনুমতি দেওয়া হোক এবং আমাদের পুরাতন ভুলগুলিকে ক্ষমা করে দেওয়া হোক। আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ Koyelima (আলাপ) ১৬:১৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বড় ওয়েবসাইট বলতে কোনগুলো বুঝাচ্ছেন জানি না, তবে সেগুলো WP:RS নীতিমালা অনুযায়ী ঠিক থাকলে, সঠিক ও প্রাসঙ্গিক স্থানে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে উইকিপিডিয়াই পরামর্শ দেয়। — AKanik 💬 ১১:৪৩, ১১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদ-উল-আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার এবারের ইদ কাটুক আনন্দে, সে আশাই ব্যক্ত করছি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 15টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 30টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:১২, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

জুলাই ২০২৩

সম্পাদনা
 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। রিয়াজ (আলাপ) ১৮:৫৯, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি বাংলার মেয়ে আমায় একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু আমি সেটি ঠিক ভাবে লক্ষ্য করিনি এবং নিজের ভুলে আমি এখন ব্লক করা হয়েছে তাই দোয়া করে আমি ক্ষমা করবেন এবং আমায় আর একবার সুযোগ দেবেন। যদি আমায় আর একটিবার সুযোগ দেওয়া হয় আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো, দোয়া করে আমার অনুরোধ টি রাখবেন। (আমার লেখা টি পড়ার জন্য ধন্যবাদ) Koyelima (আলাপ) ১৭:৩১, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
প্লিজ আমায় আর একটি সুযোগ দিন Koyelima (আলাপ) ১৭:২৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি কেন বাধাপ্রাপ্ত হয়েছেন, তা কতটা বুঝতে পেরেছেন তা ব্যাখ্যা করুন। বাধা অপসারণ করা হলে কী ধরনের সম্পাদনা করবেন তা উদাহরণসহ উল্লেখ করুন। তাহলে প্রশাসকদের জন্য আপনার বাধা অপসারণ সহজ হবে। আপনার উত্তর সন্তোষজনক হলে, আপনার অসীম বাধা কমিয়ে তিন মাসের বাধা করা যেতে পারে বলে আমার মতামত। — AKanik 💬 ১৮:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনার এই কথাটি অনুযায়ী - " আপনাকে বাধা দেওয়ার মূল কারণ আপনি বারবার filmibug.com-এর লিঙ্ক যোগ করছিলেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন যে filmibug.com-এর লিঙ্ক আর যোগ করবেন না, তবে আপনার বাধা তোলার বিষয়টি বিবেচনা করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)" আমি অনেকবার উত্তর হিসাবে ঠিক আছে উত্তরটি দিয়েছি কিন্তু এখনো আমার সময়ের ব্যবধান অসীমের রাখা হয়েছে তাতে কোন পরিবর্তন করা হয়নি। আশা করছি খুব শীঘ্রই সমস্যাটি সমাধান ঘটবে আর আমি কখনোই filmibug.com এর লিংক ব্যবহার করব না Koyelima (আলাপ) ০৯:৪১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
 
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি গ্রহণ করেছেন।

Koyelima (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

দেখতে গেলে এখানে আমি ওয়াকিপিডিয়ার বাংলা পেজে এডিট করা থেকে আমাকে ব্লক করা হয়েছে এখানে বলা হচ্ছে যে আমি নাকি স্প্যামিং করছি কিন্তু আমি এখানে উপযুক্ত ইনফরমেশন দিয়ে তবে এখানে নিজের সাইটের লিংকটি দিচ্ছি যেটি মূলত সকল সাইডই করে থাকে বলতে পারেন বেশিরভাগই মুভি রিলেটেড পেজগুলিকেই আপডেট করে থাকি কারণ সেই বিষয়ে আমার জ্ঞান যথেষ্ট বেশি। আমি ইন্টারনেট youtube facebook twitter instagram এই ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মাঝেমধ্যে বহু ধরনের ইনফরমেশন গ্রহণ করি এবং, যখন দেখি উকিপিডিয়ার কোন পেজে কিছুটা তথ্য দেওয়া থাকলেও পুরো তথ্য সেখানে নেই আমি যেটুকু জানি সেই বিষয়ে সেই সকল জিনিসগুলো মানুষকে সে আরও উপকারিত করবে তখন আমি wikipedia এডিট এর মাধ্যমে নিজের জ্ঞানটি সেখানে প্রসারিত করি যা পরবর্তীকালে মানুষের জ্ঞান বাড়াতে সাহায্য করে যারা সেই বিষয়গুলো সম্পর্কে অবগত নয় তারাও সেই বিষয়গুলি জানতে পারবে। সব সময় হয়তো খুব বড় তথ্য বা খুব বড় কিছু দেওয়া সম্ভব নয় মাঝে মাঝে কিছু ছোট তথ্য দিয়ে থাকি ছোট বড় মিস নিয়ে আমার জ্ঞান আমি উইকিপিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিই এবং আমি দেখেছি বহু বড় সাইট কোনো কাজ না করেই জাস্ট আমি যেটাকে লিখছি সেটাকেই জাস্ট একটুকুনি সংশোধন করে নিজের লিংকটা সেখানে বসিয়ে দেয়। উচিত নয় কিন্তু তাদের পক্ষে কোন লিগাল একশন নেওয়া হয় না তারা প্রতিনিয়ত স্প্যামিং করেই চলেছে কোন তথ্য না দিয়েও মাঝে মাঝে তারা লিংক বসিয়ে দেন এটি নিতান্তই ভুল কিন্তু আমি বাংলা উইকিপিডিয়াতে যতদিন এডিট এর মাধ্যমে কোন তথ্য দিয়েছি তখনই আমার লিংকে সেখানে বসিয়েছে নিতান্ত আমি কোনদিনওই এই কাজ করিনি। এমনকি মাঝেমধ্যে আমি অনেক এডিটের নিজের লিঙ্গ বসানো শুধুমাত্র তথ্য সেখানে দিয়েই সেই পেজটিকে আমি পাবলিশ করে নিই তবুও আমাকে স্ট্যাম্প বলে ঘোষণা করা হয়েছে। আগামীকালও আমি এইভাবে বাংলাও উইকিপিডিয়ায় বিভিন্ন তথ্য দিতে চাই যাতে সেগুলো পড়ে মানুষ আরো বেশি জ্ঞানলাভ করতে পারে, সেই বিষয়ে অবগত হতে পারে। দেখুন মুখে বলে তো উদাহরণ দেওয়া সম্ভব নয় ওইভাবে, আর উদাহরণ বলতে যে সমস্ত জরুরি তথ্য উইকিপিডিয়া পেজগুলিতে থাকে না আমি সেই সমস্ত তথ্য দিয়ে সাহায্য করি যাতে মানুষ সেটা পড়ে এটি আরো ভালোভাবে বুঝতে পারে। আর অবশ্যই আমি এটাও চাই যে যে সমস্ত বড় ওয়েবসাইটগুলো উইকিপিডিয়া স্টামিং করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদেরকেও বাধা দান করাও কিন্তু আমরা যারা ছোট ইউজার তারা যদি সঠিক তথ্য দিয়েই এইভাবে হেনস্থা হয় এটা খুব একটা ভালো নয়। সুতরাং আপনাদেরও এই জিনিসটা ঠিক করা উচিত আর আমি ভবিষ্যতে আরো তথ্য দিয়ে উইকিপিডিয়া এডিটের মাধ্যমে সাহায্য করতে চাইব এবং মানুষের কাছে আরও তথ্য পৌঁছে দিতে চাইবো আপনাদের যদি আমার এই লিখনটি ভালো লাগে বা আমার কথাগুলো শুনে উপযুক্ত মনে হয় তবে আমাকে আমার বাধাটা আপনারা কমিয়ে দিতে পারেন আমার লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনারা আমার বাধার মেয়াদ কমিয়ে দেবেন। Koyelima (আলাপ) ০৭:২৯, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ মঞ্জুরের কারণ:

আপনি এখনও বুঝতে পারেননি আপনাকে কেনো বাধা দেওয়া হয়েছে এবং আপনার কথা শুনে মনে হচ্ছে বাধা অপসারণ করলে আপনি পুনরায় উক্ত ওয়েবসাইটের লিংক যোগ করার মাধ্যমে স্প্যামিং করবেন। লক্ষ্য করুন উইকিপিডিয়ায় বিষয়বস্তু লেখার সময় তথ্যসূত্র হিসাবে WP:RS অনুযায়ী উপযুক্ত সূত্র উল্লেখ করা হয়, এই কাজটি কোন ওয়েবসাইটের মালিকপক্ষ করেন না বরং উইকিপিডিয়ার অবদানকারীরা করে থাকেন। আপনি যেহেতু এখনও বুঝেননি কেনো আপনাকে বাধাদান করা হয়েছে এবং নিচে করা প্রশ্নের উত্তরও প্রদান করেননি তাই আমি আপনার বাধা অপসারণের অনুরোধটি প্রত্য্যাখান করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৪:১৩, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


আপনার দেওয়া প্রতিশ্রুতির কারণে বাধা তুলে নিয়ে আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। দয়া করে নতুন করে নতুন কোন সাইটের লিঙ্ক ব্যবহার করে স্প্যামিং করবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১২, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাধা অপসারণ প্রশাসক: দয়া করে অনুরোধটি মঞ্জুরের পর এই ব্যবহারকারীর জন্য সক্রিয় স্বয়ংক্রিয় বাধার তালিকাটি দেখুন।
আপনাকে বাধা দেওয়ার মূল কারণ আপনি বারবার filmibug.com-এর লিঙ্ক যোগ করছিলেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন যে filmibug.com-এর লিঙ্ক আর যোগ করবেন না, তবে আপনার বাধা তোলার বিষয়টি বিবেচনা করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
filmibug . com আর যোগ করেন নি। কিন্তু বিশেষ:পার্থক্য/6843385, বিশেষ:পার্থক্য/6860169, বিশেষ:পার্থক্য/6884538 এগুলোও তো একইরকম অনির্ভরযোগ্য উৎস। @RiazACU, আফতাবুজ্জামান, এবং MdsShakil:AKanik 💬 ২৩:২৩, ২৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ahmad Kanik: ২ দিন আগেও একই কাজ করেছে তাই লিংক কালোতালিকাভুক্ত করা হলো এবং ব্যবহারকারীকে বাধাদান করা হলো। রিয়াজ (আলাপ) ০৯:০৬, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২৩

সম্পাদনা
 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। রিয়াজ (আলাপ) ০৯:০৭, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন