ব্যবহারকারী আলাপ:Jayantanth/সংকলন ০৭
Linguistic layers image
সম্পাদনাI just found out that original image created and uploaded by myself has been deleted, and you have replaced it with your own version (which visually doesn't look that good in my opinion), without mentioning the original source, which was my work. As such, this looks stealing from my point of view. May be you didn't mean to do it. Besides, why did you delete the original image? It was fine as it is. Please explain. --অর্ণব (আলাপ | অবদান) ১৮:০৪, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)
উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/ইয়োহানেস কেপলার
সম্পাদনামতামত চাই এখানে - উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/ইয়োহানেস কেপলার -- মুহাম্মদ (আলাপ) ০৭:৫৯, ২৬ মে ২০১২ (ইউটিসি) 'তিন পুরুষের রাজনীতি' বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য প্রবন্ধের বই।এটি লিখেছেন রফিক কায়সার।রফিক কায়সার বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ প্রবন্ধকার।তিনি প্রচারবিমুখ হওয়ায় অনেকে তার নাম জানেন না।কিন্তু বিদগ্ধ পাঠক মাত্রই জানেন তার গুরুত্ব। উল্লেখ্য আমি আরোকিছু বিষয় যেমন মাতাসাগর,শুকসাগর,পুকুর,প্রভা, ইত্যাদি বিষয় নিয়ে সামান্য লেখলেও তা এই কোষে স্থান পায়।অথচ কম লিখেছি নাম দিয়ে তার নাম এবং উপরোক্ত বই সম্বন্ধে লেখা কেটে ফেলা হয় যা সাহিত্য সম্বন্ধে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষেই সম্ভব।ইংরেজি উইকেতে স্থান পেলেও বাংলায় কিছু গালি যেমন ভোদা,পুটকি এগুলোকে অশালীন বলে বাদ দেওয়া হয়।অশালীন শব্দ থাকার সমস্যা কোথায়? উইকি ব্যবহার করে একজন লোক গালি শিখবে তা খুবই হাস্যকর।এ থেকে বুঝা যায় উইকি রক্ষণশীলদের দখলে।এরপর আমি আরো কিছু বিষয় যেমন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম অন্তভুক্ত করার চেষ্টা করি যেমন আবুল বাশার,দেবেন শিকদার,সাইফ-উদ-দাহার ইত্যাদি। যাদের ষাট-সত্তরের রাজনীতি সম্বন্ধে সামান্য ধারনা আছে তারাও জানেন উপরিউক্ত ব্যক্তিদের ইতিহাসে তাদের অবদান।এইসব সাহিত্য,রাজনীতি সম্বন্ধে কম জানা লোকদের দ্বারা সম্পাদনা হয় বলেই(সবার জন্য প্রযোজ্য নয়) যে মনিপুরী বাংলার পরে আমাদের উইকির অবস্থান তা সহজেই অনুমেয়।সংগঠনের নাম যদি নাই দেওয়া যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ থাকার যুক্তিকতা কোথায়? প্রপদ,বিজ্ঞানিচেতনা পরিষদ নিয়ে কিছু লিখলে কেন তা প্রচারনা হিসেবে গন্য হয়? উলু বনে মুক্তা ছড়ালাম কিনা জানি না ।।।।।বিনীত ইংরেজি উইকির একজন ব্যবহারকারী যেটি সত্যিকার অর্থেই চায় জ্ঞান সবার জন্য, এটা কারও ব্যক্তিগত জিনিস নয়।
- নামহীন ভাই, এভাবে একজনের আলোচনাতে লিখে দিলেই লেখা হয় না। ভাইয়া তথ্যসূত্র দিয়ে লিখেন কেউ কোন পাতা মুছে দিবে না।ইংরেজি ভাষার গালির বেশির ভাগই বিশেষ্য আর বাংলাতে বিশেষণ......সেজন্যই মূল সমস্যা গালি সংক্রান্ত শব্দগুলোর। --আশা (আলাপ) ১২:৪৮, ১ জুন ২০১২ (ইউটিসি)
ইয়াজুজ-মাজুজ
সম্পাদনাইয়াজুজ-মাজুজ কেন মুছে ফেলা হল তার উৎকৃষ্ট ব্যাখ্যা দিতে হবে।
- এই লিঙ্ক টি দেখুন।[১]।--জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:৫১, ২ জুন ২০১২ (ইউটিসি)
নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন
সম্পাদনাপ্রিয় অবদানকারী, বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে। সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমান • আলাপ • ১০:২২, ৩ জুন ২০১২ (ইউটিসি)।
ব্যবহারকারী অ্যাকাউন্ট ব্লক
সম্পাদনাব্যবহারকারী:Md Amir Hossain Shaheen, ব্যবহারকারী অ্যাকাউন্টটি ধ্বংসপ্রবণতা বৈ কোনো গঠনমূলক সম্পাদনা করেনি। যথাবিহিত রিপোর্ট করতে চাইলাম, টুইংকল Processing AIV request: error "error" occurred while contacting the API. এরর দেখায়। তাই আলাপ পাতায় বার্তা রাখা। দুটো অনুরোধ:
- ব্যবহারকারী অ্যাকাউন্টটির প্রতি যথাবিহীত ব্যবস্থা নেয়া।
- টুইংকলের রিপোর্টিং-এর বাগ ফিক্সিং।
বার্তাটি সম্পূর্ণই অনুরোধমাত্র। ধন্যবাদ দাদা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৫, ১৩ জুলাই ২০১২ (ইউটিসি)
Meta translation administrators, ১৩:১৩, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৪:৩৯, ২৭ জুলাই ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় বাংলা উইকিপিডিয়াসহ সকল বাংলা উইকিতে নারায়ম এক্সটেশন সংযোজন প্রসঙ্গে পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকত • আলাপ • ০৫:১৪, ১৬ আগস্ট ২০১২ (ইউটিসি)
উইকিপিডিয়া:প্রশাসকদের_আলোচনাসভা#বাংলা উইকিপিডিয়াসহ সকল বাংলা উইকিতে নারায়ম এক্সটেশন সংযোজন প্রসঙ্গে
সম্পাদনাHello, I've posted a proposal to improve the input method/transliteration tool via narayam in the above discussion. Please comment. Thanks, Nemo (আলাপ) ১২:৪১, ৯ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)
বিষয় - পুনীত রাজকুমার পাতাটির সম্পাদনা নিয়ে
সম্পাদনাজয়ন্ত দা, নমস্কার। উক্ত পাতাটিকে পুনরায় সেটির পূর্বরূপে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বেল্লায়েত মহাশয়ের অযত্নে করা সম্পাদনার ফলে তালিকাগুলির যে ক্ষতি হয়েছিল, আপনি তা ঠিক করে দিয়েছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আমি আশা করি উইকিপিডিয়ার কিছু পাতা যারা সম্পাদনা করেন, তারা যেন এভাবেই যত্ন সহকারে (যেমনটি আপনি করেছেন) সম্পাদনা করে থাকুন। ইতি, Souwrit.ray (আলাপ) ১৩:১২, ২২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)
একতারা নিবন্ধের ট্যাগ প্রসঙ্গে
সম্পাদনাএকতারা নিবন্ধে কিছু তথ্যসূত্র যোগ করা হয়েছে। এখন কি ট্যাগ উঠিয়ে দেয়া যায়? Arif ১৭:১৬, ২২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)Arif
অবগত হওয়া প্রয়োজন
সম্পাদনালক্ষ্য করলাম [রামোন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তদের তালিকা]কে [রামোন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তদের তালিকা]য় স্থানান্তর করেছেন। এদের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে জানাবেন কি? সম্পাদনা সারাংশে (typo) উল্লেখ করেছেন। আর নিবন্ধটির -
- (ক) নতুন নেতৃত্ব অংশের ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার পতাকা অদৃশ্য এবং
- (খ) সামাজিক নেতৃত্ব অংশের ১৯৫৯ সালে তিব্বতের পতাকা সংশোধন করা প্রয়োজন।
ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৬:৩১, ১২ অক্টোবর ২০১২ (ইউটিসি)
মুছে ফেলা নিবন্ধ
সম্পাদনাআমার তৈরিকৃত বেশ কিছু নিবন্ধ মুছে ফেলা হয়েছে (৭টি, তালিকায় দেখলাম)। এগুলোর শিরোনাম কি ছিলো তা আমি কিভাবে জানতে পারবো? Ashiq Shawon (আলাপ) ১৮:১৩, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)
নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকত • আলাপ • ১১:২০, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)
বিভাগ
সম্পাদনাআপনি আমার বিভাগ নিবন্ধটি মুছে দিয়েছেন। কারণটি জানতে চাচ্ছি। এটা বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল-এর একটি একক। এই শিরোনামে কি আর কোনো নিবন্ধ আছে? --Ashiq Shawon (আলাপ) ০৬:১৩, ৮ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) --সেক্ষেত্রে রিডাইরেক্ট করা যেতো। কারণ আমার সেই নিবন্ধে আমি প্রশাসনিক কাঠামো লিখতে যাচ্ছিলাম। --Ashiq Shawon (আলাপ) ০৬:৩৬, ৮ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)
উইকিপিডিয়া:ভাল নিবন্ধ/শীর্ষ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on উইকিপিডিয়া:ভাল নিবন্ধ/শীর্ষ, requesting that it be speedily deleted from Wikipedia. This has been done for the following reason:
Under the criteria for speedy deletion, articles that do not meet basic Wikipedia criteria may be deleted at any time. আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন। অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকত • আলাপ • ১৭:০১, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)
পাতা সুরক্ষিত করার বিষয়ে আলোচনা
সম্পাদনাআমি সম্প্রতি একটি পদমৈথুন নামক পাতা সম্পাদনা করেছি। আমার আশঙ্কা যে এই ধরনের যৌনতা বিষয়ক নিবন্ধ অন্য ব্যবহারকারী দ্বারা তথ্য বিকৃতি কিংবা তথ্য ধ্বংস হতে পারে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে এই পাতাটি ধৈর্যসহকারে নিরীক্ষণ করে, এটি সুরক্ষিত করা উচিত কিনা সিদ্ধান্ত নিন, যাতে প্রশাসকবৃন্দ এবং আমি ছাড়া অন্য কেউ পাতাটি পরিমার্জন অথবা পরিবর্ধন করতে না পারে। যদি পাতাটির মান উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনও অভিমত থাকে সেটাও জানতে ভুলবেননা। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। --Purnendu Karmakar (আলাপ) ১৫:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)পূর্ণেন্দু কর্মকার
সম্পাদনা (যদি প্রয়োজন পড়ে)
সম্পাদনাএস. আর. রঙ্গনাথন নিবন্ধের বানানজনিত বিষয়ে অগ্রসর হতে পারেন। যদি প্রয়োজন পড়ে তাহলে যথোচিত সম্পাদনার জন্যেও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সহযোগে - Suvray ১৪:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
টেমপ্লেট:BENGALIDATE
সম্পাদনাজয়ন্তদা, টেমপ্লেট:BENGALIDATE এ পাতাটিতে বিশেষভাবে এবং জরুরী ভিত্তিতে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। টেমপ্লেটটি সঠিকভাবে কাজ করছে না। যেহেতু টেমপ্লেটটি প্রথম পাতায় প্রদর্শিত হচ্ছে তাই এটি অতি জরুরী ভিত্তিতে মেরামত করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৭, ২ মার্চ ২০১৩ (ইউটিসি)
Unblock Rezabot
সম্পাদনাHi, please Unblock user:Rezabot (my bot). I don't run it in your wiki and I will remove this wiki from my user_config thanks Reza1615 (আলাপ) ১৪:২৮, ১০ মার্চ ২০১৩ (ইউটিসি)
Translation notification: Wikimedia Highlights, April 2013
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Highlights, April 2013 is available for translation. You can translate it here:
The priority of this page is medium.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ২৩:৪৭, ২৫ মে ২০১৩ (ইউটিসি)Translation notification: Wikimedia Foundation elections 2013/Voter e-mail
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Foundation elections 2013/Voter e-mail is available for translation. You can translate it here:
The priority of this page is high.
The deadline for translating this page is 2013-06-03.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০৩:০৭, ২৮ মে ২০১৩ (ইউটিসি)Translation notification: User:SamoaBot/Wikidata Summary/translate
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page User:SamoaBot/Wikidata Summary/translate is available for translation. You can translate it here:
The priority of this page is low.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০৭:৫৭, ২৮ মে ২০১৩ (ইউটিসি)Translation notification: Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll is available for translation. You can translate it here:
The priority of this page is high.
The deadline for translating this page is 2013-06-06.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০০:২৮, ৩ জুন ২০১৩ (ইউটিসি)নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় সম্পাদনা টুলবার (জরুরী ভিত্তিতে মন্তব্য প্রয়োজন)। আপনাকে ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৯, ৪ জুন ২০১৩ (ইউটিসি)
সম্পাদনা টুলবার (জরুরী ভিত্তিতে মন্তব্য প্রয়োজন)
সম্পাদনাজয়ন্তদা, প্রশাসকদের আলোচনাসভাতে আপনি বার্তা রেখেছিলেন যে সম্পাদনা টুলবার লোড না হওয়ার সমস্যাটি আপনি দেখবেন। এ বিষয়ে কোনো আপডেট কি জানাবেন?--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১০, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
Translation notification: Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll is available for translation. You can translate it here:
The priority of this page is high.
The deadline for translating this page is 2013-06-06.
If you can please also translate the Central Notice banners that will alert people that the election has started (and when results are ready). So that we do not have to send out another notice you can find those translations: Here (for the voting banner)
Here (for the results banner)Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০২:০৬, ৬ জুন ২০১৩ (ইউটিসি)Translation notification: Announcement Universal Language Selector
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Announcement Universal Language Selector is available for translation. You can translate it here:
The priority of this page is medium.
The deadline for translating this page is 2013-06-11.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ২১:৩৭, ৭ জুন ২০১৩ (ইউটিসি)Translation notification: Wikimedia Highlights, May 2013
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Highlights, May 2013 is available for translation. You can translate it here:
The priority of this page is medium.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ১৮:৩৬, ১৩ জুন ২০১৩ (ইউটিসি)Translation notification: PRISM
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page PRISM is available for translation. You can translate it here:
The priority of this page is high.
The deadline for translating this page is 2013-06-18.
the Wikimedia Foundation legal team has just published this page, asking the Wikimedia community to comment on whether they should take any action with regards to the recently uncovered PRISM surveillance scandal.
I'll greatly appreciate your involvement & contributions to have this page translated into as many languages as possible as well as popularised as widely as possible — please let your communities know about this so we can make the most use of this consultation period.Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ১৫:২১, ১৫ জুন ২০১৩ (ইউটিসি)বর্তমান সময়
সম্পাদনাবাংলা উইকি-তে সময় আসে না কেন? ইউটিসি টাইম ঠিক আসে কিন্তু এদেশের সময় আর আসে না। মানে বাংলাদেশ,ভারত। সময় দিতে চাইলেই আসে ত্রুটি: অবৈধ সময়। সমস্যা টা কি? একটু দেখতে পারেন?--প্রত্যয় (স্বাগতম) ১৩:২৫, ১৭ জুন ২০১৩ (ইউটিসি)
- ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে একটু বিস্তারিত বললে ভাল হয়!--জয়ন্ত (আলাপ - অবদান) ১৪:২৬, ১৭ জুন ২০১৩ (ইউটিসি)
Convert টেমপ্লেট
সম্পাদনাজয়ন্তদা, বাংলা উইকিপিডিয়ার পূর্বের convert টেমপ্লেটটি সমস্যা দেখা দিয়েছিল। আগের পন্থায় টেমপ্লেটটি সমাধানে ইংরেজি উইকিপিডিয়ায় এক্সপার্টদের কারও কাছ থেকে আমি কোনো সাড়া পাইনি। অন্যদিকে ইংরেজি উইকিপিডিয়া লুয়া ভিত্তিক কনভার্ট মডিউল রয়েছে যদিও তা ইংরেজি উইকিপিডিয়ায় ব্যবহৃত হয় না। বাংলা উইকিপিডিয়ায়ও তা ইম্পোর্ট করা হয়েছে। জন কে অনুরোধ করেছিলাম কনভার্টটি লুয়াতে তৈরি করে দিতে। তো ঝামেলা যা হচ্ছে তা হল, মডিউলটি বাংলা উইকিপিডিয়াতে কাজ করতে হলে এর ইনপুট ও আউটপুট সংখ্যা বাংলায় আনতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর ইউনিট বা এককগুলো বাংলা করতে হবে। জন এ ব্যাপারে সহযোগীতা করবে বলে আশ্বাস দিয়েছে এবং সে কাজ করে যাচ্ছে। আমি বিস্তারিত জনের বাংলা এবং ইংরেজি আলাপের পাতায় পাবেন। আগ্রহী হলে দেখতে পারেন। তাছাড়া বাংলা সংখ্যা এবং ইউনিটের ব্যাপারে জনকে আপনি সহযোগীতা করতে পারেন। ব্যবহারকারী:Johnuniq/Translation এ ব্যাপারে কিছু আলোচনা রয়েছে। আপনি সেখানেও অংশ নিতে পারেন। সর্বপরি এ ব্যাপারে আপনার অংশগ্রহণে স্বাগতম।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৬, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)
- ধন্যবাদ বেলায়েত ভাই। আসলে আপনি এই convert টেমপ্লেটটি নিয়ে কাজে যুক্ত আছেন দেখে আর এই দিকে তাকিয়ে দেখিনি। অনেকদিন আগের মূল সমস্যা গুলো জানা ছিল। তবে এখন কি সমস্যা হচ্ছে বা ঠিক কিভাবে আপনি ও জন সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করছেন জানলে ভাল হয়। যা দেখলাম তাতে দেখছি, সব ইউনিট ও সংখ্যা গুলি ইংরেজিতে আসছে, যেগুলিকে বাংলায় করা দরকার, যেটা মডিউল দিয়ে সম্ভব। আর এখানে এখন ইনপুট ইংরেজিতেই আছে। আপনি কি ইনপুট বাংলাতেই করতে চাইছেন? আর জন ঠিক কি ধরনের কাজটি এক্ষেত্রে করছে জানাবেন? --জয়ন্ত (আলাপ - অবদান) ১১:১৪, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)
বিস্তারিত জানতে আপনাকে জনের ইংরেজি এবং বাংলা উইকিপিডিয়ার আলাপ পাতা এবং বাংলা উইকিপিডিয়ায় জনের বিভিন্ন উপপাতা দেখার অনুরোধ করছি। যেহেতু আগের পদ্ধতিতে টেমপ্লেটে সমাধান সম্ভব হচ্ছে না। তাই লুয়া ভিত্তিক মডিউল লিখে তা টেমপ্লেটে ব্যবহার করা হবে। বাংলা উইকিপিডিয়ায় মডিউলটি সঠিকভাবে কাজ করতে মডিউলটি নতুনভাবে শুরু থেকে লিখতে হবে। কোডিং এর কাজ জন করছে। আমাদের বাংলা সংক্রান্ত বিষয়গুলোতে জনকে সহযোগীতা করতে হবে। বাংলায় কিভাবে একক ব্যবহার হয়, বাংলা নাম, বাংলা রীতি ইত্যাদি ইত্যাদি। আমি যথাসম্ভব সেটাই করছি। তবে এটা আমার একার পক্ষ করা সম্ভব নয়, এখানে সকলের সহযোগীতা এবং মতামতের প্রয়োজন রয়েছে। বাংলা একক বা ইউনিট সম্পর্কিত যদি কোনো সূত্র বা রেফারেন্স আপনার কাছে থেকে থাকে তা দিয়েও সাহায্য করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৩৩, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)
নোটিশ
সম্পাদনাপ্রিয় সুধি, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩৫, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)
ISBN ত্রুটি প্রদর্শন
সম্পাদনাজয়ন্ত দা, cite এটা ব্যবহারের সময় কিছু কিছু হ্মেত্রে ISBN ত্রুটি প্রদর্শন করে। উদাহরণ স্বরুপঃ AUTHOR (২০০৬)। "TITLE"। BOOKTITLE। আইএসবিএন 1-111-22222-9 |আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য)। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৬। অজানা প্যারামিটার |month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
সমস্যাটা কোথায় ঠিক বুঝতে পারছি না। অনুগ্রহ করে একটু দেখবেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৩৩, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)
Translation notification: Admin activity review/2013/Notice to communities
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Admin activity review/2013/Notice to communities is available for translation. You can translate it here:
The deadline for translating this page is 2013-07-20.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০১:৫৫, ১৬ জুলাই ২০১৩ (ইউটিসি)Translation notification: Admin activity review/2013/Notice to communities
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Admin activity review/2013/Notice to communities is available for translation. You can translate it here:
The deadline for translating this page is 2013-07-20.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০১:৫৬, ১৬ জুলাই ২০১৩ (ইউটিসি)Translation notification: Wikimedia Highlights, June 2013
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Highlights, June 2013 is available for translation. You can translate it here:
The priority of this page is medium.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ১৬:৪৫, ১৯ জুলাই ২০১৩ (ইউটিসি)হ্যালো
সম্পাদনাউচ্চ, আপনাকে ধন্যবাদ, এই নিবন্ধটি সংশোধন করতে সহায়তা করে; তেনেরিফে অডিটোরিয়াম.--79.159.240.188 (আলাপ) ০৯:১৯, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)
এক্সপ্রেশন ত্রুটি
সম্পাদনাজয়ন্ত দা, এই টেমপ্লেট:Age for infant টেমপ্লেটটি ত্রুটি প্রদর্শন করছে। অনুগ্রহ করে একটু দেখবেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৫২, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)
- টেমপ্লেটটি আমি ঠিক করে দিয়েছি। --লিমন ১৮:৫৫, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)
Translation notification: Admin activity review/2013/Notice to inactive right holders
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Admin activity review/2013/Notice to inactive right holders is available for translation. You can translate it here:
The deadline for translating this page is 2013-08-10.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০৩:৪৫, ৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)টেমপ্লেট সংশোধন
সম্পাদনাজয়ন্তদা, টেমপ্লেট:Birth date টেমপ্লেটটি ঠিকমত কাজ করছে না। টেমপ্লেটটি সুরক্ষিত অবস্থায় থাকায় আমি তা সংশোধন করতে পারছি না। আপনার সময় হলে একটু সংশোধন করে দেবেন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:১৭, ২৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)
- দয়া করে, ঠিক কোথায় কি সমস্যা হচ্ছে, উদাহরন দিয়ে জয়ন্তদা, সমস্যাটা হচ্ছে এখানে {{Birth date|1690}}, {{Death date and age|1724|1690}}। এই দুটি ঠিকমত শো করছে না। উদাহরণ,
- {{Birth date|1690}} দেখাচ্ছে -
{{Death date and age|1724|1690}} দেখাচ্ছে - ১৭২৪ (বয়স ৩৩–৩৪)। --- ইয়াহিয়া (আলাপ) ১১:৩১, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি) এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "{"। ১৬৯০,
- এই টেমপ্লেটটি কিন্তু , দিন, মাস, বছর জানা আছে এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই শুধু বছর ইনপুটে দিলে এরর আসবেই। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৬:১৪, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)
ঠিক আছে। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৩৮, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)
নিবন্ধ প্রকাশের জন্য সাহায্য প্রার্থনা
সম্পাদনাজনাব আমি কণ্ঠশীলন নামে একটি নিবন্ধ লিখেছি। কিন্তু সেটা অপসারণের নীতিমালায় পড়ে গেছে কেন বুঝতে পারছি না। এখানে আমি কণ্ঠশীলন নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রমসহ এযাবৎকালে যতগুলো অনুষ্ঠান করেছে তার বর্ণনা দিয়েছি। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কণ্ঠশীলন কি ধরণের কাজ করে তারও বর্ণনা দিয়েছি। কণ্ঠশীলন নামক সংগঠনটির উপনাম : সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের জন্য, সবাইকে এক মান ভাষায় কথা বলার জন্য দীর্ঘ উনত্রিশ বৎসর যাবৎ এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। সেই সংগঠন সম্পর্কে নিবন্ধটি লিখেছি। www.kanthashilon.org এবং www.kanthoshilon.org নামে দুইটি ওয়েবসাইটের লিংক দিয়েছি। দিয়েছি বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে কণ্ঠশীলন এর অনুষ্ঠান সম্পর্কে খবরের লিংক। আমি এখানে একজন নতুন অতিথি। সব নিয়ম-কানুন সম্পর্কে অবগত নই। এই নিবন্ধটির কোন কোন বিষয়ে মতবিরোধ আছে বা কি করলে তা প্রকাশিত হতে পারে সে বিষয়ে জানালে কৃতজ্ঞ থাকতাম। ভালো থাকবেন সবসময়। সালাম খোকন
Translation notification: Wikimedia Highlights, July 2013
সম্পাদনাYou are receiving this notification because you signed up as a translator to Bengali and Assamese on Meta.
The page Wikimedia Highlights, July 2013 is available for translation. You can translate it here:
The priority of this page is medium.
Your help is greatly appreciated. Translators like you help Meta to function
as a truly multilingual community. Thank you!
Meta translation coordinators, ০০:৩১, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি)টেমপ্লেট
সম্পাদনাজয়ন্তদা, এই "টেমপ্লেট:IPAc-en" টেমপ্লেটটি ঠিকমত কাজ করছে না। একটু দেখবেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
নিবন্ধ
সম্পাদনাদাদা,
কলম (পত্রিকা) উল্লেখযোগ্য পত্রিকা কিনা বুঝতে পারছি না। হেমট্রামিক পাবলিক স্কুল্স এই নিবন্ধটি কি উল্লেখযোগ্য? বিজ্ঞাপনের মতো করে লেখা। দয়া করে একটু দেখবেন। Bodhisattwa (আলাপ) ১৯:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উল্লেখযোগ্যতা
- একটি পরামর্শ, নিবন্ধের উল্লেখযোগ্যতা ইথ্যাদি জনিত কোন সমস্যা থাকলে বা আপনি মনে করেন আছে, তার জন্য জনে জনে সকলের আলাপ পাতায় বার্তা না দিতে সংশ্লষ্ট নিবন্ধের আলাপ পাতাত্য বার্তা রাখুন। কোন না কোন ব্যবহারকারি আপনার প্রশের উত্তর দেবেন। b Mondal ও Bodhisattwa ও বোধিসত্ত্ব তিনটি একই ব্যক্রির বলে মনে হচ্ছে। আপনি যে কোন একটি ব্যবহার করুন।
এবার আপনার প্রশ্নের জবাব দিই। কোন পত্রিকা বা উল্লেখযোগ্য না মনে করলে তাতে {{উল্লেখযোগ্যতা}} ট্যাগ লাগান। অপসারন যোগ্য মনে করলে {{db}} ট্যাগ লাগান। ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:২০, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- দাদা, জনে জনে জানিয়েছি বলে দুঃখিত। আপনাকে জ্বালালাম বলেও ক্ষমাপ্রার্থী। আপনারা প্রশাসক তাই জানিয়েছিলাম। স্কুলের নিবন্ধটায় টেমপ্লেট লাগিয়েছিলাম, যাই হোক, থাক আলোচনা করে কাজ নেই। আর তিনটেই একই ব্যক্তির কিন্তু ভিন্ন সময়ে করা । User name কিছুদিনের মধ্যে পালটে ছিলাম বলে এরকম লাগছে। ভালো থাকবেন।Bodhisattwa (আলাপ) ২০:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- জানিয়েছেন বলে কোন ক্ষতি হয়নি। আমি শুধুমাত্র আপনাকে উইকিপিডিয়ার কিছু প্রচলিত রীতিনীতির সাথে পরিচয় করিয়ে দিলাম মাত্র। আর জ্বালাবার কোন প্রশ্নই নেই, উইকিপিডিয়াতে যে কোন সমস্যায় আমাকে বা যেকোন ব্যবহারকারির সাথেই আলোচনা করতে পারেন। এতে ক্ষতির কিছু নেই। যাই হোক আমার শুধু মাত্র এক ব্যক্তিগত অনুরোধ আপনাদের মত ব্যহহার কারি আমাদের আরও চাই । বিশেশত পশ্চিম বঙ্গ থেকে। আর আপনি তো ডাক্তারির ছাত্র। দেখুন না উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চিকিৎসাবিদ্যা এখানের এই নিবন্ধগুকিকে যদি কিছু উন্নতি করা যায়। কারন এইগুলির জ্ঞান আপনাদেরি আছে। ভাল থাকবেন।--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চিকিৎসাবিদ্যা নিয়ে কাজ করার ইচ্ছে অনেক দিনের। আসলে বেশির ভাগ চিকিৎসাবিদ্যা সংক্রান্ত শব্দের কোন বাংলা পরিভাষা নেই, বা থাকলেও অনেকক্ষেত্রেই তা আমি জানি না। বেশ কিছু উপসর্গ ও রোগ আয়ুর্বেদে উল্লেখ আছে, তার মানে তাদের বাংলা প্রতিশব্দ পাওয়া সম্ভব। উইকিতে অনেক বাংলা প্রতিশব্দ আছে দেখলাম। সেগুলিও ঠিক ঠাক। আসলে একটু সতর্ক হয়ে নামতে চাইছি। আসলে, বাংলা প্রতিশব্দগুলির সঙ্গে পরিচিত নই বলে অফলাইনে কাজ করতে গিয়ে প্রত্যেক লাইনে বই ঘাটতে হচ্ছে। প্রতিটি শব্দেই থমকে যাচ্ছি। কখনো কখনো মনে হচ্ছে, হয়তো শব্দ তৈরী করতে হবে, কিন্তু নিশ্চিত হতে পারছি না, যে হয়তো কোথাও এর বাংলা প্রতিশব্দ পাওয়া যাবে। এ এক অদ্ভুত অবস্থা। নিজেরই বিষয়, কিন্তু আমি নিজেই এক পা এগিয়ে দু পা পিছোচ্ছি। তাই একটু সতর্ক থাকছি। আপাতত আমি এই প্রকল্পে কাজ করার মতো তৈরী নই, হয়তো আরো সমমনস্ক মানুষের সাহায্য প্রয়োজন। প্রতিটি শব্দের জন্য তুমুল তর্ক বিতর্ক প্রয়োজন। তাই একটু সময় চাই। এর বিকল্প হিসেবে হিমালয় ও তিব্বত বিষয়ক নিবন্ধগুলি তৈরী করছি। এটি আমার পক্ষে অপেক্ষাকৃত সহজ কাজ। এককালে তিব্বতী ভাষা নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম, তাই ঐ অদ্ভুত শব্দগুলি আমার কাছে ভজঘট লাগে না। উচ্চারণ রীতি ও লিপি সম্বন্ধে কিছু জানা আছে। তাই ঠিক করেছি আগামী এক দেড় বছর সময় নিয়ে এই সংক্রান্ত বেশির ভাগ নিবন্ধ বানিয়ে ফেলার চেষ্টা করব। দেখা যাক। আপাতত লাদাখের অর্ধেক হয়ে গেছে। বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- জানিয়েছেন বলে কোন ক্ষতি হয়নি। আমি শুধুমাত্র আপনাকে উইকিপিডিয়ার কিছু প্রচলিত রীতিনীতির সাথে পরিচয় করিয়ে দিলাম মাত্র। আর জ্বালাবার কোন প্রশ্নই নেই, উইকিপিডিয়াতে যে কোন সমস্যায় আমাকে বা যেকোন ব্যবহারকারির সাথেই আলোচনা করতে পারেন। এতে ক্ষতির কিছু নেই। যাই হোক আমার শুধু মাত্র এক ব্যক্তিগত অনুরোধ আপনাদের মত ব্যহহার কারি আমাদের আরও চাই । বিশেশত পশ্চিম বঙ্গ থেকে। আর আপনি তো ডাক্তারির ছাত্র। দেখুন না উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চিকিৎসাবিদ্যা এখানের এই নিবন্ধগুকিকে যদি কিছু উন্নতি করা যায়। কারন এইগুলির জ্ঞান আপনাদেরি আছে। ভাল থাকবেন।--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
Watermarking
সম্পাদনাWhat is watermarking? A watermarking tag has been added to my photo. Help me please. Duke Khan (আলাপ) ১০:৩৪, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ːːGo through with Water Mark। ----জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:২৯, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
Notability of American school districts
সম্পাদনাPlease see your English Wikipedia talk page. WhisperToMe (আলাপ) ০১:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৯:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
মডিউল তৈরি
সম্পাদনাজয়ন্তদা, আমি মডিউল তৈরি কারা শিখতে চাই। মডিউল:Collapsible list মডিউলটি তৈরি করতে চেষ্ঠা করেছিলাম কিন্তু তৈরি করতে পারিনি। এটা তৈরি করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১২:১০, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা১৯:৩১, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
September 2013
সম্পাদনাConstructive contributions to Wikipedia are appreciated, but a recent edit that you made has been reverted or removed because it was a misuse of a warning or blocking template. Please use the user warnings sandbox for any tests you may want to do, or take a look at our introduction page to learn more about contributing to the encyclopedia. Thank you. Buzzzman (আলাপ) ০৬:২৯, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- I didn't create the page শাহ মুহাম্মাদ ইসহাক. Please, check. Also, i have left notes for you here Thanks.--Buzzzman (আলাপ) ০৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা১৬:১৯, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
main page
সম্পাদনাজয়ন্ত দা, main page পাতার ইতিহাস প্রধান পাতার ইতিহাসে মার্জ করার কোনো প্রয়োজন ছিল না। বরং এতে অসুবিধাই হবে কারণ এ পাতার ইতিহাসের লিংক মেটাউইকিসহ বিভিন্ন মেইলিং লিস্টে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মার্জ করার ফলে এখন এগুলোতে ভুল তথ্য দেখাবে। যদি পারেন তাহলে পাতাটির ইতিহাস আগের অবস্থায় ফিরিয়ে আনুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- ও হো!!! বেলায়েত ভাই, কোনো ভাবে আমি আপনার এই বার্তাটি কোনভাবে আমার নজরে আসেনি। আমি একান্ত লজ্জিত। আমার আগেই উত্তর দেওয়া উচিত ছিল। যাই হোক। আমি এটা করেছিলাম, স্বাভাবিক কাজ হিসাবেই, যাতে main page পাতার ইতিহাস প্রধান পাতার ইতিহাসেই থাকে। মেটা উইকিতে যেখানে যেখানে আছে সেইগুলিকে আমি সময়করে পরিবর্তন করে দেব। সমস্যাটা থাকবে, বিভিন্ন মেইলিং লিস্টের ক্ষেত্রে। আর meta:User:Krinkle/Queries/The Start of Bengali Wikipedia মেটার এই রিপোর্ট অনুসারে আমাদের কাছে অনেকগুলি নতুন দিক চলে এসেছে, তাই আমার মনে হয়, এইটা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না। এর পরেও আপনার আর অন্য কোন সমস্যা বা বক্তব্য থাকলে জানান, আমি চেষ্টা করে দেখব। -- --জয়ন্ত (আলাপ - অবদান) ১০:১০, ২ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
টেমপ্লেট:Zoroastrianism নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাউইকিপিডিয়ার টেমপ্লেট:Zoroastrianism পাতাটি দ্রুত অপসারণের জন্য একটি নোটিশ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার উপর ভিত্তি করে এই নোটিশ সংযোজন করা হয়েছে, এই পাতায় পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন। অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। রাহাত (আলাপ) ১০:২৩, ২৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
টেমপ্লেট সংশোধন
সম্পাদনাজয়ন্ত দা, আপনার সময় থাকলে এই তিনটি একটু সংশোধন করে দেবেন। ধন্যবাদ।
- টেমপ্লেট:Being deleted ঠিকমত শো করছে না।
- টেমপ্লেট:Infobox typhoon current বাংলায় অনুবাদ (এখানে দেখুন, ঘূর্ণিঝড় হাইয়ান) হচ্ছে না।
- টেমপ্লেট:Cat handler-কে টেমপ্লেট:Category handler ভিতর পুনর্নির্দেশ করতে হবে।
--- ইয়াহিয়া (আলাপ) ১৮:৩৯, ১২ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- সমস্যাগুলো সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা বিষয় উইকির প্রশাসক না হলে সুরক্ষিত অবস্থায় থাকা নিবন্ধ বা টেমপ্লেট সমূহকে সম্পাদনা করার কোন উপায় নেই? --- ইয়াহিয়া (আলাপ) ১২:৩৭, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- কিছু জটিল টেমপ্লেটের জন্য সেইগুলিকে সুরক্ষিত করা হয়, তবে আপনার মত অভিজ্ঞ ব্যবহারকারির জন্য সমস্যা হবে না। কোন কোন গুলির উপর কাজ করতে চাইছেন জানাবেন, আমি খুলে সুরক্ষা সরিয়ে নেব। আর অভিজ্ঞ ব্যবহারকারির জন্য তারা যাতে এই ধরনের টেমপ্লেটের সম্পাদনা করতে পারেন তার একটী প্রকল্প নেওয়া হয়েছে।--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:৫৮, ১৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
Problen with EnableUploads = true;
সম্পাদনাHii
How did you solved the Problem with the missing link "File Upload"?
