খসড়া:ব্যঙ্গ সংবাদ

বিদ্রুপ সংবাদ, ব্যাঙ্গ খবর (ইংরেজি: Satire News) এমন একটি সংবাদধারা যেখানে বিদ্রূপ, পরিহাস, বা ব্যঙ্গের মাধ্যমে সমসাময়িক ঘটনা, সামাজিক সমস্যা বা রাজনীতি নিয়ে কৌতুক বা তীক্ষ্ণ সমালোচনা করা হয়। এটি সাধারণত মজা করার উদ্দেশ্যে লেখা হলেও এর ভেতরে গভীর সামাজিক বা রাজনৈতিক বার্তা থাকে। এটি মাঝেমাঝে অশ্লীল হয়, কখনো বা চরমপন্থিদের অনুভূতিতে আঘাত করে।

এ ধরনের সংবাদে সত্য ঘটনার সাথে অতিরঞ্জিত বা কল্পিত উপাদান যোগ করা হয়, যা পাঠকদের বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক জোগায়। উদাহরণস্বরূপ, স্যাটায়ার নিউজে এমন শিরোনাম হতে পারে, “অমুক দুর্নীতিবাজ নেতাকে শিশুদের মতো নিষ্পাপ দাবী করল সরকার।” অথবা “অমুক খুনের আসামিকে মন্ত্রী করল সরকার।”

সাধারণত স্যাটায়ার নিউজ পুরোপুরি মিথ্যা হয়না, তবে সত্যের কৌতুকপূর্ণ রূপান্তরিত উপস্থাপনা।

স্যাটায়ার ধর্মী সংবাদ সাংবাদিকতার জন্মলগ্ন থেকেই বিদ্যমান, তবে এটি জনপ্রিয় হয়ে ওঠে ইন্টারনেটে সংবাদ ভিত্তিক ওয়েবসাইট গুলো যোগ হওয়ার পরপর, যেমন দ্য অনিয়ন এবং দ্য ব্যাবিলন বি-এর মতো ওয়েবসাইট। এসব ওয়েব সাইটের খবরগুলো রিয়েল সংবাদ সাইটের মতো উপস্থাপনা করা হলেও আসল নয় অর্থাৎ বিদ্রূপাত্মক সংবাদ প্রধানত ব্যঙ্গ-বিদ্রূপ এবং গাম্ভীর্যপূর্ণ রসবোধের ওপর আর্টিকেল প্রকাশ করে যেগুলো মনেহয় আসল নিউজের মতো তবে কিনা এসব নিউজ আসল নয়৷ হয়ত ইন্সিডেন্ট আসল হতে পারে কিন্তু সেগুলো সবসময়ই কৌতুকপূর্ণ হয়৷ স্যাটায়ার সংবাদগুলো মারাত্মক লেভেলে আইরনি ও ডেডপ্যাড হিউমার সমৃদ্ধ হতে পারে৷


স্যাটায়ার নিউজ দুই প্রকারের হলেও এই দুই প্রকারর মধ্যে পার্থক্য সামান্যই হতে পারে। এক প্রকারের স্যাটায়ার নিউজ বাস্তব ঘটনার ওপর স্টোরি করেন যার কাঠামো হয়ে থাকে কৌতুকপূর্ণ, যেমন কোন রাজনৈতিক ঘটনার ওপর করা স্টোরিকে (নিউজ) তারা নিজেদের কৌতুকপূর্ণ কাঠামোতে লিখে থাকেন৷ অপরটি সম্পূর্ণই কল্পনা নির্ভর হতে পারে৷