সজল আহমেদ
সুপ্রিয় সজল আহমেদ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ২১:৪১, ১১ মার্চ ২০১৪ (ইউটিসি) |
আতাকাঠী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আতাকাঠী পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। রনটি পোদ্দার (আলাপ) ১৯:০৩, ২২ আগস্ট ২০১৪ (ইউটিসি)
তথ্যসূত্র বিষয়ে মন্তব্য
সম্পাদনাইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধে যে তথ্যসূত্র আছে সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করবেন না,নির্ভরযোগ্য নয়। ধন্যবাদান্তে, নীল নন্দী ০১:৪২, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমি মূলত উইকির নিবন্ধন অনুবাদ করেছি৷ সজল আহমেদ (আলাপ) ০৭:৫৫, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @সজল আহমেদ নীতিমালা অনুযায়ী তথ্যসূত্র হিসেবে ইংরেজি উইকিপিডিয়াকে উদ্ধৃত করার সুযোগ নেই, এমনকি নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করা হলেও। কেননা ইংরেজি উইকিপিডিয়ার পাতায় রাখা তথ্যগুলো আবার একাধিক সূত্র হতে উদ্ধৃত করা হয়ে থাকে। মেহেদী আবেদীন ০৮:০৪, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- ঠিক আছে সজল আহমেদ (আলাপ) ০৮:০৫, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @সজল আহমেদ নীতিমালা অনুযায়ী তথ্যসূত্র হিসেবে ইংরেজি উইকিপিডিয়াকে উদ্ধৃত করার সুযোগ নেই, এমনকি নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করা হলেও। কেননা ইংরেজি উইকিপিডিয়ার পাতায় রাখা তথ্যগুলো আবার একাধিক সূত্র হতে উদ্ধৃত করা হয়ে থাকে। মেহেদী আবেদীন ০৮:০৪, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
মেটাপটেরিগোটা খসড়ায় স্থানান্তর করা হয়েছে
সম্পাদনামেটাপটেরিগোটা-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এআই ব্যবহার করে পাতাটি তৈরি করা হয়েছে। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৭:১৩, ১৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
ওট্রান্টোর দুর্গ খসড়ায় স্থানান্তর করা হয়েছে
সম্পাদনাওট্রান্টোর দুর্গ-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে কোনো তথ্যসূত্র নেই। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৮:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- এর আগে একটি পাতা “চ্যাট জিপিটির ব্যবহার” বলে খসড়া করা হয়েছে৷ আজ এই পাতাটি করা হলো, অথচ পাতাটি আমি ইংরেজি উইকি এবং নিজের গবেষণালব্ধ জ্ঞান থেকে করেছি৷ এই পাতাটি খসড়া করার করণ কি? সজল আহমেদ (আলাপ) ১৯:০৭, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
ডেভিড বারসামিয়ান খসড়ায় স্থানান্তর করা হয়েছে
সম্পাদনাডেভিড বারসামিয়ান-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে ভাষা বা ব্যাকরণের অনেক সমস্যা রয়েছে। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৫:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
এরো গুরো-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে অনেক যান্ত্রিক অনুবাদ রয়েছে। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৫:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- ভাইয়া, এটাকে এবার নিজ থেকে অনুবাদের চেষ্টা করেছি৷ এবার একবার দেখুন, যদি প্রকাশযোগ্য মনেহয় তাহলে প্রকাশ করতে পারেন। সজল আহমেদ (আলাপ) ১৩:১১, ২১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
ব্যঙ্গ সংবাদ খসড়ায় স্থানান্তর করা হয়েছে
সম্পাদনাব্যঙ্গ সংবাদ-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে কোনো তথ্যসূত্র নেই। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ২৩:১০, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
নরহত্যা-এ আপনার অবদানের জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, এটি এখনও প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে বলে মনে হচ্ছেনা, কারণ এতে কোনো তথ্যসূত্র নেই এবং এআই ব্যবহার। আমি আপনার নিবন্ধটিকে একটি খসড়াতে রূপান্তরিত করেছি যা আপনি কিছুক্ষণের জন্য নিরবচ্ছিন্নভাবে উন্নত করতে পারেন৷
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সাহায্য:সূচী দেখুন। নিবন্ধটি প্রকাশের জন্য প্রস্তুত হলে, অনুগ্রহ করে পাতার শীর্ষে "পর্যালোচনার জন্য খসড়াটি জমা দিন!" বোতামে ক্লিক করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ২৩:২৪, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
পরামর্শ
সম্পাদনাআপনি যখন নতুন নিবন্ধ তৈরি করবেন, তখন পাতায় সর্ব প্রথমে {{কাজ চলছে}}
ট্যাগ যুক্ত করবেন, তাহলে আপনি কাজ করছেন এমন পাতায় অপসারণ ট্যাগ যোগ বা খসড়ায় স্থানান্তর করা হবেনা। কিন্তু এই ট্যাগ যুক্ত করলে অবশ্যই নিবন্ধের কাজ শেষ করতে হবে। অন্যথায় আগামীতে হলেও পাতা অপসারণ করা হবে। ভেনজেন্স • আলাপ ২৩:২৫, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)