kilian.thueler@hotmail.com
Thank you for your help Greets
Kilian
- Please check the mail.--জয়ন্ত (আলাপ - অবদান) ১৩:১৭, ২৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
জিরাকপুর / জিরকাপুর প্রসংগে
সম্পাদনাজয়ন্ত দা,
আশা করি ভালো আছেন। জিরাকপুর / জিরকাপুর দুইটি নিবন্ধই একই শহরকে নির্দেশ করে। আমার মনে হয়েছিলো যে, জিরাকপুর পাতাটিকে জিরকাপুর পাতায় পুনঃনির্দেশ করার প্রয়োজন নেই। তাই আমি ভুল শিরোনামের নিবন্ধটি অপসারনের প্রস্তাব দিয়েছিলাম। এরূপ ক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদান্তে Ibrahim Husain Meraj (আলাপ) ০৭:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)
পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাপশ্চিমবঙ্গের রাজনৈতিক দল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে। অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি অপসারন করবেন না।
জন্মদিনের শুভেচ্ছা নেবেন
সম্পাদনাসুপ্রিয় Jayantanth, আমার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন! |
-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৯, ২৪ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ধন্যাবাদ নাহিদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৩৫, ২৪ মার্চ ২০১৪ (ইউটিসি)
Wikidata login issue
সম্পাদনাজয়ন্তদা,
তোমায় বইমেলায় বসে বলেছিলাম আমার WikiData-তে password-টা ভুলে গেছি। ওটা কোনো ভাবে উদ্ধার করতে সাহায্য করতে পারবে?
বড় অসুবিধা হচ্ছে। অন্যান্য ভাযার নিবন্ধের সাথে লিঙ্ক স্থাপন করতে পারছি না। দেখো না একটু, কিছু করা যায় কিনা!
Pasaban (আলাপ) ১৪:০১, ২৬ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ডেভলপারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।--জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৫৬, ২৬ মার্চ ২০১৪ (ইউটিসি)
- Problem solved! Found the email id where the password reset mail went to. Thanks anyway... Pasaban (আলাপ) ১১:১৬, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
Wikimedians Speak
সম্পাদনা
|
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you.
It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian.
You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline.
We would very much like to showcase your work to the rest of the world.
Some of the previous interviews can be seen here. Thank you! --రహ్మానుద్దీన్ (আলাপ) ১৮:২৬, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা
সম্পাদনাআজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ১৮:১৬, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
নববর্ষের শুভেচ্ছা
সম্পাদনাবাঙালি সংস্কৃতির এ বর্ণিল দিনের ন্যায় বছরের প্রতিটি দিনই আপনার ও আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মধুর এবং উৎসবের আনন্দ সবাইকেই ছুঁয়ে যাক - এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে পান্তা-ইলিশ-কাঁচা মরিচ-এর মোহময়ী শুভেচ্ছা।--অংকন (আলাপ) ০৩:৩৯, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
শুভ নববর্ষ
সম্পাদনাThanks for organizing the Kolkata Book Fair
সম্পাদনাIf you ever organize another event then if you like, contact me in the United States and I will try to get volunteers here to look at your project and support you. I care about Bengali culture and the promotion of Bangla Wikipedia and want you to find success. I am just a volunteer but am happy to see Kolkata participate more in Wikimedia things. Blue Rasberry (talk) ১৯:২২, ২৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- Thank you Blue Rasberry for your kind continuous support towards of our Bengali Wikipedia community. --জয়ন্ত (আলাপ - অবদান) ২০:১৯, ২৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
ফর্মুলা ওয়ান সার্কিটের তালিকা
সম্পাদনাএই পাতাটাকে তুমি আমার ব্যবহারকারী পাতার সাথে সংযোগ করে দিলে কেন? বুঝলাম না। অয়ন আলোচনা
- তুমি নিজের আমার ব্যবহারকারী পাতাইয় নিবন্ধটিকে সম্প্রসারন কর, তার পর সরিয়ে নেওয়া হবে। নিবন্ধের অনেকটাই ইংরাজিতেই আছে। তাই এমন করা হল। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:৪৮, ১২ মে ২০১৪ (ইউটিসি)
চিত্র:Syntactic Structures (Noam Chomsky book) cover.jpg.jpg
সম্পাদনাদাদা, এই ফাইলটিতে আপলোডের সময় ভুল করে দুবার .jpg দিয়ে ফেলেছি। Rename-এর আবেদন করেছি। একটু করে দেবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:১৯, ১২ মে ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনাআপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
প্রবেশদ্বার:সংস্কৃতি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on প্রবেশদ্বার:সংস্কৃতি requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section P2 of the criteria for speedy deletion, because it is a portal based on a topic for which there is no non-stub header article, and there are not at least three non-stub articles detailing subject matter that would be appropriate to discuss under the title of that portal. আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন। অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। তাওহীদ আলাপ ১৩:৩৫, ১৫ মে ২০১৪ (ইউটিসি)
টেমপ্লেট:ক্রীড়া রেকর্ড কোড - অপসারণ
সম্পাদনাজয়ন্তদা,
টেমপ্লেট:ক্রীড়া রেকর্ড কোড টেমপ্লেটটি আসলে টেমপ্লেট:ক্রীড়া রেকর্ডের সংকেত-এর অনুরূপ। সম্ভব হলে প্রথমটি মুছে ফেলতে অনুরোধ করছি।
উইকিপিডিয়া:সুকুমারী ভট্টাচার্য - বাতিল করা হোক
সম্পাদনাজয়ন্তদা,
ভুল করে উইকিপিডিয়া:সুকুমারী ভট্টাচার্য এই পাতাটি তৈরি করে ফেলেছি। দয়া করে এটি বাতিল করে দেবেন।
শিরোনাম সমস্যা
সম্পাদনাজয়ন্তদা,
অলিম্পিক নিবন্ধ বানাতে গিয়ে একটি শিরোনাম নিয়ে দ্বিধায় পড়েছি। ইংরাজি শিরোনামটি হল Athletics at the 2008 Summer Olympics – Men's javelin throw। বাংলায় আমি এটি রাখতে চাই ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের বর্শা ছোঁড়া। ঠিক আছে কি? নাকি শিরোনাম ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের জ্যাভেলিন থ্রো রাখব?
ধন্যবাদান্তে - Pasaban (আলাপ) ১০:৫৫, ১৮ জুলাই ২০১৪ (ইউটিসি)
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
সম্পাদনামহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৫৪, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় প্রধান পাতার নির্বাচিত নিবন্ধ অনুচ্ছেদ। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকত • আলাপ • ১২:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
Wikipedia:Peer review
সম্পাদনাজয়ন্তদা,
ইংরাজি উইকিপিডিয়াতে Wikipedia:Peer review পাতাটি আছে কিন্তু বাংলায় নেই। আমাদের বাংলা উইকিপিডিয়াতে কি এই process-টা আপাতত নেই? আমি উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ, উইকিপিডিয়া:ভালো নিবন্ধ ইত্যাদি পাতাগুলি দেখেছি। আর আমার মনে হয়েছে যে পাতাগুলি বাংলায় আছে তা Wikipedia:Peer review-এর অনুরূপ নয়। (আমার ভুল হয়ে থাকলে দয়া করে বুঝিয়ে দেবেন।)হতে পারে বর্তমান বাংলা উইকিপিডিয়ার অবস্থায় হয়ত এই Wikipedia:Peer review পাতাটি ইচ্ছাকৃত ভাবে রাখা হয়নি। তাই হলে আমি এই process সংক্রান্ত পাতাটি সম্পর্কে আপাতত আর এগোব না। অনুগ্রহ করে, এব্যাপারে আমায় একটু guide করুন।
Pasaban (আলাপ) ১২:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
- হ্যা Wikipedia:Peer review পাতার মত কোনো পাতা নেই, তবে সেটা করার চেষ্টা করা উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ, উইকিপিডিয়া:ভালো নিবন্ধ করার মাধ্যমে। আসলে বাংলা সাহিত্য ও লেখা, রচনার ক্ষেত্রে আমি এই Peer review ব্যাপারটা দেখিনি। বাঙ্গালিরা ভাল সাহিত্য রচনা করলেও Peer review লেখা চোখে পড়ে না। তাই Peer review কথাটার কোনো প্রতিশব্দও নেই বাংলায়। তাই বাংলা উইকিপিডিয়াতে কি এই process-টা আপাতত নেই। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৬:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
Wikipedia 1.0
সম্পাদনাজয়ন্তদা,
আর একটি বিষয়ে জানতে চাই। Wikipedia 1.0 সংক্রান্ত যেসকল পরিসংখ্যান পাওয়া যায় তা সবই ইংরাজি উইকিপিডিয়ার (যেমন, en:User:WP 1.0 bot/Tables/Project/Olympics, wikitools link example)। এটা কি বাংলার জন্য আছে? নাকি নতুন করেই করতে হবে?
Pasaban (আলাপ) ১৩:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
- পার্থ , আপাতত এটি বাংলায় নেই। আমাদের তৈরি করতে হবে।--জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
- জয়ন্তদা, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। এই কাজটা করার জন্য আমায় কেউ একটু guide করলে ভালো হয়। তার আগে একটা প্রশ্ন, এটা বাংলা উইকিপিডিয়ার জন্য কতটা জরুরী এই মুহুর্তে? আমার দেখে মনে হল, এটা একটা বড় কাজ। আর, মনে হয় এটা শুরু করতে হবে en:Wikipedia:Version 1.0 Editorial Team এরকম কোনো একটা জায়গা থেকে। সুতরাং এটা করলে বাংলা উইকিপিডিয়ার কতটা সামগ্রিক লাভ হবে? আশা করি আমার উদ্দেশ্যটা বোঝাতে পেরেছি। :) Pasaban (আলাপ) ১৩:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
New sign-up page for the Medical Translation Project
সম্পাদনাHey! This is a friendly reminder that the sign-up page at the Medical Translation Project (previously Translation Task force) has been updated. This means everyone has to sign up again. Using the new page it will be easier for us to get into contact with you when there is work available. Please check out our progress pages now! There might be work there already for you. We are also very proud to introduce new roles and guides which allows people to help who don't have medical knowledge too!
- Here are ways you can help!
- We need involved Wikipedians to engage the community on the different Wikipedias, and to spread the word!
- We need language knowledgeable Wikipedians (or not yet Wikipedians) who indicate on our progress tables which articles should and should not be translated!
- We are always on the look-out for dedicated translators to work with our content, especially in smaller languages!
- Translated articles need to be integrated into local Wikipedias. This process is done manually, and needs to take merge or replace older articles.
- For translations to be more useful templates and modules should be installed. We need people with the technical know-how who can help out!
- Several of our processes are in need of simplification and many could occur automatically with bots.
Please use the sign up page, and thank you guys for all the work you've been doing. The translation project wouldn't be possible without you!
{{বিষয়শ্রেণীতেমোটনিবন্ধ}} অপসারণ অনুরোধ
সম্পাদনাজয়ন্তদা, ইংরাজী উইকিপিডিয়ার Template:PAGESINCATEGORY পাতাটি বাংলায় আনতে গিয়ে {{বিষয়শ্রেণীতেমোটনিবন্ধ}} পাতাটি বানাই। পরে খেয়াল হয় PAGESINCATEGORY পাতাটি আসলে বিশেষ পাতা - কোনো সাধারণ টেমপ্লেট নয়। অনুরোধ করছি আমার তৈরি পাতাটি মুছে দিতে আর সম্ভব হলে ঐ বিশেষ পাতাটি তৈরি করে দিতে। মনে হয়, আমার এরকম বিশেষ পাতা তৈরির অধিকার নেই। ধন্যবাদান্তে Pasaban (আলাপ) ১০:১০, ২৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি) দাদা নমস্কার,
আমি আমার পরিচিত একজন কবির জীবনী উইকিপিডিয়াতে দিতে চাই আমি কয়েক বার ট্রাই করেছি কিন্তু স্পিডি দিলিশন হয়ে যায়
আপনি কি দয়া করে কোন হেল্প করতে পারবেন?
বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী বৃত্তি মনোনীত প্রার্থীরা দের তালিকায় সংশোধন
সম্পাদনাদাদা,
বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে যোগদান করার জন্য বৃত্তিপ্রাপ্ত হওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। উইকি পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।
একটি বিষয়ে দৃষ্টি আকর্ষনের জন্য আপনার দ্বারস্থ হলাম সেটি হল বৃত্তিপ্রাপ্তদের তালিকায় আমার নাম দেওয়া আছে "মোঃ আসিফ মুকতাদির হোসেন আসিফ মুকতাদির" যা সংশোধন করা প্রয়োজন। আমার পূর্ন নাম " মোঃ আসিফ মুকতাদির হোসেন" আর বাকি অংশটি আমার স্বাক্ষর। অনুগ্রহ করে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি।
ভাল থাকবেন
মোঃ আসিফ মুকতাদির হোসেন
হিমু (দ্ব্যর্থতা নিরসন) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on হিমু (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either
- disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
- disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.
Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information. আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন। অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০৮:১৪, ১৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
টেমপ্লেট:অলিম্পিকরাষ্ট্রেরসারি/সালদেখুন সাহায্য প্রার্থনা
সম্পাদনাজয়ন্তদা,
আমি এই {{অলিম্পিকরাষ্ট্রেরসারি/সালদেখুন}} টেমপ্লেটটি ইংরাজি উইকি থেকে en:Template:OlympicNationRow/YearLookup বাংলায় এনেছিলাম। কিন্তু এটি আশানুরূপ কাজ করছে না। টেমপ্লেট সম্প্রসারণে নিম্নোক্ত লেখা দুটি যথাক্রমে বাংলা ও ইংরাজি উইকিতে দিলে আলাদা আলাদা ফল আসছে।
বাংলা টেমপ্লেট সম্প্রসারণ ইনপুট: {| {{অলিম্পিকবর্ষশিরোনাম|sport=দৌড়বাজী|header=রাষ্ট্র}} |- {{অলিম্পিকরাষ্ট্রেরসারি|NOC=AFG|season=গ্রীষ্মকালীন|sport=দৌড়বাজী |১৯৩৬ = ২ |১৯৬০ = ৫ |১৯৯৬ = ২ |২০০৪ = ২ |২০০৮= ২ |২০১২ = ২ |total=৬}} |} ফলাফল:
রাষ্ট্র | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | অলিম্পিক বর্ষ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আফগানিস্তান (AFG) | ৬
|
ইংরাজি টেমপ্লেট সম্প্রসারণ ইনপুট: {| {{OlympicYearHeader|sport=Athletics|header=Nation}} |- {{OlympicNationRow|NOC=AFG|season=Summer|sport=Athletics |1936 = 2 |1960 = 5 |1996 = 2 |2004 = 2 |2008= 2 |2012 = 2 |total=6}} |} ফলাফল: (অনুগ্রহ করে ইংরাজি উইকিতে Expand templates-এ একটু এটা চালিয়ে দেখুন। দেখবেন দ্বিতীয় সারিতে নির্দিষ্ট ঘরগুলিতে নির্দিষ্ট সংখ্যাগুলি আসছে। এটাই সমস্যা।) সমস্যাটা কোথায়, বুঝতে একটু সাহায্য করলে বাধিত থাকব।
- Pasaban (আলাপ) ০৯:৪০, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- @Pasaban: ফলাফলে সমস্যা কোথায়? ইংরেজি বা বাংলা, দুই জায়গায়তেই তো একই ফলাফল দিচ্ছে। --আফতাব (আলাপ) ১৪:৫৪, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
সমস্যা হল, উপরে দেখুন, বাংলায় যা ইনপুট দিচ্ছি সেটাই হুবহু ফলাফল হিসাবে আসছে। অন্যদিকে ইংরাজিতে অনুরূপ ইনপুটের ফলে একটি সংখ্যা ফলাফলে আসছে।-Pasaban (আলাপ) ১৯:১৯, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- উপরে আপনি যে উদাহরণ দিয়েছেন, তার শুরুতে আপনি দ্বিতীয় বন্ধনী দেন নাই। এখন উপরে দেখুন, ইংরেজির মত ফলাফল ১ আসছে। --আফতাব (আলাপ) ২৩:৩১, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
সত্যি এই ভুলটা আগে কেন চোখে পড়েনি কে জানে!! ধন্যবাদ আফতাব ভাই ধরিয়ে দেবার জন্য। তবে এবার আসি আসল সমস্যায়। অবশ্যই বুঝেছেন যে এটি একটি উপ-টেমপ্লেট, এর সঠিক ব্যবহারের ক্ষেত্রে ইংরাজি ও বাংলার উদাহরণ, আগের উদাহরণ মুছে, উপরে দিলাম। একটু সাহায্য করুন বুঝতে। আবারও অনেক ধন্যবাদ এত ধৈর্য্য নিয়ে আমার এই সমস্যায় সাহায্য করার জন্য।-Pasaban (আলাপ) ১৭:২২, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ঠিক করে দিয়েছি। এবার ফলাফল একদম ইংরেজির মত আসছে। বুঝার তেমন কিছু নাই। উদাহরণ হিসাবে এখানে যেভাবে আমাকে দেখিয়েছেন, সেভাবে ব্যবহার করলেই হবে। (শুধু এটুকু মনে রাখুন, সালগুলি যদি বাংলার পরিবর্তে ইংরেজিতে দেন তাহলে সেই সালের ঘরটি কাজ করবে না। উদা: ১৯৩৬=২ এর পরিবর্তে যদি 1936=২ দেন তাহলে ৩৬'এর ঘরে ২ আসবে না।) --আফতাব (আলাপ) ১৭:৫২, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অনেক অনেক ধন্যবাদ!!! কি ঠিক করলেন একটু বলবেন? আমিও শিখব।-Pasaban (আলাপ) ১৮:০৫, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- এভাবে লিখে বুঝানো অনেক কঠিন। এই টেমপ্লেটটিতে মূলত #ifeq: ব্যবহার করা হইছে। #ifeq: এর বিস্তারিত এখানে পাবেন। এতক্ষন সংখ্যা ইংরেজিতে থাকা #ifeq: মিলতে ছিল না। আমি শুধু এখানে পরিবর্তন করে সংখ্যা ঠিক করে দিয়েছি। --আফতাব (আলাপ) ১৮:২৭, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অনেক ধন্যবাদ আপনাকে। #ifeq-এর সঠিক ব্যবহার জানতাম না। আপনার সাহায্যে জানতে পারলাম। ভাল থাকবেন।-Pasaban (আলাপ) ০৮:০৮, ২৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে!
