বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

অনুবাদ সংশোধন করুন

সম্পাদনা

@সুপ্রিয় আজমাইন ভাই, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩–এ অংশগ্রহণ করেছেন এবং পরিপাক নালি নিবন্ধন নিয়ে কাজ করেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি পরিপাক নালি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে সম্পূর্ণভাবে অনুবাদ করেননি। এবং যতটুকু অনুবাদ করেছেন তার ভাষাও পাঠকদের জন্য যথেষ্ট বোধগম্য নয় এবং তথ্যসূত্রসহ বেশ কিছু জায়গায় সংশোধন প্রয়োজন। কিন্তু আপনি নিবন্ধটি জমা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুবাদ এবং ভাষার মাধুর্য ঠিক না থাকলে আপনার জমা দেওয়া নিবন্ধটি গৃহীত হবে না। তাই আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে Gastrointestinal tract নামক নিবন্ধটি সম্পূর্ণভাবে বাংলায় অনুবাদ করুন। অনুবাদ সম্পূর্ণ করার কাজে আপনি এই সরঞ্জামটি ব্যবহার করতে পারেন তবে ভাষার মাধুর্য রক্ষার্থে যান্ত্রিক অনুবাদগুলি নিজের হাতে সংশোধন করে নিবেন। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১০:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ajmain Sami Mashfi আপনাকে আর মাত্র ৩ দিন সময় দেওয়া হলো। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৩:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আসসালামু আলাইকুম ভাই, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। অন্য কাউকে দিন। কিছু বড় বড় টপিক আছে বুঝছি না সেগুলো। সময় নষ্ট করার জন্য আন্তরিক দুঃখিত। তবে আমি আমার বেস্ট টা দিয়ে ট্রাই করেছিলাম। Ajmain Sami Mashfi (আলাপ) ১৭:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ajmain Sami Mashfi ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি মনে করেন অনুবাদের কাজ শেষ করতে পারবেন। তাহলে আপনি আরো কয়েকদিন সময় দিতে পারেন কোন অসুবিধা নেই। আর যে বিষয়গুলো বুঝছেন না, তা বিস্তারিত জানাতে পারেন। একেবারে হাল ছেড়ে না দিয়ে অল্প অল্প করে অনুবাদ করুন একদিন শেষ করতে পারবেন ইনশাল্লাহ। তবে নিয়মিত কাজ করতে হবে। যে বিষয়গুলো বুঝছেন না তা তাড়াতাড়ি জানান। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০১:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি ভাই আরেকটি প্রবন্ধ ধরেছি "মানি ধর্ম"। সামনে এসএসসি থাকায় বেশি শ্রম দিতে পারছি না তো, তাই এই অবস্থা। পরিপাক নালী টা বেশিই ব্রড। আমার পক্ষে হ্যান্ডেল করা টাফ Ajmain Sami Mashfi (আলাপ) ১৭:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ajmain Sami Mashfi ধন্যবাদ। তোমার অনাগ্রহে আমি নিবন্ধটি বাতিল করে দিচ্ছি। এসএসসি পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিও। আর এমন সময় পড়াশোনা বাদ দিয়ে উইকিতে সময় দেওয়া মোটেও ভালো হবে না। আর পরীক্ষার পরে তো সময় পাচ্ছ তাই উইকি ছুটি নিয়ে নিতে পারো। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৫:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
জাযাকাল্লাহ খাইরান। তবে মানি ধর্ম টা শেষ করব ইন শা আল্লাহ Ajmain Sami Mashfi (আলাপ) ১৬:৫৯, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি পরিপাক নালি থেকে আপনার সরিয়ে উন্মুক্ত করে দিলাম, যাতে অন্য কেউ সেটি নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি পরিপাক নালি নিয়ে এখনো কাজ করতে আগ্রহী থাকেন, তাহলে নিবন্ধ তালিকাতে পরিপাক নালির পাশে পুনরায় নাম যোগ করতে পারেন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান অন্য আরেকজন নিবন্ধটি নিয়ে কাজ করে ইতোমধ্যে জমা দিয়ে দিয়েছেন। তাহলে পর্যালোচনা তালিকায় একই নিবন্ধ দুইবার থাকবে! নাকি Ajmain Sami Mashfi এরটা মুছে দিতে হবে? (نقاش) عبد الله ১৭:০০, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad, ইতি তো জমা দেন নি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ব্যবহারকারী:MasterImran জমাদান পাতায় জমা দিয়েছেন যদিও তিনি তেমন কোন সম্পাদনা করেননি। (نقاش) عبد الله ১৭:১১, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad, MasterImran তেমন কোন বাইট যোগ না করলেও রচনা সংশোধন করেছেনআফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান হ্যাঁ। এখন আমার প্রশ্ন হলো পর্যালোচনার তালিকা থেকে Ajmain Sami Mashfi এরটা কি বাদ দেওয়া হবে কিনা?? (نقاش) عبد الله ১৭:১৬, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আগের সম্পাদনায় অনেক ভুল ও যান্ত্রিকতা ছিল। আমি সেটাকে অনেকটা প্রাঞ্জল করার চেষ্টা করেছি। আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন আশা করি। এটা আমার প্রথম কাজ। গ্রহণ করলে উৎসাহ পাব। ধন্যবাদ। MasterImran (আলাপ) ১৮:৩১, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

সম্পাদনা
 
সুপ্রিয় Ajmain Sami Mashfi, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ১০:১১, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন