Koyelima
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Koyelima! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি ০৭:১০, ৬ মার্চ ২০২৩ (ইউটিসি) |
এপ্রিল ২০২৩
সম্পাদনাঅনুগ্রহ করে উইকিপিডিয়ায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারমাধ্যম নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ১৯:৫৮, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা থেকে বিরত থাকুন। উইকিপিডিয়া বহিঃসংযোগসমূহের সংগ্রহশালা নয়, এবং এটি বিজ্ঞাপন বা প্রচারণার কাজে ব্যবহার করা উচিত নয়। অনুপযুক্ত বহিঃসংযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত ওয়েব সাইটের সংযোগ, আপনি যেসব ওয়েবসাইটের সাথে সংযুক্ত আছেন সেগুলির সংযোগ এবং যেসব সংযোগ কোনও ওয়েব সাইটে দর্শক আকর্ষণ করে বা কোনও পণ্যের প্রচার করে। বিস্তারিত জানার জন্য বহিঃসংযোগ নির্দেশিকা দেখুন। আপনি যদি মনে করেন সংযোগটি পাতার জন্য প্রয়োজনীয় তবে পুনরায় তা যোগ করার পূর্বে দয়া করে সংলগ্ন আলাপ পাতায় এ বিষয়ে আলোচনা করুন। ধন্যবাদ। — AKanik 💬 ১৩:৩৭, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
{{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}
। রিয়াজ (আলাপ) ০৮:১০, ২০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)মে ২০২৩
সম্পাদনাঅনুগ্রহ করে উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা বন্ধ করুন, যেমনটি আপনি জন উইক: চ্যাপ্টার ৪ নিবন্ধে করেছেন। এটি স্প্যাম হিসেবে বিবেচিত হয়েছে এবং উইকিপিডিয়া কোনও বিজ্ঞাপন বা প্রচারের বাহন নয়। যেহেতু উইকিপিডিয়া nofollow ট্যাগ ব্যবহার করে, উইকিপিডিয়াতে লিঙ্ক যোগ করলে তা আপনার সাইটের জন্য অনুসন্ধান ইঞ্জিনের র্যাঙ্কিংকে পরিবর্তন করবে না। আপনি স্প্যামিং চালিয়ে গেলে, আপনাকে উইকিপিডিয়ায় সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হতে পারে। → Tanbiruzzaman 💬 ২০:৫১, ২৪ মে ২০২৩ (ইউটিসি)
- সমস্ত বড় বড় ওয়েবসাইটগুলি wikipedia information দেয় এবং সেখান থেকে ব্যাকলিংক ক্রিয়েট করে যদি সমস্ত বড় বড় ওয়েবসাইটগুলো এই কাজ করতে পারে তাহলে আমরা ছোট ওয়েবসাইট নিয়ে কেন ইনফরমেশন দিয়ে নিজেদের ব্যাক লিস্ট নিতে পারবো না? Koyelima (আলাপ) ১৬:১৫, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)
- এজন্য উইকিপিডিয়া
nofollow
ব্যবহার করে যেন সার্চ ইঞ্জিনগুলো উইকিপিডিয়ায় থাকা বহিঃসংযোগের ভিত্তিতে ফলাফল না দেয়। — AKanik 💬 ১৮:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)- তাহলে তো তাদের সাইটগুলো ব্লক করে দেওয়া হয় না উকিপিডিয়ার তরফ থেকে তাহলে আমাদের সাইটটি ছোট বলে সেটিকে ব্লক করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় থেকে আমরা চেষ্টা করব এই ভুলগুলো না করার কিন্তু এই জিনিসটা বল যে বড় সাইটগুলোকে প্রশ্রয় দেওয়া হবে এবং ছোট সাইট গুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে। অতএব পদক্ষেপ শুধু একার জন্য না সকলের জন্যই নিন আমরা পরবর্তী সময়ে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কোন স্পামিং ছাড়াই wikipedia তথ্য দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাদের পুনরায় লেখার অনুমতি দেওয়া হোক এবং আমাদের পুরাতন ভুলগুলিকে ক্ষমা করে দেওয়া হোক। আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ Koyelima (আলাপ) ১৬:১৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- বড় ওয়েবসাইট বলতে কোনগুলো বুঝাচ্ছেন জানি না, তবে সেগুলো WP:RS নীতিমালা অনুযায়ী ঠিক থাকলে, সঠিক ও প্রাসঙ্গিক স্থানে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে উইকিপিডিয়াই পরামর্শ দেয়। — AKanik 💬 ১১:৪৩, ১১ জুলাই ২০২৩ (ইউটিসি)
- তাহলে তো তাদের সাইটগুলো ব্লক করে দেওয়া হয় না উকিপিডিয়ার তরফ থেকে তাহলে আমাদের সাইটটি ছোট বলে সেটিকে ব্লক করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় থেকে আমরা চেষ্টা করব এই ভুলগুলো না করার কিন্তু এই জিনিসটা বল যে বড় সাইটগুলোকে প্রশ্রয় দেওয়া হবে এবং ছোট সাইট গুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে। অতএব পদক্ষেপ শুধু একার জন্য না সকলের জন্যই নিন আমরা পরবর্তী সময়ে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কোন স্পামিং ছাড়াই wikipedia তথ্য দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাদের পুনরায় লেখার অনুমতি দেওয়া হোক এবং আমাদের পুরাতন ভুলগুলিকে ক্ষমা করে দেওয়া হোক। আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ Koyelima (আলাপ) ১৬:১৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- এজন্য উইকিপিডিয়া
ইদ মোবারক
সম্পাদনাজুলাই ২০২৩
সম্পাদনা{{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}
। রিয়াজ (আলাপ) ১৮:৫৯, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)- আমি বাংলার মেয়ে আমায় একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু আমি সেটি ঠিক ভাবে লক্ষ্য করিনি এবং নিজের ভুলে আমি এখন ব্লক করা হয়েছে তাই দোয়া করে আমি ক্ষমা করবেন এবং আমায় আর একবার সুযোগ দেবেন। যদি আমায় আর একটিবার সুযোগ দেওয়া হয় আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো, দোয়া করে আমার অনুরোধ টি রাখবেন। (আমার লেখা টি পড়ার জন্য ধন্যবাদ) Koyelima (আলাপ) ১৭:৩১, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
- প্লিজ আমায় আর একটি সুযোগ দিন Koyelima (আলাপ) ১৭:২৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আপনি কেন বাধাপ্রাপ্ত হয়েছেন, তা কতটা বুঝতে পেরেছেন তা ব্যাখ্যা করুন। বাধা অপসারণ করা হলে কী ধরনের সম্পাদনা করবেন তা উদাহরণসহ উল্লেখ করুন। তাহলে প্রশাসকদের জন্য আপনার বাধা অপসারণ সহজ হবে। আপনার উত্তর সন্তোষজনক হলে, আপনার অসীম বাধা কমিয়ে তিন মাসের বাধা করা যেতে পারে বলে আমার মতামত। — AKanik 💬 ১৮:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- প্লিজ আমায় আর একটি সুযোগ দিন Koyelima (আলাপ) ১৭:২৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আপনার এই কথাটি অনুযায়ী - " আপনাকে বাধা দেওয়ার মূল কারণ আপনি বারবার filmibug.com-এর লিঙ্ক যোগ করছিলেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন যে filmibug.com-এর লিঙ্ক আর যোগ করবেন না, তবে আপনার বাধা তোলার বিষয়টি বিবেচনা করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)" আমি অনেকবার উত্তর হিসাবে ঠিক আছে উত্তরটি দিয়েছি কিন্তু এখনো আমার সময়ের ব্যবধান অসীমের রাখা হয়েছে তাতে কোন পরিবর্তন করা হয়নি। আশা করছি খুব শীঘ্রই সমস্যাটি সমাধান ঘটবে আর আমি কখনোই filmibug.com এর লিংক ব্যবহার করব না Koyelima (আলাপ) ০৯:৪১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
Koyelima (বাধাদানের লগ • সক্রিয় বাধাসমূহ • বৈশ্বিক বাধাসমূহ • স্বয়ংক্রিয় বাধাসমূহ • অবদান • অপসারিত অবদান • অপব্যবহার লগ • সৃষ্টি লগ • বাধাদানের সেটিংস পরিবর্তন • বাধা অপসারণ)
অনুরোধের কারণ:
অনুরোধ মঞ্জুরের কারণ:
- আপনাকে বাধা দেওয়ার মূল কারণ আপনি বারবার filmibug.com-এর লিঙ্ক যোগ করছিলেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন যে filmibug.com-এর লিঙ্ক আর যোগ করবেন না, তবে আপনার বাধা তোলার বিষয়টি বিবেচনা করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)
- filmibug . com আর যোগ করেন নি। কিন্তু বিশেষ:পার্থক্য/6843385, বিশেষ:পার্থক্য/6860169, বিশেষ:পার্থক্য/6884538 এগুলোও তো একইরকম অনির্ভরযোগ্য উৎস। @RiazACU, আফতাবুজ্জামান, এবং MdsShakil: — AKanik 💬 ২৩:২৩, ২৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- @Ahmad Kanik: ২ দিন আগেও একই কাজ করেছে তাই লিংক কালোতালিকাভুক্ত করা হলো এবং ব্যবহারকারীকে বাধাদান করা হলো। রিয়াজ (আলাপ) ০৯:০৬, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- filmibug . com আর যোগ করেন নি। কিন্তু বিশেষ:পার্থক্য/6843385, বিশেষ:পার্থক্য/6860169, বিশেষ:পার্থক্য/6884538 এগুলোও তো একইরকম অনির্ভরযোগ্য উৎস। @RiazACU, আফতাবুজ্জামান, এবং MdsShakil: — AKanik 💬 ২৩:২৩, ২৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
অক্টোবর ২০২৩
সম্পাদনা{{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}
। রিয়াজ (আলাপ) ০৯:০৭, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)