সম্পাদনাপ্রিয় Jayantanth, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
প্রশাসক পদক
সম্পাদনাপ্রশাসক পদক | ||
প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ২০:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি) |
শুভ জন্মদিন!
সম্পাদনা- ধন্যবাদ মহীন ভাই। --জয়ন্ত (আলাপ - অবদান) ২০:২৮, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)
Peer review & document improvement request about "(Indian) Copyright Act, 1957" at en wikisource
সম্পাদনাIn last couple of days, at english language wikisource project, I have worked quite a bit on (Indian) Copyright Act, 1957 to update the same to include changes of copyright amendment act 2012. Please note on most of internet as of now Copyright Act, 1957 may not be uptodate with 2012 amendments, and en wikisource would be one of those few (and also free) places where people can refer the updated document, Provided that it is peer reviewed for accuracy. I am seeking your kind help in peer review and improvement of this document at en wikisource. Thanks and warm regards Mahitgar (আলাপ) ০৪:১৭, ১৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
== == ধন্যবাদ ভাই।== == মাসুম (আলাপ) masum ১৫:১৫, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
Peer review and document improvement request
সম্পাদনাThis is a Peer review request to seek broader input to improve page: meta:Help:Form I & Affidavit (Customised for relinquishment of copyright as per 'free cultural work' definition) an option available under (Indian) Copyright act 1957 rules.
Rgds.
নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ -- স্বেচ্ছাসেবক আহ্বান। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪২, ২ আগস্ট ২০১৫ (ইউটিসি)
আপনার সুচিন্তিত মতামত আবশ্যক
সম্পাদনাসুধী,
পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এখানে আপনার সুচিন্তিত মতামত আবশ্যক। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৭:২৫, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
নোটিশ
সম্পাদনাপ্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা১৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্পাদনাসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
- নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন,
[[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ
। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
- অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
বৃহস্পতিবার ১৫:০২, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
Your edits at s:en:Indian Copyright Law
সম্পাদনাHi,
Seasons greetings from mr-wikiedia. Please do refer your these edits at en wikisource page s:en:Indian Copyright Law. Probably you need to revisit your edits there. Please do have a close look at foot notes of that page which has numbering of previous amendments. This footnote numbering of amendment is written before square bracket. For example if you find written 17[sixty] the number 17 is refring to footnote number and that footnote informs by which amendment the word in bracket was amended (changed/added/substracted). I hope and request to revisit your edits by giving a closer look to article page and your edits. Thank and regards Mahitgar (আলাপ) ০৯:৩৭, ২২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন
সম্পাদনাসুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।
নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০১, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া সম্মিলন
সম্পাদনানমস্কার!
আগামী জুন মাসের ৫ই থেকে ১২ই জুনের মাঝে যেকোনো একটি উপযুক্ত দিনে কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি অথবা উইকিমিডিয়া ইন্ডিয়ার কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ০৫:৫৩, ২১ মে ২০১৬ (ইউটিসি)
ধর্মের সমালোচনা নিবন্ধ প্রসঙ্গে
সম্পাদনাআপনার সুচিন্তিত মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। তবে এই প্রসঙ্গে আমার কিছু বক্তব্য আছে। উইকিপিডিয়ার বিষয়বস্তু অনুবাদ টুলটি বর্তমানে সফ্টওয়ার উন্নয়নের বিটা দশায় রয়েছে। তাই প্রসঙ্গতই এতে বেশকিছু ত্রুটি রয়েছে। এখানে ত্রুটিগুলোর মধ্যে কয়েকটি উল্লেখ করছি।
- টুলটি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে লিখিত। ইংরেজিতে লিখিত en:Criticism of religion নিবন্ধের আকার খুব বেশি বড় হওয়ার কারণে অনুবাদরত অবস্থায় একাধিকবার স্ক্রিপ্ট ক্র্যাস করেছে। আমি ফায়ারফক্স, ওপেরা, ক্রমিসহ একাধিক ওয়েব ব্রাউজার ব্যবহার করে দেখেছি। সবগুলোতেই সংরক্ষিত অনুবাদ লোড হওয়ার সময় ব্রাউজার ক্র্যাস করছে। অনেকসময় আবার বাংলা অনুবাদ সংরক্ষিত হচ্ছে না। সবমিলিয়ে অনুবাদের গতি মন্থর হচ্ছে।
- মূল নিবন্ধের
{{cite}}
,{{relist}}
সহ বিভিন্ন টেমপ্লেট বাংলায় অনুবাদের পর অপরিবর্তি থাকছে না। HTML এ রূপান্তরিত হচ্ছে। এর ফলে মূল নিবন্ধের তথ্যসূত্র ও অন্যান্য টেমপ্লেট আকারে থাকা উপাত্ত বিকৃত হয়ে যাচ্ছে।
- টুলটি ঠিকমতো কাজ না করায়, এবং পূর্বে অনুবাদকৃত কিছু বাংলা লেখা সংরক্ষিত না হওয়ায় এবং অনেকটা বিড়ম্বনার কারণেই আমি অনুবাদ টুলটি ব্যবহার করা বাদ দিয়ে আংশিক অনুবাদ প্রকাশ করতে বাধ্য হই এবং পুরাতন পদ্ধতিতে নিবন্ধের উৎস সম্পাদনার মাধ্যমে অনুবাদ করার সিদ্ধান্ত নেই।
- অনুবাদ টুলের বিভিন্ন সমস্যা সমাধান এবং টুলটি সঠিকভাবে ব্যবহারের নির্দেশনা পাওয়ার জন্য বাংলা উইকিপিডিয়ায় ঠিক কার/কাদের সাথে যোগাযোগ করবো সে বিষয়ে কোন সুনির্দিষ্ট নির্দেশনা থাকলে তা জানানোর জন্য আপনাকে অনুরোধ করছি।
- আংশিক/অসম্পূর্ণ বাংলা অনুবাদ যে প্রকাশ করতে হয়না সে সম্পর্কে আমি ভালোভাবেই অবগত আছি। তবে উইকিপিডিয়ার নিজস্ব টেকনিক্যাল সমস্যার দরূণ আমি আংশিক অনুবাদ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি অথবা বাধ্য হয়েছি। আপাতত অনুবাদ টুলটি স্টেবল না হওয়া পর্যন্ত আমি আর এটি ব্যবহার করছি না। তবে ধর্মের সমালোচনা নিবন্ধের অনুবাদ না হওয়া ইংরেজি ভাষার বিষয়বস্তুটুকু আমি শিঘ্রই অপসারণ করে দিচ্ছি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলা উইকিপিডিয়ায় প্রশাসনিক পাতাগুলোর একটি বিরাট অংশ ইংরেজি ভাষা থেকে অসম্পূর্ণভাবে অনুবাদকৃত অবস্থাতেই প্রকাশ করা হয়েছে। যদিও এই পাতাগুলো বাংলায় অনুবাদ করা প্রশাসকদের দায়িত্বের মধ্যেই পরে। উদাহরণস্বরূপ, উইকিপিডিয়া:বৃত্তান্ত পাতাটি দ্রষ্টব্য। প্রশাসকদের এধরনের আচরণ সাধারণ সম্পাদক ও ব্যবহারকারীদের সুষ্ঠুভাবে উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণে নিরুৎসাহিত করে। আর আপনার মন্তব্যটি আমার ব্যক্তিগত আলাপ পাতার সাথে সাথে উক্ত নিবন্ধের আলাপ পাতায় করলেও অধিক সমীচিন হতো বলে আমি মনে করি। এতে করে অনেকেই বিষয়টি সম্পর্কে অবহত হওয়ার সুযোগ পেতো। আশা করি সমস্যাটি উপলব্ধি করতে পেরেছেন। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। রসু (আলাপ · অবদান · ইমেইল) ০০:২৯, ২৮ আগস্ট ২০১৬ (ইউটিসি) @Roshu Bangal:, উত্তর দিয়ে একটু দেরই হয়ে গেল বলে দুঃখিত। উইকিপিডিয়ার বিষয়বস্তু অনুবাদ টুলটি বর্তমানে সফ্টওয়ার উন্নয়নের বিটা দশায় রয়েছে।, ফলে সেটি যে সবসময় ঠিকঠাক কাজ করবে না সেটাই স্বাভাবিক। আপনার পাওয়া সমস্যাটি সঠিক জায়গায় করেছি, আপনই এখানে দেখুন. ওখানে ডেভলপাররা আরও কিছু জানতে চেয়েছে, সেটা আরও বিস্তারিত ভাবে আপনই আপনার পাওয়া সমস্যাগুলিকে জানাতে পারেন। এবার বলি বাংলায় প্রশাসনিক পাতাগুলোর অংশিক অনুবাদ সম্পর্কে। হ্যাঁ সত্যিই সেইগুলি আংশিক অবস্থাতে আজও পরে আছে। তবে সেইগুলির দায়, শুধুমাত্র প্রশাসকদের নয়। সেটা সকলের। সেইগুলিকে অবশ্যই অনুবাদ সম্পূর্ন করা উচিত, নাহলে আমাদেরকে বাড়াবাড়ই, নীতি দেখাতে ইংরেজি উইকির কাছে দ্বারস্থ হতে হবে। আর জেনে রাখবেন, প্রশাসকরা বিশেষ কেউ নয়, সবাই সাধারণ ব্যবহারকারী, প্রশাসক কোনও বিশেষ পদ নয়। প্রশাসকদের কোণ আচরণ আপনার খারাপ লেগে থাকলে, তার বিরুদ্ধে আপনি আলোচনা শুরু করতে পারেন। ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৩৪, ৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Jayantanth:দেরিতে হলেও সাড়া দেওয়ার জন্য এবং ‘সঠিক জায়গায় অভিযোগ’ করার জন্য আপনাকে ধন্যবাদ। ডেভেলপারদের আমিও জানিয়েছি। ইচ্ছা করলে এখানে গিয়ে দেখতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।--রসু (আলাপ · অবদান · ইমেইল) ১৪:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন-দ্য-ট্রেনার কর্মশালা
সম্পাদনানমস্কার জয়ন্তনাথ দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন-দ্য-ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালা আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ১৯:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
শুভ নববর্ষ, Jayantanth!
সম্পাদনাJayantanth,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
প্রতিঙোগিতার পাতা অপসারণ প্রসঙ্গে
সম্পাদনাজয়ন্তদা, প্রতিযোগিতার নিবন্ধগুলো দু/এক লঅইনের হলে দু/এক দিনের মধ্যে দয়া করে অপসারণ করবেন না। নতুনরা শুরু করে আস্তে আস্তে সম্প্রসারণ করে। তাদের যেতেহু উইকি সম্পর্কে তেমন জ্ঞান নাই সেহেতু তাদের করতে দেওয়া উচিত। আর তিন/চার দিন থাকলে এমনিতেই আমি তালিকা দেখে অপসারণ করে দেই সৃষ্টিকারীকে বার্তা দিয়ে। দয়া করে প্রশাসকদের মেইলিং লিস্টের আলোচনা দেখুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @@NahidSultan:, ঠিক আছে নাহিদ।--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
Request
সম্পাদনাHello. Could you create the article en:Theatre in Azerbaijan in Bengali Wikipedia just like the article বাংলাদেশে থিয়েটার? Thank you. 31.200.20.213 (আলাপ) ১০:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
ইহুদীধর্মে ঈশ্বরের নাম নিবন্ধটির পর্যালোচনা প্রসঙ্গে
সম্পাদনাশুভ সন্ধ্যা, জয়ন্ত দা। আশা করি ভাল আছেন। প্রায় এক সপ্তাহ হতে চলেছে আপনি আমার লেখা ইহুদীধর্মে ঈশ্বরের নাম নামক নিবন্ধটির পর্যালোচনা করতে বসেছিলেন। আমার ৩টি নিবন্ধ গৃহীত হয়েছিল। আর প্রতিযোগীতায় এই নিবন্ধটি আমার চতুর্থ এবং সর্বশেষ নিবন্ধ। উপরন্তু নিবন্ধ প্রতিযোগীতার সময়ও শেষ হয়ে আসছে। আর তাই "ইহুদিধর্মে ঈশ্বরের নাম" নিবন্ধটির পর্যালোচক হিসেবে আপনার কোন সাড়া না পাওয়ায় আমি কিঞ্চিৎ উদ্বিগ্ন। আশা করি আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও নিবন্ধটির পর্যালোচনা করে আমাকে বাধিত করবেন। আপনার উত্তরের আশায় রইলাম। ধন্যবাদ।-- নবারুণ ভট্টাচার্য্য • ১৯:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @@Navaarun:, আমি একান্ত দুঃখিত, কিছুদিন ব্যক্তিগর ব্যস্ততার কারণে আসতে পারিনি। তাই করে উঠতে পারিনি। নিবন্ধটির জন্য ধন্যবাদ। করে দিয়েছি। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
পুনঃপর্যালোচনা: বেতার বর্ণালী
সম্পাদনাপ্রিয় জয়ন্তদা, দয়া করে, আমার অনুবাদকৃত বেতার বর্ণালী নামক নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করুন।
এক্ষেত্রে উল্লেখ্য যে, HF - VHF - UHF এগুলোকে চিন্হ হিসেবে ধরা হয়েছে তাই অনুবাদ করা হয়নি।
এরপরও কোন সমস্যা মনে হলে আমাকে জানান।
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় Jayantanth,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ২১
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
২১তম উইকিপিডিয়া সম্মিলন
১৫.০০ঘ - ১৮.০০ঘ
রবিবার, ২ জুলাই, ২০১৭
ইদ মোবারক
সম্পাদনাএই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৮:৫৭, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা
সম্পাদনাপ্রিয় উইকিপিডিয়ান বন্ধুগণ, পশ্চিমবঙ্গ এর সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকিপিডিয়ার কর্মশালা ২৩শে জুলাই সরশুনা মহাবিদ্যালয় (4/HB/A, Ho-Chi-Minh Sarani, Sarsuna Upanagari, Sarsuna, Kolkata 700061, West Bengal, India) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-
- উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
- দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
- আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
- যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।
আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Wikipedia Orientation Workshop at Sarsuna College, West Bengal, India আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
ধন্যবাদ। -- অনন্যা মণ্ডল
Thanks for speaking
সম্পাদনাBlue Rasberry (talk) ১২:৪২, ১৩ আগস্ট ২০১৭ (ইউটিসি)
- Thanks @Bluerasberry:, for capture. --জয়ন্ত (আলাপ - অবদান) ১২:৫৬, ১৩ আগস্ট ২০১৭ (ইউটিসি)
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র পৃষ্ঠার সমস্যা
সম্পাদনাবেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র পৃষ্ঠায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। একটু ঠিক করে দিলে ভাল হয়। --Jonoikobangali (আলাপ) ২১:০২, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- কই তেমন কোনো সমস্যা তো চোখে পড়ল না । --জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- জয়ন্তদা, বিধানসভা কেন্দ্র নিয়ে পাতা সম্পাদনার সময় মানচিত্রটি ঠিকঠাক দেখাচ্ছে না। এই পাতাটি সদ্য সম্পাদনা করলুম। মানচিত্রটি দেখতে পাচ্ছি না। একটু দেখবেন, এই রকম কেন হচ্ছে।--Jonoikobangali (আলাপ) ১৭:৫৬, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- @Jonoikobangali: মানচিত্রের নামটি বাংলায় লিখুন, তাহলে ঠিক হয়ে যাবে। আফতাব (আলাপ) ১৮:০০, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- অনেক ধন্যবাদ, আফতাব ভাই।--Jonoikobangali (আলাপ) ১৮:৫৫, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
English Wikipedia
সম্পাদনাI have completed posting coordinates for Infobox maps. Sorry, I don't fave Bengali script in my PC. Cheers. - Chandan Guha (আলাপ) ১১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
প্রশাসকত্ব অপসারণ সতর্কবার্তা
সম্পাদনাসুপ্রিয় Jayantanth/সংকলন ০৭, আমি আপনাকে অবহিত করার জন্য লিখছি যে, নিষ্ক্রিয়তার কারণে বাংলা উইকিপিডিয়াতে আপনি আপনার প্রশাসক অধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন। আপনি যদি আপনার প্রশাসক সরঞ্জামটি রেখে দিতে চান সেক্ষেত্রে নিষ্ক্রিয় প্রশাসক নীতিমালা অনুসারে, এখন থেকে ৭ দিনের মধ্যে আলোচনাসভায় বার্তা রাখার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করুন যে, আপনি অধিকারটি রাখতে ইচ্ছুক। ৭ দিনের মধ্যে যদি আপনার কাছ থেকে কোন সাড়া না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রশাসক অধিকারটি নীতিমালা অনুসারে বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ, শুক্রবার ১৮:১৭, ০৯ মার্চ ২০১৮ (ইউটিসি) Hi Jayantanth, I'm Mallikarjuna from Kannada Wikipedia. You were the Organizer for Bengali Project Tiger. We've been trying to connect with all Wikipedians in Bangalore, across languages. A meetup like that, will help us to carry forward the momentum of Project Tiger. Could you kindly, put a notice on Bengali Village Pump & help me get connected to as many Bangalore based Bengali Wikipedia Contributors (either or all of Pedia, Source, Quote, Meta, Commons & Wiktionary). Interested Contributors can sign, we could collect names & get started towards organizing the meeting In July 2018, we wish to host a meeting of Bangalore based all language & all projects Wikipedians at CIS Office Bangalore. Tito Dutta has been very much willing to support this effort. -With Metta, Mallikarjuna. -WIth Metta, Mallikarjuna. 05:12, 17 June 2018 (UTC)
অনুবাদ
সম্পাদনাআমি চাঘরি বেগ পাতাটি আমার অবদান থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছি, গুগল অনুবাদ থেকে করিনি, কেনো মুছেছে তার গ্রহনযোগ্য জবাব চাই???
- আপনার করা কোনো অনুবাদই , ঠিক বাংলা হয় নি। যা এখানে প্রকাশ করা যায় না। ঠিক বানে বাংলা লিখুন বা অনুবাদ করুন। --জয়ন্ত (আলাপ - অবদান) ২০:১১, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনা কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। কোরবানী দে তোরা কোরবানী দে --কাজী নজরুল ইসলাম আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি) |