বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

ব্যবহারকারী পাতা

সম্পাদনা

আমার একটি ব্যবহারকারী পাতা তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি। মুহম্মদ এরশাদ (আলাপ) ১৭:০২, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

(এরশাদ (আলাপ) ১৮:৩৫, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি))উত্তর দিন

এক লাইনের নিবন্ধ

সম্পাদনা

অনুগ্রহ করে এক লাইনের ইউনিয়নের নিবন্ধ তৈরি করবেন না। একটা নিবন্ধ তৈরির পর যতটা পারেন সমৃদ্ধ করুন। আপনি জাতীয় বাতায়ন থেকেও তথ্য নিতে পারেন। --আফতাব (আলাপ) ১৭:৩৭, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আসসালামু আলাইকুম, আপনার মূল্যবান নির্দেশনার জন্য ধন্যবাদ।

হ্যাঁ,ইউনিয়নের নিবন্ধ ধীরে ধীরে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। এরশাদ (আলাপ) ১৭:৪৩, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে, আপনি ধীরে ধীরে সমৃদ্ধ করুন। কিন্তু এত দ্রুত একসাথে এত নিবন্ধ বানাবেন না। আমার অভিজ্ঞতা বলে পরে ব্যবহারকারীরা (এই ক্ষেত্রে আপনি) সাধারণত তাঁদের তৈরিকৃত এতগুলি নিবন্ধ সমৃদ্ধ না করেই চলে যায় :( তাই আমার পরামর্শ হল যে ৯টা নিবন্ধ বানিয়েছেন এগুলি সমৃদ্ধ করুন, সমৃদ্ধ করা শেষ হলে তারপর নতুন নিবন্ধ বানান (লক্ষ্য করুন, সমৃদ্ধ করার সময় জাতীয় বাতায়ন থেকে ইউনিয়নের ইতিহাস, পটভূমির বিবরণ হুবহু কপি করবেন না, করলে তা কপিরাইট লঙ্ঘন হবে)। --আফতাব (আলাপ) ১৭:৪৭, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
সুপ্রিয় এরশাদ, আপনি সম্প্রতি প্রায় দশটার মতো বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন। যেগুলোতে কোনো তথ্যসূত্র সংযোজন করেন নি এবং নিবন্ধসমূহ আকারেও ছোট। অনুগ্রহ করে নিবন্ধসমূহ মানোন্নয়ন এবং তথ্যসূত্র সংযোজন করুন। অন্যথায়, প্রশাসক কর্তৃক নিবন্ধসমূহ অপসারিত হতে পারে। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হউক। হিমু (আলাপ) ১৭:৪৮, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ

সম্পাদনা

আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যেই নিবন্ধগুলো সম্পূর্ণ সম্পাদনা করব। এরশাদ (আলাপ) ১৭:৫৯, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র

সম্পাদনা

তথ্যসূত্র কীভাবে যোগ করব? আমি যে ইউআারএল যোগ করি তা দেখতে দৃষ্টিকটু ও বিশ্রী দেখায়। এরশাদ (আলাপ) ১৬:৩৪, ২২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


@Arshad Sarkar: সুপ্রিয় এরশাদ ভাই, আপনি নিবন্ধের যেখানে তথ্যসূত্র দিতে চান সেখানে গিয়ে নিচের কোডটি লিখুন
<ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= ** | ইউআরএল= ** | সংগ্রহের-তারিখ= ** |প্রকাশক= **}}</ref>

যেমন: <ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম = ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ | ইউআরএল = http://example.com | সংগ্রহের-তারিখ = ২২শে ডিসেম্বর ২০১৮| প্রকাশক = বিডিনিউজ২৪.কম}}</ref>

এরপরে নিবন্ধের শেষ দিকে গিয়ে "তথ্যসূত্র" নামে একটু নতুন অনুচ্ছেদ লিখে, সেখানে {{সূত্র তালিকা}} লেখাটি লিখুন। তাহলে আপনার দেওয়া তথ্যসূত্রসমূহ "তথ্যসূত্র" অনুচ্ছেদে প্রদর্শন করবে। বিশেষ দ্রষ্টব্য: ** চিহ্নিসমূহ তথ্যসূত্রে দিবেন না। এগুলো শুধুমাত্র বুঝার সুবিধার্তে লেখা হয়েছে। ধন্যবাদ। হিমু (আলাপ) ১৭:৪০, ২২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় Arshad Sarkar Hanif,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় Arshad Sarkar Hanif,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধের গণ-অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

আপনার তৈরি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি গণ-অপসারণের আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধসমূহ সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/উল্লেখযোগ্য নয় এমন প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ গণ-অপসারণ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম, বিশেষ করে আপনাকে অংশগ্রহণে আহবান জানানো হচ্ছে। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। -- ওহিদ (আলাপ) ১২:১৩, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন